03/12/2025
► তোতলামি বা স্ট্যামারিং (Stammering) কি ?
→ তোতলামি শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Stuttering,Dysphemia বা Stammering।
► স্বাভাবিক কথা বলার সময় অনিচ্ছাকৃতভাবে কোন শব্দ বা শব্দাংশ বারবার উচ্চারণ করা বা একটি ধ্বনি দীর্ঘক্ষণ উচ্চারণ করা কে তোতলামি বলে।স্বাভাবিকভাবে যখন ১০০-১২০টি শব্দ উচ্চারণে ৫ শতাংশ বা তার বেশি শব্দ আটকে যায়, তখনও তাকে তোতলামি বা স্ট্যামারিং বলা হয়ে থাকে।
► তোতলামির কারণঃ
→ তোতলামির সুনির্দিষ্ট কোন কারণ এখন পর্যন্ত জানা হয়নি। তবে জেনেটিক, নিউরোজেনিক, সাইকলজিকাল কারণে তোতলামি সমস্যা দেখা দিতে পারে।মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে বেশি তোতলামি দেখা যায়।
► তোতলামির বা স্ট্যামারিং এর ধরণ/ প্রকারভেদ :
বিভিন্ন ধরনের স্ট্যামারিং দেখা যায় :
১।বর্ণ পুনরাবৃওি করা। (যেমন:ভা ভা ভাত)
২। শব্দ পুনরাবৃওি করা।(যেমন:আম আম আম আমপাতা)
৩।একসাথে অনেক শব্দ পুনরাবৃওি করা। (যেমন: বাইরে যাব বাইরে যাব বাইরে যাব)
৪।শব্দ টেনে বলা। (যেমন: আয়ায়ায়ায়ায়ায়ামি)
৫।শব্দের প্রথম বর্ণ আটকে যাওয়া।(যেমন: খাব-------ব)
৬। সংযুক্ত করা, অর্থাৎ বাক্যের মাঝে অতিরিক্ত শব্দ সংযুক্ত করা। (যেমন: ম্মম্মম্ম/আয়ায়ায়া/অয়য়য় ইত্যাদি)
► এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে অতিদ্রুত একজন প্রফেশনাল স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট এর সাথে যোগাযোগ করুন। যিনি এসেসমেন্ট এর মাধ্যমে তোতলামির ধরণ নির্ণয় করে সঠিক থেরাপি ও নির্দেশনা প্রদান করবেন। সময়মত থেরাপি শুরু করলে তোতলামি সম্পুর্ণভাবে ভালো হয়ে যায়।
► পরামর্শ ও থেরাপি পেতে আজই যোগাযোগ করুন : 01787662575
------------------------------------
NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
-----------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Former - Green Road,
Dhaka - 1205, Bangladesh
NeuroGen Healthcare