Health Attention

Health Attention All disease is cured by Allah.

কলার মোচা খেলে রক্তশূন্যতা দূর হয়, যা আয়রন ও ফাইবার সমৃদ্ধ। এটি খারাপ কোলেস্টেরল কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য...
04/11/2025

কলার মোচা খেলে রক্তশূন্যতা দূর হয়, যা আয়রন ও ফাইবার সমৃদ্ধ। এটি খারাপ কোলেস্টেরল কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, পেটের সমস্যা দূর করে, এবং হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এছাড়া এটি ত্বক, চুল ও দৃষ্টিশক্তি ভালো রাখতেও সহায়ক।

লাল চাল হজমে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে প্রচুর পরিমাণে...
02/11/2025

লাল চাল হজমে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। এছাড়া, এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।

31/10/2025

কি খাওয়াচ্ছে দেখেন।

জীবনের মূল্য ৫ লক্ষ্য সাথে চাকরি, আহহা জীবন।, এমন জীবন যাতে দিতে না হয়,তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে কর্তৃপক্ষ এবং এই...
26/10/2025

জীবনের মূল্য ৫ লক্ষ্য সাথে চাকরি, আহহা জীবন।, এমন জীবন যাতে দিতে না হয়,তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে কর্তৃপক্ষ এবং এই নির্মাণ প্রতিষ্ঠান কে আইনের আওতায় এনে শাস্তি ও ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

25/10/2025
24/10/2025

সুবহানাল্লাহ

দিনে দুপুরে হাত পায়ের রগ কাটলো চট্টগ্রাম বিশ্ব‎বিদ্যালয় শিক্ষার্থীর।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মাকসুদ ...
20/10/2025

দিনে দুপুরে হাত পায়ের রগ কাটলো চট্টগ্রাম বিশ্ব‎বিদ্যালয় শিক্ষার্থীর।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মাকসুদ খান জয়। গতকাল ১৯ অক্টোবর তার হালিশহরের বাসা থেকে একটি ফোন পেয়ে দুপুর ১২টায় বের হয়। যাওয়ার সময় তার মাকে জানিয়েছিল- চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। দুপুর ৩টার দিকে তার পরিবার খবর পায় ছেলের রগ কেটে কেউ আউটার রিং রোডে ফেলে রেখেছে। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃ*/ত ঘোষণা করে। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা মা।
সাংবাদিক হিসেবে প্রতিদিনই এমন ২/৪ টি খবর শুনতে হয় আমার। জানিনা এর শেষ কোথায়, আমাদের সন্তানরা কোন ভরসায় এই দেশে থাকবে। খোদ পুলিশ হেড কোয়ার্টারস এর তথ্য মতে দেশে প্রতিদিন ১১টি খু*/ন হয়। আমাদের নিরাপত্তা কে দেবে, জানতে চাই।

পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত শিক্ষার্থী বারজিস শাবনাম বর্ষা (১৯) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে,  'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে...
20/10/2025

পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত শিক্ষার্থী বারজিস শাবনাম বর্ষা (১৯) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে (২১) সে পছন্দ করতেন।

এই ঘটনা জেনে যায় তার বয়ফ্রেন্ড মাহির রহমান (১৯)। যার সঙ্গে বর্ষার ক্লাস ফোর থেকে ৯ বছরের প্রেম ছিল। জোবায়েদকে পছন্দ করায় সেই বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বর্ষা।

এতে ক্ষিপ্ত হয়ে জোবায়েদকে হত্যা করে তার বয়ফ্রেন্ড মাহির। মাহির রাজধানীর বোরহানউদ্দিন কলেজে উন্মুক্ততে পড়াশোনা করেন। তার বাসা বর্ষার এলাকা আরমানিটোলায়।'

18/10/2025

গাজীপুরের ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধ+র্ষ+ণ করা এই সেই কুলা+ঙ্গার জয় কুমার দাস। এটা ঘটেছে ২ মাস আগে এখনো মেয়েটা ভালোভাবে দাঁড়াতে পারছে না, গতকাল একজন ভিডিও করার পর সামনে এসেছে ঘটনাটি।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং একটি সুপরিকল্পিত চক্র ক্রমাগত মুসলিম তরুণীদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধ+র্ষ+ণ, পাচার এবং জোরপূর্বক ধর্মান্তর করার অপচেষ্টা চালাচ্ছে। দুর্ভাগ্যবশত, প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটে কিন্তু সংবাদমাধ্যমে আসে না।
সুতরাং সকলকে সবার অবস্থান হতে সচেতন হতে হবে এবং মেয়েদের কাছে এই ভিডিও পৌঁছে দেন।

16/10/2025

ছিনতাই কারী প্রকাশ্যে চাপাতি নিয়ে ঘুরেছে
কমলাপুর রেলস্টেশনে।
সেখানের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

05/10/2025

কোরআন শরীফ অ-ব-মাননাকারী নর্থ সাউথের অপূর্ব কে সম্মুখে গ-র্দা-ন নামিয়ে মু-ন্ডু-টা জনগণের পায়ের নিচে ফেলতে হবে।

Address

Badda

Telephone

+8801922616531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Attention posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Attention:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram