19/12/2025
রহমান'স ট্রেড ইন্টারন্যাশনাল
এর শুভ উদ্বোধন হলো আজ।
সকল ডেন্টাল ও মেডিকেল চিকিৎসা সামগ্রীর আমদানি কারক ও সরবরাহকারী।
সবচেয়ে আশ্রয়ী মূল্যে, ডাক্তারদের ডেন্টাল ও মেডিকেল মেটেরিয়ালস সরবরাহ করার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। যেখানে প্রত্যেকটি আইটেমের প্রাইস হবে মার্কেট চ্যালেঞ্জিং সাশ্রয়ী।
প্রতিযোগিতামূলক বাজারে, অসম প্রতিযোগিতা অথবা ধস নামানোর জন্য আমাদের এই প্রতিষ্ঠান তৈরি হয়নি। রহমান'স গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ রহমান'স ডেন্টাল কেয়ার, বাংলাদেশের সর্ববৃহৎ ডেন্টাল ক্লিনিক সহ আরো কিছু মেডিকেল প্রাক্টিশনার ও ডেন্টাল সার্জন কে মেডিকেল দ্রব্যমূলের ঊর্ধ্ববাজারে স্বস্তি দেয়ার উদ্দেশ্যে রহমান'স ট্রেড ইন্টারন্যাশনাল এর যাত্রা শুরু।
ট্রেডার্স তো আরো আছে, তাহলে রহমান'স ট্রেড ইন্টারন্যাশনাল কি এমন ভিন্নতা???
#আমরা ৫০ জন ডাক্তারকে, সম্পূর্ণ বিনামূল্যে ছোট্ট একটি নিবন্ধনের মাধ্যমে, প্রাথমিকভাবে সুযোগ দিতে চাই, সারা জীবন সবচেয়ে কম প্রাইসে, ডিলার প্রাইজে, তারা আমাদের নিকট থেকে প্রোডাক্ট নিতে পারবেন। যে প্রাইজে রহমান'স ডেন্টাল কেয়ার নিজেদের জন্য রহমান'স ট্রেড ইন্টারন্যাশনাল থেকে প্রোডাক্ট নিয়ে থাকে।
#সর্বপ্রথম বাংলাদেশের কোন ট্রেডার্স, যেকোনো পণ্য কেনার আগে, সম্পূর্ণ ক্লিনিক্যাল এনভারমেন্টে, প্রোডাক্টটি ব্যবহার করে দেখে নিতে পারবেন। আমরা একটি সম্পূর্ণ ডেমো ক্লিনিক রেডি করেছি, সম্পূর্ণ টি আমাদের প্রোডাক্ট দিয়ে। যেখানে প্রতিটি জিনিস, আপনারা প্যাকেট খুলে দেখতে পারবেন, রোগীর উপর ব্যবহার করেও দেখে নিতে পারবেন। শুধু মুখের কথা নয় এই প্রোডাক্টটি ভালো, কিনে দেখে নিতে হবে না এটি ভালো নাকি খারাপ? কেনার আগেই নিজে ব্যবহার করে দেখবেন। প্রোডাক্টটি ব্যবহার করে কেমন এবং এর মান কেমন।
#ব্যবহৃত প্রোডাক্ট সাধারণত রিটার্ন দেওয়া হয় না, লিস্টের ডাক্তারদের জন্য, প্যাকেট খুলে ব্যবহৃত প্রোডাক্ট, হাফ ইউজ করা প্রোডাক্ট ও আমরা হাসিমুখে রিটার্ন নিবো।
#বাংলাদেশের সর্বপ্রথম কোন সাপ্লায়ার, যারা রেজিস্টার ডাক্তার ব্যতীত, অন্য কারো কাছে, কোন হাতুড়ে ডাক্তারের কাছে, প্রোডাক্ট বিক্রি করবে না।
ঠিকানা :
রহমান'স ট্রেড ইন্টারন্যাশনাল
নুর আলা নূর মার্কেট, প্লট # ১১, রোড # ৩
মিরপুর -১০। ঢাকা -১২১৬।
(শাহ আলী প্লাজার পেছনে)
01716833714
লায়ন ডা: সাইদুর রহমান শৈবাল
ম্যানেজিং ডাইরেক্টর (MD)
রহমান'স গ্রুপ