16/04/2024
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
Hoque Homoeo Hall- Faydabad এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
👉 দেশি-বিদেশি মানসম্মত কোম্পানির ঔষধ দ্বারা নতুন ও পুরাতন রোগীদের সকল চিকিৎসা করা হয়।
অফলাইন/অনলাইন এর মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ঔষধ সরবরাহ করা হয়।
বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন....
মোবাইলঃ 01720154746 / 01816779206
Imo & WhatsApp -> 01720154746
যেকোন প্রয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করবেন/মোবাইল নাম্বারে কল করবেন/ইনবক্সে যোগাযোগ করবেন।
সকলকে অনুরোধ করা যাচ্ছে যারা অনলাইনের মাধ্যমে প্রেসক্রিপশন সংগ্রহ করতে চান তাদেরকে অব্যশই ভিজিট ফি পরিশোধ করতে হবে এবং যারা ঔষধ সংগ্রহ করতে চান তাদেরকেও বিকাশের/নগদের মাধ্যমে এই 01720154746 নাম্বারে মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে। অবশ্যই সকলে এই নিয়ম অনুসরণ করে ইনবক্সে যোগাযোগ করবেন।
👉সেবা সমূহ :
যৌন দূর্বলতা, চর্ম রোগ, ব্লাড (HBS Agপজেটিভ), আইবিএস(IBS), টিউমার, জরায়ুর ক্যান্সার, নতুন পুরাতন রোগ, শিশু ও মহিলাদের যাবতীয় জটিল রোগ,অনিয়মিত মাসিক, সাদা স্রাব ও ধাতু দুর্বলতা, জন্ডিস, ডায়াবেটিস, গ্যাষ্টিক আলসার, হাঁপানী, দাদ, চুলকানি, পাঁচড়া, হাত-পা ফাটা, হার্পিস, একজিমা, সোরিয়েসিস, ব্রণ, ফোড়া, আঁচিল, কড়া, খুসকি, যে সকল মহিলাদের সন্তান হয়না, গর্ভবতী মহিলাদের সহজ প্রসবের চিকিৎসা, টিউমার, পিত্ত ও কিডনী পাথর, মলদ্বার দিয়ে রক্তপড়া, অর্শ ভগন্দর, মলদ্বারে ফিসার, নাকের ভিতরে মাংস বৃদ্ধি(সাইনাস), একশিরা/হার্নিয়া, আঁচিল, টনসিল প্রদাহ/মাম্পস/ থাইরয়েড সহসকল রোগের চিকিৎসা করা হয়।
👉হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। হোমিওপ্যাথিক চিকিৎসায় যেকোন রোগের সমস্যার সমাধানে অসংখ্য ঔষধ রয়েছে। চিকিৎসক রোগীর লক্ষনের সাথে মিল রেখে চিকিৎসার নিয়মনীতি অনুসারে চিকিৎসা করলে আল্লাহর রহমতে পুরো সুস্থতা সম্ভব। চিকিৎসা গ্রহণের পূর্বে যে বিষয়টি মাথায় রাখতে হবে তাহলো,অবশ্যই একজন রেজিষ্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসকের সম্মুখীন হবেন।
**************************
হক হোমিও হল
ডাঃ মোঃ এ এইচ এনাম
সহকারি অধ্যাপক
বি এইচ এম এস, (ঢাকা বিশ্ববিদ্যালয়)
একাউন্টিং, অনার্স মাস্টার্স (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
পরীক্ষক, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড
জাতীয় সনদ প্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য মন্ত্রনালয়, ঢাকা
👉ঠিকানাঃ
ফায়দাবাদ চৌয়ারীরটেক বাজার, আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে কোটবাড়ি পার হয়ে ডাচ বাংলা ব্যাংক ও ইসলামি ব্যাংক এর মাঝখানে, দক্ষিণ খান, ঢাকা-১২৩০