Guinness International Social Welfare Society

Guinness International Social Welfare Society For the welfare of the creatures
সৃষ্টির কল্যাণে

15/04/2020

ঢাকা দুই সিটিতে মোট আক্রান্ত ৩১৩ জন, এলাকা অনুযায়ী তালিকা।

ধানমন্ডি ১৪
বাসাবো ১২
যাত্রাবাড়ি ১১
লালবাগ ১৩
মিরপুর১১ -১০
মোহাম্মদপুর ১২
টোলারবাগ ১৯
উত্তরা ১৭
ওয়ারি ১৬
মিরপুরে ১-এ ৫
মিরপুর ১২তে ৮
মিরপুর ১০ এ ৫
হাজারীবাগে ৮

মহাখালী, বনানী, বংশালে শনাক্ত হয়েছে সাতজন করে।

শান্তিনগরে ৫

গুলশান, চকবাজার, বসুন্ধরা ও বাড্ডায় চারজন করে।

বেইল রোড, তেজগাও,জিগাতলা, সোয়ারিঘাট,বাবুবাজারে শনাক্ত হয়েছে তিনজন করে।

এছাড়া ২জন করে শনাক্ত হয়েছে- আগারগাঁও, আজিমপুর, হাতিরপুল, ইসলামপুর, জেলগেট, কোতোয়ালি, লক্ষীবাজার, মালিবাগ, মিরপুর-১৩, নারিন্দা, পুরানা পল্টন, পীরেরবাগ, রাজারবাগ, শাহআলীবাগ, শাহবাগ, সূত্রাপুর।

একজন করে শনাক্ত হয়েছে- আদাবর, আশকোনা, বেগুনবাড়ি, বেরিবাধ, বসিলা, বুয়েটএলাকা, ঢাকেশ্বরী, ধোলাইখাল, দয়াগঞ্জ, ইস্কাটন, ফার্মগেট, হাতিরঝিল, কামরাঙ্গীরচর, কাজীপারা, কদমতলী, মানিকদি, মিটফোর্ড, মুগদা, নওয়াবপুর, নিকুঞ্জ, রামপুরা, রায়েরবাজার, সায়েদাবাদ, সিদ্ধেশ্বরী, শনিরআখড়া, উর্দু রোড।

BBC News বাংলা

12/04/2020

কোভিড আক্রান্ত এবং ঝুঁকিপূর্ণ এলাকাসমূহঃ
ঢাকাঃ ২৬৯ জন
নারায়ণগঞ্জঃ ৮৩ জন
মাদারিপুরঃ ১৩ জন
গাজীপুরঃ ১২ জন
মুন্সিগঞ্জঃ ১১ জন
কিশোরগঞ্জঃ ১০জন
চট্টগ্রামঃ ০৮ জন
কুমিল্লাঃ ০৮ জন
রাজবাড়ীঃ ৬ জন
গাইবান্ধাঃ ৫ জন
মানিকগঞ্জঃ ৫ জন
ময়মনসিংহঃ ৫ জন
ব্রাহ্মনবাড়িয়াঃ ৪ জন
চাদপুরঃ ৪ জন
জামালপুর ৩ জন
গোপালগঞ্জ ২ জন
টাংগাইল ২ জন
রংপুর ২ জন
নীলফামারী ২ জন
শেরপুর ২ জন
শরিয়তপুরঃ ১ জন
নেত্রকোনা ১ জন
পটুয়াখালী ১ জন
বরগুনা ১ জন
মৌলভীবাজার ১ জন
চুয়াডাঙ্গা ১ জন
সিলেট ১ জন
হবিগঞ্জ ১ জন
কক্সবাজার ১ জন

ঢাকা শহরের মধ্যেঃ

মিরপুরঃ ৫৫ জন
পুরান ঢাকাঃ ৩৭ জন
ধানমন্ডিঃ ১৭ জন
উত্তরাঃ ১৫ জন
ওয়ারীঃ ১৩ জন
মোহাম্মদপুরঃ ১২ জন
বাসাবোঃ ১২ জন
যাত্রাবাড়ীঃ ১১ জন
বনানীঃ ৭ জন
গ্রিনরোডঃ ৫ জন
বসুন্ধরাঃ ৪ জন
বংশালঃ ৪ জন
গুলশানঃ ৪ জন
হাজারীবাগঃ ৪ জন
বাড্ডাঃ ৩ জন
মহাখালীঃ ৩ জন
বেইলি রোডঃ ৩ জন

সূত্রঃ আইইডিসিআর

06/04/2020

১৭টি ল্যাবে কোভিড-১৯ শনাক্তকরণের জন্য নাম ও ফোন নাম্বার

১। রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR), ঢাকা।
☎ যোগাযোগ: 02-9898796

২। ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (জনস্বাস্থ্য ইনস্টিটিউট),
মহাখালী, ঢাকা।
☎ যোগাযোগ: 02-8821361

৩। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম।
☎ যোগাযোগ: 031-2780426

৪। শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (CHRF), ঢাকা।
☎ যোগাযোগ: 02-48110117

৫। আইসিডিডিআরবি (icddr,b), ঢাকা।☎ যোগাযোগ: 09666-771100

৬। আইডিইএসএইচআই (ideSHi), ঢাকা।
☎ যোগাযোগ: 01793-163304

৭। ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরী মেডিসিন, ঢাকা।
☎ যোগাযোগ: 02-9139817

৮। রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
☎ যোগাযোগ: 0521-63388

৯। রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
☎ যোগাযোগ: 0721-772150

১০। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
☎ যোগাযোগ: 02-55165088

১১। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
☎ যোগাযোগ: 091-66063

১২। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।
☎ যোগাযোগ: 0821-713667

১৩। খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
☎ যোগাযোগ: 041-760350

১৪। শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
☎ যোগাযোগ: 0431-2173547

১৫। কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার।
📱যোগাযোগ: 01821-431144

১৬। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, ঢাকা।
📱যোগাযোগ 01769-016616

১৭। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
📱যোগাযোগ: 01866-637482

03/04/2020

আজ থেকে COVID-19 PCR টেস্ট করা যাবে
ঢাকা মেডিক্যাল কলেজের ভাইরোলজি ডিপার্টমেন্টে।
*FREE OF COST*
* আর এর জন্য বিদেশ ভ্রমণের বা প্রবাসীর সংস্পর্শে আসার হিস্ট্রি আবশ্যকীয় নয় আইইডিসিআর এর মত। জ্বর,শুকনা কাশি,গলাব্যথা এই উপশমগুলো থাকলে যে কোনো রোগী টেস্ট করাতে পারবেন।
*টেস্টটি করাতে হলে আপনার দরকার হবে একটি "Requisition Form" যেটি আপনার ডাক্তার আপনাকে দিয়েছেন অথবা আপনি কোনো হাসপাতাল থেকে পেয়েছেন।
* ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে "Requisition Form" পেতে হলে প্রথমে আপনাকে
"নতুন বিল্ডিং এর মেডিসিন ডিপার্টমেন্টের Emergency Gate অথবা বহির্বিভাগ" এ আসতে হবে, লাইনে দাঁড়াতে হবে, টিকেট কাটতে হবে তারপরে আপনাকে একজন চিকিৎসক দেখবেন ।যদি আপনার টেস্ট করানো তিনি জরুরি মনে করেন তখন আপনি একটি "Requisition Form" পাবেন। শুধুমাত্র তখনই আপনি এসে টেস্টটি করাতে পারবেন।
* তাই শুধুমাত্র লক্ষণ থাকলেই ইমারজেন্সি অথবা বহির্বিভাগ এ আসুন ও নিয়ম অনুসরণ করে পরীক্ষা করান।
* পরীক্ষার স্থান: ঢাকা মেডিকেল কলেজ(কলেজ বিল্ডিং)
ভাইরোলজি বিভাগ, ৪র্থ তলা (লিফট এর ৩)

Dr. Jahid hasan turzo
Assistant register (ENT)
DHAKA NATIONAL MEDICAL COLLEGE

02/03/2020

চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিন কোরিয়া,ইটালি, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

নিজেকে সুরক্ষিত রাখতে, মুরগির মাংস, সামুদ্রিক মাছ , পশুর মাংস থেকে কঠোরভাবে দূরে থাকুন

ইতিমধ্যেই ভারতে ১১ টি করোনা ভাইসে আক্রান্ত হবার ঘটনা সামনে এসেছে।

গুরুতর ঠান্ডা, হাঁচি, শ্বাসকষ্টের সমস্যা, শ্বাস নিতে অসুবিধা এই ভাইরাসে আক্রান্ত হবার সাধারণ লক্ষণ।

যেহেতু এটি ভাইরাস ... নিম্নলিখিত সাবধানতা অবলম্বন করুন

1. ফুটন্ত পানি পান করুন ।
২. আমিষ খাবার বন্ধ করুন ।
৩. প্রতিরোধের জন্য ভিটামিন সি, জিঙ্ক, বি কমপ্লেক্স প্রতিদিন সেবন করুন।
4. কঠোরভাবে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ করুন
৫. গরম পানিতে তুলসী, আদা, গোলমরিচ, দারুচিনি ফুটিয়ে চায়ের মতো পান করুন।
৬. গরম গরম সবজির সুপ পান করুন ।
৭. বিদেশী পর্যটক পাশে গেলে অবশ্যই virus protection mask ব্যবহার করুন
৮. বন্দর ও বিমানবন্দরে কর্মরত বেক্তি বর্গ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন
৯. রেস্তরাঁয় খাওয়া দেওয়া ও ফুটপাতের খাবার থেকে কিছুদিন বিরত থাকুন ।
১০. চা এর মতো চুমুক দিয়ে গরম জল পান করুন।
১১. জ্বর, সর্দি তে অ্যান্টিবায়োটিকগুলি কাজ না করলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

জনসচেতনতায়
গিনেস সোসাইটি

28/01/2020
31/10/2019

সেলস এবং মার্কেটিং

31/10/2019

সমাজসেবা ও মার্কেটিং অফিসার

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Guinness International Social Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Guinness International Social Welfare Society:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram