Soil Man

Soil Man Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Soil Man, Dhaka Cantonment, Dhaka.

 #ছবি_দেখে_লিখিশিরোনাম : "সংসারের ভার"এই নবীন শোন, "কয়েকদিন ধরেই দেখছি তুমি ঠিক পাঁচটা বাজলেই গুদাম থেকে ছুটি করে বাড়ি...
01/12/2023

#ছবি_দেখে_লিখি
শিরোনাম : "সংসারের ভার"

এই নবীন শোন, "কয়েকদিন ধরেই দেখছি তুমি ঠিক পাঁচটা বাজলেই গুদাম থেকে ছুটি করে বাড়ি চলে যাচ্ছো, কি ব্যাপার বল তো? আগে তো রাত আটটা পর্যন্ত গুদামে মাল খালি করার জন্যে গাড়ি আসার অপেক্ষায় বসে থাকতে। এখন থাকছো না কেন? গতকাল একটা গাড়ি এসেছিল, লোক কম থাকায় অনেক রাত হয়ে গেছিল খালি করতে"।
নবীন 'গো ডাউনের' মালিক শ্যাম আগরওয়াল বাবুকে বলল, "বাবু, আমার বাড়িতে ছেলেটা বড় হচ্ছে, ক্লাস ওয়ানে পড়ছে, ওর পেছনে খরচ বেড়েছে, পড়াশুনার খরচ, খাবার খরচ সবই তো বেড়েছে, এদিকে জিনিসপত্রের দামও বেড়েছে বাবু, শুধু মাইনের টাকায় সংসার চালাতে পারছি না, দোকানে ধার বেড়েই যাচ্ছে , প্রতি মাসের মাইনেই আর চলছে না, তাছাড়া এখানে সবদিন তো গাড়ি পাঁচটার পর আসে না, তাই বিমল বাবুর নটকোনার দোকানে গিয়ে পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ করে কিছু বাড়তি আয়ের সুযোগ পেয়েছি বাবু"।
শ্যাম বাবু রেগে গিয়ে বললেন, "তাহলে ওই নটকোনার দোকানেই কাজ কর গিয়ে, তোমার জায়গায় আমি অন্য লোক রাখবো"। ভীত সন্ত্রস্ত নবীন বলল, "বাবু আপনার পায়ে ধরছি চাকরি থেকে বের করে দেবেন না। ঠিক আছে আমি রাত আটটা পর্যন্ত থাকবো, যদি গাড়ি আসে ওই সময়ের মধ্যে তাহলে খালি করে দেবো, নইলে বাড়ি চলে যাবো বাবু, শুধু মাইনেটা একটু বাড়িয়ে দেবেন"।
শ্যাম বাবু একটু নরম হলেন, বললেন ঠিক আছে তসেটা পরের মাসে দেখবো।
নবীন এরপর থেকে রাত আটটা পর্যন্ত শ্যাম বাবুর গুদামে কাজ করার পর আরো এক দুই ঘন্টা বিমলের দোকানে যে মালের গাড়ি আসে তা খালি করে কিছু বাড়তি আয় উপার্জন করে।
হাড়ভাঙা খাটা খাটনির পর নবীন রাতে যখন বাড়ি ফেরে তখন দেখে তার ছেলে সুদীপ বিছানায় শুয়ে মায়ের কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। নবীনকে আসতে দেখে বৌয়ের মুখ ভার।
একটু আগে আসতে পারো না? সারাদিন আমি একা থাকি। ছেলে স্কুল থেকে ফিরে এলে ওকে নিয়ে একটু সময় কাটে। জানো ছেলে কি বলে? বলে মা তুমি আমাকে কত ভালোবাসো কিন্তু বাবা পঁচা, একটুও ভালোবাসে না। সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর কখন ফিরে আসে আমি বুঝতেই পারি না।
বটে গিন্নি বটে, আমরা সংসারকে ভালোবাসি কিন্তু সংসারের মানুষগুলো সেই ভালোবাসাটা বুঝতেই পারে না।

29/03/2022

নিজের কাছে নিজেকে অপরাধী লাগার মুহূর্ত গুলো খুব খারাপ যায়।

20/08/2021

হযরত জিবরাঈল (আ:) ২৪ হাজার বার দুনিয়াতে হুজুর (সা:) এর দরবারে এসেছিলেন।

এক সাক্ষাতে হুজুর (সা:) জিবরাঈল (আ:) কে জিজ্ঞাসা করেছিলেন,
হে জিবরাঈল!
আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে?

তিনি বললেন,
১০ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুুলে নেব ।

তুলে নেওয়ার দশটি জিনিস হলঃ

💎 ১. বরকত তুলে নেয়া হবে ।

💎 ২. এবাদত থেকে মজা তুলে নেয়া হবে

💎 ৩. পরস্পর মহব্বত তুলে নেয়া হবে ।

💎 ৪.লজ্জা তুলে নেয়া হবে।

💎 ৫. হক বিচার তুলে নেয়া হবে।

💎 ৬. ছবর (ধৈর্য্য) তুলে নেয়া হবে।

💎 ৭. আলেম থেকে সত্য কথা তুলে নেয়া হবে অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না।

💎 ৮. ধনীদের সৎ সাহস উঠিয়ে নেয়া হবে।

💎 ৯. ঈমানদার থাকবে না / ঈমান উঠিয়ে নেয়া হবে ।

💎 ১০. ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে নেয়া হবে / অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেয়া হবে ।

হে মানুষ তুমি ভয় কর সেদিনকে, ভুল পথ থেকে সরে দাড়াও সঠিক আলোয় জীবন গড় ……..

আল্লাহ-পাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক (আমিন)।

19/08/2021

ইহা আমার বন্ধু ডা. Mofijulislam Shuvro এর ওয়াল থেকে নেওয়া পোস্ট। মূল লেখকেট নাম লেখা শেষে আছে। বাচ্চার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ এই লেখাটা বাচ্চার বাবা-মা পড়লে খুশি হবো।

:

আমাদের বাচ্চাদের ব্রেইনের ৯৫% গঠন হয় প্রথম ৫ বছরে। বাকি ৫% গঠন হয় পরের ৩ বছরে। তাই প্রথম ৮ বছর আপনার সন্তানের জন্য - সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এর ভিতর ৫ বছর বেশী গুরুত্বপূর্ণ!

ফলে এই সময়ে সবচেয়ে careful থাকা উচিৎ! এই গঠন বলতে বুঝায় - ব্রেইনের connection তৈরী হওয়া।

যার যত connection তৈরী হবে, সে তত ব্রিলিয়ান্ট হবে!

এই connection তৈরীতে রঙিন খেলনা, পুষ্টিকর খাবার, বাচ্চার সাথে খেলা করা, গল্প বলা - এমনই অনেক কিছু নির্ভরশীল!

কিন্তু আমাদের দেশে - বাচ্চা কথা বলা শেখার আগেই - সবাই লাঠি নিয়ে বসে - ঠিকমত পড়ালেখা শিখছে তো?

#খাবারঃ

একসময় এদেশে মায়েদের বাচ্চার খাবারই ছিল - বার্লি আর সাগু!

তখন বার্লি Face বলে, একটা অপুষ্টির লক্ষ্মণ দেখা যেত। বাচ্চা হতো মোটাতাজা, মা মনে করতো - বেশ ভাল স্বাস্থ্য হয়েছে!

আজ সেই জায়গাটা নিয়েছে, সুজি! সুজি হয় চালের গুড়া, নাহলে গমের।

আবার এর সাথে কোন না কোন দুধ মিশ্রিত করে, সাথে থাকে চিনি। অথচ এর সবগুলোই অপুষ্টির জন্য যথেষ্ট।

কারণ গরীব হলে, গরুর দুধ মিশ্রিত করে - আর টাকা থাকলে infant formula. অথচ দুটোই বাচ্চার জন্য ক্ষতিকারক!

Infant formula'তে কোন কিছু মিশানো নিষেধ। আবার কোন চিকিৎসক লিখে দিলে - শাস্তিযোগ্য অপরাধ।

আমরা জানি সবসময়ই সুষম খাবার প্রয়োজন। সেক্ষেত্রে খিচুড়ি হলো, বাচ্চার সুষম খাবার।

অথচ মা'দের বুঝানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সাথে যোগ হয়েছে - দাদা/দাদি, নানা/নানি।

মুরুব্বিদের ধারণা - তারাও তো বাচ্চা মানুষ করেছে, কখনো তো সমস্যা হয় নাই!

এর উত্তরে অনেক সময় বলি, দেশ যে ব্রিলিয়ান্ট জনসংখ্যার সংকটে ভুগছে, তা আপনাদের দান!

জাপানে প্রাইমারি স্কুলে কোন পরীক্ষা নেয় না! ওরা এই early childhood development এর উপর গুরুত্ব দিয়ে থাকে।

আর তাই সেরা ব্রিলিয়ান্ট ঐদেশে তৈরী হয়। আমাদের মত লাঠি হাতে নিয়ে শিক্ষা দেয় না।

#কেন_খিচুড়ি_সেরা?

আমরা সবাই বা অনেকেই জানি essential amino acid বলে, একটা শব্দ আছে। যা শরীর তৈরী করতে পারে না। ফলে বাহিরের খাবার খেয়ে সেই অভাব পূরণ করতে হয়।

একমাত্র খিচুড়িতেই সবগুলো পাওয়া সম্ভব (চালে আটটি আর বাকিগুলো ডালে থাকে)। ফলে চাল-ডাল একসাথে থাকলেই শুধু সবগুলো essential amino acid পাওয়া সম্ভব!

এছাড়াও ডিমে এইসবগুলো essential amino acid থাকে।

#ফলে_বাচ্চার_খাবার_হওয়া_উচিৎঃ

১) মায়ের বুকের দুধ ২ বছর পর্যন্ত, এর বাহিরে আর কোন দুধ নয়।

২) খিচুড়ি (চাল+ডাল+সয়াবিন/অলিভ ওয়েল+সবজি)

৩) ডিম

৪) মা যখন যা খাবেন - সেখান থেকে মাছ/মাংস/সবজি বাচ্চাকে দিবেন। (ফ্রেশ হতে হবে)

৫) সারাদিনে একবার ফল খাবে। #আঙ্গুর বাদে। বাচ্চা সকাল/দুপুর/রাত, প্রচুর ফল খায় - এটাও ভাল লক্ষ্মণ নয়। কারণ পেট ভরা থাকায়, অন্য প্রয়োজনীয় খাবার খাবে না।

সবশেষে মা'দের বলি - আপনার সন্তান যদি পড়ালেখা নাও করে - Early Childhood Development ঠিক থাকলে, রিক্সা চালক হলে - সেরা রিক্সা চালক হবে। বা চোর হলেও সেরা চোর হবে!

তাই সবাই Early Childhood Development এর উপর সময় দিন। সঠিক খাবার নিশ্চিত করুন! সুজি/গরু/ছাগলের (২ বছর বয়স পর্যন্ত) দূধ খাওয়ানো বন্ধ করুন।

বি.দ্র. ছাগলের দূধে অতিরিক্ত অসুবিধা, এক ধরনের রক্তশূন্যতা রোগ হয়।

ডা: নেয়ামত হোসেন রিপন
সহকারী অধ্যাপক (নিওনেটোলজী)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর।

18/08/2021
এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোট...
02/08/2021

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subcontinent''
:
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা।
আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা
--------------------------------------------------
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসীতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Ezithromycin or,cefixime or cefuroxime or levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কতো দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষধটি ১ ডোজ খাবেন সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।
:
চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

© MEDICAL INFORMATION

মাঝে মাঝে মনে হয় নিজের জীবনটাকারোর ঘাড়ের উপর চাপিয়ে দূরে বসে বাদাম খাই.!😒
30/07/2021

মাঝে মাঝে মনে হয় নিজের জীবনটা
কারোর ঘাড়ের উপর চাপিয়ে দূরে
বসে বাদাম খাই.!😒

Address

Dhaka Cantonment
Dhaka
1216

Telephone

+880 1914-633330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soil Man posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Soil Man:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram