Dr. Md Naimul Islam Rahat

Dr. Md Naimul Islam Rahat Doctor | DMC'ian | Teacher l Entrepreneur Founder,DMC Station || Founder RTDS

16/11/2025

"RTDS All Bangladesh EXAM রেজাল্টের সময় পরিবর্তন করা হয়েছে, কেনো হয়েছে সেই কারণটা শুনো। এরকম কাজ করলে ১২ ডিসেম্বর ভালো পরীক্ষা দিলেও চান্স হবে না।

আমরা ২ রাত টানা জেগেও এই দেড় হাজার ছাত্রছাত্রী ঠিকমতো OMR পূরণ করতে না পারায় ম্যানুয়ালি চেক করে রেজাল্ট দিচ্ছি , এজন্য আরেকটা দিন সময় প্রয়োজন।

সময় পরিবর্তন করায় RTDS পরিবার আন্তরিকভাবে দু:খিত। তার থেকেও বেশি খারাপ লাগছে এই দেড় হাজার ছাত্রছাত্রী এখনও যদি OMR পূরণ করতে না পারে , এরা ১২ তারিখ কীভাবে পরীক্ষা দিবে? এই দেড় হাজার পরিবারের স্বপ্নের কি হবে? 💔

15/11/2025

যেভাবে শেষ ২৮ দিনে প্রস্তুতি নিলে মেডিকেলে ৮৫%+ মার্কস পাবে।।

বইগুলো নিতে চাইলে প্রথম কমেন্ট থেকে অর্ডার করতে পারো।

আজকের RTDS ALL BANGLADESH পরীক্ষায় এভাবেই আমার কিছু ছাত্রছাত্রী জোড়ায় জোড়ায় এসেছিলো 🙂 এমনিই শেয়ার দিলাম 🙂
14/11/2025

আজকের RTDS ALL BANGLADESH পরীক্ষায় এভাবেই আমার কিছু ছাত্রছাত্রী জোড়ায় জোড়ায় এসেছিলো 🙂 এমনিই শেয়ার দিলাম 🙂

ঢাবি আর ভাবি এক সাথে পাওয়া যায় না বোকা 🙂

থাক তোমরা আবার কোন বন্ধুকে মেনশন দিওনা। এমনিই দিলাম আরকি।

14/11/2025

১২ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যেই প্রায় সব মেডিকেল, ভার্সিটি ,BCKRUET এর পরীক্ষা হয়ে যাবে।

এতে এবার এডমিশনে একটা ইউনিক জিনিস হবে, ধরো একজন টপার যে মেডিকেলের ফর্ম তুলেছে, সে ঢাবির ফর্মও তুলবে, খুবি,জবি, কৃষি, buet, ckruet সবকিছুরই ফর্ম তুলবে কারণে সে এখনও জানে না কোথায় চান্স পাবে।

এজন্য সে সবগুলোর ফর্ম তুলবে, আর টপাররা ফর্ম তুলে পরীক্ষাও দেয় ,আটকাতে পারবা না। দেখা গেলো সে সবজায়গায় চান্স পেয়ে বসে আছে।

অথচ গতোবছরও কিন্তু চবি, রাবির পরীক্ষা পরে হওয়ায় টপাররা ফর্ম তুলে নাই কারণ এর আগেই সে মেডিকেল বা ঢাবি বা ইঞ্জিনিয়ারিং এ হয়ে গেছে।

এতে কিন্তু চবি বা রাবিতে মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের সুবিধা হয়েছিলো। যারা এগুলোতেও ভাগ্যের কাছে হেরে গেছিলো, তারা আবার পরে কৃষি গুচ্ছ এবং গুচ্ছ ভর্তিতে ভালো করেছিলো।

কিন্তু এবার সবগুলোতেই কাছাকাছি সময়ে পরীক্ষা থাকায় একদিকে দেখবা একজন সব জায়গায় চান্স পাচ্ছে আর আরেকজন এডমিশন যুদ্ধের হতাশায় মুখ লুকিয়ে কাঁদছে। এটাই হলো সেই বিখ্যাত Dominant player scenario যেখানে একজন বার বার জিতবে আর আরেকজন বার বার হতাশ হবে।

এখন বলতে পারো কেনো এরকম করছে তাহলে? পরীক্ষাগুলো পরে নিলেও পারে। এখানেই তো সমস্যা। আগে আগে পরীক্ষা নিলে টপার থেকে শুরু করে সবাই ফর্ম কিনবে , ফান্ডেও আগে আগেই টাকা উঠে যাবে। ভার্সিটিগুলোর ব্যবসা ভালো হবে।

এদেশে কবেই বা ছাত্রছাত্রীদের কথা ভেবেছে কেউ? বলো 💔

ডা: রাহাত ভাইয়া

Varsity Station পেইজে ভার্সিটি এডমিশনের ফ্রি ক্লাস, গাইডলাইন সব পাবা।

কেনো RTDS আজকে খোলা মাঠে পরীক্ষা নিতে বাধ্য হলো?এর পিছনে আছে ছাত্রছাত্রীদের ভরসা ও আস্থা , সেটা যে কোন লেভেলে চলে গেছে ন...
14/11/2025

কেনো RTDS আজকে খোলা মাঠে পরীক্ষা নিতে বাধ্য হলো?
এর পিছনে আছে ছাত্রছাত্রীদের ভরসা ও আস্থা , সেটা যে কোন লেভেলে চলে গেছে নিচের দুইটা ছবি তার প্রমাণ 🔥

আজকের পরীক্ষায় যতোজন রেজিস্ট্রেশন করেছে রাজশাহীতে , তার থেকে অনেক বেশি ছাত্রছাত্রী আসছে , প্রায় দ্বিগুণ। রেজিস্ট্রেশন ছাড়াও এতো বিপুল ছাত্রছাত্রী আসায় বাধ্য হয়ে এই ব্যবস্থা।

আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের ভালোবাসার প্রতিদান করে, RTDS এর স্টুডেন্টগুলো সেরা রে।

মতিঝিলে জনসমুদ্র আজকের RTDS ALL BANGLADESH EXAM এ 🔥🔥
14/11/2025

মতিঝিলে জনসমুদ্র আজকের RTDS ALL BANGLADESH EXAM এ 🔥🔥

14/11/2025

৩ তারিখেই কেনো কৃষির পরীক্ষাটা নিতে হবে? খুব সম্ভবত রুয়েটের প্রিলি এক্সাম এবং চবিরও একটা ইউনিট এর এক্সাম একই দিনে যতটুকু জানি।

এছাড়া আগে পরীক্ষা নিলেই বা কি লাভ?কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ১ম বর্ষেই ২ সেশনের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। এতো আগে পরীক্ষা নিয়ে তাহলে কবে ক্লাস শুরু হবে?

শুধু শুধুই ছাত্রছাত্রীদের জন্য হয়রানি, এই তারিখ পরিবর্তন করা দরকার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে , আশা করি কর্তৃপক্ষ ব্যাপারটা বুঝবে।

ডা: রাহাত ভাইয়া

RTDS মেডিকেল ব্যাচের এই এডমিশনের শেষ ক্লাসের পর কমেন্ট দেখে অনেক ভালো লাগলো। ছাত্রছাত্রীদের সাথে এই বন্ধনটা অটুট থাকুক স...
14/11/2025

RTDS মেডিকেল ব্যাচের এই এডমিশনের শেষ ক্লাসের পর কমেন্ট দেখে অনেক ভালো লাগলো। ছাত্রছাত্রীদের সাথে এই বন্ধনটা অটুট থাকুক সবসময়ই ❣️

আমীন।

13/11/2025

মেডি ভর্তি যুদ্ধের প্রথম রাউন্ড আগামীকাল। মিস করো না কেউ, দেখা হবে কালকে বিকাল ৩টায়।

প্রথম কমেন্টে রেজিস্ট্রেশন লিংক

12/11/2025

শেষ মুহূর্তে সময়ের পারফেক্ট ব্যবহার।
তার জন্য এক্সাম দিয়ে জিতে নিতে হবে এই গিফট টা।

All Bangladesh Exam Registration Link কমেন্ট এ 🔥

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা — এক নজরে দেখে নাও!
12/11/2025

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা — এক নজরে দেখে নাও!

12/11/2025

oooooweeeeeee!!!

Address

Dr. Fazle Rabbi Hall, Dhaka Medical College, Dhaka
Dhaka
1312

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Naimul Islam Rahat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md Naimul Islam Rahat:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category