14/10/2025
টেস্ট রিপোর্ট এর ভালো-মন্দ
-----------------------------
ঢাকার বাইরের অজানা প্যাথলজিক্যাল ল্যাবের রিপোর্ট অনেক সময় আমরা গ্রহণ করতে পারিনা ।
নওগাঁ থেকে আমার এই রোগী অন্ডকোষের আলট্রাসনোগ্রাম করে নিয়ে আসলেন,,, রোগীর রোগ অনুযায়ী রিপোর্টটি আমার পছন্দ না হওয়াতে আমি ধানমন্ডি পপুলার থেকে রিপোর্টটি আবার করাতে বললাম,
একই দিনের ২টি রিপোর্টে আকাশ পাতাল ব্যবধান,, ছোটখাটো মানহীন ডায়াগনস্টিক সেন্টারে আসলে শুধু রোগীর টাকা নষ্ট হয়,,
টেস্টের রিপোর্টের ফলাফল মানসম্মত হয় না ফলে চিকিৎসা করতে গিয়ে ব্যাগ পেতে হয়,
তাই সবার প্রতি অনুরোধ আপনারা ভালো ল্যাব থেকে পরীক্ষা করাবেন টাকা একটু বেশি লাগলেও ভালো,,
** রোগীর অন্ডকোষে গুরুত্বপূর্ণ দুইটি সমস্যা থাকা সত্ত্বেও নওগাঁ থেকে বলে দিল সব নরমাল,
*** তাদের প্রতারণা শুরু হয়েছে তাদের প্রতিষ্ঠানের নাম থেকেই , পপুলারের পূর্বে দি লাগিয়ে দিয়েছে,, এখন সাধারণ মানুষ তো আর বুঝবে না যে অরিজিনাল পপুলার কি আর দি পপুলার কি ,, আর এই সুযোগটাই তারা কাজে লাগায়।