27/09/2025
ভারতে ভ্রমণের জন্য নতুন নিয়ম👉
১ অক্টোবর ২০২৫ থেকে)
ডিজিটাল ডিসেমবার্কেশন (DE) কার্ড – ভ্রমণকারীদের জন্য যা যা করতে হবে:
1. ভ্রমণের ৭২ ঘণ্টা আগে কার্ড পূরণ করতে হবে।
2. পূরণ করতে হবে যেকোনো একভাবে –
অফিসিয়াল ওয়েবসাইট: indianvisaonline.gov.in/earrival
অথবা Indian Visa SuSwagatam মোবাইল অ্যাপ দিয়ে।
প্রয়োজনীয় তথ্য (যা কার্ডে দিতে হতে পারে):
পাসপোর্টের তথ্য
ভিসার তথ্য
ফ্লাইট/যাত্রার বিবরণ
ভারতে অবস্থানের ঠিকানা
জরুরি যোগাযোগের নম্বর
স্বাস্থ্য সংক্রান্ত প্রাথমিক ঘোষণা (যদি থাকে)
👉 আগে থেকে এই কার্ড পূরণ করলে ভারতে পৌঁছানোর পর ইমিগ্রেশনে সময় ও ঝা'মে'লা ক'ম হবে।