Shifaun Modhu

Shifaun Modhu ১০০% খাটি মধু সরাসরি সংগ্রহ ও প্রক্রি?

Please like my page and stay with us . Original US polo, Tommy Hilfiger; T-shirt Cell for retail and Wholesale also.0195...
22/08/2020

Please like my page and stay with us . Original US polo, Tommy Hilfiger; T-shirt Cell for retail and Wholesale also.01954083123

08/07/2020

আসসালামু আলাইকুম ......

sufri khejur 450/-per kg.Moriom super 850/- per kg.nagal premium 300/-per Kg. Davas 250/- per kg .
24/04/2020

sufri khejur 450/-per kg.
Moriom super 850/- per kg.
nagal premium 300/-per Kg.
Davas 250/- per kg .

01/10/2018

সরাসরি মৌচাক থেকে মধু সংগ্রহ ও স্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাত করা হয় আমাদের মধু । খাটি মধুর ১০০% নিশ্চয়তা । ১০০% হালাল,খাটি মধু নিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে । হোম ডেলিভারি দেয়া হয় । মবাইল;০১৯৫৪০৮৩১২৩।

12/08/2018

পবিত্র আল কোরআনে উল্লেখ করা হয়েছে যে, “আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেনঃ পর্বতে, গাছে ও উঁচু চালে বাড়ি তৈরী কর, এরপর সর্ব প্রকার ফুল থেকে খাও এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথে চলো। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। নিশ্চই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।"

12/08/2018

মধুর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না ; মধু হচ্ছে সকল রোগের শেফা।তবে একমাত্র খাঁটি মধুতেই পাবেন এসব উপকারিতা।মধু খাঁটি না হলে এতে হিতে বিপরীত হতে পারে ।
আসুন এবার মধুর উপকারিতা সম্পরকে কিছু জেনে নেই...
১। রোগ প্রতিরোধশক্তি বাড়ায়ঃ

মধু শরীরের রোগ প্রতিরোধশক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয়। মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান, যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। ২০০৭ সালে সিডনি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায়, সুপারবাগ ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে মধু অত্যন্ত কার্যকর। বিভিন্ন ভাইরাসের আক্রমণে বিভিন্ন রোগ প্রায়ই দেহকে দুর্বল করে দেয়। এসব ভাইরাস প্রতিরোধে মধু খুবই কার্যকর।

২। হজমে সহায়ক ঃ

মধুতে যে পরিমাণ শর্করা থাকে তা সহজেই হজম করতে সাহায্য করে থাকে। কারণ এতে যে ডেক্সট্রিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিক ভাবে ক্রিয়া করে। পেটরোগা মানুষদের জন্য মধু বিশেষ উপকারি।

৩। কোষ্ঠকাঠিন্য দূর করেঃ

মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য দূর করে। ১ চা চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়।

৪। রক্তশূন্যতায়ঃ

মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক।কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ।

৫। ফুসফুসের রোগ ও শ্বাসকষ্ট নিরাময়েঃ

বলা হয়, ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা (শ্বাস কষ্ট) রোগীর নাকের কাছে ধরে শ্বাস টেনে নেয়া হয় তাহলে সে স্বাভাবিক এবং গভীর ভাবে শ্বাস টেনে নিতে পারবেন। কেউ কেউ মনে করেন, এক বছরের পুরনো মধু শ্বাস কষ্টের রোগীদের জন্য বেশ ভালো।

৬। গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তিতেঃ

হজম সমস্যার সমাধানেও কাজ করে মধু। একটি গবেষণায় বলা হয়েছে, গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পেতে একজন ব্যক্তি দিনে তিন বেলা দুই চামচ করে মধু খেতে পারে।

৭। যৌন দূর্বলতায়ঃ

পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন। আবার দৈহিক ও যৌনশক্তি বৃদ্ধির জন্য মধু গরম দুধের সাথে পান করলে খুবই ভালো ফল পাওয়া যাবে। তাছাড়া প্রতিদিন কালোজিরা মধু দিয়ে চিবিয়ে খেলে বা দৈনিক দুই চামচ আদার রস মধু দিয়ে খেলে প্রচুর পরিমাণে যৌনশক্তি বৃদ্ধি পাবে।

৮। প্রশান্তিদায়ক পানীয়ঃ

হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয় হিসেবে মধু অসাধারন।

৯। মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায়ঃ

মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয়। এটা দাঁতের ওপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোধ করে। দাঁতে পাথর জমাট বাঁধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে। মধু রক্তনালিকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে। যদি মুখের ঘায়ের জন্য গর্ত হয়। এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে এবং সেখানে পুঁজ জমতে দেয় না। মধু মিশ্রিত পানি দিয়ে গড়গড়া করলে মাড়ির প্রদাহ দূর হয়।

১০। পাকস্থলীর সুস্থতায়ঃ

মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্রলিক এসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুক জ্বালা এগুলো দূর করা সম্ভব হয়।

১১। দেহে তাপ উৎপাদনেঃ

শীতের ঠান্ডায় এটি দেহকে গরম রাখে। এক অথবা দুই চা চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে।

১২। পানিশূন্যতায়ঃ

ডায়রিয়া হলে এক লিটার পানিতে ৫০ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানিশূন্যতা রোধ করা যায়।

১৩। দৃষ্টিশক্তি বাড়াতেঃ

মধু চোখের জন্য খুবই ভালো।গাজরের রসের সাথে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে।

১৪। রূপচর্চায়ঃ

রূপচর্চায় তো মধুর জুড়ি নেই। মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্যও মধু ব্যবহৃত হয়।

১৫। ওজন কমাতেঃ

মধুতে নেই কোনো চর্বি। মধু পেট পরিষ্কার করে, মধু ফ্যাট কমায়, ফলে ওজন কমে।

১৬। হজমে সহায়তাঃ

মধু প্রাকৃতিক ভাবেই মিষ্টি। তাই মধু সহজে হজম হয় এবং হজমে সহায়তা করে।

১৭। গলার স্বরঃ

মধু গলার জন্য অনেক উপকারি। প্রতিদিন যদি সকলে নিয়মিত মধু খাওয়া যায় তাহলে গলার স্বর সুন্দর ও মধুর করে।

১৮। তারুণ্য বজায় রাখতেঃ

তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। মধু এন্টি অক্সিডেন্ট, যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে। ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে।শরীরের সামগ্রিক শক্তি বাড়ায় ও তারুণ্য বাড়ায়।

১৯। হাড় ও দাঁত গঠনেঃ

মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে। হঠাৎ যদি দাঁতে ব্যথা অনুভূত হয় তাহলে মধুতে তুলা ভিজিয়ে ব্যথার স্থানে রাখলে ব্যথা কমে যাবে।

২০। রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতেঃ

মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, যা রক্তশূন্যতা, কোষ্ঠকাঠিন্য দূর করে।

২১। আমাশয় এবং পেটের পীড়া নিরাময়েঃ

পুরনো আমাশয় এবং পেটের পীড়া নিরাময়সহ নানাবিধ জটিল রোগের উপকার করে থাকে।

২২। হাঁপানি রোধেঃ

আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সাথে সমপরিমাণ মধু এবং আদা মেশান। দিনে অন্তত তিন বার এই মিশ্রণ খান। এটা হাঁপানি রোধে সহায়তা করে।

২৩। উচ্চ রক্তচাপ কমায়ঃ

দু’চামচ মধুর সাথে এক চামচ রসুনের রস মেশান। সকাল সন্ধ্যা দু’বার এই মিশ্রণ খান। প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়। প্রতিদিন সকালে খাবার এক ঘণ্টা আগে খাওয়া উচিত।

২৪। রক্ত পরিষ্কারকঃ

এক গ্লাস গরম পানির সাথে এক বা দুই চামচ মধু ও এক চামচ লেবুর রস মেশান। পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রন খান। এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। তাছাড়া রক্তনালী গুলোও পরিষ্কার করে।

২৫। রক্ত উৎপাদনে সহায়তাঃ

রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে। আয়রন রক্তের উপাদানকে (আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট) অধিক কার্যকর ও শক্তিশালী করে।

২৬। হৃদরোগেঃ

এক চামচ মৌরি গুঁড়োর সাথে এক বা দুই চামচ মধুর মিশ্রণ হৃদরোগের টনিক হিসেবে কাজ করে। এটা হৃদপেশিকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে।

২৭। শক্তি প্রদায়ীঃ

মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। মধু তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে।

২৮। জীবাণুর বিরুদ্ধে লড়াইঃ

গবেষণায় প্রমাণিত হয়েছে যে মধুতে রয়েছে উচ্চ শক্তি সম্পন্ন অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। এই এজেন্ট শরীরের ক্ষতিকর রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে।

২৯। ব্যথা নিরাময়েঃ

আপনার শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা? প্রচুর বাতের ওষুধ খেয়েও কোনো ফল পাননি? মধু খান। যে অবাঞ্ছিত রসের কারণে শরীরে বাতব্যামোর জন্ম, সে রস অপসারিত করবে মধু। আপনার বাত সেরে যাবে।

৩০। অনিদ্রায়ঃ

মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে।

৩১। মধু খেলে বুদ্ধি বাড়েঃ

মধু যে শুধু কায়িক শক্তি বাড়ায়, তা নয়। আপনি প্রতিদিন রাতে শোয়ার আগে এক চামচ মধু খাবেন, ঘুমানোর আগে এক চামচ মধু মস্তিষ্কের কাজ সঠিক ভাবে চালাতে সাহায্য করে ফলে আপনার মস্তিষ্কের শক্তি তথা বুদ্ধির জোর বেড়ে যাবে। যে কোনো কাজে কর্মে আপনার মগজ আগের চেয়ে বেশি খেলবে। যাদের মাথা খাটিয়ে কাজ করতে হয়, তাদের জন্য মধু এনে দেবে নতুন উদ্যম ও সৃষ্টিশীলতা। মনে রাখবেন, আপনি ঘুমিয়ে পড়লেও আপনার মস্তিষ্ক কিন্তু জেগে থাকে। সুতরাং তখনও তার শক্তি দরকার। আর এ শক্তির ভালোই যোগান দেয় মৌমাছির চাক ভেঙে পাওয়া এই প্রাকৃতিক মধু। আপনার লিভারে মধু থেকে পাওয়া ফলজ শর্করা বা ফ্রুকটোজ নামের পদার্থটিই মস্তিষ্কের জ্বালানি হিসেবেই কাজ করে থাকে। মানুষের লিভারে শক্তি সংরক্ষণ করে এবং রাতব্যাপি মস্তিষ্কে শক্তি সরবরাহ করে থাকে।

৩২। ঠান্ডা দূর করে মধুঃ

মধু নিয়মিত খেলে অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা দূর হবে। চা, কফি ও গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে হাঁচি, কাঁশি, জ্বর জ্বর ভাব, জ্বর, গলা ব্যথায়, টনসিল, নাক দিয়ে পানি পড়া, জিহ্বার ঘা (ঠান্ডাজনিত) ভালো হয়। সমপরিমাণ আদারস এবং মধুর মিশ্রণ কাশির সাহায্যে শ্লেষ্মা বের করে ফেলার একটি সহায়ক ওষুধ হিসেবে কাজ করে। এটি ঠান্ডা, কাশি, কণ্ঠনালির ক্ষত, নাক দিয়ে পানি পড়া ইত্যাদি থেকে দ্রুত পরিত্রাণ দেয়। পেনসিলভানিয়া স্টেট কলেজ অব মেডিসিনের একটি গবেষণায় দেখা গেছে, এক চামচ মধু বিভিন্ন সর্দির ওষুধ থেকেও অনেক বেশি কার্যকর। মধুর এই ঠাণ্ডা জনিত রোগনিরোধী গুণের কথা বলা হয়েছে এই গবেষণায়, যা কবিরাজি মতে আগে থেকেই প্রতিষ্ঠিত।

৩৩। শিশুদের বৃদ্ধি ও বিকাশেঃ

শিশুদের ছয় মাস বয়সের পর থেকে অল্প করে (তিন চার ফোঁটা) মধু নিয়মিত খাওয়ানো উচিত। এতে তাদের পুরো দেহের বৃদ্ধি, মানসিক বিকাশ ভালো হবে। তবে শিশুকে মধু নিয়মিত খাওয়াতে হবে ঠান্ডা ঋতুতে, গরমের সময় নয়। শিশুদের দুর্বলতা দূর করার জন্য মধুতে রয়েছে জিংক ও ফসফরাস। বড়দের তুলনায় বাড়ন্ত শিশুদের (বিশেষ করে যারা স্কুলে যায়) জন্য পরিমাণে মধু বেশি প্রয়োজন।

৩৪। আয়ু বৃদ্ধিঃ

গবেষণায় আরও দেখা গেছে, নিয়মিত মধু ও সুষম খাবারে অভ্যস্ত ব্যক্তিরা তুলনামূলক ভাবে বেশি কর্মক্ষম ও নিরোগ হয়ে বেঁচে থাকে।

৩৫। ক্ষত সারাতে মধুঃ

প্রাচীন কাল থেকে গ্রিস ও মিশরে ক্ষত সারাতে মধু ব্যবহৃত হয়ে আসছে। ২০০৭ এ সিডনি বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষায় দেখা গেছে অধিকাংশ ক্ষত ও জখমের উপশমে মধু ডাক্তারী ড্রেসিং এর চেয়েও বেশী কার্যকর। অগ্নিদগ্ধ ত্বকের জন্যও মধু খুব উপকারী। আজকাল ছোটখাটো কাটাছেঁড়া সারাতেও মধুর ব্যবহারের কথা বলছেন বিজ্ঞানীরা। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক “ড. শোন ব্লেয়ার” বলেছেন, ক্ষতে ইনফেকশন সৃষ্টি হওয়া প্রতিরোধ করতেও ড্রেসিংয়ের সময় মধু মেশানো উচিত। ধরুন, আপনার শরীরের কোন অংশ কেটে গেল হাতের কাছে এ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট নেই। এবার বিকল্প হিসাবে আপনার ঘরের মধুটি আপনার কাজে আসতে পারে। মধু ব্যাকটেরিয়ার আক্রামণকেও ঠেকায়। এভাবে মধু আপনার ক্ষতে ইনফেকশন হতে দেবে না এবং ক্ষতটি ও দ্রুত সারিয়ে তুলবে।

12/08/2018

প্রাকৃতিক মধু নষ্ট হয় না
&
চাষ এর মধু থেকে এর গুনাগুন বেশি !!
মধু চিনির চাইতে অনেক গুণ মিষ্টি। তরল মধু নষ্ট হয় না, কারন এতে চিনির উচ্চ ঘনত্বের কারণে প্লাজমোলাইসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া মারা যায়। প্রাকৃতিক বায়ুবাহিত ইস্ট মধুতে সক্রিয় হতে পারে না, কারন মধুতে পানির পরিমাণ খুব অল্প। প্রাকৃতিক, অপ্রক্রিয়াজাত মধুতে মাত্র ১৪% হতে ১৮% আর্দ্রর্তা থাকে। আর্দ্রর্তার মাত্রা ১৮% এর নিচে যতক্ষণ থাকে, ততক্ষণ মধুতে কোন জীবাণু বংশ বৃদ্ধি করতে পারে না। পাস্তুরাইয্ড মধুতে মধুর প্রাকৃতিক ঔষধি গুণাবলী হ্রাস পায়।

12/08/2018

???!মধু!????
জিনিসটা কি ? আসুন জেনে নেই প্রথমেই ......
মধু কি?

মধু হচ্ছে একটি তরল আঠালো মিষ্টি জাতীয় পদার্থ, যা মৌমাছিরা ফুল থেকে নেকটার বা পুষ্পরস হিসেবে সংগ্রহ করে মৌচাকে জমা রাখে। পরবর্তীতে জমাকৃত পুষ্পরস প্রাকৃতিক নিয়মেই মৌমাছি বিশেষ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ মধুতে রূপান্তর এবং কোষ বদ্ধ অবস্থায় মৌচাকে সংরক্ষণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার মতে মধু হচ্ছে এমন একটি অগাজানোশীল মিষ্টি জাতীয় পদার্থ যা মৌমাছিরা ফুলের নেকটার অথবা জীবন্ত গাছপালার নির্গত রস থেকে সংগ্রহ করে মধুতে রূপান্তর করে এবং সুনির্দিষ্ট কিছু উপাদান যোগ করে মৌচাকে সংরক্ষণ করে।

12/08/2018

Chak soho real modhu sell kori.gas theke sorasori peking kori.kono rokom medicine charai.sompurno prakritik.
Amader modhu100% pure.
Tai shisu r rogi k onayese khaoyate paren.

11/08/2018

পিউর চাক কাটা মধু , মূল্য ঃ ৭০০টাকা ।

কর্মব্যস্ত আপনি। নিজের দিকে তাকানোর সময় পান না। কিন্তু এতকিছুর মাঝে শরীরটা তো ঠিক রাখতে হবে। তাই রোজ খান দুধ-মধু। রাতে শুতে যাওয়ার ঠিক আগে একগ্লাস গরম দুধে এক চামচ মধু ফিরিয়ে দেবে আপনার হারিয়ে যাওয়া রূপ, লাবণ্য, সুস্বাস্থ্য। বিশেষজ্ঞদের মত, এই দুটি প্রাকৃতিক উপাদানের অনেক গুণ। কী কী জেনে নিন -

ত্বকের যত্ন - ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে দুধ, মধু। দুটি একসঙ্গে মিশিয়ে খেলে দ্বিগুণ উপকার। ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে।

হজমে সহায়ক - প্রিবায়োটিক উপাদানের উৎপাদক হিসেবে প্রসিদ্ধ মধু। শরীরের অন্ত্রে প্রিবায়োটিকের উৎপাদন বাড়িয়ে হজমশক্তির বদ্ধি ঘটায়। অন্যদিকে বিফিডোব্যাক্টেরিয়া নামক প্রোবায়োটিক পাওয়া যায় দুধে। এই প্রোবায়োটিক অন্ত্রে প্রিবায়োটিক উৎপাদনে সাহায্য করে ও হজমশক্তি বাড়ায়। কনস্টিপেশন, ক্র্যাম্প, ব্রোটিংয়ের মতো সমস্যার হাত থেকেও রেহাই দেয়।

স্ট্যামিনা - বিভিন্ন পরীক্ষা বলে, রোজ এক গ্লাস দুধ-মধু খেলে শরীরে যে শক্তি সঞ্চারিত হয়, তা নাকি আর কোনও কিছু থেকে পাওয়া যায় না। দুধে আছে প্রোটিন, যা শক্তি বাড়ায়। মধুতে অপস্থিত প্রয়োজনীয় কার্বোহাইড্রেট হজমে সাহায্যে করে। বাচ্চা হোক বা বয়স্ক, সকলের শরীরে শক্তি সঞ্চারিত করতে দুধ- মধুর জুড়ি মেলা ভার।

হাড়ের স্বাস্থ্য - দুধ-মধুতে প্রচুর ক্যালশিয়াম। ফলে আমাদের শরীরে হাড় শক্ত করতে সাহায্য করে। ছোটো বাচ্চাদের নিয়মিত দুধ-মধু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ৩০ ঊর্ধ্ব মহিলাদেরও খেতে বলেন।

ইনসমনিয়ার চিকিৎসায় - অনেকের রাতে ভালো ঘুম আসে না। প্রাচীন যুগ থেকে সেই সমস্যার মোকাবিলা করতে সাহায্য করে এসেছে দুধ-মধু। এর মিশ্রণ শরীরকে শিথিল করে দু’চোখের পাতায় ঘুম এনে দেয়।

বার্ধক্য রোধে কার্যকরী - শুধু ত্বকের দিক থেকেই নয়, সারা শরীরে অফুরান শক্তি সঞ্চারিত করে দুধ-মধু। শরীরকে সবসময় তরুণ-তরতাজা করে রাখে।
আমরা দিচ্ছি খাঁটি মধু পাবার নিশ্চয়তা ঊত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ হতে সংগ্রহ করা খাঁটি প্রাকৃতিক মধু বিক্রি ও হোম ডেলিভারি করা হয়,ভেজাল ও মধুর মান নিয়ে সন্দেহ হলে মূল্য ফেরতের গ্যারান্টী । ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ 50 টাকা। ঢাকার বাহিরে ১00p টাকা।ঢাকার বাহিরে ডেলিভারীর ক্ষেত্রে ডেলিভারী চার্জ অগ্রীম প্রযোজ্য

অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নং জানিয়ে কমেন্ট করুন অথবা আমাদের ইনবক্স করুন।
যোগাযোগঃ০১৯৫৪০৮৩১২৩

সরাসরি মৌচাক থেকে মধু সংগ্রহ ও স্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাত করা হয় আমাদের মধু । খাটি মধুর ১০০% নিশ্চয়তা । ১০০% হালাল...
10/08/2018

সরাসরি মৌচাক থেকে মধু সংগ্রহ ও স্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাত করা হয় আমাদের মধু । খাটি মধুর ১০০% নিশ্চয়তা । ১০০% হালাল,খাটি মধু নিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে । হোম ডেলিভারি দেয়া হয় । মবাইল;০১৯৫৪০৮৩১২৩।

১০০% খাটি মধু সরাসরি সংগ্রহ ও প্রক্রি�

100% খাটি মধুর নিশ্চয়তা । নিশ্চিন্তে ১০০% খাটি মধু সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন .০১৯৫৪০৮৩১২৩ ।
20/07/2018

100% খাটি মধুর নিশ্চয়তা । নিশ্চিন্তে ১০০% খাটি মধু সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন .০১৯৫৪০৮৩১২৩ ।

১০০% খাটি মধু সরাসরি সংগ্রহ ও প্রক্রি�

Address

Dhaka
1219

Telephone

01954083123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shifaun Modhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shifaun Modhu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram