Hijama Planet: Cupping & Ruqyah Center

Hijama Planet: Cupping & Ruqyah Center Banani Branch of the Largest Hijama & Ruqyah center HIjama Planet

18/11/2025

ব্ল্যাক ম্যাজিক ☠️

10/11/2025

বিয়ে হচ্ছে না? সংসারে অশান্তি?
হতে পারে এর পেছনে কাজ করছে অদৃশ্য কোনো শক্তি — হিংসা, বদনজর বা জাদুর প্রভাব।
ইসলাম অনুযায়ী এগুলো বাস্তব, আর এর সমাধান আছে রুকইয়াহ চিকিৎসায়।

কুরআন ও সুন্নাহভিত্তিক চিকিৎসার মাধ্যমে জানুন আপনার সমস্যার আসল কারণ ও এর সমাধান।

আজই যোগাযোগ করুন —
Hijama Planet: Cupping & Ruqyah Center - এর আপনার নিকটবর্তী শাখায়।

07/11/2025

‼️সুন্নাহ তারিখ সমূহ: ০৯ নভেম্বর, ১১ নভেম্বর ও ১৩ নভেম্বর‼️

💠যারা সুন্নাহ তারিখ হিজামা করাতে চান, তারা দ্রুত এপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন হিজামা প্ল্যানেটের নিকটস্থ ব্রাঞ্চে। 💠

♦️ কেন সুন্নাহ তারিখে হিজামা করাবেন? ♦️
হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও - তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ।" (জামে তিরমিযীঃ ২০৫১)

💠হিজামা প্ল্যানেটে আমরা হিজামার পাশাপাশি রোগীর সমস্যার ভিত্তিতে দিয়ে থাকি স্পেসিফিক ডায়েট প্ল্যান। যারা নিয়মিত হিজামা সেশন নেওয়ার পাশাপাশি আমাদের দেওয়া ডায়েট চার্ট ফলো করেন তারা অনেকাংশেই দ্রুত ফলাফল পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটি পেশেন্টের ডায়েট এবং লাইফস্টাইল প্ল্যান সাজেষ্ট করেন 📌 Dr. Saiful Alam Talukdar Sir ...

💠এ ছাড়াও মহিলাদের হিজামার জন্য আছেন মহিলা থেরাপিস্ট। দেশ এবং দেশের বাহিরে মিলিয়ে আমাদের রয়েছে ২০ টির অধিক ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ।

💠তাহলে আর দেরি না করে হিজামা বা রুকইয়াহ সার্ভিস নিতে আজই এ্যাপয়েন্টমেন্ট চলে আসুন হিজামা প্ল্যানেটের নিকটবর্তী ব্রাঞ্চে!

"হিজামা প্ল্যানেটের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? এর উত্তর জানতে এই লিংকে ক্লিক করুন :: https://shorturl.at/Xt7n3
©️ হিজামা প্ল্যানেটের সকল কন্টেন্ট (ছবি, ভিডিও ও টেক্টট) হিজামা প্ল্যানেটের কপিরাইটের অন্তর্ভুক্ত। কেউ কপি করলে বা আংশিক পরিবর্তন করে পোস্ট করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ইনশা'আল্লাহ।

বশ করে বিয়ে: অতঃপর বিচ্ছেদছেলে মেয়েকে পছন্দ করে। সে চায় তাকে বিয়ে করতে। কিন্তু মেয়ে কিছুতেই রাজি না। এদিকে ছেলে নাছো...
06/11/2025

বশ করে বিয়ে: অতঃপর বিচ্ছেদ

ছেলে মেয়েকে পছন্দ করে। সে চায় তাকে বিয়ে করতে। কিন্তু মেয়ে কিছুতেই রাজি না। এদিকে ছেলে নাছোর বান্দা, এই মেয়েকে ছাড়া সে বাঁচবেই না। একসময় ছেলের মাথায় কুমন্ত্রণা দেয় শয়ত্বান। সে সিদ্ধান্ত নেয় যাদু-টোনার মাধ্যমে বশ করবে এই মেয়েকে। যেই ভাবা সেই কাজ। তান্ত্রিকের কাছে গিয়ে আশ্রয় নেয় কুফরির। ভালোবাসার মোহে পড়ে নিজের মূল্যবান ঈমানকে নষ্ট করে ফেলে। বশীকরণের যাদু করে মেয়েকে। ধীরে ধীরে মেয়ের মন ঝুঁকতে থাকে ছেলের দিকে। বিয়ে করতে রাজি হয় মেয়ে। ছেলে মহাখুশি ; তার আশা পূরণ হতে চলেছে!
কিন্তু আল্লাহর অবাধ্যতা করে কেউ সুখি হতে পারে না কোথাও। তাই একসময় তাদের বিয়ে হয় ঠিকই, কিন্তু জীবন হয়ে ওঠে যন্ত্রণাময়। সময়ের সাথে সাথে বাড়তে থাকে সংসারের অশান্তি। কবিরাজদের পরিভাষায়, বশীকরণের যাদুর বিভিন্ন মেয়াদ থাকে। এই মেয়াদ শেষ হলে যাদুর মাধ্যমে যে আশক্তি সৃষ্টি হয় তা শেষ হতে থাকে। তখন উল্টো ভিক্টিমের চোখের কাটা হয়ে ওঠে যাদুর আশ্রয়গ্রহণকারী ব্যক্তি। একপর্যায়ে তা রূপ নেয় বিচ্ছেদে। নষ্ট হশ পুরো পরিবারের মানসম্মান। এমন ঘটনা একটি নয়; বরং বহু ঘটছে সমাজে।
📌 বিঃ দ্রঃ
যাদু করলেই বশ হয়ে যাবে এটা ভুল ধারনা। আর বর্তমানে যেসব কবিরাজ বশীকরণের তাবিজ করে এদের অধিকাংশই ভূয়া। এরা ভালো-খারাপ কিছুই জানে না৷ যেহেতু এ ব্যাপারে অনেকের আবেগ থাকে তাই তাদের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে যুবক-যুবতিদের আকৃষ্ট করে। আল্লাহ তায়ালা সবাইকে এসব থেকে হিফাজত করুন। ঈমানকে সুরক্ষিত রাখুন।

🌙 আয়্যামে বীজের রোজায় সুন্নাহ রোজা রাখুন – শরীর ও রুহ দুটোই হোক পরিশুদ্ধ!প্রিয় ভাই ও বোনেরা,আয়্যামে বীজ অর্থাৎ আরবি মাসে...
04/11/2025

🌙 আয়্যামে বীজের রোজায় সুন্নাহ রোজা রাখুন – শরীর ও রুহ দুটোই হোক পরিশুদ্ধ!

প্রিয় ভাই ও বোনেরা,
আয়্যামে বীজ অর্থাৎ আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখা রাসূল ﷺ এর একটি সুন্নত। এই মাসে ক্যালেন্ডার অনুযায়ী রোজার তারিখ পড়ছে:

🗓️ ৫ নভেম্বর (১৩ জমাদিউল আউয়াল)
🗓️ ৬ নভেম্বর (১৪ জমাদিউল আউয়াল)
🗓️ ৭ নভেম্বর (১৫ জমাদিউল আউয়াল)

এই রোজাগুলো শুধু নফল ইবাদতই নয়, বরং এটি আমাদের শারীরিক সুস্থতা ও আত্মিক পরিশুদ্ধির জন্য অত্যন্ত উপকারী।

🕌 রাসূল ﷺ বলেছেন:
“প্রতি মাসে তিনটি রোজা রাখা পুরো মাস রোযা রাখার মতো।”
(সহিহ বুখারি ও মুসলিম)

📢 চলুন, সুন্নাহ অনুযায়ী রোজা রাখি এবং নিজের জীবনকে আরো সুন্দর ও হেলদি করে তুলি।


Hijama Planet: Cupping & Ruqyah Center
সুন্নাহ পথে সুস্থ জীবনের পথপ্রদর্শক 🌿

নবীজির প্রতি দরুদ পাঠের ১০টি অনন্য ফজিলত ও উপকারিতা(সহিহ হাদীস থেকে সংকলিত)❑ |১| দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রয়োজন পূরণএক...
03/11/2025

নবীজির প্রতি দরুদ পাঠের ১০টি অনন্য ফজিলত ও উপকারিতা
(সহিহ হাদীস থেকে সংকলিত)

❑ |১| দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রয়োজন পূরণ

এক সাহাবি (রাযি.) নবীজিকে বললেন— “আমি সবসময় আপনার উপর দরুদ পাঠ করবো।”
তখন রাসূলুল্লাহ ﷺ বললেন,

“যদি তুমি তাই করো, তবে তোমার সব দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে।”
📖 [তিরমিযি: ২৪৫৭, হাকিম: ২/৪৫৭ — সহিহ]

❑ |২| রহমত, গুনাহ মোচন ও মর্যাদা বৃদ্ধি

রাসূলুল্লাহ ﷺ বলেন,

“যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন।”
📖 [সহিহ মুসলিম: ৪০৮]

আরেক হাদীসে এসেছে —

“যে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি ১০ বার রহমত পাঠান, ১০টি গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা ১০ ধাপ বৃদ্ধি করেন।”
📖 [নাসায়ী: ১২৯৭, হাকিম: ১/৫৫০ — সহিহ]

অন্য বর্ণনায় রয়েছে—

“যে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি ৭০ বার রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ ৭০ বার রহমতের দোআ করেন।”
📖 [মুসনাদ আহমাদ: ২/১৭২ — হাসান]

❑ |৩| মুমিনের জন্য দরুদ হলো যাকাত

রাসূলুল্লাহ ﷺ বলেন,

“আমার উপর দরুদ পাঠ করো, কেননা এটি তোমাদের জন্য যাকাতস্বরূপ।”
📖 [মুসনাদ আহমাদ: ৩/৩৬৫ — নির্ভরযোগ্য হাদীস]

❑ |৪| কিয়ামতের মাঠে নবীজির নিকটতা অর্জন

রাসূলুল্লাহ ﷺ বলেন,

“কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে, যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছিল।”
📖 [তিরমিযি: ৪৮৪ — হাসান]

❑ |৫| দরুদ সরাসরি নবীজির কাছে পৌঁছে যায়

রাসূলুল্লাহ ﷺ বলেন,

“তোমাদের দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমুআ। এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার কাছে উপস্থাপন করা হয়।”
📖 [আবু দাউদ: ১০৪৭, নাসায়ী: ১৩৭৪ — সহিহ]

❑ |৬| দরুদ পাঠকারী নবীজির শাফায়াত লাভ করবে

রাসূলুল্লাহ ﷺ বলেন,

“যে ব্যক্তি সকালে ও বিকেলে আমার প্রতি দশবার দরুদ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার শাফায়াত লাভ করবে।”
📖 [মাজমাউয যাওয়াইদ: ১৭০২২ — হাসান]

অন্য বর্ণনায় এসেছে — ‘নিষ্ঠার সঙ্গে’ দরুদ পাঠকারীও এ ফজিলত পায়।
📖 [তাবারানি, কাবির: ৫১৩ — নির্ভরযোগ্য]

❑ |৭| দরুদ হলো দু‘আ কবুলের মাধ্যম

একবার ইবনু মাস‘উদ (রাযি.) নামাজ শেষে প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর নবীর উপর দরুদ পাঠ করে নিজের জন্য দো‘আ করলেন। তখন নবী ﷺ বললেন —

“এখন চাই, তোমার দো‘আ কবুল হবে।”
📖 [তিরমিযি: ২/৪৮৮ — হাসান]

অন্যদিকে, যে প্রথমেই নিজের জন্য দো‘আ শুরু করেছিল তাকে নবীজি ﷺ বললেন —

“সে তাড়াহুড়া করে ফেলেছে।”
📖 [আবু দাউদ: ১৪৮১ — হাসান]

❑ |৮| দরুদ পাঠকারীর জন্য নবীজির দো‘আ

রাসূলুল্লাহ ﷺ বলেন,

“যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আমি তার জন্য দশবার দরুদ পাঠ করি (দো‘আ করি)।”
📖 [তাবারানি: ২৬৯২, মাজমাউয যাওয়াইদ: ১০/১৬৩]

❑ |৯| দরুদ গুনাহের কাফফারা

রাসূলুল্লাহ ﷺ বলেন,

“আমার উপর দরুদ পাঠ করো, কেননা এটি তোমাদের জন্য কাফফারা (গুনাহ মোচন) স্বরূপ।”
📖 [ইবনু আবি আসিম, আস-সালাতু ‘আলান নাবিয়্যি: ৭৮ — সহিহ]

❑ |১০| দরুদ — মর্যাদাপূর্ণ ও অনন্য আমল

কুরআনে আল্লাহ বলেন —

“নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তাঁর প্রতি দরুদ ও সালাম পাঠ করো।”
📖 [সূরা আহযাব: ৫৬]

এই আয়াতে এমন কোনো আমল নেই যা আল্লাহ ও ফেরেশতারা একসাথে করেন এবং মুমিনদেরও আদেশ দেন — এটি দরুদের অসামান্য মর্যাদা ও বৈশিষ্ট্যের প্রমাণ।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সর্বাবস্থায় নবীজির উপর দরুদ পাঠের তাওফিক দিন।
সাল্লাল্লাহু ‘আলান নাবিয়্যি মুহাম্মাদ।

আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। ছোটবেলা থেকেই আমি আর আব্বু প্রায় প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি ব্যস্ত...
28/10/2025

আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। ছোটবেলা থেকেই আমি আর আব্বু প্রায় প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলতাম।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি ব্যস্ত হয়ে গেলেও, মাঝে মাঝে এখনো বলতাম —
“আব্বু, আজ একটু খেলি না?”

কিন্তু আব্বু হেসে বলতেন,
“আরে বাবা, এখন আর শরীর সায় দেয় না। হাঁটু আর কোমরের ব্যথায় পা তুলতেই কষ্ট হয়।”

ওই হাসিটা ছিল কষ্টের হাসি — আমি জানতাম তিনি ব্যথা চেপে রাখছেন।
অনেকবার ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন… কিছুদিন আরাম পেলেও পরে আবার আগের মতোই ব্যথা ফিরে আসত।

একদিন আমি ফেসবুকে Hijama Planet: Cupping & Ruqyah Center এর একটা পোস্ট দেখি —
লিখা ছিল, “জয়েন্ট পেইন? হিজামা থেরাপিতেই উপশম।”
আমি ভেবে দেখলাম, এত কিছু ট্রাই করা হয়েছে, এটাও একবার চেষ্টা করে দেখি।

অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আব্বুকে নিয়ে গেলাম সেখানে।
ডাক্তার খুব মনোযোগ দিয়ে তার অবস্থা বুঝে ৩টি হিজামা সেশনের পরামর্শ দিলেন।

প্রথম সেশনেই আব্বু বললেন, “আজ রাতে হাঁটতে কষ্ট হচ্ছে না।”
দ্বিতীয় সেশনের পর নামাজে সিজদা দিচ্ছেন দেখলাম — চোখে পানি চলে এলো।
আর তৃতীয় সেশনের পর তো অবিশ্বাস্য!
আব্বু আগের মতোই হাসিখুশি, চনমনে — যেন বয়সটাই কমে গেছে!

গত শুক্রবার আমরা পার্কে গিয়েছিলাম।
আমি বললাম, “আব্বু, আজ খেলব?”
তিনি হেসে বললেন, “বলটা ধর, দেখি আগের মতো পারি কি না।”

সূর্যের আলোয় যখন আব্বু বল মারলেন, আমি বুঝলাম —
এটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়। ❤️

👉 এটি কোনো কল্পনা নয় — আমাদের এক রোগীর নিজের মুখে বলা বাস্তব অভিজ্ঞতা।

শুরু হয়ে গেলো "অক্টোবর - নভেম্বর" মাসের হিজামা প্ল্যানেটের ডিস্কাউন্ট সপ্তাহ‼️প্রতি আরবি মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয়...
26/10/2025

শুরু হয়ে গেলো

"অক্টোবর - নভেম্বর" মাসের হিজামা প্ল্যানেটের ডিস্কাউন্ট সপ্তাহ‼️

প্রতি আরবি মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর্যন্ত হিজামা প্ল্যানেটে চলে বিশেষ #ডিস্কাউন্ট_সপ্তাহ।

যারা বাজেট স্বল্পতার জন্য হিজামা করাতে দ্বিধাবোধ করছেন, তারা এই বিশেষ সুযোগটি কিন্তু কাজে লাগিয়ে হিজামা সেশন নিয়ে নিতে পারেন। "অক্টোবর - নভেম্বর" মাসের হিজামা ডিস্কাউন্ট সপ্তাহ চলবে ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর, ২০২৫ ইং পর্যন্ত ইন'শা'আল্লাহ।

#স্পেশাল_ডিস্কাউন্ট_প্যাকেজ_১ঃ
হিজামা সেশান মাত্র ২০৫০ টাকায়।
১। সর্বোচ্চ ১৫ টি পয়েন্টে (শরীরের যে কোন স্থানে)।
২। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
৩। প্রথম দশ জন।
৪। শুধুমাত্র প্রতি হিজরী মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর্যন্ত।
৫। অফারের কথা এ্যাপয়েন্টমেন্ট এর সময় উল্লেখ করতে হবে।
৬। এ্যাপয়েন্টমেন্ট এর সময় অগ্রীম পেমেন্ট করতে হবে।

#স্পেশাল_ডিস্কাউন্ট_প্যাকেজ_২ঃ
হিজামা সেশান মাত্র ১৫৫০ টাকায়।
১। শুধু পিঠের নির্দিষ্ট ১০ টি পয়েন্টে।
২। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
৩। প্রথম দশ জন।
৪। শুধুমাত্র প্রতি হিজরী মাসের প্রথম রবিবার থেকে দ্বিতীয় রবিবার পর্যন্ত
৫। অফারের কথা এ্যাপয়েন্টমেন্ট এর সময় উল্লেখ করতে হবে।
৬। এ্যাপয়েন্টমেন্ট এর সময় অগ্রীম পেমেন্ট করতে হবে।

তাহলে আর দেরি না করে হিজামা বা রুকইয়াহ সার্ভিস নিতে আজই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন হিজামা প্ল্যানেট- এর আপনার নিকটবর্তী শাখায়।

25/10/2025

ছোটবেলা থেকেই মেয়েটা ছিলো খুব সুন্দর…
সবাই তাকে ভালোবাসতো।
কিন্তু সে জানতো না — তার এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য নজর…
এক আশিক জিনের নজর।

বয়স বাড়ার সাথে সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে।
রাতে ঘুম ভেঙে যেত,
বিনা কারণে ভয় পেত, কান্না করত,
কখনও নিজের মধ্যে অদ্ভুত রাগ অনুভব করত,
আবার কখনও একা একা কথা বলত।

পরিবার বুঝতে পারে — এটা সাধারণ সমস্যা না।
চেষ্টা করেছে অনেক জায়গায়,
কিন্তু কোনো চিকিৎসাই কাজ করছিল না।
এমনকি তার বিয়ের কথাও উঠেছিল,
কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সম্বন্ধ ভেঙে যেত।

শেষ পর্যন্ত তারা আসে Hijama Planet: Cupping & Ruqyah Center-এ।
এখানে অভিজ্ঞ রাক্বিরা কুরআনভিত্তিক রুকইয়াহর মাধ্যমে চিকিৎসা করেন।

রুকইয়াহর সময় স্পষ্ট বোঝা যায় —
তার ওপর ছিল আশিক জিনের প্রভাব।
কিন্তু আল্লাহর ইচ্ছায়, কুরআনের আয়াতের শক্তিতে,
সেই জিন শরীর ছেড়ে চলে যায়।

আজ মেয়েটি সম্পূর্ণ সুস্থ।
তার জীবন আবার স্বাভাবিক হয়েছে,
এমনকি সে এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে।

আপনার কাছের কেউ যদি এমন সমস্যায় ভোগেন —
দেরি করবেন না।
আসুন Hijama Planet: Cupping & Ruqyah Center-এ,

20/10/2025

🕯️ বিয়ে হচ্ছে না? সংসারে অশান্তি? নাকি অদৃশ্য কোনো শক্তির প্রভাব?

অনেক হলো… সবাই বলে, “এখনো বিয়ে করবে না?” — আপনি চুপ থাকেন।
কারণ এই প্রশ্ন শুনলেই বুকের ভেতর ধকধক করে, মন খারাপ হয়ে যায়, কান্না পায়।
সম্বন্ধ অনেক এসেছে, কিন্তু কোনো না কোনোভাবে ভেঙে গেছে।
লোকেরা হাজার যুক্তি দেয়, কিন্তু আপনি বুঝতে পারেন — এর পেছনে আছে কিছু অদৃশ্য শক্তির বাধা।

একসময় আপনার সংসার ছিল ভালোবাসায় ভরপুর,
কিন্তু এখন স্বামী কথা বলে না, চোখে চোখ রাখে না,
প্রতিদিন অকারণে ঝগড়া-বিবাদ —
মনে হয়, যেন কিছু একটা অজানা জিনিস সবকিছু বদলে দিচ্ছে।

হিংসা, বদনজর, কিংবা জাদুর প্রভাব — এগুলো ইসলাম অনুযায়ী সত্য।
রুকইয়াহ বা কুরআন-সুন্নাহভিত্তিক চিকিৎসাই এর একমাত্র সঠিক সমাধান।

🌿 আর নিজেকে বোঝানো বন্ধ করো, “সব ঠিক হয়ে যাবে।”
এখনই সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়ার।

📿 তাই আজই যোগাযোগ করুন
Hijama Planet: Cupping & Ruqyah Center
রুকইয়াহ চিকিৎসার মাধ্যমে জানুন সমস্যার আসল কারণ ও এর সমাধান।

ঢাকার বিভিন্ন প্রান্তে আমাদের রয়েছে ৭ টি শাখা:
১. ধানমন্ডি ব্রাঞ্চ
২. বনানী প্রিমিয়াম ব্রাঞ্চ
৩. উত্তরা ব্রাঞ্চ
৪. মোহাম্মদপুর ব্রাঞ্চ
৫. মুগদা ব্রাঞ্চ
৬. কেরানিগঞ্জ ব্রাঞ্চ
৭. সাভার ব্রাঞ্চ

শুধু ঢাকা নয়, সারাদেশেই ছড়িয়ে আছি আমরা— বর্তমানে ২০টিরও অধিক শাখা নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সুন্নাহভিত্তিক হিজামা ও রুকইয়াহ সেবা।

📞 অ্যাপয়েন্টমেন্ট ও বিস্তারিত জানতে কল করুন: 01612-877464

19/10/2025

হয়তো আপনি বুঝতেও পারছেন না— জাদু বা অদৃশ্য কোনো শক্তি আপনার বিয়েতে বাধা সৃষ্টি করছে! 😔

দেরি না করে আজই Hijama Planet: Cupping & Ruqyah Center-এ করুন ডায়াগনোসিস রুকইয়াহ —
জানুন, আসল কারণ এবং ইসলামী উপায়ে সমাধান। 🌿

🦵 হাঁটুর ব্যথায় জীবন কি অসহ্য হয়ে উঠছে?প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই হাঁটতে কষ্ট হয়, সিঁড়ি ভাঙা যেন এক যুদ্ধ! প্রিয় কাজগু...
18/10/2025

🦵 হাঁটুর ব্যথায় জীবন কি অসহ্য হয়ে উঠছে?
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই হাঁটতে কষ্ট হয়, সিঁড়ি ভাঙা যেন এক যুদ্ধ! প্রিয় কাজগুলো থেকেও দূরে থাকতে হচ্ছে… এমনকি অনেকেই হাঁটুর ব্যথায় ঘরবন্দি হয়ে পড়েন! 😣

হাঁটুর ব্যথার প্রধান কারণ হতে পারে—
👉 বয়সজনিত জয়েন্টের ক্ষয়
👉 অতিরিক্ত ওজন
👉 রক্ত চলাচলের সমস্যা
👉 ইউরিক এসিড বা আঘাতজনিত ইনফ্লেমেশন

🩺 এখন হাঁটুর ব্যথার প্রাকৃতিক ও কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে Hijama (Cupping Therapy)-এর মাধ্যমে। এটি রক্ত চলাচল বৃদ্ধি করে, প্রদাহ কমায় এবং হাঁটুর ব্যথা থেকে মুক্তি দিতে সহায়তা করে ইনশাআল্লাহ।

📍 কোথায় পাবেন বিশ্বস্ত হিজামা সেবা?
Hijama Planet: Cupping & Ruqyah Center অভিজ্ঞ থেরাপিস্টদের মাধ্যমে নিরাপদ ও সুন্নাহভিত্তিক হিজামা সেবা প্রদান করে আসছে।

হাঁটু ব্যথা কিংবা অন্য যেকোনো দীর্ঘদিনের ব্যথায় আর দেরি না করে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং হিজামার মাধ্যমে প্রাকৃতিক চিকিৎসার উপকারিতা অনুভব করুন।

Address

Chandiwala Mansion, House No 32, 2nd Floor, Road No. 11, Block: G, Banani. (at The Intersection Of Road 8 & 11), Banani
Dhaka
1213

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801610445262

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Planet: Cupping & Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Planet: Cupping & Ruqyah Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Our Story

আমাদের ক্লিনিকের বৈশিষ্টসমূহঃ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

বাংলাদেশের সর্বাধুনিক ও সর্ববৃহত হিজামা ও রুকইয়াহ ক্লিনিক চেইন এর বনানী শাখা।


  • ডাক্তারদের দ্বারা পরিচালিত বাংলাদেশের সর্বপ্রথম হিজামা ক্লিনিক।