Platform

Platform Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Platform, Medical and health, 17-18, Shyamoli, Mirpur Road, Dhaka.
(634)

Our Official Group প্ল্যাটফর্ম । Platform
Our Backup Group প্ল্যাটফর্ম । Platform (PMDS)
Our Org Page: Platform of Medical & Dental Society
Our Media Channel Channel H1

ডাক্তার আর অফিসার এক সাথে হওয়া সম্ভব না।বিপদে পরলে একজন মানুষ ম্যাজিস্ট্রেটের পা ধরে। আর আমরা ডাক্তাররা রোগীর বিপদের সময়...
15/11/2025

ডাক্তার আর অফিসার এক সাথে হওয়া সম্ভব না।

বিপদে পরলে একজন মানুষ ম্যাজিস্ট্রেটের পা ধরে। আর আমরা ডাক্তাররা রোগীর বিপদের সময় উল্টো তার পায়ে হাত দিয়ে Plantar reflex দেখি।
We are not same . দুটো সম্পূর্ন আলাদা দুটি জীবনের পথ। আমার সবচেয়ে বড় শত্রু এসেও যদি হাসপাতালে ভর্তি হয় আমাকে প্রয়োজনে Plantar reflex দেখতে তার পায়ে হাত দিতে হবে ! এটা আমার কাজ। অন্য কোন প্রফেশনের কাউকে ৫ লাখ টাকা দিলেও হয়তো রিক্সাচালকের পায়ে হাত দিবেনা। যে পায়ে হাত দেয়। যার গা ভরে বমি করা যায়। যে প্রয়োজনে হাত দিয়ে রোগীর বিষ্ঠা বের করে আনে। তাকে আর যাই হোক , অফিসার ভাবা যায় না!
👉 Follow our official page Platform of Medical & Dental Society

~ ডাঃ সওগাত এহসান

☑️ ডেঙ্গু আপডেট (১৫/১১/২০২৫)ডেঙ্গুর প্রতি সচেতনতা গড়ে তুলতে জেনে নেইঃ ◽ডেঙ্গুর লক্ষণসমূহঃ১. তীব্র জ্বর এর সাথে মাথা ব্যথ...
15/11/2025

☑️ ডেঙ্গু আপডেট (১৫/১১/২০২৫)
ডেঙ্গুর প্রতি সচেতনতা গড়ে তুলতে জেনে নেইঃ

◽ডেঙ্গুর লক্ষণসমূহঃ
১. তীব্র জ্বর এর সাথে মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা
২. খাবারে অরুচি, বমি বমি ভাব / বমি, পাতলা পায়খানা
৩. শরীরে লালচে দানা, নাক, মুখ / দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া
৪. বাচ্চাদের ক্ষেত্রে সর্দি-কাশি

(লক্ষণ গুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিবেন ও স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার বেশি গ্রহণ করবেন।)

◽ডেঙ্গু প্রতিরোধে করণীয়ঃ
১. অফিসে / বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা খালি পাত্র, পরিত্যক্ত টায়ার/গাড়ির চাকা, চিপসের খালি প্যাকেট, ডাবের খোসা, পরিত্যক্ত খাবারের কৌটা, পলিথিন ইত্যাদিতে পানি জমতে দিবেন না।
২. নির্মাণাধীন ভবনের মেঝে, লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতে পানি জমতে দিবেন না।
৩. যেকোন পাত্রে জমে থাকা পানি ৩ দিনের মাথায় পরিবর্তন করুন।
৪. দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।
৫. জ্বর থাকলে কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু জ্বরের পরীক্ষা (NS1 টেস্ট) করুন।

👉Follow our official page Platform of Medical & Dental Society

#ডেঙ্গু_আপডেট
#ডেঙ্গু

রূপার ক্যান্সার নিশ্চিত হয়েছে। বাংলাদেশের আয়া-বুয়া ছাড়া কেউ বাংলাদেশে ক্যান্সার ট্রিটমেন্ট করে না। ইন্ডিয়া আর সিঙ্গাপুরে...
15/11/2025

রূপার ক্যান্সার নিশ্চিত হয়েছে। বাংলাদেশের আয়া-বুয়া ছাড়া কেউ বাংলাদেশে ক্যান্সার ট্রিটমেন্ট করে না। ইন্ডিয়া আর সিঙ্গাপুরের হাসপাতালের ঠিকানা আর পরামর্শে আমার ইনবক্স ভরে উঠল। ডাক্তার বলছেন অপারেশন দ্রুত করতে হবে ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে পড়ার আগেই।

সিঙ্গাপুর আর ইন্ডিয়ার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম। তারা বললেন সারাবিশ্বে একই চিকিৎসা। এখন তথ্য পাওয়া যায় ইন্টারনেটে। হাত বাড়ালে ওষুধও পাওয়া যায়।

সিঙ্গাপুর থেকে ক্যান্সারের চিকিৎসা করে এসে কয়েকজন দেখলাম বাংলাদেশে মরেছে। সিঙ্গাপুর তাদের মৃত্যু ঠেকিয়ে দিতে কিংবা জীবন দীর্ঘায়িত করতে পারেনি।

রূপার ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে শুরু হলো। আমি বাংলাদেশের নাগরিকদের চোখে অন্ত্যজ হয়ে গেলাম। আমাদের সামাজিক অবস্থান এসে ঠেকল আয়া-বুয়ার শ্রেণিতে।

রূপার চোখের অপারেশন হবে। ক্রিটিকাল অপারেশন। রূপাকে নিয়ে ভারতের নেত্রালয়ে যাওয়ার পরামর্শে আবার আমার ইনবক্স ভরে উঠল। আমরা নেত্রালয়ে গেলাম না। অপারেশন বাংলাদেশের খুব সাধারণ হাসপাতালে হয়েছে। ইনবক্সে এবার রূপার প্রতি আমার অবহেলার সরাসরি অভিযোগ এলো। বলা হলো রূপাকে নিয়ে আমার সবকিছু লোক দেখানো ঢং। আমি তাজমহল বানাতে পারিনি। আবারও আমাদের সামাজিক অবস্থান নেমে এলো অন্ত্যজ শ্রেণিতে।

নেত্রালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক্তার বাংলাদেশের চোখের ডাক্তার নিয়াজ রহমানের ছাত্র। পৃথিবীর একমাত্র কর্নিয়া স্পেশালিষ্ট আছেন বাংলাদেশে, যিনি শিস বাজাতে বাজাতে সবচেয়ে জটিল লেজার ট্রিটমেন্ট করতে পারেন। এই তথ্য আমাদের দেশের মানুষের কাছে নেই।

আচ্ছা, বাংলাদেশের পার্বত্য অঞ্চলের গহিন পাহাড় কিংবা দুর্গম চরের মানুষ অসুস্থ হলে কোথায় যান চিকিৎসা নিতে? আমরা তো ঢাকা শহরে থেকে তাদের চেয়ে ভালো চিকিৎসা পাচ্ছি। আর কত ভালো দরকার আমাদের! এই বেশ আমরা ভালো আছি।
👉 Follow our official page Platform of Medical & Dental Society
– দীপু মাহমুদ

15/11/2025
☑️ ডেঙ্গু আপডেট (১৪/১১/২০২৫)ডেঙ্গুর প্রতি সচেতনতা গড়ে তুলতে জেনে নেইঃ ◽ডেঙ্গুর লক্ষণসমূহঃ১. তীব্র জ্বর এর সাথে মাথা ব্যথ...
14/11/2025

☑️ ডেঙ্গু আপডেট (১৪/১১/২০২৫)
ডেঙ্গুর প্রতি সচেতনতা গড়ে তুলতে জেনে নেইঃ

◽ডেঙ্গুর লক্ষণসমূহঃ
১. তীব্র জ্বর এর সাথে মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা
২. খাবারে অরুচি, বমি বমি ভাব / বমি, পাতলা পায়খানা
৩. শরীরে লালচে দানা, নাক, মুখ / দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া
৪. বাচ্চাদের ক্ষেত্রে সর্দি-কাশি

(লক্ষণ গুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিবেন ও স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার বেশি গ্রহণ করবেন।)

◽ডেঙ্গু প্রতিরোধে করণীয়ঃ
১. অফিসে / বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা খালি পাত্র, পরিত্যক্ত টায়ার/গাড়ির চাকা, চিপসের খালি প্যাকেট, ডাবের খোসা, পরিত্যক্ত খাবারের কৌটা, পলিথিন ইত্যাদিতে পানি জমতে দিবেন না।
২. নির্মাণাধীন ভবনের মেঝে, লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতে পানি জমতে দিবেন না।
৩. যেকোন পাত্রে জমে থাকা পানি ৩ দিনের মাথায় পরিবর্তন করুন।
৪. দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।
৫. জ্বর থাকলে কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু জ্বরের পরীক্ষা (NS1 টেস্ট) করুন।

👉Follow our official page Platform of Medical & Dental Society

#ডেঙ্গু_আপডেট
#ডেঙ্গু

14/11/2025

👉 Follow our official page Platform of Medical & Dental Society

রাত তখন ১টা, গাইনীতে নাইট ডিউটি। স্টেশনে বসে ছিলাম। হটাৎ করে অনেক কান্নার শব্দ। দেখলাম হুইলচেয়ার করে একরোগী আসলো। তাড়াতা...
14/11/2025

রাত তখন ১টা, গাইনীতে নাইট ডিউটি। স্টেশনে বসে ছিলাম। হটাৎ করে অনেক কান্নার শব্দ।
দেখলাম হুইলচেয়ার করে একরোগী আসলো। তাড়াতাড়ি রোগী এটেন্ড করলাম।
দেখলাম রোগীর হাত- পা একদম ঠান্ডা হয়ে আছে। পালস দেখলাম অনেক বেশি, ব্লাডপ্রেশার নন রেকর্ডএবল, পেশেন্ট এনিমিক।বুঝতে পারলাম পেশেন্ট শকে আছে। হিস্ট্রি নিলাম ২দিন আগে D & C করা হইসে। এর বাইরে তার কোন ডোকুমেণ্ট নাই।

তাড়াতাড়ি সিনিয়র মেডিকেল অফিসারকে ইনফরম করলাম খারাপ রোগী আসছে।। আপু এসে দেখলো। আর বললো তাড়াতাড়ি রোগিকে ফ্লুইড রানিং দিতে। বাইচ্যানেল করে রানিং ফ্লুইড দেওয়া হলো। পেইনকিলার ও দেওয়া হলো। বিপি দেখলাম কিছুটা ইম্প্রুভ।ব্লাড দেওয়া হলো।

কিছুক্ষণ Observation এ রাখা হলো।কিন্তু রোগির ব্লাড প্রেশার আবারোও ফল করলো। ব্যাথা বেড়েই চলছে। সিনিয়র ম্যামকে ইনফর্ম করা হলো।সাস্পেক্ট করা হলো Ruptured ectopic pregnancy।

ভিতরে প্রচুর ব্লিডিং হচ্ছে, ডিসিশান হলো ইমিডিয়েট ওটি করতে হবে। নাহয় রোগীকে বাচানো সম্ভব না। রোগীর লোকদের বলা হলো সবকিছু।। তারা সম্মতি দিলো। রাত তখন ৩টা। সেই সময়ের মধ্যেই বাসা থেকে হাসপাতাল চলে আসলো সিনিয়র ম্যাডাম ও Anesthetist.

রোগীকে OT তে নেওয়া হলো। কিন্তু, রোগীর রক্তের ডোনার রেডি নাই - ডাক্তাররা এগিয়ে আসলো নিজেদের রক্ত দিতে। রোগীর অপারেশনের ওষুধ কেনার টাকা নাই -- ডাক্তাররা এগিয়ে আসলো এবং টাকার ব্যাবস্থা করে ওষুধ কিনে আনলো।

রোগীর অপারেশনের বিল দেওয়ার হ্মমতা নাই- ডাক্তাররা সেসব চিন্তা না করেই শুরু করে দিলো Operation.

দীর্ঘসময়ের পর অপারেশন শেষ হলো। আলহামদুলিল্লাহ। সকলের সম্মিলিত প্রচেষ্টাই বেচেঁ গেলো একটা জীবন।

এটা নিয়ে কোন হই হুল্লোড় নেই।কোন ক্রেডিটবাজি নেই।নেই কোন টিভিতে নিউজ। কারণ এটা প্রতিটা হাসপাতালের রেগুলার চিত্র। এভাবেই প্রতিদিন আল্লহার রহমতে ও ডাক্তারদের চেষ্টাই বেচেঁ যাই হাজারো জীবন।।। যেটা বাইরের কেও জানেনা।

এতো লম্বা স্টোরি বলার কারণ হলো খুব সম্প্রতি দেখা যাচ্ছে ডাক্তারদের বিরুদ্ধে প্রতিনিয়ত ভুল নিউজ হচ্ছে। অথচ হাসপাতালের ভিতরের চিত্র ভিন্ন। একজন রোগীকে বাচাঁতে ডাক্তারদের যে প্রচেষ্টা সেটা সবার জানা উচিত।

ধন্যবাদ গাইনী ডিপার্টমেন্ট। চট্রগ্রাম মা ও শিশু হাসপাতাল।
👉 Follow our official page Platform of Medical & Dental Society
~ Saif Shisir vaia

13/11/2025

👉 Follow our official page Platform of Medical & Dental Society

🩸 রক্ত ছিটকে পড়েছিল সার্জনের মুখে — জীবন-মৃত্যুর লড়াই চলছিল অপারেশন থিয়েটারে!মিশরের এক হাসপাতালে হার্টে ছুরিকাঘাত পাওয়া ...
13/11/2025

🩸 রক্ত ছিটকে পড়েছিল সার্জনের মুখে — জীবন-মৃত্যুর লড়াই চলছিল অপারেশন থিয়েটারে!

মিশরের এক হাসপাতালে হার্টে ছুরিকাঘাত পাওয়া এক রোগীর জরুরি অস্ত্রোপচার চলছিল।
রোগীর বুক খুলে সরাসরি হৃদযন্ত্রে রক্তপাত থামাতে হচ্ছিল — এক মুহূর্ত দেরি মানেই মৃত্যু!
তাড়াহুড়ায় সার্জনের মুখে বা চোখে ফেস শিল্ড পরার সময়ও ছিল না।
অপারেশন চলাকালীন রক্ত ছিটকে পড়েছিল সার্জন ও নার্সদের গায়ে, তবুও কেউ থামেনি —

সবাই মিলে লড়েছিল একটিমাত্র লক্ষ্যে: রোগীকে বাঁচাতে হবে! ❤️‍🔥

সৌভাগ্যবশত আল্লাহর রহমে রোগী বেঁচে যায় এবং পরবর্তীতে ভালোভাবে সুস্থও হয়।
👉 Follow our official page Platform of Medical & Dental Society
~Dr. S Hasan

☑️ ডেঙ্গু আপডেট (১৩/১১/২০২৫)ডেঙ্গুর প্রতি সচেতনতা গড়ে তুলতে জেনে নেইঃ ◽ডেঙ্গুর লক্ষণসমূহঃ১. তীব্র জ্বর এর সাথে মাথা ব্যথ...
13/11/2025

☑️ ডেঙ্গু আপডেট (১৩/১১/২০২৫)
ডেঙ্গুর প্রতি সচেতনতা গড়ে তুলতে জেনে নেইঃ

◽ডেঙ্গুর লক্ষণসমূহঃ
১. তীব্র জ্বর এর সাথে মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা
২. খাবারে অরুচি, বমি বমি ভাব / বমি, পাতলা পায়খানা
৩. শরীরে লালচে দানা, নাক, মুখ / দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া
৪. বাচ্চাদের ক্ষেত্রে সর্দি-কাশি

(লক্ষণ গুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিবেন ও স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার বেশি গ্রহণ করবেন।)

◽ডেঙ্গু প্রতিরোধে করণীয়ঃ
১. অফিসে / বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা খালি পাত্র, পরিত্যক্ত টায়ার/গাড়ির চাকা, চিপসের খালি প্যাকেট, ডাবের খোসা, পরিত্যক্ত খাবারের কৌটা, পলিথিন ইত্যাদিতে পানি জমতে দিবেন না।
২. নির্মাণাধীন ভবনের মেঝে, লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতে পানি জমতে দিবেন না।
৩. যেকোন পাত্রে জমে থাকা পানি ৩ দিনের মাথায় পরিবর্তন করুন।
৪. দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।
৫. জ্বর থাকলে কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু জ্বরের পরীক্ষা (NS1 টেস্ট) করুন।

👉Follow our official page Platform of Medical & Dental Society

#ডেঙ্গু_আপডেট
#ডেঙ্গু

কানের ক্ষুদ্র হাড়  আল্লাহর এক অপার নিয়ামত!আমাদের কানের ভেতর আছে তিনটি ক্ষুদ্র হাড় Malleus, Incus, Stapes যেগুলোর দৈর্ঘ্য...
13/11/2025

কানের ক্ষুদ্র হাড় আল্লাহর এক অপার নিয়ামত!

আমাদের কানের ভেতর আছে তিনটি ক্ষুদ্র হাড় Malleus, Incus, Stapes
যেগুলোর দৈর্ঘ্য মাত্র কয়েক মিলিমিটার! এই ছোট হাড়গুলোই শব্দের কম্পন পৌঁছে দেয় ভেতরের কানে,যার মাধ্যমে আমরা শুনতে পাই পৃথিবীর প্রতিটি শব্দ।একটুকরো হাড়ের এতো নিখুঁত কাজ
এ শুধু বিজ্ঞান নয়, এ আল্লাহর নিখুঁত সৃষ্টি ও নিয়ামতের এক দৃষ্টান্ত!
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ —
"তবে তোমরা তোমাদের প্রভুর কোন্ নিয়ামত অস্বীকার করবে?"
👉 Follow our official page Platform of Medical & Dental Society
~Dr-Abdur Rahman

✅ ডেঙ্গু আপডেট – ১১ নভেম্বর ২০২৫ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। জেনে নিন—🦟 ডেঙ্গুর লক্ষণসমূহ১. হঠাৎ তীব্র জ্বর, ম...
11/11/2025

✅ ডেঙ্গু আপডেট – ১১ নভেম্বর ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। জেনে নিন—

🦟 ডেঙ্গুর লক্ষণসমূহ

১. হঠাৎ তীব্র জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা
২. মাংসপেশি ও গিরায় ব্যথা
৩. খাবারে অরুচি, বমি বমি ভাব/বমি, পাতলা পায়খানা
৪. শরীরে লালচে দানা, নাক–মুখ–মাড়ি থেকে রক্ত পড়া
৫. শিশুদের ক্ষেত্রে সর্দি–কাশি দেখা দিতে পারে

👉 এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
👉 পর্যাপ্ত বিশ্রাম নিন এবং স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি করে তরল খাবার গ্রহণ করুন।

---

✅ ডেঙ্গু প্রতিরোধে করণীয়

১. ঘর, অফিস বা আশপাশে কোনো পাত্রে পানি জমতে দেবেন না—ফুলের টব, টায়ার, খালি প্যাকেট, ডাবের খোসা, কৌটা, পলিথিন ইত্যাদি।
২. নির্মাণাধীন ভবনের মেঝে, লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্তে পানি জমা হতে দেবেন না।
৩. যেকোনো পানি জমা পাত্র ৩ দিনে একবার পরিষ্কার বা পরিবর্তন করুন।
৪. দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।
৫. জ্বর হলে কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি NS1 টেস্ট দিয়ে ডেঙ্গু নিশ্চিত করুন।

---

📢 জনসচেতনতায়
সোশ্যাল ফোরাম বিভাগ
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (২০২৪–২০২৫)
প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি

#ডেঙ্গু #ডেঙ্গু_আপডেট

Address

17-18, Shyamoli, Mirpur Road
Dhaka
1207

Telephone

+8801303441622

Website

http://www.platform-med.org/

Alerts

Be the first to know and let us send you an email when Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Platform:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram