15/04/2020
ঢাকা দুই সিটিতে মোট আক্রান্ত ৩১৩ জন, এলাকা অনুযায়ী তালিকা।
ধানমন্ডি ১৪
বাসাবো ১২
যাত্রাবাড়ি ১১
লালবাগ ১৩
মিরপুর১১ -১০
মোহাম্মদপুর ১২
টোলারবাগ ১৯
উত্তরা ১৭
ওয়ারি ১৬
মিরপুরে ১-এ ৫
মিরপুর ১২তে ৮
মিরপুর ১০ এ ৫
হাজারীবাগে ৮
মহাখালী, বনানী, বংশালে শনাক্ত হয়েছে সাতজন করে।
শান্তিনগরে ৫
গুলশান, চকবাজার, বসুন্ধরা ও বাড্ডায় চারজন করে।
বেইল রোড, তেজগাও,জিগাতলা, সোয়ারিঘাট,বাবুবাজারে শনাক্ত হয়েছে তিনজন করে।
এছাড়া ২জন করে শনাক্ত হয়েছে- আগারগাঁও, আজিমপুর, হাতিরপুল, ইসলামপুর, জেলগেট, কোতোয়ালি, লক্ষীবাজার, মালিবাগ, মিরপুর-১৩, নারিন্দা, পুরানা পল্টন, পীরেরবাগ, রাজারবাগ, শাহআলীবাগ, শাহবাগ, সূত্রাপুর।
একজন করে শনাক্ত হয়েছে- আদাবর, আশকোনা, বেগুনবাড়ি, বেরিবাধ, বসিলা, বুয়েটএলাকা, ঢাকেশ্বরী, ধোলাইখাল, দয়াগঞ্জ, ইস্কাটন, ফার্মগেট, হাতিরঝিল, কামরাঙ্গীরচর, কাজীপারা, কদমতলী, মানিকদি, মিটফোর্ড, মুগদা, নওয়াবপুর, নিকুঞ্জ, রামপুরা, রায়েরবাজার, সায়েদাবাদ, সিদ্ধেশ্বরী, শনিরআখড়া, উর্দু রোড।
BBC News বাংলা