Pregnancy and Child Care

Pregnancy and Child Care Pregnant Mother and Child care. Help for many problem Solution
(3)

01/01/2026

Happy New Year 2026

ডায়রিয়া হলে কি করবেন?
23/12/2025

ডায়রিয়া হলে কি করবেন?

নবজাতকের যত্নে যে ভুলগুলো করবেন নাশিশুটি যখন পৃথিবীতে একেবারেই নতুন, সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে তার সময় লাগে। পৃথিবীর ...
16/12/2025

নবজাতকের যত্নে যে ভুলগুলো করবেন না

শিশুটি যখন পৃথিবীতে একেবারেই নতুন, সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে তার সময় লাগে। পৃথিবীর আলো-বাতাস, ধুলো-মাটির সঙ্গে মিলেমিশে বড় হতে থাকে সে। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে দুজন মানুষের জন্ম হয় মা-বাবা হিসেবে। বাড়ে অনেক দায়িত্ব। কীসে সন্তানের ভালো হবে সেই চিন্তা করতে থাকেন তারা।

নবজাতকের যত্ন নিয়ে নানা ধরনের ধারণা প্রচলিত রয়েছে। তার মধ্যে কিছু সত্যিই কার্যকরী, কিছু আবার কুসংস্কার। কিছু কিছু কুসংস্কার বহু বছর ধরে চলে আসছে। সেসব মেনে চলতে গিয়ে শিশুর ভালোর বদলে খারাপই হয় বেশি। না জেনেই শিশুর ক্ষতি ডেকে আনেন অভিভাবকেরা। জেনে নিন যত্নের নামে শিশুর সমস্যা সৃষ্টি করে কোন নিয়মগুলো-

মুখে মধু

অনেকেই নবজাতকের মুখে মধু দেন। বিশেষজ্ঞরা ছয় মাস বয়সের আগে শিশুকে মায়ের দুধ ছাড়া বাকি সব খাবার দিতে নিষেধ করেন, সেখানে সরাসরি মধু খেতে দেওয়া কতটা ক্ষতিকর বুঝতে পারছেন নিশ্চয়ই। এক বছর বয়সের আগে শিশুকে মধু একদমই খেতে দেবেন না। কারণ এতে বটালিজম নামের এক রকমের অসুখ হওয়ার আশঙ্কা থাকে। যেটি শিশুর জন্য ডেকে আনতে পারে মারাত্মক কোনো ক্ষতি।

চোখে-কপালে কাজল

নবজাতকের চোখে-কপালে কাজল পরান না এমন অভিভাবক কমই আছেন। মনে করা হয়, এতে বিভিন্নজনের কুনজর থেকে শিশু রক্ষা পায়। বলা বাহুল্য যে এটি কুসংস্কার। এদিকে কাজলের কারণে শিশুর কোমল ত্বক হয় ক্ষতিগ্রস্ত। সতর্ক না হলে শিশুর ত্বকে ইনফেকশন হওয়াও অস্বাভাবিক নয়।

কানের ব্যথায় স্তন্যদুগ্ধ

শিশুর জন্য মায়ের বুকের দুধ সবচেয়ে পুষ্টিকর। অনেকে মনে করেন, শিশুর কানে ব্যথায় মায়ের বুকের দুধ ড্রপার হিসেবে ব্যবহার করলে উপশম মেলে। কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। শিশুর কানের ভেতরে দুধ দিলে তাতে ব্যাকটেরিয়া বাসা বেঁধে ইনফেকশনের ভয় বেড়ে যায়।

কাপড়ে শক্ত করে জড়িয়ে রাখা

শিশুর জন্মের পরপরই তাকে তোয়ালে বা কাঁথা দিয়ে শক্ত করে মুড়িয়ে রাখা হয়। মনে করা হয়, এতে শিশুদের পা সোজা থাকবে। কিন্তু জন্মের পরপরই এমন অস্বস্তিকর পরিস্থিতি শিশুর জন্য কষ্টকর হয়ে ওঠে। এমনকী তার নিঃশ্বাস নিতেও কষ্ট হতে পারে। তাই শিশুকে যতটা সম্ভব স্বস্তিতে থাকতে দিন।

ছাগলের দুধ পুষ্টিকর

গরুর দুধের থেকে ছাগলের দুধ বেশি পুষ্টিকর। আর একারণেই অধিক পুষ্টির আশায় শিশুকে ছাগলের দুধ খাওয়ানো হয়। ছয় মাস বয়সের পর শিশুকে ছাগলের দুধ খেতে দেবেন না। কারণ এটি অধিক পুষ্টি সমৃদ্ধ হলেও শিশু সহজে হজম করতে পারে না।

08/12/2025

শুভ রাত্রি

গর্ভে যখন বাচ্চা উল্টো থাকে (ব্রিচ পজিশন): কী করবেন? 📌 সাধারণত মায়ের গর্ভে সন্তান মাথা নিচের দিকে রেখে জন্মের জন্য প্রস...
03/12/2025

গর্ভে যখন বাচ্চা উল্টো থাকে (ব্রিচ পজিশন): কী করবেন?

📌 সাধারণত মায়ের গর্ভে সন্তান মাথা নিচের দিকে রেখে জন্মের জন্য প্রস্তুত হয়। কিন্তু কখনো কখনো দেখা যায়, বাচ্চা উল্টো অবস্থানে থাকে—অর্থাৎ পা বা পাছা নিচের দিকে থাকে, যাকে 'ব্রিচ পজিশন' বলা হয়। সাধারণত ৩২ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি ধরা পড়ে।

❤️এতে ভয় পাওয়ার কিছু নেই!
অনেক সময় প্রসবের আগ মুহূর্তে বাচ্চা নিজেই সঠিক অবস্থানে চলে আসে।

🔹 সিজারিয়ানের প্রস্তুতি:
যদি বাচ্চা শেষ পর্যন্ত সঠিক অবস্থানে না ঘোরে, তবে মা ও শিশুর সুরক্ষার জন্য সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারির প্রস্তুতি রাখতে হতে পারে।

বেশিরভাগ ক্ষেত্রেই সি - সেকশন সবচেয়ে নিরাপদ ও প্রচলিত সিদ্ধান্ত।

🔍 কেন সিজারকে নিরাপদ ধরা হয়?

▣ Breech অবস্থায় বাচ্চা নিচে নামতে সমস্যা হয়।
▣ মাথা আগে নামতে না পারলে বাচ্চার জন্য ঝুঁকি বাড়ে।
▣ এজন্য ডাক্তাররা মা ও শিশুর নিরাপত্তার কথা বিবেচনা করে সিজার সাজেস্ট করেন।

🔐 অপারেশনের আগে ডাক্তার যেসব বিষয় দেখেন:
▣ প্লাসেন্টা ঠিক কোন জায়গায় আছে
▣ Placenta Previa আছে কি না
▣ বাচ্চার ওজন, নড়াচড়া ও পানি (AFI)
▣ মায়ের আগের সিজারের ইতিহাস
▣ যে কোনো অতিরিক্ত ঝুঁকি বা জটিলতা

💡 যা আপনাকে আশ্বস্ত করবে:

▣ Breech পজিশন থাকলে সিজার খুবই সাধারণ ও নিরাপদ পদ্ধতি
▣ অভিজ্ঞ গাইনি ডাক্তারদের জন্য এটি রুটিন অপারেশন।

সবচেয়ে বড় কথা, দুশ্চিন্তা করবেন না!
আল্লাহর রহমতে অনেক সময় শেষ মুহূর্তে বাচ্চা ঠিকঠাক অবস্থানে চলে আসে। নিয়মিত চেকআপ আর মনের শান্তিই আপনার সবচেয়ে বড় শক্তি।

30/11/2025

আলহামদুলিল্লাহ

শুভ সন্ধ্যা

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pregnancy and Child Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram