GM Group-bd tech

GM Group-bd tech Hotline:01911-101743 & 01556-337428
For details search photo album. bd tech brings a wide range of quality products to meet your demand.

The world we live in today is significantly different from what it was 5 or 10 years ago. No country is immune from the onslaught of globalization. The policies and decisions made by one country can have a negative impact on another country. A company that is based in one country may have its manufacturing processes carried out in another country, and its call center services based in yet another country. Likewise, many people now move freely around the world for travel, work, business and study. In short, who we are and what we do is no longer constrained by geography and national boundaries. We can no longer stay ignorant as the world around us changes constantly. We must keep up with the changes and stay ahead of the competition. We cannot hope to survive and prosper together as a country if we do not continue to make the effort to re-look, re-invent and re-vitalize ourselves. We cannot hope to survive and prosper as individuals if we do not continue to upgrade our skills and capabilities, and keep an open mind. Indeed, those who are able to survive and thrive in this new borderless, global environment are those who can respond quickly to take advantage of the new opportunities and meet the challenges presented by globalization. To embark on a journey of success one needs the tools of preparedness, foresight and strategy. These lead to the path of growth and high quality operation. It is imperative to combine these three forces in an industry, where every drop of medicine and every capsule acts like a pivot tilting the pan balance of life in favors of fitness and wellbeing. In third world countries like Bangladesh there are times when luxury becomes demand. To keep a parallel pace with the uprising world and where information is power, continuous electric supply is a must. But lack of natural resources and man power sometime limits the whole process. Here comes the opportunity of alternative energy sources to play its part to ensure the consistency of the development procedure. To help things up bd tech engineers have devised a wide range of products which commits unconditional performance. Reliability, durability and user friendliness was our engineers top priority.

আগামী ৩ রা আগস্ট, ৮ ই সফর রোজ রবিবার বাদ আছর, মহররম ও রবিউল আউয়াল মাসের বরকত সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন কর...
30/07/2025

আগামী ৩ রা আগস্ট, ৮ ই সফর রোজ রবিবার বাদ আছর, মহররম ও রবিউল আউয়াল মাসের বরকত সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্থান: চৌধুরী কমপ্লেক্স, নতুন পাড়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা।

প্রায় ৬০০ জন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা আগামী ২০ শে জুলাই তারিখে সকাল সাড়ে ১০ টায় বরাটের পেইজ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী...
19/07/2025

প্রায় ৬০০ জন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা
আগামী ২০ শে জুলাই তারিখে সকাল সাড়ে ১০ টায় বরাটের পেইজ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট প্রায় ৬০০ জন ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
স্হানঃ হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আপনারা সবাই আমন্ত্রিত।
মোঃ আবুল কাশেম শেখ
সভাপতি
বরাটের পেইজ
বরাট, গোয়ালন্দ, রাজবাড়ী।
মোঃ বজলুর রহমান বিশ্বাস শামীম
প্রতিষ্ঠাতা
বরাটের পেইজ
বরাট, গোয়ালন্দ, রাজবাড়ী।

সহযোগিতায়: জি, এম, চৌধুরী কল্যাণ ট্রাস্ট।

ফিয়েবল সফট।fiable soft....A concern of GM groupপুনরায় চুক্তিবদ্ধ।২০২৫-২০২৮
13/07/2025

ফিয়েবল সফট।
fiable soft....A concern of GM group
পুনরায় চুক্তিবদ্ধ।
২০২৫-২০২৮

হিজরী নববর্ষ ১৪৪৭।স্বাগতম হে মুহাররম, আত্মত্যাগের মাস।
26/06/2025

হিজরী নববর্ষ ১৪৪৭।
স্বাগতম হে মুহাররম, আত্মত্যাগের মাস।

স্থিতিশীল ব্যাবসায়িক চলমান প্রকল্প, ৪টি ব্যবসা। #জিশানটেক্স হাতমোজা,  #জিএম কার্টন প্যাকেজিং,  #ফিয়াবেল সফটওয়্যার,  #ইন...
19/06/2025

স্থিতিশীল ব্যাবসায়িক চলমান প্রকল্প, ৪টি ব্যবসা।
#জিশানটেক্স হাতমোজা,
#জিএম কার্টন প্যাকেজিং,
#ফিয়াবেল সফটওয়্যার,
#ইন্ডিয়ান মশলা ।

ঈদ উল আয্হা, মুবারক।
06/06/2025

ঈদ উল আয্হা, মুবারক।


আমাদের অভিজ্ঞতা।Kodak কোম্পানির কথা মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে ১ লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ...
05/06/2025

আমাদের অভিজ্ঞতা।

Kodak কোম্পানির কথা মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে ১ লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার ৮৫%ই কোড্যাক ক্যামেরায় তোলা হত। গত কয়েক বছরে মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে Kodak কোম্পানিটাই উঠে যায়। এমনকি Kodak সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়।

ওই একই সময়ে বা এর কিছু আগে পরে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেগুলো এখনও কোনমতে টিকে আছে তাদের অবস্থাও নিভু নিভু। যেমন:

১. National (টিভি)
২. Raledy (ক্যাসেট প্লেয়ার)
৩. Casio (ঘড়ি)
৪. Ambassador (গাড়ি)
৫. Nokia (মোবাইল)
৬. Murphy (রেডিও)
৭. Compaq (পিসি ব্র্যান্ড)
৮. Oldsmobile (গাড়ি নির্মাতা)
৯. Pan Am (বিমান সংস্থা)
১০. Blockbuster (ভিডিও চেইন)
১১. Borders (বই বিক্রেতা)
১২. Toys "R" Us (খেলনা বিক্রেতা)
১৩. Enron (বৈশ্বিক জ্বালানি কোম্পানি)
১৪. Woolworth's (বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা)
১৫. Tower Records (মিউজিক স্টোর)

এই কোম্পানিগুলোর মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এরা উঠে গেল কেন? কারণ, সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি।

এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের ১০ বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে! আজকের ৭০ থেকে ৯০% চাকরিই সামনের ১০ বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে।

আমার কথা বিশ্বাস হচ্ছে না? আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান।

Uber কেবলমাত্র একটি software এর নাম। এদের নিজস্ব কোনো গাড়ি নেই। তবুও আজ তারা পৃথিবীর বৃহত্তম ট্যাক্সিভাড়ার কোম্পানি।

Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হলো, পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে Paytm, Ola Cabs, Oyo rooms ইত্যাদি অসংখ্য প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া যেতে পারে।

আজকে উন্নত দেশগুলোতে জুনিয়র আইনজীবীদের জন্য কোনো কাজ নেই, কারণ Clio, My Case, Practice Partner নামের সফটওয়্যারগুলো যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে। নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। Medscape, Merative, Telemedicine, eClinicalWorks, Doctor on Demand নামের অ্যাপগুলো মানুষের থেকে ৪ গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে।

পরের ১০ বছরে ৯০% মানুষের কোনো চাকরি থাকবে না। বাকি থাকবে কেবল ১০%। এই ১০% হলো বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ। ২০৩০ সালের মধ্যে AI এর বুদ্ধিমত্তা এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে, যার ফলে কর্মী হিসেবে মানুষের প্রয়োজনীয়তা একেবারেই কমে যাবে।

সামনের ২০ বছরে আজকের ৯০% গাড়িই রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেক্ট্রিকে চলবে অথবা হাইব্রিড হবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে। পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী দেশগুলি ক্রমশ অর্থনৈতিক সংকটে পড়বে।

তখন গাড়ি লাগলে, উবারের মত কোনো software এর কাছেই গাড়ি চাইতে হবে। আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালক বিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন, তাহলে মাথাপিছু গাড়িভাড়া বাইকের থেকেও কম হবে।

গাড়িগুলো চালকবিহীন হবার ফলে ৯৯% দুর্ঘটনা কমে যাবে। এবং সেই কারণেই গাড়ি বীমা করানো বন্ধ হবে এবং গাড়ি বীমার কোম্পানিগুলো সব উঠে যাবে।

গাড়ি চালানোর মতো কাজগুলো আর বেঁচে থাকবে না। ৯০% গাড়িই যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং এর কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না।

ভেবে দেখুন, আজ থেকে ১০ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে STD বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর, এই সবকটা STD বুথই কিন্তু পাততাড়ি গুটাতে বাধ্য হলো। যেগুলো টিকে রইল, তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এল। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করল। এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হল। এরা এখন শুধুই মোবাইল ফোন কেনাবেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই। কারণ Amazon, Flipkart থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি দিনকে দিন বাড়ছে।

টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে। একসময়ের নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও। এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেট এর যুগ। bKash, Nagad, Paytm, GoodLeap, Brex, Plaid এর রমরমা বাজার — মোবাইলের এক টিপে টাকা এপার ওপার।

যারা সময়ের সাথে বদলাতে পারে না, সময় তাদেরকে ডাস্টবিনে ফেলে দেয়। তাই টিকে থাকতে চাইলে ক্রমাগত নিজেকে আপডেট করতে থাকুন।

জিএম প্যাকেজিং...সেই ২০০৮ থেকে।এখন স্থিতিশীল ব্যাবসার অংশ।স্থিতিশীল ব্যাবসায়িক প্রকল্প, ৪ টি ব্যবসা। #জিশানটেক্স হাতমোজা...
14/05/2025

জিএম প্যাকেজিং...সেই ২০০৮ থেকে।এখন স্থিতিশীল ব্যাবসার অংশ।
স্থিতিশীল ব্যাবসায়িক প্রকল্প, ৪ টি ব্যবসা।
#জিশানটেক্স হাতমোজা,
#জিএম কার্টন প্যাকেজিং,
#ফিয়াবেল সফটওয়্যার,
#ইন্ডিয়ান মশলা ।

জি,এম,চৌধুরী কল্যাণ ট্রাস্ট..১৯৮৯কর্মসংস্থান ২০২৫- নৌকা।পৃষ্ঠপোষকতায়: ১০০ ক্লাব।
23/04/2025

জি,এম,চৌধুরী কল্যাণ ট্রাস্ট..১৯৮৯
কর্মসংস্থান ২০২৫- নৌকা।
পৃষ্ঠপোষকতায়: ১০০ ক্লাব।


শুভ বাংলা নববর্ষ।
13/04/2025

শুভ বাংলা নববর্ষ।

30/03/2025

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
"ঈদ মুবারক"।

স্বাগতম হে মাহে রামাদান, ১৪৪৬ হিজরি।
01/03/2025

স্বাগতম হে মাহে রামাদান, ১৪৪৬ হিজরি।

Address

Chowdhury Complex/GM Group Hemayetpur, Savar
Dhaka
1340

Telephone

+8801911101743

Website

Alerts

Be the first to know and let us send you an email when GM Group-bd tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to GM Group-bd tech:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram