Aastha Medical Tourism

Aastha Medical Tourism Aastha is a Medical Tourism facilitator, we provide access to world class medical treatment in India Thailand Malaysia Turkey & UAE

বিদেশে চিকিৎসা সংক্রান্ত আপনার যা যা তথ্য দরকার আমাদেরকে জানান, আমাদের দেয়া তথ্য যাচাই করুন, তারপর আপনার সিদ্ধান্ত নিন।স...
21/08/2025

বিদেশে চিকিৎসা সংক্রান্ত আপনার যা যা তথ্য দরকার আমাদেরকে জানান, আমাদের দেয়া তথ্য যাচাই করুন, তারপর আপনার সিদ্ধান্ত নিন।

সঠিক সময়ে সঠিক চিকিৎসা ব্যবস্থা হতে পারে জটিল রোগ থেকে নিরাময়ের উত্তম উপায়, তাই নানাজনের ভুল তথ্যে বিভ্রান্ত না হয়ে, আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সহযোগীতা নিন।

আমরা ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও চিন-এ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সহযোগীতা করি।

আমাদের সেবা সমূহ:
১. আপনার রোগেরধরন অনুযায়ী অভিজ্ঞ ডাক্তারের তথ্য প্রদান
২. আপনার বাজেটের মধ্যে উন্নত হাসপাতালের তথ্য প্রদান
৩. ভিসার জন্য বিদেশের হাসপাতাল থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ সহ ভিসার ফাইল তৈরী করা এবং
৪. চিকিৎসা পরবর্তী সেবা সহযোগীতা।

বিদেশে চিকিৎসা সেবার জন্য যোগাযোগ করুন:
আস্থা মেডিকেল ট্যুরিজম
১৬০ লেক সার্কাস (৭ম তলা), কলাবাগান, ঢাকা-১২০৫
ফোন/হোয়াটস অ্যাপ : +8801977152324, 01882215536

#ভারতেচিকিৎসা

#থাইল্যান্ডেচিকিৎসা

বন্ধ্যাত্ব চিকিৎসার কার্যকরী সমাধানের জন্য কলকাতা ও দিল্লির সেরা হাসপাতাল ও ডাক্তারদের সহযোগীতা নিয়ে আস্থা মেডিকেল ট্য...
13/08/2025

বন্ধ্যাত্ব চিকিৎসার কার্যকরী সমাধানের জন্য কলকাতা ও দিল্লির সেরা হাসপাতাল ও ডাক্তারদের সহযোগীতা নিয়ে আস্থা মেডিকেল ট্যুরিজম আছে আপনার পরিবারের স্বপ্ন পূরণের সাথী হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পাশে।

আজই আমাদের সাথে কথা বলুন, আপনার চিকিৎসার পরিকল্পনা, ভিসা ও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট জন্য। নির্ভরযোগ্য তথ্য, স্পষ্ট পথনির্দেশ, এবং আপনার বাজেট-অনুযায়ী সমাধান—সবই আমরা দেবো।

আপনার স্বপ্নপূরণের প্রথম পদক্ষেপের জন্য আজই যোগাযোগ করুন:�হোয়াটসঅ্যাপ অথবা কল করুন: 01977152324, 01882215536
ঠিকানা: আস্থা মেডিকেল ট্যুরিজম, ১৬০ লেক সার্কাস (৭ম তলা) কলাবাগান, ঢাকা-১২০৫।

সম্প্রতি ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ‘নি হাও! চীনা–বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী। উক্ত প্...
13/08/2025

সম্প্রতি ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ‘নি হাও! চীনা–বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী।

উক্ত প্রদর্শণীতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মাননীয়া নূরজাহান বেগম, উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাননীয় ইয়াও ওয়েন, গণপ্রজাতন্ত্রী চীনের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রদর্শনীতে চীনের ১২টিরও বেশি নামকরা হাসপাতালের প্রতিনিধি ও বিশেষজ্ঞ চিকিৎসকগন সরাসরি উপস্থিত হয়ে চীনের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা ও বাংলাদেশী রোগীদের জন্য বিশেষ সুযোগ সুবিধার বিষয়গুলো তুলে ধরেন।

সেই সঙ্গে বাংলাদেশে মেডিক্যাল ট্যুরিজম ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ কিছু মেডিক্যাল ট্যুরিজম কোম্পানিকে বিশেষ সম্মাননা পুরস্কার ও ক্রেষ্ট প্রদন করা হয়। সেই সঙ্গে আস্থা মেডিক্যাল ট্যুরিজমকে আগামী ১বছরের জন্য বাংলাদেশর মেডিক্যাল ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য কনসালটেন্ট হিসেবে স্বীকৃতি দেয়া হয়। আস্থা মেডিক্যাল ট্যুরিজমের পক্ষে উক্ত সম্মানান পুরস্কারের জন্য আয়োজকে ধন্যবাদ জানাই।

সেই সঙ্গে Trip360 Holidays, RM Holidays ও Track Medi Services সহ আরো বেশ কিছু কোম্পানিকে বাংলাদেশে মেডিক্যাল ট্যুরিজম ডেভেলপমেন্ট খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার পাওয়ায় আমরা গর্বিত।

Aastha Medical Tourism extends its deepest condolences and heartfelt sympathies to all those affected by the tragic plan...
21/07/2025

Aastha Medical Tourism extends its deepest condolences and heartfelt sympathies to all those affected by the tragic plane crash in Uttara, Dhaka. Our thoughts are with the families and loved ones during this difficult time.

May the departed souls rest in peace.

🌸 “আমি এখন সোজা হয়ে হাঁটতে পারি… আর এটিই আমার জীবনের সবচেয়ে বড় সুখ।”— মাইশা রহমানস্কোলিয়োসিসের কারণে বছর পর বছর কষ্ট...
07/07/2025

🌸 “আমি এখন সোজা হয়ে হাঁটতে পারি… আর এটিই আমার জীবনের সবচেয়ে বড় সুখ।”
— মাইশা রহমান

স্কোলিয়োসিসের কারণে বছর পর বছর কষ্ট পেয়েছেন মাইশা।
স্কোলিয়োসিস হচ্ছে মেরুদণ্ড বক্রতা, যার ফলে মাইসার দুই কাঁধ ও নিতম্ব ভারসাম্য ঠিক ছিলনা, এবং তার শ্বাসকষ্ট হতো। দেশে পরিপূর্ণ চিকিৎসা না থাকার পরও মাইশা আত্মবিশ্বাস হারাইনি। গুগলে খুঁজে বের করেছে বাংলাদেশের সবচাইতে সহযোগী মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানকে।

💡 তারপর আস্থা মেডিকেল ট্যুরিজম-এর সহায়তায়
ভারতের গুরগাঁও এ অবস্থিত আর্টেমিস হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন।

🔹 আধুনিক সার্জারি
🔹 আন্তর্জাতিক মানের চিকিৎসা
🔹 আস্থা টিম সাথে ছিলেন পুরো সময়

✅ আজ মাইশা সুস্থ। হাঁটছেন, হাসছেন, স্বপ্ন দেখছেন নতুন করে। তার নিজের মুখে চিকিৎসার কথা শুনতে ক্লিক করুন:
https://youtu.be/XA4LZcqj4Ho

🌟 আস্থা মেডিকেল ট্যুরিজম শুধু ভিসা সহযোগিতা, টিকিট, হাসপাতাল বুকিং নয় —আছে ভরসা, সহযোগিতা, আর সম্পূর্ণ কেয়ার।

📞 যদি আপনার প্রিয় কেউ এমন কষ্টে ভোগেন — আজই যোগাযোগ করুন।

🔁 শেয়ার করে ছড়িয়ে দিন আশার গল্প 💚

#মাইশার_গল্প

একটা ফোন কল বদলে দিল ওর জীবনটা…ও ছিলো হতাশ, অসুস্থতায় কষ্ট পাচ্ছিল, দেশে কোনো ভাল চিকিৎসা পাচ্ছিল না।কিন্তু একটা ছোট্ট ...
07/07/2025

একটা ফোন কল বদলে দিল ওর জীবনটা…
ও ছিলো হতাশ, অসুস্থতায় কষ্ট পাচ্ছিল, দেশে কোনো ভাল চিকিৎসা পাচ্ছিল না।

কিন্তু একটা ছোট্ট সিদ্ধান্ত — Aastha Medical Tourism-এ যোগাযোগ — সব কিছু পাল্টে দিল।

আজ ও সুস্থ, হাসছে, আর বলছে:
"আমি বেঁচে গেছি, কারণ আমি আশা ছাড়িনি।"

🌿 আস্থা মেডিকেল ট্যুরিজম শুধু চিকিৎসা সহযোগিতা করে না —ভরসা দেয়, সেবা দেয়, পথ দেখায়।

✅ আন্তর্জাতিক মানের হাসপাতাল
✅ ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইয়ের সেরা ডাক্তার
✅ আস্থা টিমের ২৪/৭ সাপোর্টে
✅ ভিসা সহযোগিতা, টিকিট, অ্যাম্বুলেন্স, এয়ারপোর্ট পিক আপ এবং ড্রপের সব ব্যবস্থাপনা একসাথে

💬 “Aastha আছে বলেই আমি সাহস পেয়েছি…”

📞 এখনই যোগাযোগ করুন : 01977152324, 01882215536— আপনার বা প্রিয়জনের চিকিৎসা নিয়ে ভাবুন আজ থেকেই।

🔁 শেয়ার করুন যদি আপনি চান কেউ আশা হারিয়ে না ফেলে।

অভিনেতা সালমান খানের স্নায়বিক অবস্থা অ্যানিউরিজম এবং নিউরালজিয়ার মতো গুরুতর মস্তিষ্কের অসুস্থতার জন্য কিমস হাসপাতালে স...
28/06/2025

অভিনেতা সালমান খানের স্নায়বিক অবস্থা অ্যানিউরিজম এবং নিউরালজিয়ার মতো গুরুতর মস্তিষ্কের অসুস্থতার জন্য কিমস হাসপাতালে স্নায়ু বিশেষজ্ঞ ডাঃ প্রবীণ কুমার ইয়াদার তত্বাবধানে চিকিত্‌সা করছেন।

💬 “ট্রাইজেমিনাল নিউরালজিয়ার মতো লক্ষণযুক্ত রোগীদের ওষুধ দিয়ে চিকিৎসা করা যেতে পারে। কিমস হাসপাতাল অস্ত্রোপচারবিহীন পদ্ধতি ব্যবহার করে অন্তর্নিহিত কারণ - যেমন AVM বা ট্রাইজেমিনাল নিউরালজিয়া - সনাক্ত করতে পারে,” সেকেন্দ্রাবাদের KIMS হাসপাতালের কনসালট্যান্ট নিউরোলজিস্ট ডাঃ প্রবীণ কুমার ইয়াদা বলেন। আরও জানতে সংবাদ নিবন্ধটি পড়ুন।

স্নায়ুজনীত যেকোন উন্নত চিকিত্‌সার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কল করুন: +8801977152324, 01882215536 অথবা

ভিজিট করুন:
আস্থা মেডিকেল ট্যুরিজম
১৬০ লেক সার্কাস (৭ম তলা), কলাবাগান, ঢাকা-১২০৫।

23/06/2025

The inspiring journey of Maisa Rahman, a patient from Aastha Medical Tourism, who chose Artemis Hospital for her scoliosis surgery. Watch her story of hope, ...

উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে ম্যানুয়াল অথবা রোবোটিক সার্জারীর মাধ্যমে আগের মত হাটাচলা করতে হাটু প্রতিস্থাপনের জন্য আম...
21/06/2025

উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে ম্যানুয়াল অথবা রোবোটিক সার্জারীর মাধ্যমে আগের মত হাটাচলা করতে হাটু প্রতিস্থাপনের জন্য আমাদের উপর আস্থা রাখতে পারেন। এখন পর্যন্ত আমরা বিদেশে চিকিৎসার মাধ্যমে পঞ্চাশের অধিক হাটু প্রতিস্থাপনের জন্য সহযোগীতা করেছি এবং তারা সকলেই স্বাভাবিক জীবনযাপন করছে।

আমরা থাইল্যান্ড, ভারত ও চায়নাতে চিকিৎসার জন্য সকল ধরনের সহযোগীতা করি।

তাই আর দেরী কেন?
আজই বিনামূল্যে চিকিৎসার খরচ জানতে, হাসপাতালে ভর্তি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ভিসার সহযোগীতা ও অন্যান্য পরামর্শের জন্য যোগাযোগ করুন:

আস্থা মেডিকেল ট্যুরিজম
১৬০ লেক সার্কাস (৭ম তলা), কলাবাগান, ঢাকা-১২০৫
ফোন/হোয়াটস অ্যাপ: ০১৯৭৭১৫২৩২৪, ০১৮৮২২১৫৫৩৬

হাটু প্রতিস্থাপনের বিষয়ে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন:
https://tinyurl.com/4hdadwsd

স্কোলিওসিস কি?স্কোলিওসিস (Scoliosis) হলো মেরুদণ্ডের একটি রোগ, যেখানে মেরুদণ্ডটি স্বাভাবিক সরল রেখা থেকে একপাশে বেঁকে যায়...
19/06/2025

স্কোলিওসিস কি?
স্কোলিওসিস (Scoliosis) হলো মেরুদণ্ডের একটি রোগ, যেখানে মেরুদণ্ডটি স্বাভাবিক সরল রেখা থেকে একপাশে বেঁকে যায়, অনেকটা C বা S অক্ষরের মতো। এটি সাধারণত শিশু বা কিশোর বয়সে বেশি দেখা যায়। স্কোলিওসিসের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে: কাঁধের উচ্চতা অসমান হওয়া, কোমর বাঁকা হয়ে যাওয়া, এক দিকের পাঁজর অন্য দিকের চেয়ে উঁচু হয়ে যাওয়া, এবং শরীরের ভারসাম্য রক্ষার সমস্যা। স্কোলিওসিসের কারণ অনেক ক্ষেত্রে অজানা, তবে জন্মগত ত্রুটি, স্নায়ু বা পেশীর সমস্যা, আঘাত বা মেরুদণ্ডে সংক্রমণ থেকেও এটি হতে পারে.

স্কোলিওসিসের লক্ষণ (Symptoms):
মাথা শরীরের কেন্দ্রে না থাকা।
এক কাঁধ অন্যটির চেয়ে উঁচু হওয়া।
এক দিকের পাঁজর অন্যটির চেয়ে উঁচু হওয়া।
কোমর বাঁকা হয়ে যাওয়া বা এক দিকের কোমর উঁচু হয়ে যাওয়া।
শরীরের ভারসাম্য রক্ষার সমস্যা।
পিঠে ব্যথা (বিশেষ করে প্রাপ্তবয়স্কদের মধ্যে)।
শ্বাসকষ্ট (Severe ক্ষেত্রে)।
পেটে ব্যথা বা কোষ্ঠকাঠিন্য (Severe ক্ষেত্রে)।

স্কোলিওসিসের কারণ (Causes):
জন্মগত ত্রুটি (Congenital Scoliosis): কিছু ক্ষেত্রে, মেরুদণ্ড গঠনের সময় ত্রুটির কারণে স্কোলিওসিস হতে পারে।
স্নায়ু বা পেশীর সমস্যা (Neuromuscular Scoliosis): সেরিব্রাল পালসি (Cerebral palsy) বা পেশী ডিস্ট্রফির (Muscular dystrophy) মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের স্কোলিওসিস হওয়ার সম্ভাবনা থাকে।
অজানা কারণ (Idiopathic Scoliosis): অনেক ক্ষেত্রে স্কোলিওসিসের কারণ অজানা থাকে, একে ইডিওপ্যাথিক স্কোলিওসিস বলা হয়।
বয়স-জনিত পরিবর্তন (Degenerative Scoliosis): বয়স্ক ব্যক্তিদের মধ্যে মেরুদণ্ডের হাড় ও জয়েন্টগুলোতে ক্ষয় হওয়ার কারণে স্কোলিওসিস হতে পারে।

অন্যান্য কারণ: মেরুদণ্ডের আঘাত বা সংক্রমণ থেকেও স্কোলিওসিস হতে পারে।

কিছু ক্ষেত্রে, জিনগত কারণও স্কোলিওসিসের জন্য দায়ী হতে পারে।

স্কোলিওসিস কিভাবে চিহ্নিত করবেন?
১. কোমরের অসমতা
২. অসম কাঁধ
৩. হিপের অসমতা
৪. সামনের দিকে ঝুকলে মেরুদন্ড বেকে যাওয়া
৫.সোজা হয়ে দাড়ালে শরিরের গঠন একদিকে ঝুকে যাওয়া, ইত্যাদি --
যদি সবগুলো অথবা এক বা একাধিন লক্ষণ পরিলক্ষিত হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সময়মত চিকিৎসা না করালে পরবর্তীতে শ্বাসতন্ত্রে সমস্যা, হজম প্রক্রিয়ার সমস্যা এবং স্নায়ুর সমস্যা হতে পারে, যার ফলে পরবর্তীতে পঙ্গুত্বের কারন হতে পারে। তাই বিনামূল্যে ভারতের গুরুগ্রাম, হরিয়ানায় অবস্থিত আর্টিমেস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন:
আস্থা মেডিকেল ট্যুরিজম
১৬০ লেক সার্কাস (৭ম তলা), কলাবাগান, ঢাকা-১২০৫
হোয়াটস অ্যাপ: ০১৯৭৭১৫২৩২৪, ০১৮৮২২১৫৫৩৬

স্কোলিওসিস কিভাবে চিহ্নিত করবেন?১. কোমরের অসমতা ২. অসম কাঁধ৩. হিপের অসমতা ৪. সামনের দিকে ঝুকলে মেরুদন্ড বেকে যাওয়া৫.সোজ...
18/06/2025

স্কোলিওসিস কিভাবে চিহ্নিত করবেন?

১. কোমরের অসমতা
২. অসম কাঁধ
৩. হিপের অসমতা
৪. সামনের দিকে ঝুকলে মেরুদন্ড বেকে যাওয়া
৫.সোজা হয়ে দাড়ালে শরিরের গঠন একদিকে ঝুকে যাওয়া, ইত্যাদি --

যদি সবগুলো অথবা এক বা একাধিন লক্ষণ পরিলক্ষিত হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সময়মত চিকিৎসা না করালে পরবর্তীতে শ্বাসতন্ত্রে সমস্যা, হজম প্রক্রিয়ার সমস্যা এবং স্নায়ুর সমস্যা হতে পারে, যার ফলে পরবর্তীতে পঙ্গুত্বের কারন হতে পারে। তাই বিনামূল্যে ভারতের গুরুগ্রাম, হরিয়ানায় অবস্থিত আর্টিমেস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন:

আস্থা মেডিকেল ট্যুরিজম
১৬০ লেক সার্কাস (৭ম তলা), কলাবাগান, ঢাকা-১২০৫
হোয়াটস অ্যাপ: ০১৯৭৭১৫২৩২৪, ০১৮৮২২১৫৫৩৬

06/06/2025

Address

160 Lake Circus, 1st Floor, Kalabagan
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Aastha Medical Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aastha Medical Tourism:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram