01/12/2023
#ছবি_দেখে_লিখি
শিরোনাম : "সংসারের ভার"
এই নবীন শোন, "কয়েকদিন ধরেই দেখছি তুমি ঠিক পাঁচটা বাজলেই গুদাম থেকে ছুটি করে বাড়ি চলে যাচ্ছো, কি ব্যাপার বল তো? আগে তো রাত আটটা পর্যন্ত গুদামে মাল খালি করার জন্যে গাড়ি আসার অপেক্ষায় বসে থাকতে। এখন থাকছো না কেন? গতকাল একটা গাড়ি এসেছিল, লোক কম থাকায় অনেক রাত হয়ে গেছিল খালি করতে"।
নবীন 'গো ডাউনের' মালিক শ্যাম আগরওয়াল বাবুকে বলল, "বাবু, আমার বাড়িতে ছেলেটা বড় হচ্ছে, ক্লাস ওয়ানে পড়ছে, ওর পেছনে খরচ বেড়েছে, পড়াশুনার খরচ, খাবার খরচ সবই তো বেড়েছে, এদিকে জিনিসপত্রের দামও বেড়েছে বাবু, শুধু মাইনের টাকায় সংসার চালাতে পারছি না, দোকানে ধার বেড়েই যাচ্ছে , প্রতি মাসের মাইনেই আর চলছে না, তাছাড়া এখানে সবদিন তো গাড়ি পাঁচটার পর আসে না, তাই বিমল বাবুর নটকোনার দোকানে গিয়ে পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ করে কিছু বাড়তি আয়ের সুযোগ পেয়েছি বাবু"।
শ্যাম বাবু রেগে গিয়ে বললেন, "তাহলে ওই নটকোনার দোকানেই কাজ কর গিয়ে, তোমার জায়গায় আমি অন্য লোক রাখবো"। ভীত সন্ত্রস্ত নবীন বলল, "বাবু আপনার পায়ে ধরছি চাকরি থেকে বের করে দেবেন না। ঠিক আছে আমি রাত আটটা পর্যন্ত থাকবো, যদি গাড়ি আসে ওই সময়ের মধ্যে তাহলে খালি করে দেবো, নইলে বাড়ি চলে যাবো বাবু, শুধু মাইনেটা একটু বাড়িয়ে দেবেন"।
শ্যাম বাবু একটু নরম হলেন, বললেন ঠিক আছে তসেটা পরের মাসে দেখবো।
নবীন এরপর থেকে রাত আটটা পর্যন্ত শ্যাম বাবুর গুদামে কাজ করার পর আরো এক দুই ঘন্টা বিমলের দোকানে যে মালের গাড়ি আসে তা খালি করে কিছু বাড়তি আয় উপার্জন করে।
হাড়ভাঙা খাটা খাটনির পর নবীন রাতে যখন বাড়ি ফেরে তখন দেখে তার ছেলে সুদীপ বিছানায় শুয়ে মায়ের কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। নবীনকে আসতে দেখে বৌয়ের মুখ ভার।
একটু আগে আসতে পারো না? সারাদিন আমি একা থাকি। ছেলে স্কুল থেকে ফিরে এলে ওকে নিয়ে একটু সময় কাটে। জানো ছেলে কি বলে? বলে মা তুমি আমাকে কত ভালোবাসো কিন্তু বাবা পঁচা, একটুও ভালোবাসে না। সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর কখন ফিরে আসে আমি বুঝতেই পারি না।
বটে গিন্নি বটে, আমরা সংসারকে ভালোবাসি কিন্তু সংসারের মানুষগুলো সেই ভালোবাসাটা বুঝতেই পারে না।