Medicine Club,DLMC Unit

Medicine Club,DLMC Unit An academic cm social organization. This organization is run by medical & dental students.

"নতুনদের পথচলায় পাশে মেডিসিন ক্লাব”মেডিসিম ক্লাব,ডেলটা মেডিকেল কলেজ ইউনিট-এর আয়োজনে নবাগত ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের জন্...
01/07/2025

"নতুনদের পথচলায় পাশে মেডিসিন ক্লাব”
মেডিসিম ক্লাব,ডেলটা মেডিকেল কলেজ ইউনিট-এর আয়োজনে নবাগত ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় দিনের মতো বিশেষ ক্লিনিক্যাল ক্লাস ও দিক নির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়।
এই সেশনে শিক্ষার্থীরা হাতে-কলমে ব্লাড গ্রুপিং শেখার সুযোগ পায়, সাথে প্রাথমিক ক্লিনিক্যাল ধারণাও প্রদান করা হয়।

পরবর্তী পর্বে মেডিসিন ক্লাবের কর্মকাণ্ড ও মানবসেবামূলক কার্যক্রম নিয়ে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং তাদের মধ্যে ফর্ম বিতরণ করা হয়।

Medicine Club, DLMC Unit
"Serving Humanity with Compassion."

🎉 𝐌𝐞𝐝𝐢𝐜𝐢𝐧𝐞 𝐂𝐥𝐮𝐛 𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟓 🎉মেডিসিন ক্লাব – ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট নিয়ে এসেছে এক অনন্য প্রতিযোগিতা, যে...
29/06/2025

🎉 𝐌𝐞𝐝𝐢𝐜𝐢𝐧𝐞 𝐂𝐥𝐮𝐛 𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟓 🎉

মেডিসিন ক্লাব – ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট নিয়ে এসেছে এক অনন্য প্রতিযোগিতা, যেখানে জায়গা করে নেবে আপনার অনুভব, কল্পনা, ভয়, স্বপ্ন আর আত্মপ্রকাশের সাহস!

📚 মেডিকেল লাইফ শুধু বইয়ের পাতায় বন্দী এক গল্প না,এটা এক বিশাল জার্নি।
স্বপ্ন, আনন্দ, হতাশা, ব্যর্থতা, বন্ধুত্ব আর আবেগে ভরপুর এই যাত্রাকে আপনার চোখে দেখতে চাই আমরা!

✨ এবার সময় আপনার কণ্ঠে সেই গল্পটা বলার—ছবিতে, লেখায় কিংবা অনুভবের ঝরনাধারায়...

✍️ প্রতিযোগিতার বিভাগসমূহ:

📸 ফটোগ্রাফি বিভাগ

"আপনার চোখে ধরা পড়া এক বিশেষ মুহূর্ত"
– হতে পারে ক্যাম্পাসের কোনো হাসি, প্রকৃতির এক ফ্রেম, হোস্টেলের নির্জনতা কিংবা নিছক এক সজীব বিকেল।
👉 নিজের তোলা যেকোনো ছবি পোস্ট করুন, চাইলে ছোট্ট ১-২ লাইনের ক্যাপশন দিতে পারেন।

🎨 অঙ্কন বিভাগ:

👉 আপনার আঁকা যেকোনো ছবিতে আপনার স্বাক্ষর দিন এবং ১-২ লাইনের একটি ক্যাপশন যুক্ত করে পোস্ট করুন।

📝 ছোটগল্প/অনুভূতি/চিঠি লিখন বিভাগ :

নিচের টপিকগুলো থেকে যেকোনো একটি বা একাধিক বেছে নিয়ে লিখে ফেলুন আপনার গল্প কিংবা অনুভব:

▪️মা-বাবার থেকে বিদায় নিয়ে কলেজে আসার দিনটি যেমন ছিলো।
▪️সাদা এপ্রোনের পথে একজন মেডিকেল শিক্ষার্থীর যাত্রা।
▪️নতুন জীবনের প্রথমদিন।(মেডিকেল লাইফের প্রথম দিন)
▪️নতুন শহর,নতুন বন্ধুত্ব,নতুন আমি।
▪️হোয়াইট কোট আর আমি,আমার মেডিকেল জীবনের গল্প।
▪️প্রফের দিনগুলি।
▪️মেডিসিন ক্লাবের সাথে যেভাবে আমার যাত্রা শুরু হয়েছিলো।
▪️সাদা এপ্রোন,সাদা স্বপ্ন।
▪️আমি,আমার রুম,আর রাত তিনটার কফি।
▪️যখন প্রথমবার মনে হলো আমি ডাক্তার হতে যাচ্ছি....
▪️সাদা এপ্রোন দ্বায়িত্ব,ভয় নাকি গর্ব?
▪️মেডিকেল লাইফ সম্পৃক্ত যেকোনো গল্প/অনুভূতি।
▪️২০৩০ সালের আপনাকে উদ্দেশ্য করে চিঠি লিখুন(যখন আপনি একজন ডাক্তার)
▪️অতীতের আপনাকে চিঠি লিখুন(যখন আপনি প্রথম ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলে)

⚫ আপনারা এক বা একাধিক সাবমিশন দিতে পারবেন(তবে কোন একটি বিভাগ থেকে তিনটির বেশি নয়)

🕒 সাবমিশন ডেডলাইন: ১৫ জুলাই, ২০২৫

📨 পোস্ট করার নিয়ম: Medicine Club DLMC Unit গ্রুপে পোস্ট করুন এই হ্যাশট্যাগ দিয়ে –





[প্রতিযোগিতাটি ডেল্টা মেডিকেল কলেজের সকল ব্যাচের জন্য উন্মুক্ত ]

🏆 পুরস্কার ও স্বীকৃতি:

প্রতিটি বিভাগে ৩ জন বিজয়ী (রিয়েক্ট + বিচারকমণ্ডলীর নম্বর)

বিজয়ীদের জন্য সম্মাননা ও পুরস্কার : বিচারকমন্ডলীর প্রদত্ত নম্বরের সাথে রিয়েক্ট সংখ্যা যোগ করে ফলাফল প্রদান করা হবে) এবং মেডিসিন ক্লাবের কার্যকারী মিটিং এ তাদের পুরস্কৃত করা হবে।

নির্বাচিত লেখা ও ফটোগ্রাফ Medicine Club Central Committee এর ম্যাগাজিনে প্রকাশ

এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে মেডিসিন ক্লাব,ডেলটা মেডিকেল কলেজ ইউনিট-এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

📌 বি.দ্র.: যদি কারো নিজের নাম সহ ফটোগ্রাফি,ছোটগল্প/অনুভূতি প্রকাশ করতে অস্বস্তি লাগে তাহলে আপনি চাইলে anonymous পোস্ট করতে পারবেন।আমাদের বিজ্ঞ বিচারকমণ্ডলী ও গ্রুপ এডমিন ছাড়া কেউ আপনার নাম জানতে পারবে না।যদি আপনি বিজয়ী হোন তবেই কেবল আপনার নাম প্রকাশিত হবে।

আপনার চিন্তা, আপনার কল্পনা, আপনার গল্প,
আমরা দেখতে চাই আপনার চোখে মেডিকেল লাইফ কেমন!

Let the creativity begin! 💫

🩺 নবীনদের জন্য প্রি-ক্লিনিকাল শেখার হাতেখড়ি!আজ মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের জন...
26/06/2025

🩺 নবীনদের জন্য প্রি-ক্লিনিকাল শেখার হাতেখড়ি!

আজ মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের জন্য একটি প্রি-ক্লিনিকাল ক্লাসের আয়োজন করা হয়। এই ক্লাসে ব্লাড গ্রুপিং সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় এবং হাতে-কলমে ব্লাড গ্রুপ নির্ণয়ের বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়।

ক্লাসের পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেডিসিন ক্লাবের সেবামূলক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়। ভবিষ্যতে তাদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করতে এই পরিচিতি পর্বটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

#মেডিসিন_ক্লাব
#ডেল্টা_মেডিকেল_কলেজ_ইউনিট

This class is exclusively for students of 𝗗𝗟𝗠𝗖-𝟭𝟴 𝗕𝗮𝘁𝗰𝗵.📍 Organized by:𝐌𝐞𝐝𝐢𝐜𝐢𝐧𝐞 𝐂𝐥𝐮𝐛, 𝐃𝐞𝐥𝐭𝐚 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐔𝐧𝐢𝐭📅 Date &...
25/06/2025

This class is exclusively for students of 𝗗𝗟𝗠𝗖-𝟭𝟴 𝗕𝗮𝘁𝗰𝗵.

📍 Organized by:𝐌𝐞𝐝𝐢𝐜𝐢𝐧𝐞 𝐂𝐥𝐮𝐛, 𝐃𝐞𝐥𝐭𝐚 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐔𝐧𝐢𝐭
📅 Date & Venue: Given in poster below.

✅ If you're from the DLMC-18 batch, don't miss it!




𝐌𝐞𝐝𝐢𝐜𝐢𝐧𝐞 𝐂𝐥𝐮𝐛,𝐃𝐞𝐥𝐭𝐚 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐮𝐧𝐢𝐭❤️
24/06/2025

𝐌𝐞𝐝𝐢𝐜𝐢𝐧𝐞 𝐂𝐥𝐮𝐛,𝐃𝐞𝐥𝐭𝐚 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 𝐮𝐧𝐢𝐭❤️

🌍 বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫🩸 রক্ত দিন, আশার আলো দিন: একসাথে আমরা জীবন বাঁচাইজীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা স্বেচ্ছায...
21/06/2025

🌍 বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫
🩸 রক্ত দিন, আশার আলো দিন: একসাথে আমরা জীবন বাঁচাই

জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মানে প্রতি বছর ১৪ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস।
বরাবরের মতো এবারও দিবসটি উপলক্ষে ২১ জুন ২০২৫, মালিবাগস্থ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণে একটি আলোচনা সভা ও রক্তদানের কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
🧑‍⚕️ অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম,
প্রফেসর, ব্লাড ট্রান্সফিউশন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি।

সভাপতিত্ব করেন –
🧑‍⚕️ অধ্যাপক ডাঃ মনজুর মোরশেদ,
সিনিয়র কনসালট্যান্ট, ক্লিনিক্যাল হেমাটোলজি, আজগর আলী হাসপাতাল।

🔸 আয়োজনে আরও উপস্থিত ছিলেন:
▪️ মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম অন্তর
▪️ বিভিন্ন রক্তদাতা সংগঠনের প্রতিনিধি
▪️ নিয়মিত রক্তদাতাবৃন্দ
▪️ বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্যবৃন্দ
▪️ এবং মেডিসিন ক্লাব ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট এর প্রতিনিধিগণ।

📌 দিনব্যাপী রক্তদানের পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান করা হয় ফাউন্ডেশনের সর্বোচ্চ রক্তদাতাদের।

স্বেচ্ছায় রক্তদান—একটি মানবিক, সম্মানজনক ও দায়িত্বশীল কাজ। এই দিনটি কৃতজ্ঞতা জানানোর, উৎসাহিত করার, এবং নতুনদের উদ্বুদ্ধ করার এক অনন্য উপলক্ষ।

---

🔖
#বিশ্ব_রক্তদাতা_দিবস
#রক্ত_দিন_জীবন_বাঁচান
#মেডিসিন_ক্লাব
#ডেল্টা_মেডিকেল_কলেজ_ইউনিট

Orientation programme of Dlmc 18th Batch and This program awards  to those who achieve honorable marks.Hope one day they...
19/06/2025

Orientation programme of Dlmc 18th Batch and This program awards to those who achieve honorable marks.Hope one day they will dedicate themselves to serving humanity.


স্বাগতম DLMC-18  ব্যাচপ্রিয় ১৮ তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা,মেডিসিন ক্লাব ডেলটা মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে তোমাদের ...
19/06/2025

স্বাগতম DLMC-18 ব্যাচ
প্রিয় ১৮ তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা,

মেডিসিন ক্লাব ডেলটা মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পদার্পণ করলে, যা তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন ও লক্ষ্যপূরণের পথে এক নতুন সূচনা।
এই মেডিকেল কলেজ তোমাদের জ্ঞানার্জনের স্থান এবং ভবিষ্যতের চিকিৎসক হয়ে ওঠার প্রস্তুতি ক্ষেত্র। আমরা বিশ্বাস করি, তোমরা তোমাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও মেধার মাধ্যমে চিকিৎসা পেশায় এক অনন্য ভূমিকা পালন করবে।
আশা করি, তোমরা এখানে অসাধারণ সময় কাটাবে এবং আমাদের ক্লাবের মাধ্যমে অনেক কিছু শিখবে ও অভিজ্ঞতা অর্জন করবেন।
আবারও তোমাদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করছি।

মেডিসিন ক্লাব আর্ত ও মানবতার সেবায় গড়ে উঠা শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন ,যা শুধুমাত্র মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্টস দ্বারা পরিচালিত, যা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত।
১৯৮১ সালে গড়ে উঠা এই ঐতিহ্যবাহী সংগঠনটি সারা দেশের প্রায় ৪০ টি মেডিকেলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে মানবতার সেবার । তারই ধারাবাহিকতায় ২০১২ সালে যাত্রা শুরু করে মেডিসিন ক্লাব, ডেলটা মেডিকেল কলেজ ইউনিট। মেডিসিন ক্লাব সকল মেডিকেল কলেজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন প্রাপ্ত। আমাদের ডেলটা মেডিকেল কলেজ অথোরিটি কর্তৃকও অনুমোদনপ্রাপ্ত শিক্ষা ও সমাজসেবামূলক একমাএ সংগঠন আমাদের এই মেডিসিন ক্লাব।
মেডিসিন ক্লাবের কার্যক্রমসমূহ ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্যদের ও সাধারণ সদস্য দ্বারা পরিচালিত হয়।

#আর্তের_সেবার_পদযাত্রায়_আমাদের_কার্যক্রমসমূহ :
◾ব্লাড গ্রুপিং ও স্ক্রিনিং ◾নিরাপদ রক্তদান কর্মসূচি ◾ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও টিকাদান কর্মসূচি ◾শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ◾ত্রাণ বিতরণ কর্মসূচি ◾বিনামূল্যে ওষুধ সরবরাহ ◾ক্লিনিক্যাল ও প্রি-ক্লিনিক্যাল ক্লাস ◾ দুঃস্থদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ◾জরায়ুমুখ ও স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি।
◾বিভিন্ন জাতীয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানের সাথে সমন্বয়করণ

#মেডিসিন_ক্লাব
#ডেলটা_মেডিকেল_কলেজ_ইউনিট

Eid ul-Adha is not just about sacrifice—it’s about obedience, faith, and devotion.The story of Ibrahim (AS) teaches us t...
06/06/2025

Eid ul-Adha is not just about sacrifice—it’s about obedience, faith, and devotion.
The story of Ibrahim (AS) teaches us that true faith is proven through sacrifice. May we all learn to let go of what holds us back. Eid Mubarak! 🕋✨

প্রিয় " আত্নপ্রভা ১৮ "  [ DLMC 18 ]মেডিসিন ক্লাব, ডেলটা মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন...
06/06/2025

প্রিয় " আত্নপ্রভা ১৮ " [ DLMC 18 ]

মেডিসিন ক্লাব, ডেলটা মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন।

একটি দারুণ শুরুই এনে দেয় অনেক দূর এগিয়ে যাওয়ার আত্নবিশ্বাস। আর তাই তোমাদের শুরুটা যেন হয় গোছানো, সে উদ্দেশ্য মেডিসিন ক্লাব ডেলটা মেডিকেল কলেজ ইউনিট তোমাদের জন্য আয়োজন করছে একটি " Pre-Class Session ".

মেডিকেলের নতুন শব্দগুলো যেন একদম অপরিচিত না লাগে তাই এ সেশনে থাকছে " Introduction to Medical Terminology ". থাকছে প্রথম বর্ষের বই পরিচিতি, আইটেম, কার্ড, টার্ম পরিচিতি এবং মেডিকেল জীবনে এগিয়ে চলার সার্বিক একটি গাইডলাইন।

সেশনের তারিখ : ১০ ই জুন ২০২৫
সময় : রাত ৯ টা - ১০ টা
মাধ্যম : জুম

বক্তাবৃন্দ
১. মো : সাব্বির হোসেন , ৫ম বর্ষ
২. মোঃ সানিয়াত হাসান, ৫ম বর্ষ
৩. সুরাইয়া বিনতে সিদ্দিক, ৫ম বর্ষ
৪. রোম্মান মাহ্জাবিন পৃথিলা, ৪র্থ বর্ষ
৫. জেরিন হোসেন শৈলী, ৪র্থ বর্ষ

আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই...
05/06/2025

আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১. নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।

iv). মাথাব্যথা।
v). গলা ব্যথা।

vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।

viii). ক্ষুধা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

২. এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩. খুব অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪. তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি নাসোফ্যারিঞ্জিয়াল অঞ্চলে পাওয়া যায়নি, এবং তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫. COVID-OmicronXBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। এটি ব্যাখ্যা করে যে কেন COVID-Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে। *

৬. যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।
* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

[বন্ধুবান্ধব বা পরিবারের সাথে এই বিভাগটি শেয়ার করতে ভুলবেন না]।
[এই বার্তাটি নিজে বুকমার্ক করবেন না]।
অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

© ডা.রিপা হাসান

ZIL Agargaon Half Marathon 2024 একটি এক্সট্রিম রেস, যা আয়োজিত হয়েছে Hot, Humid & Rainy আবহাওয়ায়। রানিং ট্রাকে মেডিসিন ক্...
04/05/2024

ZIL Agargaon Half Marathon 2024 একটি এক্সট্রিম রেস, যা আয়োজিত হয়েছে Hot, Humid & Rainy আবহাওয়ায়।
রানিং ট্রাকে মেডিসিন ক্লাব ডেলটা মেডিকেল কলেজ ইউনিট এর সদস্যরা ছিলেন। যে কোন ইমার্জেন্সিতে নিকটস্ত বুথে মেডিসিন ক্লাব ডেলটা মেডিকেল কলেজ ইউনিট এর সদস্যরা ইমারজেন্সি মেডিকেল সেবা প্রদান করেন।

Address

Dar-Us-Salam Road, Mirpur/1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Medicine Club,DLMC Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicine Club,DLMC Unit:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram