29/06/2025
🎉 𝐌𝐞𝐝𝐢𝐜𝐢𝐧𝐞 𝐂𝐥𝐮𝐛 𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟓 🎉
মেডিসিন ক্লাব – ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট নিয়ে এসেছে এক অনন্য প্রতিযোগিতা, যেখানে জায়গা করে নেবে আপনার অনুভব, কল্পনা, ভয়, স্বপ্ন আর আত্মপ্রকাশের সাহস!
📚 মেডিকেল লাইফ শুধু বইয়ের পাতায় বন্দী এক গল্প না,এটা এক বিশাল জার্নি।
স্বপ্ন, আনন্দ, হতাশা, ব্যর্থতা, বন্ধুত্ব আর আবেগে ভরপুর এই যাত্রাকে আপনার চোখে দেখতে চাই আমরা!
✨ এবার সময় আপনার কণ্ঠে সেই গল্পটা বলার—ছবিতে, লেখায় কিংবা অনুভবের ঝরনাধারায়...
✍️ প্রতিযোগিতার বিভাগসমূহ:
📸 ফটোগ্রাফি বিভাগ
"আপনার চোখে ধরা পড়া এক বিশেষ মুহূর্ত"
– হতে পারে ক্যাম্পাসের কোনো হাসি, প্রকৃতির এক ফ্রেম, হোস্টেলের নির্জনতা কিংবা নিছক এক সজীব বিকেল।
👉 নিজের তোলা যেকোনো ছবি পোস্ট করুন, চাইলে ছোট্ট ১-২ লাইনের ক্যাপশন দিতে পারেন।
🎨 অঙ্কন বিভাগ:
👉 আপনার আঁকা যেকোনো ছবিতে আপনার স্বাক্ষর দিন এবং ১-২ লাইনের একটি ক্যাপশন যুক্ত করে পোস্ট করুন।
📝 ছোটগল্প/অনুভূতি/চিঠি লিখন বিভাগ :
নিচের টপিকগুলো থেকে যেকোনো একটি বা একাধিক বেছে নিয়ে লিখে ফেলুন আপনার গল্প কিংবা অনুভব:
▪️মা-বাবার থেকে বিদায় নিয়ে কলেজে আসার দিনটি যেমন ছিলো।
▪️সাদা এপ্রোনের পথে একজন মেডিকেল শিক্ষার্থীর যাত্রা।
▪️নতুন জীবনের প্রথমদিন।(মেডিকেল লাইফের প্রথম দিন)
▪️নতুন শহর,নতুন বন্ধুত্ব,নতুন আমি।
▪️হোয়াইট কোট আর আমি,আমার মেডিকেল জীবনের গল্প।
▪️প্রফের দিনগুলি।
▪️মেডিসিন ক্লাবের সাথে যেভাবে আমার যাত্রা শুরু হয়েছিলো।
▪️সাদা এপ্রোন,সাদা স্বপ্ন।
▪️আমি,আমার রুম,আর রাত তিনটার কফি।
▪️যখন প্রথমবার মনে হলো আমি ডাক্তার হতে যাচ্ছি....
▪️সাদা এপ্রোন দ্বায়িত্ব,ভয় নাকি গর্ব?
▪️মেডিকেল লাইফ সম্পৃক্ত যেকোনো গল্প/অনুভূতি।
▪️২০৩০ সালের আপনাকে উদ্দেশ্য করে চিঠি লিখুন(যখন আপনি একজন ডাক্তার)
▪️অতীতের আপনাকে চিঠি লিখুন(যখন আপনি প্রথম ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলে)
⚫ আপনারা এক বা একাধিক সাবমিশন দিতে পারবেন(তবে কোন একটি বিভাগ থেকে তিনটির বেশি নয়)
🕒 সাবমিশন ডেডলাইন: ১৫ জুলাই, ২০২৫
📨 পোস্ট করার নিয়ম: Medicine Club DLMC Unit গ্রুপে পোস্ট করুন এই হ্যাশট্যাগ দিয়ে –
[প্রতিযোগিতাটি ডেল্টা মেডিকেল কলেজের সকল ব্যাচের জন্য উন্মুক্ত ]
🏆 পুরস্কার ও স্বীকৃতি:
প্রতিটি বিভাগে ৩ জন বিজয়ী (রিয়েক্ট + বিচারকমণ্ডলীর নম্বর)
বিজয়ীদের জন্য সম্মাননা ও পুরস্কার : বিচারকমন্ডলীর প্রদত্ত নম্বরের সাথে রিয়েক্ট সংখ্যা যোগ করে ফলাফল প্রদান করা হবে) এবং মেডিসিন ক্লাবের কার্যকারী মিটিং এ তাদের পুরস্কৃত করা হবে।
নির্বাচিত লেখা ও ফটোগ্রাফ Medicine Club Central Committee এর ম্যাগাজিনে প্রকাশ
এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে মেডিসিন ক্লাব,ডেলটা মেডিকেল কলেজ ইউনিট-এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।
📌 বি.দ্র.: যদি কারো নিজের নাম সহ ফটোগ্রাফি,ছোটগল্প/অনুভূতি প্রকাশ করতে অস্বস্তি লাগে তাহলে আপনি চাইলে anonymous পোস্ট করতে পারবেন।আমাদের বিজ্ঞ বিচারকমণ্ডলী ও গ্রুপ এডমিন ছাড়া কেউ আপনার নাম জানতে পারবে না।যদি আপনি বিজয়ী হোন তবেই কেবল আপনার নাম প্রকাশিত হবে।
আপনার চিন্তা, আপনার কল্পনা, আপনার গল্প,
আমরা দেখতে চাই আপনার চোখে মেডিকেল লাইফ কেমন!
Let the creativity begin! 💫