Medicine Club,DLMC Unit

Medicine Club,DLMC Unit An academic cm social organization. This organization is run by medical & dental students.

21/11/2025
৪ সেপ্টেম্বর ২০২৫, মেডিসিন ক্লাব,ডেল্টা মেডিকেল কলেজ ইউনিটের কার্যকরী কমিটি (২০২৪-২৫) সেশনের ১ম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়...
06/09/2025

৪ সেপ্টেম্বর ২০২৫, মেডিসিন ক্লাব,ডেল্টা মেডিকেল কলেজ ইউনিটের কার্যকরী কমিটি (২০২৪-২৫) সেশনের ১ম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি Md. Sabbir Hossain ভাই এবং সঞ্চালনায় ছিলেন ইউনিট সাধারণ সম্পাদক Saniat Hasan ভাই। সভায় কার্যকরী কমিটির সকলে উপস্থিত ছিলেন। এছাড়াও উপদেষ্টামন্ডলীর মধ্যে, মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় উপদেষ্টা এবং মেডিসিন ক্লাব ডেল্টা মেডিকেল কলেজের ইউনিট উপদেষ্টা Dr. Marwan Kabir ভাই এবং মেডিসিন ক্লাব ডেল্টা মেডিকেল কলেজের ইউনিট উপদেষ্টা Dr. Tan Zil ভাই।

উক্ত সভায় সাব কমিটি পেশ করা হয় এবং সেটি পাশ হয়। এছাড়াও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সকলের উপস্থিতি এবং অংশগ্রহনের মাধ্যমে সভাটি সফলভাবে শেষ হয়।

Tridip Kumar Roy
Magazine & Publication Secretary
Medicine Club, DLMC Unit.

২৪ সেপ্টেম্বর ২০২৫  মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট (২৪-২৫) সেশনের প্রথম কার্যকরী সভায় পূর্ববর্তী  এক্সিকিউটিভ...
06/09/2025

২৪ সেপ্টেম্বর ২০২৫ মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট (২৪-২৫) সেশনের প্রথম কার্যকরী সভায় পূর্ববর্তী এক্সিকিউটিভ কমিটি থেকে একজনকে তার কার্যক্রমের জন্য শ্রেষ্ঠ মেডিসিনিয়ান হিসেবে নির্বাচিত করা এবং তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এছাড়াও মেডিসিন ক্লাব ডেল্টা মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত MC_DLMC_Creative_Competition_2025 এর বিজয়ী দের নাম ঘোষনা করা হয় এবং তাদেরকে পুরস্কৃত করা হয়।

মেডিসিন ক্লাব
ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট

মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল  কলেজ ইউনিট(২৪-২৫ সেশন) এর নবগঠিত কমিটির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় ...
23/08/2025

মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট(২৪-২৫ সেশন) এর নবগঠিত কমিটির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয় ডেল্টা মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ Brig. Gen. (Rtd.) Prof. Dr. Dipak Kumal Paul Chowdhury স্যার, উপাধ্যক্ষ Prof. Dr. Nasim Ahmed স্যার, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান Prof. Dr. Tapesh Kumar Paul স্যার এবং ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান Prof. Dr. Lazina Afroz ম্যামের সাথে।

এই সৌজন্য সাক্ষাতে সম্মানিত শিক্ষকবৃন্দ ক্লাবের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম আরও সুন্দর ও ফলপ্রসূভাবে পরিচালনার জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

শ্রদ্ধার সাথে তাঁদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য মেডিসিন ক্লাব কৃতজ্ঞ।

Md. Sabbir Hossain
President
Medicine Club,DLMC Unit

মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদ (২০২৪-২০২৫) সেশনের প্রথম কার্যকরী সভা। তারিখ ১৫ আগস্ট ২০২৫ভেন্যু :মেডিসিন ক্লাব, ডেল্টা ম...
16/08/2025

মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদ (২০২৪-২০২৫) সেশনের প্রথম কার্যকরী সভা।

তারিখ ১৫ আগস্ট ২০২৫
ভেন্যু :মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট।

আজ মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সভায় মেডিসিন ক্লাব, ডেলটা মেডিকেল কলেজ ইউনিটের নবনির্বাচিত কমিটি (২০২৪-২৫ ...
15/08/2025

আজ মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সভায় মেডিসিন ক্লাব, ডেলটা মেডিকেল কলেজ ইউনিটের নবনির্বাচিত কমিটি (২০২৪-২৫ সেশন) মেডিসিন ক্লাবের সকল ইউনিটের সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।

নবনির্বাচিত কমিটির সকলকে আরেকবার অভিনন্দন এবং সকলের জন্য শুভ কামনা রইলো।❤️

Medicine Club,DLMC Unit

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গত শনিবার ০৯/০৮/২০২৫ তারিখে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডেল্টা হাসপাতাল লিমিটেড ইমার...
13/08/2025

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গত শনিবার ০৯/০৮/২০২৫ তারিখে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডেল্টা হাসপাতাল লিমিটেড ইমার্জেন্সি বিভাগ ও মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট এর সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ব্লাড গ্রুপিং প্রোগ্রামের আয়োজন করা হয়।

উক্ত প্রোগ্রাম উদ্বোধন করেন ডেল্টা হাসপাতাল লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব নূরুল হুদা।
এছাড়াও উপস্থিত ছিলেন ডেল্টা মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল জনাব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. দীপক কুমার পাল চৌধুরী,
ডেল্টা হাসপাতাল পরিচালক ডাঃ এ কে এম খায়রুল আনাম চৌধুরী,

প্যাথলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মুনির হাসান,
ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জেসমিন সুলতানা সৌমি এবং মেডিকেল কলেজ এর শিক্ষার্থী ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

উক্ত প্রোগ্রামে নবাগত ব্যাচের সবাইকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করনসহ যারা রক্ত প্রদান করেছেন তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওজন, রক্তচাপ ও অন্যান্য বিষয় পরিক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করা হয় এবং সকলের উপস্থিতির মাধ্যমে প্রোগ্রামটি স্বতঃস্ফূর্তভাবে এবং সুন্দরভাবে সম্পূর্ণ হয়।


13/08/2025

🩺 এনাল ফিসার (A**l Fissure)

এনাল ফিসার হলো পায়ুদ্বারে (অ্যানাসে) একটি ছোট ফাটল বা কেটে যাওয়া। এটি মলত্যাগের সময় তীব্র ব্যথা ও রক্তপাতের কারণ হয়ে দাঁড়ায়। এটি খুব সাধারণ একটি সমস্যা, যা যেকোনো বয়সের মানুষের হতে পারে।

⚠️ লক্ষণ

১. মলত্যাগের সময় তীব্র ব্যথা — জ্বালা-পোড়া বা ছিঁড়ে যাওয়ার মতো অনুভূতি
২. মলের সঙ্গে উজ্জ্বল লাল রক্ত
৩. মলত্যাগের পরেও দীর্ঘ সময় ব্যথা থাকা
৪. পায়ুতে চুলকানির অনুভূতি
৫. পায়ুর পাশে ছোট ফাটা চোখে পড়া

🩹 প্রতিকার ও চিকিৎসা

✅ বাড়িতে করণীয় (Home Remedy)

১. আঁশযুক্ত খাবার খান — যেমন সবজি, ফল, গোটা শসা, গাজর
২. প্রচুর পানি পান করুন — প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস
৩. Sitz Bath নিন — হালকা গরম পানিতে বসে থাকা, দিনে ২-৩ বার, প্রতি বার ১৫-২০ মিনিট
৪. কঠিন মল এড়ান — কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকুন
৫. পায়ু এলাকা পরিষ্কার ও শুকনো রাখুন

💡 মনে রাখবেন
এনাল ফিসার সাধারণত প্রাথমিক যত্নে নিজে থেকেই সেরে যায়। তবে অবহেলা করলে এটি দীর্ঘস্থায়ী হয়ে পড়তে পারে এবং সার্জারির প্রয়োজন হতে পারে। তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

> আপনার স্বাস্থ্য আমার অঙ্গীকার:

যোগাযোগ করুন:
যেকোনো প্রকার ল্যাপারোস্কোপিক/জেনারেল/ কলোরেক্টাল/ ডায়াবেটিক ফুট সার্জারী

ডাঃ রাসেল আহম্মেদ খান লোদী এমবিবিএস, এমসিপিএস (সার্জারী), এফসিপিএস (সার্জারী)

যোগাযোগ : জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ধানমন্ডি।

ল্যাবএইড ডায়াগনস্টিক, মিরপুর।

01756166010

হোয়াটস্যাপ /ফেসবুক পেজ / ফেসবুক প্রোফাইল |

সরাসরি ফোনকলের মাধ্যমেও এপয়েন্টমেন্ট নিশ্চিত করতে পারবেন।

মেডিসিন ক্লাব, ডেলটা মেডিকেল কলেজ ইউনিটের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৪-২৫ সেশন) প্রদান করা হলো। আশা করি নতুন কমিটিত...
08/08/2025

মেডিসিন ক্লাব, ডেলটা মেডিকেল কলেজ ইউনিটের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৪-২৫ সেশন) প্রদান করা হলো।

আশা করি নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকল মেডিসিনিয়ান তাদের মেধা, সততা ও বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে ক্লাবের কার্যক্রমকে আরো প্রসারিত এবং সমৃদ্ধশালী করে তুলবে।

নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন এবং সকলের জন্য শুভ কামনা রইলো।❤️

"নতুনদের পথচলায় পাশে মেডিসিন ক্লাব”মেডিসিম ক্লাব,ডেলটা মেডিকেল কলেজ ইউনিট-এর আয়োজনে নবাগত ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের জন্...
01/07/2025

"নতুনদের পথচলায় পাশে মেডিসিন ক্লাব”
মেডিসিম ক্লাব,ডেলটা মেডিকেল কলেজ ইউনিট-এর আয়োজনে নবাগত ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় দিনের মতো বিশেষ ক্লিনিক্যাল ক্লাস ও দিক নির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়।
এই সেশনে শিক্ষার্থীরা হাতে-কলমে ব্লাড গ্রুপিং শেখার সুযোগ পায়, সাথে প্রাথমিক ক্লিনিক্যাল ধারণাও প্রদান করা হয়।

পরবর্তী পর্বে মেডিসিন ক্লাবের কর্মকাণ্ড ও মানবসেবামূলক কার্যক্রম নিয়ে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং তাদের মধ্যে ফর্ম বিতরণ করা হয়।

Medicine Club, DLMC Unit
"Serving Humanity with Compassion."

🎉 𝐌𝐞𝐝𝐢𝐜𝐢𝐧𝐞 𝐂𝐥𝐮𝐛 𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟓 🎉মেডিসিন ক্লাব – ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট নিয়ে এসেছে এক অনন্য প্রতিযোগিতা, যে...
29/06/2025

🎉 𝐌𝐞𝐝𝐢𝐜𝐢𝐧𝐞 𝐂𝐥𝐮𝐛 𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟓 🎉

মেডিসিন ক্লাব – ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট নিয়ে এসেছে এক অনন্য প্রতিযোগিতা, যেখানে জায়গা করে নেবে আপনার অনুভব, কল্পনা, ভয়, স্বপ্ন আর আত্মপ্রকাশের সাহস!

📚 মেডিকেল লাইফ শুধু বইয়ের পাতায় বন্দী এক গল্প না,এটা এক বিশাল জার্নি।
স্বপ্ন, আনন্দ, হতাশা, ব্যর্থতা, বন্ধুত্ব আর আবেগে ভরপুর এই যাত্রাকে আপনার চোখে দেখতে চাই আমরা!

✨ এবার সময় আপনার কণ্ঠে সেই গল্পটা বলার—ছবিতে, লেখায় কিংবা অনুভবের ঝরনাধারায়...

✍️ প্রতিযোগিতার বিভাগসমূহ:

📸 ফটোগ্রাফি বিভাগ

"আপনার চোখে ধরা পড়া এক বিশেষ মুহূর্ত"
– হতে পারে ক্যাম্পাসের কোনো হাসি, প্রকৃতির এক ফ্রেম, হোস্টেলের নির্জনতা কিংবা নিছক এক সজীব বিকেল।
👉 নিজের তোলা যেকোনো ছবি পোস্ট করুন, চাইলে ছোট্ট ১-২ লাইনের ক্যাপশন দিতে পারেন।

🎨 অঙ্কন বিভাগ:

👉 আপনার আঁকা যেকোনো ছবিতে আপনার স্বাক্ষর দিন এবং ১-২ লাইনের একটি ক্যাপশন যুক্ত করে পোস্ট করুন।

📝 ছোটগল্প/অনুভূতি/চিঠি লিখন বিভাগ :

নিচের টপিকগুলো থেকে যেকোনো একটি বা একাধিক বেছে নিয়ে লিখে ফেলুন আপনার গল্প কিংবা অনুভব:

▪️মা-বাবার থেকে বিদায় নিয়ে কলেজে আসার দিনটি যেমন ছিলো।
▪️সাদা এপ্রোনের পথে একজন মেডিকেল শিক্ষার্থীর যাত্রা।
▪️নতুন জীবনের প্রথমদিন।(মেডিকেল লাইফের প্রথম দিন)
▪️নতুন শহর,নতুন বন্ধুত্ব,নতুন আমি।
▪️হোয়াইট কোট আর আমি,আমার মেডিকেল জীবনের গল্প।
▪️প্রফের দিনগুলি।
▪️মেডিসিন ক্লাবের সাথে যেভাবে আমার যাত্রা শুরু হয়েছিলো।
▪️সাদা এপ্রোন,সাদা স্বপ্ন।
▪️আমি,আমার রুম,আর রাত তিনটার কফি।
▪️যখন প্রথমবার মনে হলো আমি ডাক্তার হতে যাচ্ছি....
▪️সাদা এপ্রোন দ্বায়িত্ব,ভয় নাকি গর্ব?
▪️মেডিকেল লাইফ সম্পৃক্ত যেকোনো গল্প/অনুভূতি।
▪️২০৩০ সালের আপনাকে উদ্দেশ্য করে চিঠি লিখুন(যখন আপনি একজন ডাক্তার)
▪️অতীতের আপনাকে চিঠি লিখুন(যখন আপনি প্রথম ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলে)

⚫ আপনারা এক বা একাধিক সাবমিশন দিতে পারবেন(তবে কোন একটি বিভাগ থেকে তিনটির বেশি নয়)

🕒 সাবমিশন ডেডলাইন: ১৫ জুলাই, ২০২৫

📨 পোস্ট করার নিয়ম: Medicine Club DLMC Unit গ্রুপে পোস্ট করুন এই হ্যাশট্যাগ দিয়ে –





[প্রতিযোগিতাটি ডেল্টা মেডিকেল কলেজের সকল ব্যাচের জন্য উন্মুক্ত ]

🏆 পুরস্কার ও স্বীকৃতি:

প্রতিটি বিভাগে ৩ জন বিজয়ী (রিয়েক্ট + বিচারকমণ্ডলীর নম্বর)

বিজয়ীদের জন্য সম্মাননা ও পুরস্কার : বিচারকমন্ডলীর প্রদত্ত নম্বরের সাথে রিয়েক্ট সংখ্যা যোগ করে ফলাফল প্রদান করা হবে) এবং মেডিসিন ক্লাবের কার্যকারী মিটিং এ তাদের পুরস্কৃত করা হবে।

নির্বাচিত লেখা ও ফটোগ্রাফ Medicine Club Central Committee এর ম্যাগাজিনে প্রকাশ

এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে মেডিসিন ক্লাব,ডেলটা মেডিকেল কলেজ ইউনিট-এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

📌 বি.দ্র.: যদি কারো নিজের নাম সহ ফটোগ্রাফি,ছোটগল্প/অনুভূতি প্রকাশ করতে অস্বস্তি লাগে তাহলে আপনি চাইলে anonymous পোস্ট করতে পারবেন।আমাদের বিজ্ঞ বিচারকমণ্ডলী ও গ্রুপ এডমিন ছাড়া কেউ আপনার নাম জানতে পারবে না।যদি আপনি বিজয়ী হোন তবেই কেবল আপনার নাম প্রকাশিত হবে।

আপনার চিন্তা, আপনার কল্পনা, আপনার গল্প,
আমরা দেখতে চাই আপনার চোখে মেডিকেল লাইফ কেমন!

Let the creativity begin! 💫

🩺 নবীনদের জন্য প্রি-ক্লিনিকাল শেখার হাতেখড়ি!আজ মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের জন...
26/06/2025

🩺 নবীনদের জন্য প্রি-ক্লিনিকাল শেখার হাতেখড়ি!

আজ মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের জন্য একটি প্রি-ক্লিনিকাল ক্লাসের আয়োজন করা হয়। এই ক্লাসে ব্লাড গ্রুপিং সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় এবং হাতে-কলমে ব্লাড গ্রুপ নির্ণয়ের বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়।

ক্লাসের পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেডিসিন ক্লাবের সেবামূলক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়। ভবিষ্যতে তাদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করতে এই পরিচিতি পর্বটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

#মেডিসিন_ক্লাব
#ডেল্টা_মেডিকেল_কলেজ_ইউনিট

Address

Dar-Us-Salam Road, Mirpur/1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Medicine Club,DLMC Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicine Club,DLMC Unit:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram