Aponaloy Pharmacy

Aponaloy Pharmacy My own business Medicin sell service

মাত্র তিনটা গ্যাস্ট্রিকের ঔষধের বার্ষিক বিক্রি প্রায় দুই হাজার কোটি টাকা। সার্জেল, ম্যাক্সপ্রো এবং প্যান্টোনিক্স। আরও তো...
31/12/2024

মাত্র তিনটা গ্যাস্ট্রিকের ঔষধের বার্ষিক বিক্রি প্রায় দুই হাজার কোটি টাকা। সার্জেল, ম্যাক্সপ্রো এবং প্যান্টোনিক্স। আরও তো অনেক কোম্পানির অনেক ব্র‍্যান্ড আছে। এরপর আছে সব কোম্পানির এন্টাসিড।

তাহলে বাংলাদেশে ট্যাবলেট/ক্যাপসুল আর এন্টাসিড মিলে বার্ষিক বিক্রি কি দশ নাকি বিশ হাজার কোটি টাকা ধরা যায়?

এবার বুঝেছেন তো আপনাদের যদি চাল, আলু, সব ধরনের শাকসবজির সাথে প্রতিদিন প্রতিবেলা কীটনাশক আর হেভিমেটাল খাওয়ানো যায়। মাছ, মুরগী আর ডিমের সাথে হেভিমেটাল খাওয়ানো যায়। তেল আর ভাজা পোড়ার সাথে ট্র‍্যান্সফ্যাট নামক বিষ খাওয়ানো যায়।

তাহলে শুধু এই ঔষধ বিক্রির ব্যবসা কতটা রমরমা হতে পারে!!

নিরাপদ খাদ্য আমাদের অধিকার। যে অধিকার শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ।

সংস্কার কমিশন চাই। যা শুধু চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ।

Copied Post

https://vt.tiktok.com/ZSjuaBNNq/This post is shared via TikTok. Download TikTok to enjoy more posts: https://vt.tiktok.c...
20/11/2024

https://vt.tiktok.com/ZSjuaBNNq/
This post is shared via TikTok. Download TikTok to enjoy more posts: https://vt.tiktok.com/ZSjua2WmV/

35.6K likes, 871 comments. “এদের কারণে দেশের এত দুর্নীতির বাড়তেছে এদেরকে যাবজ্জীবন দেওয়া উচিত, ভোক্তা অধিদপ্তরের অভিযান ”

23/08/2024

Bangladesh in the heart
কারো যদি মেডিসিন ক্রয় করতে হয় আমি কমে বিক্রি করবো বন্যার্তদের সাহায্যের জন্য।।।। আপনালয় ফার্মেসি।।।।

21/04/2024

#জরুরি নোটিশ
সারাদেশে হিট এলার্ট জারি, হিট ওয়েভ আসছে, তাপমাত্রা হতে পারে ৪০°-৫০° সে: সতর্ক হোন
করনীয়: বর্জনীয়

—স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।

—ঠান্ডা পানি পান পরিহার করুন। বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

—বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

—যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

—যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

—ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন । অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

—অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে। প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন।

06/03/2024

বেতন_কত ?
- - - - - - - - - - - - - -
আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে। ৩ কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে!
আমি বললাম, আপনার ভাইয়ের বেতন কত?
গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেলো।
দোস্তো বলিস না, এই শালা ট্রাফিক পুলিশ, শালারা দুই টাকারও ঘুষ খায়!
দোস্তো, তোদের ফ্লাটে কত খরচ পড়েছে?
-এই সব মিলে ৯৭ লাখ।
তোর বাবা তো ট্যাক্সে আছে, বেতন কত? চেহারা আবারও ছাই।
ওদিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলছে, কাবিন কিন্তু ৩০ লাখ টাকা হতে হবে। (বয়ফ্রেন্ড ২৮ হাজার টাকার বেতনের চাকুরি করে!) না হলে আমার প্রেস্টিজ পাংকচার! ফেবুতে পোস্ট দিয়েছে, "যে ছেলে যৌতুক চায়, তাদের না বলুন!"
এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে কলেজের টিচার, আরেকজন পিডাব্লিউতে চাকুরি করে। মেয়ের বাবা পরেরজনে মত দেয়ায় মেয়ে বলছে, " বাবা তোমার পছন্দ সেরা"!
এক আত্মীয়ের বাসায় গেলাম। সারা জীবন সততার বুলি আউড়িয়েছেন। মেয়ের জামাই চাকুরি করেন সিটি কর্পোরেশনে। খুব গর্ব করে বলছেন, তার মেয়ে ঘরের ফার্নিচার ৪/৫ বছর পরেই পাল্টায়। মেয়ে খুব সৌখিন। ৮০ লাখ টাকায় ফ্লাট কিনে আরও ৫০ লাখ টাকা খরচ করছে ইন্টেরিয়র কাজে!
জিজ্ঞেস করলাম, ভাইজান, জামাইয়ের বেতন কতো?
অফিসে বসে আছি। একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল। কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে।
-জিগ্যেস করলাম কোন পোস্ট?
ও বলল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। তার ভাই নাকি ৬/৭বছরে অনেক কিছু করেছে।
জিগ্যেস করলাম,তোমার ভাইয়ের বেতন কত?
আর কোন উত্তর নাই...।
আমরা এত নষ্ট হয়েছি, এত নষ্ট হয়েছি যে, আমাদের কোন লজ্জা নেই। ঘুষ আমার অধিকার, কিন্তু কন্ডাকটর ১৫ টাকার ভাড়া ১৫ টাকা চাইলেই, "এগুলা মানুষ না। এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারে না। মানুষের টাকা মেরে কিছুই করতে পারে না।" অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল, একটা বেসরকারি ব্যাংকে চাকুরির জন্য ৯ লাখ আর ১০ লাখের ঘুষের আলাপ!!
কন্ডাকটর গলা কাটছে। গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও। শিক্ষিতদের গলাকাটা বড় নির্মম, দেশটাকে এফোঁড় ওফোঁড় করে দেয়।
কন্ডাকটররা একটা নিদারুণ সত্যি কথা বলে,
"আফনেরা যে কলমের খোচায় কুটি কুটি টাকা মাইরা খান, হেই হিসাব তো আমরা নেই না!"
কথা সত্যি এবং নিদারুণ সত্যি।
কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও কালি দিচ্ছে, আটকাচ্ছে।
সেই অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেলো এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা। বিভিন্ন ঔষধ কোম্পানির দ

23/08/2023

Address

House No-18, Road No-04, Adarsha Nagar Middle Badda
Dhaka
DHAKA-1212

Opening Hours

Monday 10:00 - 12:00
Tuesday 10:00 - 12:00
Wednesday 10:00 - 12:00
Thursday 10:00 - 12:00
Friday 10:00 - 12:00
Saturday 10:00 - 12:00
Sunday 10:00 - 12:00

Telephone

01970717079

Alerts

Be the first to know and let us send you an email when Aponaloy Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aponaloy Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram