Surgeon Shahana Akter

Surgeon Shahana Akter General, Laparoscopic,LASER & Diabetic foot care Surgeon

12/08/2023

ব্রেস্ট পেইন: কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাবেন অনেকেই।

ব্রেস্ট রিডাকশন সার্জারি কি ও কেন?বিভিন্ন কারনে স্তনের আকৃতি অস্বাভাবিক বড় আকৃতি ধারন করলে সৌন্দর্য হানির পাশাপাশি কিছু...
15/06/2022

ব্রেস্ট রিডাকশন সার্জারি কি ও কেন?

বিভিন্ন কারনে স্তনের আকৃতি অস্বাভাবিক বড় আকৃতি ধারন করলে সৌন্দর্য হানির পাশাপাশি কিছু শারীরিক কষ্টও ভোগ করতে হয়।
পিঠ ও ঘাড়ে ব্যাথা একটা সময় অসহনীয় হয়ে পড়ে। তাছাড়া ত্বকের কিছু রোগ ও পরিবর্তনও রোগীকে ভোগায়।

এইসব ভোগান্তি থেকে মুক্তির জন্যই ব্রেস্ট রিডাকশন সার্জারি।

💦এই সার্জারি কি দুগ্ধ উৎপাদন ব্যহত করে?
☔সার্জারিতে অপসারণ করা ব্রেস্ট টিস্যুর পরিমাণ ও নিপল-এরিওলার ব্যাপারে গৃহীত পদক্ষেপ দুগ্ধ উৎপাদনকে প্রভাবিত করে।

💦এই অপারেশনের কোন জটিলতা আছে কি?
☔অবশ্যই আছে। তবে সঠিক পরিকল্পনা ও সময়োচিত পদক্ষেপ তা অনেকটাই এড়িয়ে যেতে সহায়তা করে।

💦অপারেশনের কত দিন পর স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়?
☔এক-দুই সপ্তাহেই স্বাভাবিক কাজে ফিরে যাওয়া যায়।
☔দেড় থেকে দুই মাস পর কোনও রকম অস্বস্তিই আর থাকে না।

কাজেই ভয় নয়, সঠিক ভাবে জেনে সকল কষ্টকে করতে হবে জয়।

প্যারোটিড টিউমাররিকারন্ট কেস, প্রথমে দ্বিধা হচ্ছিলো।কিন্তু শেষ পর্যন্ত সুন্দর ভাবে সমাধান হলো।৩০.০৪.২০২২প্যানারমা হসপিটা...
05/05/2022

প্যারোটিড টিউমার

রিকারন্ট কেস, প্রথমে দ্বিধা হচ্ছিলো।কিন্তু শেষ পর্যন্ত সুন্দর ভাবে সমাধান হলো।

৩০.০৪.২০২২
প্যানারমা হসপিটাল।
রোড ৮,বাড়ি ১৬,
ধানমন্ডি আবাসিক এলাকা।

হার্নিয়া;শুধু পুরষের রোগ তো নয়।ভুগতে পারেন নারীরাও।
19/11/2021

হার্নিয়া;শুধু পুরষের রোগ তো নয়।
ভুগতে পারেন নারীরাও।

Title : হার্নিয়া কি | What is Hernia | হার্নিয়া কারণ-লক্ষণ-চিকিৎসা | Hernia Causes, Symptoms & TreatmentDr. Shahana AkterLaparoscopy, Longo, Breast and Diabe...

14/11/2021

অনেক ধারণা স্পষ্ট হবে আশা করি..

💦চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যাথার ঔষধ কেন খাবেন না💦🍥জিআই পারফোরেশন বা পৌষ্টিকনালীর ছিদ্র হয়ে যাওয়া এখন বয়োজ্যাষ্ঠদের ম...
21/08/2021

💦চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যাথার ঔষধ কেন খাবেন না💦

🍥জিআই পারফোরেশন বা পৌষ্টিকনালীর ছিদ্র হয়ে যাওয়া এখন বয়োজ্যাষ্ঠদের মাঝে বাড়ছে উল্লেখ যোগ্য হারে।

🍥অন্যান্য কারনের মধ্যে ক্রমেই প্রধান হয়ে উঠছে ইচ্ছে মতো ব্যাথার ঔষধ সেবন।

🍥হঠাৎ প্রচন্ড পেট ব্যাথা নিয়ে রোগী আসছেন হাসপাতাল জরুরী বিভাগে।

🍥সঠিক সময়ে সিদ্ধান্ত না নিতে পারায় অনেকেই হাসপাতালে পৌঁছাতে এতো দেরী করে ফেলেন যে তখন অন্যান্য জটিলতার সাথে মৃত্যু ঝুঁকিও বেড়ে যায়।

🍥খোঁজ নিলে জানা যাচ্ছে তাঁরা কোমর কিংবা হাটু ব্যাথায় ইচ্ছে মাফিক ব্যাথার ঔষধ নিতেন।

💦উপদেশঃ

🍥চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যাথার ঔষধ খাবেন না।
🍥এইরকম অবস্থায় দ্রুত জরুরী বিভাগে পৌঁছে যান।

13/08/2021

💦 সচেতন হউন 👀

🍥প্রতি মাসের একটি নিদৃষ্ট সময়ে নিজে নিজের স্তন পরীক্ষা করুন।

🍥কোন সন্দেহ জনক পরিবর্তন পেলে বা বয়স চল্লিশ পেরুলে প্রতি বছর চিকিৎসকের কাছে স্তন পরীক্ষা করিয়ে নিন।

🍥সি সেকশন বা সিজারিয়ান সেকশন ও হার্নিয়া🍥নানা কারন ও অবস্থার প্রেক্ষিতে সিজারিয়ান সেকশন হওয়া মায়েদের সংখ্যা কিন্তু ক...
12/08/2021

🍥সি সেকশন বা সিজারিয়ান সেকশন ও হার্নিয়া🍥

নানা কারন ও অবস্থার প্রেক্ষিতে সিজারিয়ান সেকশন হওয়া মায়েদের সংখ্যা কিন্তু কম নয়।এঁদের কেউ কেউ অপারেশন পরবর্তী অনাকাঙ্ক্ষিত জটিলতায় ভোগেন।এর মধ্যে হার্নিয়াও একটি।

কেতাবি শব্দে এ ধরনের হার্নিয়াকে বলা হয় "ইনসিশনাল হার্নিয়া"।

💦লক্ষণঃ

🍥নাভীর নীচ থেকে শুরু করে সেলাই পর্যন্ত বা সেলাই এর জায়গার আশপাশ ঘিরে অস্বাভাবিক ফুলে যাওয়া।

🍥ফোলা জায়গায় হালকা থেকে তীব্র ব্যাথা বা অস্বস্তিকর অনুভব ।

🍥দৃশ্যমান স্ফীতি বা ফুলে যাওয়া ছাড়াই শুধু ব্যাথা বা অস্বস্তিকর অনুভবও হতে পারে কখনও কখনও একমাত্র লক্ষন।

🍥অন্যান্য জটিলতা।

💦উপসংহারঃ

অজ্ঞতার কারণে অনেক সময়েই রোগ ধরা পরায় দেরি হয় এবং রোগী নিদারুণ কষ্টের ভেতর দিয়ে যায়। সময় মতো রোগ নির্ণয় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে সুস্হ ভাবে জীবন ধারনের নিশ্চয়তা দেয়।

আসুন হার্নিয়া সম্পর্কে জানিশরীরকে যদি এক ঘর ধরে নেই, সে ঘরের দেয়ালের অসম্পূর্ণতা বা দুর্বল অংশ দিয়ে যখন ঘরের আসবাব বে...
11/08/2021

আসুন হার্নিয়া সম্পর্কে জানি

শরীরকে যদি এক ঘর ধরে নেই, সে ঘরের দেয়ালের অসম্পূর্ণতা বা দুর্বল অংশ দিয়ে যখন ঘরের আসবাব বেড়িয়ে আসতে চায় তার নামই হার্নিয়া।

শৈল্য চিকিৎসা বা সার্জারির মাধ্যমে শরীরের এই ত্রুটি আমরা সহজেই সারিয়ে তুলতে পারি।

সঠিক তথ্য না জানায় আমরা অনেকেই হার্নিয়াকে অবহেলা করে নানা জটিলতায় ভুগী।সময়মতো সুনির্দিষ্ট চিকিৎসা আমাদের এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ থেকে রক্ষা করতে পারে।

দেরি না করে আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

পুড়ে গেলে💦 কি করবেন?🍥পানি ঢালুন এবং সেটা পর্যাপ্ত পরিমাণে ।শুধুমাত্র পানি।🍥উপযুক্ত ক্ষেত্রে সিলভার সালফাডায়াজিন(বার্নল/...
08/08/2021

পুড়ে গেলে

💦 কি করবেন?

🍥পানি ঢালুন এবং সেটা পর্যাপ্ত পরিমাণে ।শুধুমাত্র পানি।
🍥উপযুক্ত ক্ষেত্রে সিলভার সালফাডায়াজিন(বার্নল/সিলক্রিম/বার্নসিল) ব্যবহার করুন।

💦 কি করবেন না?

🍥ডিম, টুথপেস্ট, ময়দা, তেল ইত্যাদি মাখাবেন না।
🍥আতঙ্কিত হবেন না।
🍥ফোসকা গলাবেন না

💦 কখন চিকিৎসকের কাছে যাবেন?.

🍥শরীরের ১০% এর বেশী অংশ পুড়ে গেলে(নিজ নিজ হাতের তালু পরিমাণ=১%)
🍥মুখমন্ডল,হাত,পা,প্রজনন অঙ্গ বা পায়ুপথের আশপাশ পুড়ে গেলে
🍥কোন রাসায়নিক যেমন এসিড বা ক্ষার দ্বারা পুড়ে গেলে
🍥গভীর ভাবে পুড়ে গেলে
🍥বিদ্যুতায়িত হয়ে পুড়লে
🍥পোড়ার সময় কোন আবদ্ধ স্থানে থাকল
🍥অজ্ঞান হয়ে গেলে।
🍥রোগীর অন্যান্য জটিল শারীরিক অবস্থা বিদ্যমান থাকলে।

💦 উপদেশঃ

🍥স্বাভাবিক সকল খাবার সহ দুধ, ডিম ,মাছ,মাংশ খাবেন।
🍥পর্যাপ্ত শাক-সবজি ও তরল পান করুন।
🍥সময়মত চিকিৎসকের পরামর্শ নিন,সুস্থ থাকুন।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00

Telephone

+8801309291900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surgeon Shahana Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Surgeon Shahana Akter:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram