25/07/2019
চীনে স্কলারশীপ A to Z প্যাকেজ -170000TK ( কোনো লুকানো খরচ নেই)
বর্তমান বিশ্বে অর্থনীতির ২য় শক্তিশালী দেশ হচ্ছে চীন। আন্তজার্তিক মুদ্রা তহবিলের মতে 2020 সালের মধ্যে চীনের অর্থনীতির বহর জাপান এবং আমেরিকাকে ছাড়িয়ে যাবে।চীনের অর্থনীতি বর্তমানে ক্রমবর্ধনশীল হওয়ার ফলে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানী তে চাকুরি নিয়ে উন্নত ভবিষ্যৎ গড়ার সুযোগ আছে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের।আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সবসময় USA, CANADA, UK & AUSTRALIA কে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু অধিক খরচ, ভিসা জটিলতার কারনে অনেকের পক্ষেই ইউরোপ, আমেরিকাতে উচ্চশিক্ষার স্বপ্ন পূরন হয় না। আমাদের মধ্যে যারা স্বল্প বাজেটে, আর্ন্তজাতিকমানের শিক্ষা নিতে আগ্রহী , তাদের জন্য চীন হতে পারে আর্দশ স্থান। চাইলে অনার্স চীনে শেষ করে USA, CANADA, UK & AUSTRALIA তে মাস্টার্স করতে পারবেন ।
যারা এইচ.এস.সি বা ব্যাচেলর এর পরে ইউ.এস.এ. , কানাডা বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এর ভিসা নামক সোনার হরিণের পিছনে দৌড়া-দৌড়ি করে অনেক অর্থ এবং সময় নষ্ট করেছেন এবং ইয়ার গ্যাপ এর পাল্লায় পড়েছেন তাদের জন্য চীন হতে পারে আদর্শ ডেস্টিনেশন।
* বাংলাদেশ থেকে স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে যাতায়াত করা যায়।
* ছাত্র/ছাত্রীদের জন্য আলাদা হোষ্টেল সুবিধা সহ উন্নত হালাল খাওয়ার সুযোগ এবং খরচ বাংলাদেশের চেয়ে কম।
* স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য (Maximum 2 years)
******কেন আপনি TOL CONSULTANCY এর মাধ্যমে Visa প্রসেসিং করবেন।
1. TOL CONSULTANCY 2002 সাল থেকে চীনের বেশ কিছু স্বনামধন্য UNIVERSITY তে ADMISSION & VISA সহায়তা দিয়ে আসছে । উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি Students যারা চীনে পড়াশুনা করছে তাদের একটি বৃহৎ অংশের Visa প্রসেসিং TOL CONSULTANCY এর মাধ্যমে হয়েছে।
2. ফাইল প্রসেসিং এর শুরুতে TOL Consultancy Ltd. বিদেশে ভর্তি ইচ্ছুক প্রতিটি Student এর সাথে 300tk STAMP এ Agreement করে থাকে, যেখানে সব কিছু বিস্তারিত উল্লেখ থাকবে। সে কারনে আপনার 1% প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই। Original STAMP student কে সংরক্ষণের জন্য দেওয়া হবে।
3. September 2019 সেশনে চায়নার Top Ranked Public University তে Full Scholarship এর জন্য অযথা সময় নষ্ট না করে এখনই আমাদের মাধ্যমে আপনার প্রসেসিং শুরু করে দিন। ভর্তি ও ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য জানতে আপনার সার্টিফিকেট, মার্কশীট, পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজ ছবিসহ সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন।
*****প্যাকেজে যা থাকছেঃ
1. এডমিশন ফি ।
2. JW202 ফি
3. এম্বাসি ফি ।
4. এয়ার টিকেট ( One way)
5. এয়ারপোর্ট পিক-আপ ।
6. TOL service charge
32/1 Khan Plaza (2nd Floor), Opposite Teachers Training College Hostel, Science Laboratory, Dhanmondi, Mirpur Road, Dhaka