15/11/2025
ডাক্তার আর অফিসার এক সাথে হওয়া সম্ভব না।
বিপদে পরলে একজন মানুষ ম্যাজিস্ট্রেটের পা ধরে। আর আমরা ডাক্তাররা রোগীর বিপদের সময় উল্টো তার পায়ে হাত দিয়ে Plantar reflex দেখি।
We are not same . দুটো সম্পূর্ন আলাদা দুটি জীবনের পথ। আমার সবচেয়ে বড় শত্রু এসেও যদি হাসপাতালে ভর্তি হয় আমাকে প্রয়োজনে Plantar reflex দেখতে তার পায়ে হাত দিতে হবে ! এটা আমার কাজ। অন্য কোন প্রফেশনের কাউকে ৫ লাখ টাকা দিলেও হয়তো রিক্সাচালকের পায়ে হাত দিবেনা। যে পায়ে হাত দেয়। যার গা ভরে বমি করা যায়। যে প্রয়োজনে হাত দিয়ে রোগীর বিষ্ঠা বের করে আনে। তাকে আর যাই হোক , অফিসার ভাবা যায় না!
👉 Follow our official page Platform of Medical & Dental Society
~ ডাঃ সওগাত এহসান