NeuroGen Healthcare

NeuroGen Healthcare NeuroGen Healthcare is the first genome based precision medicine clinic in Bangladesh for genetic diseases.
(1)

Call for appointment: 01787662575 with child specialist, neurologist, and therapist. NeuroGen Healthcare is a pioneer in genetic diseases (epilepsy, autism, cystic fibrosis, rare syndromes and congenital anomalies etc.). NeuroGen is implementing precision medicine in Bangladesh for genetic diseases. First research based genomic healthcare in Bangladesh, introducing high throughput genome sequencing for clinical diagnosis and therapeutics.

আজ Genetics and Genomic Medicine Center - GGMC-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ scientific seminar — “𝙏𝙧...
12/11/2025

আজ Genetics and Genomic Medicine Center - GGMC-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ scientific seminar — “𝙏𝙧𝙖𝙣𝙨𝙛𝙤𝙧𝙢𝙞𝙣𝙜 𝙃𝙚𝙖𝙡𝙩𝙝𝙘𝙖𝙧𝙚 𝙩𝙝𝙧𝙤𝙪𝙜𝙝 𝙂𝙚𝙣𝙚𝙩𝙞𝙘𝙨: 𝙊𝙥𝙥𝙤𝙧𝙩𝙪𝙣𝙞𝙩𝙞𝙚𝙨 & 𝘾𝙝𝙖𝙡𝙡𝙚𝙣𝙜𝙚𝙨 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝘽𝙖𝙣𝙜𝙡𝙖𝙙𝙚𝙨𝙝𝙞 𝘾𝙤𝙣𝙩𝙚𝙭𝙩𝙨.”

মূল উপস্থাপনা প্রদান করেন আমাদের 𝐆𝐆𝐌𝐂 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫, 𝐃𝐫. 𝐇𝐨𝐬𝐧𝐞𝐚𝐫𝐚 𝐀𝐤𝐭𝐞𝐫 মা’ম, যেখানে তিনি বাংলাদেশের স্বাস্থ্য গবেষণা ও চিকিৎসা উন্নয়নে জেনেটিকসের ভূমিকা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲-এর সম্মানিত ১৩ জন অভিজ্ঞ চিকিৎসক, যারা 𝐃𝐞𝐩𝐚𝐫𝐭𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡 𝐚𝐧𝐝 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐜𝐬 থেকে এসেছিলেন জেনেটিক টেস্টিং ও গবেষণা কার্যক্রম সম্পর্কে জানার উদ্দেশ্যে।

এছাড়া, 𝐍𝐞𝐮𝐫𝐨𝐆𝐞𝐧 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐜𝐚𝐫𝐞-এর 𝐂𝐡𝐢𝐥𝐝 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥𝐢𝐬𝐭 𝐃𝐫. 𝐌𝐮𝐧𝐦𝐮𝐧 𝐒𝐮𝐥𝐭𝐚𝐧𝐚 𝐀𝐧𝐧𝐲 উপস্থিত থেকে জেনেটিক টেস্টের গুরুত্ব ও এর বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

আমরা আশাবাদী — এভাবেই যৌথ উদ্যোগ, সহযোগিতা ও জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশে জেনেটিক ডায়াগনোসিস ও precision medicine প্রতিষ্ঠার পথ আরও সুদৃঢ় হবে।

11/11/2025
🧬𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐨𝐫 𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐃𝐚𝐲 𝟐𝟎𝟐𝟓🧬আজ 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐨𝐫 𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐃𝐚𝐲 — বিশ্বব্যাপি সকল 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐨𝐫, যারা রোগী ...
11/11/2025

🧬𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐨𝐫 𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐃𝐚𝐲 𝟐𝟎𝟐𝟓🧬

আজ 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐨𝐫 𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐃𝐚𝐲 — বিশ্বব্যাপি সকল 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐨𝐫, যারা রোগী ও পরিবারের পাশে থেকে জেনেটিক রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করছেন এবং সঠিক পরামর্শ দিয়ে চিকিৎসা সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের সকলকে আমরা সম্মান জানাই।

জেনেটিক কাউন্সেলররা এমন একটি সেতুবন্ধন তৈরি করেন, যেখানে চিকিৎসক, রোগী ও পরিবার সবাই মিলে একটি নির্ভরযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পারেন।

২০১৭ সাল থেকে 𝗡𝗲𝘂𝗿𝗼𝗚𝗲𝗻 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵𝗰𝗮𝗿𝗲 বাংলাদেশে প্রথমবারের মতো 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐢𝐧𝐠 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 চালু করে, এবং আজও আন্তর্জাতিক মান বজায় রেখে এই সেবাটি দিয়ে আসছে।

আশা করি, ভবিষ্যতে বাংলাদেশে জেনেটিক কাউন্সেলিং আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়বে এবং আরও বেশি মানুষ উপকৃত হবেন। 💙








Learn more:

Learn more: https://www.ambrygen.com/ At Ambry, we talk a lot about the importance Genetic Counselors, but do you know everything they do for their patients ...

08/11/2025

🟥 অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডি) ম্যানেজমেন্টে নিউরোজেন হেলথকেয়ার এর বিশেষজ্ঞ রিহ্যাবিলিটেশন টিম আপনার সন্তানের বিকাশে সহায়তা করতে প্রস্তুত। আমরা আপনার সন্তানের সম্ভাবনাকে উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

📊 বিশ্বব্যাপী শিশুদের মধ্যে কথা বলা ও ভাষা বিকাশে দেরি বা বিলম্বের হার ব্যাপকভাবে ভিন্ন।

- স্কুলগামী শিশুদের মধ্যে এই হার ৩% থেকে ২০% পর্যন্ত হতে পারে।
- যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা গেছে, ২–৫ বছর বয়সী প্রতি ৮ জন শিশুর মধ্যে ১ জনের কথা বলা ও ভাষা বিকাশে দেরি বা বিলম্ব থাকতে পারে।

► নিউরোজেন হেলথকেয়ার এ থেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন টিমে রয়েছে হাইলি এক্সপেরিয়েন্স এন্ড সার্টিফাইড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট এবং ডায়েটিশিয়ান।

🟥 কখন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের পরামর্শ নিতে আসবেন ?

► যদি সন্তানের কথা এবং ভাষার বিকাশে দেরি হয়, উচ্চারণগত সমস্যা হয়, কণ্ঠস্বর জনিত কোনো সমস্যা, তোতলাম, শ্রবণজনিত সমস্যা, খাবার চাবাতে এবং গিলতে সমস্যা হয়, সেক্ষেত্রে একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আপনাকে প্রপার গাইডলাইন দিতে হেল্প করবে।

🟥 ফিজিওথেরাপির ক্ষেত্রে -

► আপনার সন্তানের যদি হাঁটাচলা, মাংসপেশি সংক্রান্ত সমস্যা থাকে অথবা যে কোনো ভারসাম্যের জটিলতা থেকে তখন ফিজিওথেরাপিস্ট আপনার সন্তানকে প্রপার গাইডলাইন দিতে পারবেন।

🟥 অকুপেশনাল থেরাপির ক্ষেত্রে আপনার সন্তানের যদি ডেইলি লিভিং অফ অ্যাক্টিভিটিস -

► যেমন পোশাক পরিধান করা, চামচ ধরা, সেন্সরি প্রসেসিং প্রবলেম, হায়পার অ্যাক্টিভিটি অর্থাৎ অতিচঞ্চলতা বা জেদ থাকে তাহলে অকুপেশনাল থেরাপিস্টের মাধ্যমে আপনি প্রপার গাইডলাইন পাবেন আপনার সন্তানের এই সমস্যাগুলো কিভাবে মিনিমাইজ করা যায়।

🟥 নিউট্রিশন এবং ডায়েটিশিয়ান ম্যানেজমেন্ট -

► আপনার শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে খাবার পরিকল্পনাটা খুব গুরুত্বপূর্ণ। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পরিকল্পনা ও হাইপারঅ্যাক্টিভিটি কমাতে পুষ্টিবিদ পরামর্শ দিতে পারেন

🟥 কেন আমরা আলাদা ?

✅ ১০ বছরের অভিজ্ঞতা
✅ জাতীয় ও আন্তর্জাতিক সার্টিফায়েড প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ
✅ আন্তর্জাতিক মানের টেস্ট ও থেরাপি
✅ শিশু-উপযোগী নিরাপদ পরিবেশ
✅ প্রতিটি শিশুর জন্য আলাদা পরিকল্পনা ও যত্ন

🟥 আপনার শিশুর জন্য কোন থেরাপি কার্যকর এবং থেরাপি সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে আপনার ফোন নম্বরটি দিন, বিস্তারিত জানাতে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন অথবা পরামর্শ ও থেরাপি পেতে আজই যোগাযোগ করুন : 01787662575
------------------------------------
NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
------------------------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Former - Green Road,
Dhaka - 1205, Bangladesh

🧬ডিএনএ আবিষ্কারের অগ্রদূত জেমস ডি. ওয়াটসন আর নেই (১৯২৮–২০২৫)৯৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন জেনেটিক বিজ্ঞানের এক মহা...
08/11/2025

🧬ডিএনএ আবিষ্কারের অগ্রদূত জেমস ডি. ওয়াটসন আর নেই (১৯২৮–২০২৫)

৯৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন জেনেটিক বিজ্ঞানের এক মহান পথপ্রদর্শক — ড. জেমস ডি. ওয়াটসন, যিনি ১৯৫৩ সালে ডিএনএর ডাবল-হেলিক্স গঠন আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার এই আবিষ্কার থেকেই ধীরে ধীরে উন্মোচিত হয় কীভাবে ডিএনএ কাজ করে, কীভাবে জেনেটিক পরিবর্তনের সঙ্গে বিভিন্ন রোগের সম্পর্ক গড়ে ওঠে, এবং কীভাবে সেই জ্ঞান ব্যবহার করে নতুন চিকিৎসা ও ওষুধ তৈরি সম্ভব হয়।

আজকের জেনোমিক্স ও প্রিসিশন মেডিসিনের অগ্রগতি তার অবদানের জন্যই সম্ভব হয়েছে।
বিজ্ঞানে ও মানবকল্যাণে তাঁর অসাধারণ অবদানের জন্য আমরা গভীর শ্রদ্ধা জানাই।

বিস্তারিত: https://www.npr.org/2025/11/07/nx-s1-5144654/james-watson-dna-double-helix-dies

James Watson, who co-discovered the structure of DNA has died at age 97. He was a scientific superstar until he made racist remarks that made him an outcast.

🧬 নিউরোজেন হেলথকেয়ার ল্যাবে জেনেটিক টেস্টিং এর ধাপসমূহ🧬► জেনেটিক টেস্টিংয়ের প্রতিটি ধাপ — ব্লাড কালেকশন, ডিএনএ এক্সট্রাক...
03/11/2025

🧬 নিউরোজেন হেলথকেয়ার ল্যাবে জেনেটিক টেস্টিং এর ধাপসমূহ🧬

► জেনেটিক টেস্টিংয়ের প্রতিটি ধাপ — ব্লাড কালেকশন, ডিএনএ এক্সট্রাকশন থেকে শুরু করে PCR — সঠিক ও নির্ভুল সিকোয়েন্সিং রেজাল্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🔬 𝐍𝐞𝐮𝐫𝐨𝐆𝐞𝐧 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐜𝐚𝐫𝐞-এর in-house lab, Genetics and Genomic Medicine Center - GGMC, এখন অত্যাধুনিক MGI DNBSEQ™ প্রযুক্তি ব্যবহার করে Whole Exome Sequencing পরিচালনা করছে।

► GGMC-তে প্রতিটি ধাপ নিখুঁত যত্ন ও দক্ষতার সাথে সম্পন্ন করা হয় — sample preparation থেকে শুরু করে sequencing, data analysis এবং final reporting পর্যন্ত।

📊 ১০ বছরের অভিজ্ঞতায় GGMC ইতোমধ্যে ১০০০+ জেনেটিক টেস্ট এবং ৮০০+ বিরল রোগ নির্ণয় সম্পন্ন করেছে, প্রতিটি ধাপে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য ফলাফল।

📞 NeuroGen Healthcare :
🌐 www.neurogenbd.com
📱 Phone: 01787662575
📍 Eastern Dolan, Level - 4 (3rd Floor),
152/2-H, Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Green Road, Dhaka - 1205, Bangladesh

𝐒𝐜𝐢𝐞𝐧𝐭𝐢𝐬𝐭𝐬 𝐡𝐚𝐯𝐞 𝐢𝐝𝐞𝐧𝐭𝐢𝐟𝐢𝐞𝐝 𝐚 𝐠𝐞𝐧𝐞 𝐜𝐚𝐥𝐥𝐞𝐝 𝐍𝐫𝐩𝟐 𝐭𝐡𝐚𝐭 𝐥𝐢𝐧𝐤𝐬 𝐀𝐮𝐭𝐢𝐬𝐦 (𝐀𝐒𝐃) 𝐚𝐧𝐝 𝐄𝐩𝐢𝐥𝐞𝐩𝐬𝐲. It helps inhibitory neurons move to ...
01/11/2025

𝐒𝐜𝐢𝐞𝐧𝐭𝐢𝐬𝐭𝐬 𝐡𝐚𝐯𝐞 𝐢𝐝𝐞𝐧𝐭𝐢𝐟𝐢𝐞𝐝 𝐚 𝐠𝐞𝐧𝐞 𝐜𝐚𝐥𝐥𝐞𝐝 𝐍𝐫𝐩𝟐 𝐭𝐡𝐚𝐭 𝐥𝐢𝐧𝐤𝐬 𝐀𝐮𝐭𝐢𝐬𝐦 (𝐀𝐒𝐃) 𝐚𝐧𝐝 𝐄𝐩𝐢𝐥𝐞𝐩𝐬𝐲.
It helps inhibitory neurons move to their correct place in the brain.
When this gene malfunctions, brain signal balance is disturbed, causing both autism-like behaviour and seizures.

This shows how one gene can underlie both conditions through disrupted brain circuits.

Learn more:

The gene neuropilin2 regulates inhibitory neuron migration and excitatory neuron connections, essential for balanced brain activity.

► আমাদের মস্তিষ্ক দুই ভাগে বিভক্ত, যা শরীরের দুই  বিপরীত ভাগকে নিয়ন্ত্রণ করে।→ অর্থাৎ মস্তিষ্কের বাম দিকে স্ট্রোক করলে ...
29/10/2025

► আমাদের মস্তিষ্ক দুই ভাগে বিভক্ত, যা শরীরের দুই বিপরীত ভাগকে নিয়ন্ত্রণ করে।

→ অর্থাৎ মস্তিষ্কের বাম দিকে স্ট্রোক করলে শরীরের ডান পাশে এবং ডান দিকে স্ট্রোক করলে শরীরে বামদিকের কার্যক্ষমতা হ্রাস পায়।

► স্ট্রোকের পর -

✅শারীরিক কার্যক্ষমতা হ্রাস পেতে পারে
✅ কথা বুঝতে ও বলতে সমস্যা দেখা দিতে পারে
✅স্মরণশক্তি হ্রাস পেতে পারে
✅সঠিকভাবে খাবার চিবাতে, গিলতে সমস্যা হতে পারে
✅এমনকি এন জি টিউবের সহায়তা প্রয়োজন হতে পারে

→ স্ট্রোকের পর ২১ দিনের মধ্যে স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি শুরু করলে রুগীর সর্বোচ্চ উন্নতি সম্ভব।

------------------------------------
NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
-----------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath, Former - Green Road,
Dhaka - 1205, Bangladesh
NeuroGen Healthcare

   Celebrating World Occupational Therapy Day 2025 — Empowering Lives Through Meaningful Activities.This World Occupatio...
28/10/2025




Celebrating World Occupational Therapy Day 2025 — Empowering Lives Through Meaningful Activities.

This World Occupational Therapy Day, we celebrate the hands that heal, the hearts that empower and the minds that inspire independence.

🔬𝐆𝐆𝐌𝐂 কেস রিপোর্ট: শিশুর 𝐂𝐨𝐡𝐞𝐧 𝐒𝐲𝐧𝐝𝐫𝐨𝐦𝐞 —যার একটি করে জেনেটিক ত্রুটি বহন করছিলেন বাবা-মা...👨‍👩‍👦 একজন ৩.৬ বছর বয়সী ছেলে ...
27/10/2025

🔬𝐆𝐆𝐌𝐂 কেস রিপোর্ট:
শিশুর 𝐂𝐨𝐡𝐞𝐧 𝐒𝐲𝐧𝐝𝐫𝐨𝐦𝐞 —যার একটি করে জেনেটিক ত্রুটি বহন করছিলেন বাবা-মা...👨‍👩‍👦

একজন ৩.৬ বছর বয়সী ছেলে শিশু, যার বাবা-মা দুজনেই সুস্থ এবং আত্মীয়তার সম্পর্ক নেই, তাকে 𝐖𝐡𝐨𝐥𝐞 𝐄𝐱𝐨𝐦𝐞 𝐒𝐞𝐪𝐮𝐞𝐧𝐜𝐢𝐧𝐠 (𝐖𝐄𝐒) টেস্টের জন্য রেফার করা হয় NeuroGen Healthcare এর Genetics and Genomic Medicine Center - GGMC এ।
রেফার করার কারণ ছিল শিশুটির:
👉 Cognitive delay
👉 Language delay
👉 Motor delay
👉 Syndromic appearance

শারীরিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণে দেখা যায়:
👉 Relatively small head
👉 Short stature
👉 Thick and arched eyebrows
👉 High nasal bridge
👉 Short philtrum
👉 Open-mouth appearance

🧬𝐖𝐡𝐨𝐥𝐞 𝐄𝐱𝐨𝐦𝐞 𝐒𝐞𝐪𝐮𝐞𝐧𝐜𝐢𝐧𝐠 (𝐖𝐄𝐒) টেস্ট এর মাধ্যমে জানা যায়:
WES টেস্টে শিশুটির 𝑽𝑷𝑺13𝑩 জিনে 𝐜𝐨𝐦𝐩𝐨𝐮𝐧𝐝 𝐡𝐞𝐭𝐞𝐫𝐨𝐳𝐲𝐠𝐨𝐮𝐬 ভ্যারিয়েন্ট শনাক্ত হয় —
👉 একদিকে heterozygous stopgain variant
👉 অন্যদিকে heterozygous frameshift insertion variant
𝑽𝑷𝑺13𝑩 জিনে loss-of-function ভ্যারিয়েন্টগুলো pathogenic হিসেবে পরিচিত, যা Cohen syndrome এর সঙ্গে সম্পর্কিত।
Cohen syndrome সাধারণত মুখের গঠনে অস্বাভাবিকতা, খাটো উচ্চতা, চলাচলে অদক্ষতা, শরীরের মাঝের অংশে অতিরিক্ত ওজন (স্থূলতা), বুদ্ধিবৃত্তিক জটিলতা, চোখের রেটিনায় ধীরে ধীরে ক্ষতি হওয়া এবং মাঝে মাঝে রক্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো লক্ষণ দিয়ে প্রকাশ পায়।

👨‍⚕️ 𝐏𝐨𝐬𝐭 𝐆𝐞𝐧𝐞𝐭𝐢𝐜 𝐂𝐨𝐮𝐧𝐬𝐞𝐥𝐢𝐧𝐠:
🔴শিশুটির জেনেটিক টেস্টের ফলাফল পাওয়ার পর বাবা-মাকে জানানো হয় যে, এই রোগটি 𝐚𝐮𝐭𝐨𝐬𝐨𝐦𝐚𝐥 𝐫𝐞𝐜𝐞𝐬𝐬𝐢𝐯𝐞 𝐢𝐧𝐡𝐞𝐫𝐢𝐭𝐚𝐧𝐜𝐞 দ্বারা হয়। অর্থাৎ শিশুর দুইটি ভিন্ন ভিন্ন allele-ই ক্ষতিগ্রস্ত হলে রোগ প্রকাশ পায়। তাই এই ক্ষেত্রে বাবা-মা উভয়েই একেকটি করে mutation-এর বাহক হবার সম্ভাবনা রয়েছে।
🔴তবে এটি নিশ্চিতভাবে জানার একমাত্র উপায় হলো তাদের নিজেদের জেনেটিক টেস্ট করা।
বাবা-মা বিষয়টির গুরুত্ব বুঝে সম্মতি দেন, এবং তাদের দুজনেরই Sanger Sequencing করা হয় একই 𝑽𝑷13𝑩 জিনে।

👨‍👩‍👦 ফলাফল থেকে জানা যায় —
👉 বাবা: 𝑽𝑷𝑺13𝑩 জিনে heterozygous frameshift insertion-এর carrier
👉 মা: 𝑽𝑷𝑺13𝑩 জিনে heterozygous stopgain variant-এর carrier
👉 শিশু: উভয় ভ্যারিয়েন্টের জন্য compound heterozygous
🔴এই ফলাফল পরিবারটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা পরবর্তী সন্তানের পরিকল্পনা করছেন।
🔴Post-Genetic Counseling সেশনে তাদের বোঝানো হয় যে, ভবিষ্যতে preconception genetic counseling এবং prenatal diagnostic testing (যেমন Chorionic Villus Sampling বা CVS) নেওয়া তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে, যাতে আগেভাগেই জানা যায় শিশুটি একই রোগে আক্রান্ত হবে কি না।
🔴তারা carrier screening-এর গুরুত্ব বুঝে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও সচেতনতা তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন।

🧠 সচেতনতা বার্তা:
➡️ যদিও autosomal recessive disorder সাধারণত আত্মীয়তার সম্পর্ক থাকা দম্পতিদের মধ্যে বেশি দেখা যায়, এই কেসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে non-consanguineous দম্পতির মধ্যেও এমন জেনেটিক অবস্থা ঘটতে পারে যদি উভয়েই একই জিনের ভিন্ন ভিন্ন ক্ষতিকর ভ্যারিয়েন্ট বহন করেন।
➡️ সময়মতো genetic testing, carrier screening, এবং preconception counseling পরিবারে ঝুঁকি নির্ধারণ, পরিকল্পিত গর্ভধারণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

- 𝐓𝐚𝐦𝐚𝐧𝐧𝐲𝐚𝐭 𝐁𝐢𝐧𝐭𝐞 𝐄𝐬𝐡𝐚𝐪𝐮𝐞
Head of Genetic Counseling
MSc. Biotechnology, BRAC University
Genetic Counseling Certificate Courses
• University of South Carolina, Columbia, USA
• Martin Luther Christian University, India
Consultant Genetic Counselor
Genetics and Genomic Medicine Centre,
NeuroGen Healthcare

🧬𝙃𝙈𝙂𝙉1 𝐠𝐞𝐧𝐞 𝐋𝐢𝐧𝐤𝐞𝐝 𝐭𝐨 𝐇𝐞𝐚𝐫𝐭 𝐃𝐞𝐟𝐞𝐜𝐭𝐬 𝐢𝐧 𝐃𝐨𝐰𝐧 𝐒𝐲𝐧𝐝𝐫𝐨𝐦𝐞!A new Nature study titled “Myocardial reprogramming by 𝙃𝙈𝙂𝙉1 underl...
26/10/2025

🧬𝙃𝙈𝙂𝙉1 𝐠𝐞𝐧𝐞 𝐋𝐢𝐧𝐤𝐞𝐝 𝐭𝐨 𝐇𝐞𝐚𝐫𝐭 𝐃𝐞𝐟𝐞𝐜𝐭𝐬 𝐢𝐧 𝐃𝐨𝐰𝐧 𝐒𝐲𝐧𝐝𝐫𝐨𝐦𝐞!

A new Nature study titled “Myocardial reprogramming by 𝙃𝙈𝙂𝙉1 underlies heart defects in 𝐭𝐫𝐢𝐬𝐨𝐦𝐲 𝟐𝟏” reveals how 𝙃𝙈𝙂𝙉1, a gene on chromosome 21, disrupts normal heart development.

Using human stem cell and mouse models, researchers found that overexpression of 𝙃𝙈𝙂𝙉1 shifts developing heart cells toward an abnormal state, while removing one 𝙃𝙈𝙂𝙉1 copy restores normal gene expression.

This discovery helps explain why nearly half of babies with Down syndrome are born with congenital heart defects.

Learn more:

Results suggest that increased expression of the HMGN1 gene is necessary for the cardiac defects observed in patients.

Address

NeuroGen Healthcare, Eastern Dolan, Level/4 ( 3rd Floor 152/2-H, Bir Uttam Kazi Nuruzzaman Sarak West Panthapath, Former, Green Road
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when NeuroGen Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NeuroGen Healthcare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category