14/11/2025
১২ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যেই প্রায় সব মেডিকেল, ভার্সিটি ,BCKRUET এর পরীক্ষা হয়ে যাবে।
এতে এবার এডমিশনে একটা ইউনিক জিনিস হবে, ধরো একজন টপার যে মেডিকেলের ফর্ম তুলেছে, সে ঢাবির ফর্মও তুলবে, খুবি,জবি, কৃষি, buet, ckruet সবকিছুরই ফর্ম তুলবে কারণে সে এখনও জানে না কোথায় চান্স পাবে।
এজন্য সে সবগুলোর ফর্ম তুলবে, আর টপাররা ফর্ম তুলে পরীক্ষাও দেয় ,আটকাতে পারবা না। দেখা গেলো সে সবজায়গায় চান্স পেয়ে বসে আছে।
অথচ গতোবছরও কিন্তু চবি, রাবির পরীক্ষা পরে হওয়ায় টপাররা ফর্ম তুলে নাই কারণ এর আগেই সে মেডিকেল বা ঢাবি বা ইঞ্জিনিয়ারিং এ হয়ে গেছে।
এতে কিন্তু চবি বা রাবিতে মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের সুবিধা হয়েছিলো। যারা এগুলোতেও ভাগ্যের কাছে হেরে গেছিলো, তারা আবার পরে কৃষি গুচ্ছ এবং গুচ্ছ ভর্তিতে ভালো করেছিলো।
কিন্তু এবার সবগুলোতেই কাছাকাছি সময়ে পরীক্ষা থাকায় একদিকে দেখবা একজন সব জায়গায় চান্স পাচ্ছে আর আরেকজন এডমিশন যুদ্ধের হতাশায় মুখ লুকিয়ে কাঁদছে। এটাই হলো সেই বিখ্যাত Dominant player scenario যেখানে একজন বার বার জিতবে আর আরেকজন বার বার হতাশ হবে।
এখন বলতে পারো কেনো এরকম করছে তাহলে? পরীক্ষাগুলো পরে নিলেও পারে। এখানেই তো সমস্যা। আগে আগে পরীক্ষা নিলে টপার থেকে শুরু করে সবাই ফর্ম কিনবে , ফান্ডেও আগে আগেই টাকা উঠে যাবে। ভার্সিটিগুলোর ব্যবসা ভালো হবে।
এদেশে কবেই বা ছাত্রছাত্রীদের কথা ভেবেছে কেউ? বলো 💔
ডা: রাহাত ভাইয়া
Varsity Station পেইজে ভার্সিটি এডমিশনের ফ্রি ক্লাস, গাইডলাইন সব পাবা।