Dental Care

Dental Care All kind of dental treatment is available in Dental care

08/10/2022

আমি ডাঃ উম্মে সারা। নিয়মিত চেম্বার করছি
01711937540
01511703722
https://www.facebook.com/dr.u.shara

23/08/2022
15/08/2022
Dr Umme Shara Razia Morzia BDS (UDC, DU), PGT (BSMMU)Consultant, Dental SurgeonIbn Sina Diagnostic & Consultation Center...
13/08/2022

Dr Umme Shara Razia Morzia
BDS (UDC, DU), PGT (BSMMU)
Consultant, Dental Surgeon
Ibn Sina Diagnostic & Consultation Center, Mirpur
BMDC Reg. No. 1596
Mobile 01711937540
Time: 09:00 am - 12:00 am
(every day)

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেনঃতোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদ...
03/04/2021

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেনঃ

তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

রেফারেন্সঃ
সূরা আন-নূর:৩২

Read the word of Allah(Subhanahu Wa Ta'ala) with the Quran Mazid Web App.

07/01/2021

জুমার দিনের আদব ও সুন্নত

১ । জুম’আর দিন গোসল করা। যাদের উপর জুম’আ ফরজ তাদের জন্য এ দিনে গোসল করাকে রাসুল (সাঃ) সুন্নত করেছেন। পরিচ্ছন্নতার অংশ হিসাবে
সেদিন নখ ও চুল কাটা একটি ভাল কাজ।
২ । জুম’আর সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা।
৩ । মিস্ওয়াক করা।
৪ । গায়ে তেল ব্যবহার করা।
৫ । উত্তম পোশাক পরিধান করে জুম’আ আদায় করা।
৬ । মুসুল্লীদের ইমামের দিকে মুখ করে বসা।
৭ । মনোযোগ সহ খুৎবা শোনা ও চুপ থাকা এটা ওয়াজিব।
৮ । আগে ভাগে মসজিদে যাওয়া।
৯ । পায়ে হেঁটে মসজিদে গমন।
১০ । জুম’আর দিন ফজরের নামাজে ১ম রাক’আতে সূরা সাজদা (সূরা নং-৩২) আর ২য় রাকা’আতে সূরা ইনসান(দাহর) (সূরা নং-৭৬) পড়া।
১১ । সূরা জুম’আ ও সূরা মুনাফিকুন দিয়ে জুম’আর সালাত আদায় করা। অথবা সূরা আলা ও সূরা গাশিয়া দিয়ে জুম’আ আদায় করা।
১২ । জুম’আর দিন ও জুম’আর রাতে বেশী বেশী দুরুদ পাঠ।
১৩ । এ দিন বেশী বেশী দোয়া করা।
১৪ । মুসুল্লীদের ফাঁক করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া।
১৫ । মুসুল্লীদের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করা।
১৬ । কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা।
১৭ । খুৎবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে তখনও দু’রাকা’আত ‘তাহিয়্যাতুল মাসজিদ’ সালাত আদায় করা ছাড়া না বসা।
১৮ । জুম’আর দিন জুম’আর পূর্বে মসজিদে জিকর বা কোন শিক্ষামুলক হালকা না করা। অর্থাৎ ভাগ ভাগ হয়ে, গোল গোল হয়ে না বসা, যদিও এটা কোন শিক্ষামূলক অনুষ্ঠান হোক না কেন।
১৯ । কেউ কথা বললে ‘চুপ করুন’ এই টুকুও না বলা।
২০ । মসজিদে যাওয়ার আগে কাঁচা পেয়াজ, রসুন না খাওয়া ও ধুমপান না করা।
২১ । ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা বদল করে বসা।
২২ । ইমামের খুৎবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা।
২৩ । খুৎবার সময় ইমামের কাছাকাছি বসা। জান্নাতে প্রবেশের উপযুক্ত হলেও ইমাম থেকে দূরে উপবেশনকারীরা বিলম্বে জান্নাতে প্রবেশ করবে।
২৪ । জুম’আর দিন সূরা কাহফ পড়া। এতে
পাঠকের জন্য আল্লাহ তায়ালা দুই জুম’আর মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন।
২৫ । জুম’আর আযান দেওয়া। অর্থাৎ ইমাম মিম্বরে বসার পর যে আযান দেওয়া হয়।
২৬ ।জুম’আর ফরজ নামাজ আদায়ের পর মসজিদে ৪ রাকা’আত সুন্নাত সালাত আদায় করা।
২৭ । উযর ছাড়া একই গ্রাম ও মহল্লায় একাধিক জুম’আ চালু না করা। আর উযর হল এলাকাটি খুব বড় হওয়া, বা প্রচুর জনবসতি থাকা, বা মসজিদ দূরে হওয়া, বা মসজিদে জায়গা না পাওয়া, বা কোন ফিতনা ফাসাদের ভয় থাকা।
২৮ । ওজু ভেঙ্গে গেলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া। অতঃপর আবার ওজু করে মসজিদে প্রবেশ করা।
২৯ । একান্ত উযর না থাকলে দুই পিলারে মধ্যবর্তী ফাঁকা জায়গায় সালাত আদায় না করা।
৩০ । সালাতের জন্য কোন একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যায়
সেখানেই সালাত আদায় করা। অর্থাৎ আগে থেকেই নামাজের বিছানা বিছিয়ে জায়গা দখল করে না রাখা বরং যে আগে আসবে সেই আগে বসবে।
৩১ । কোন নামাজীর সামনে দিয়ে না হাঁটা অর্থাৎ মুসুল্লী ও সুতরার মধ্যবর্তী জায়গা দিয়ে না হাঁটা।
৩২ । এতটুকু জোরে আওয়াজ করে কোন কিছু না পড়া, যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে।
৩৩ । পায়ে হেঁটে মসজিদে যাওয়ার
ফযীলত অন্তরে জাগরূক রাখা।
৩৪ । হাঁটার আদব মেনে মসজিদে গমন করা।
৩৫ । খুৎবার সময় খতীবের কোন কথার সাড়া দেওয়া বা তার প্রশ্নের জবাব দানে শরীক হওয়া জায়েজ।
৩৬ । হানাফী আলেমগন বলেছেন যে, ভিড় প্রচণ্ড হলে সামনের মুসুল্লীর পিঠের উপর সিজদা দেওয়া জায়েজ।
৩৭ । যেখানে জুম’আর ফরজ আদায় করেছে, উত্তম হল ঐ একই স্থানে সুন্নাত না পড়া। অথবা কোন কথা না বলে এখান থেকে গিয়ে পরবর্তী সুন্নাত সালাত আদায় করা।
৩৮ । ইমাম সাহেব মিম্বরে এসে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত তাসবীহ-তাহলীল, তাওবা- ইস্তিগফার ও কুরআন শরীফ তেলাওয়াত করা।

(লেখকঃ আব্দুল মতীন, জুমার দিনের আদব ও সুন্নত)

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dental Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category