06/12/2025
সেইফ ফুড - বাংলাদেশের আস্থার নাম
প্রিয় গ্রাহকবৃন্দ,
আপনার পরিবারের স্বাস্থ্য ও পুষ্টির কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা – বর্ণালী সেমি-ফ্রি রেঞ্জ চিকেন।
🌿 কেন ফ্রি রেঞ্জ বর্ণালী চিকেন আপনার জন্য সেরা পছন্দ?
✅ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা:
দিনের ভালো একটা সময় খোলা পরিবেশে, সূর্যের আলোতে, মাটির স্পর্শে পালিত।
✅ দেশি স্বাদের আধুনিকায়ন:
আপনার সেই চেনা "দেশি মুরগির স্বাদ", কিন্তু আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনায়।
✅ স্বাস্থ্যকর ও পুষ্টিকর:
সূর্যালোক থেকে প্রাপ্ত ভিটামিন ডি, কম চর্বি, বেশি প্রোটিন এবং প্রাকৃতিক খাদ্যাভ্যাসের ফলে উন্নত মাংসের গঠন।
✅ নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত:
কোনো অপ্রাকৃতিক গ্রোথ হরমোন বা বিতর্কিত অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় না। সম্পূর্ণ সেইফ ফুডের কঠোর কোয়ালিটি কন্ট্রোলের অধীনে।