28/12/2025
দাঁতের রোগ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা
দাঁতের রোগ যে কত ভয়ঙ্কর যন্ত্রণা তৈরি করতে পারে তা কেবল ভুক্তভোগীরাই জানে। অনেক সময় ব্যথার তীব্রতা এমন হয় যে রোগী স্বাভাবিক কাজ–কর্ম, খাওয়াদাওয়া, এমনকি ঘুমাতেও পারে না। দাঁত–মাড়ির বিভিন্ন সমস্যা যেমন—দাঁতের গোড়া ফোলা, দাঁত নড়া, পোকাধরা দাঁত, দাঁত ক্ষয়সহ আরও বহু সমস্যায় দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
হোমিওপ্যাথিতে দাঁতের রোগের উপসর্গভেদে চিকিৎসার প্রচলন রয়েছে। সঠিক রেমেডি প্রয়োগ করলে অনেক সময় দ্রুত উপশম পাওয়া যায়।
যে বিষয়টি মনে রাখা জরুরি: অনেক ক্ষেত্রে অভ্যন্তরীণ (Internal) ও বাহ্যিক (External) দুই ধরনের ওষুধ একসাথে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।
দাঁতের বিভিন্ন রোগ ও প্রযোজ্য হোমিও রেমেডি
১) সাধারণ দন্তশূল / দাঁতের ব্যথা
Plantago 6, 30 – সকল ধরনের দাঁতের ব্যথায় প্রযোজ্য।
Plantago (Mother tincture) – বাহ্যিক প্রয়োগে দ্রুত উপকার দেখা দিতে পারে।
২) ঠাণ্ডা লাগার ফলে দাঁতের গোড়া ফোলা, ব্যথা
Aconite 6, 30 – হঠাৎ ঠাণ্ডা লাগার পর তীব্র ব্যথা, অস্থিরতা।
৩) দাঁত নড়া, লেগে গেলে ব্যথা
Calcarea Fluor 6, 30 – দাঁতের গোড়া দুর্বল, নড়বড়ে।
৪) মাড়ি ফোলা, মুখে দুর্গন্ধ
Cistus Canadensis 3, 6, 30
৫) পায়োরিয়া (Pyorrhoea)
দাঁতের গোড়া থেকে রক্ত–পুঁজ পড়া
Emetine 1x / 1D (14 নয়—মূল Mother Tincture strength)
৬) মাড়িতে শোষ, ঘা, হাড় ক্ষয়
Acid Fluor 6, 30
Hecla Lava 6
৭) উপর চোয়ালে তীব্র ব্যথা
Apocynum Androsaemifolium (Mother tincture)
৮) শুয়ে থাকলে ব্যথা বাড়ে, নড়াচড়া করলে কমে
Magnesia Carb 6, 30
৯) রাত্রে ব্যথা বাড়ে, অস্থিরতা
Ratanhia (Mother tincture)
১০) আক্কেল দাঁত ওঠার ব্যথা
Chimaphilla / Chrysanthemum (Mother tincture)
(চিরাস্থ্যাস—সম্ভবত বানানভ্রান্তি; অধিক ব্যবহৃত রেমেডি হলো Chamomilla, Coffea, Kreosotum ইত্যাদি)
১১) দাঁত তোলার পর রক্ত পড়া
Trillium 6, 30
১২) পানসে দাঁত, রক্ত পড়ে
Carbo Veg 6, 30
১৩) স্পর্শে ব্যথা বাড়ে, কিন্তু শক্ত করে কামড়ালে উপশম
China 6, 30
১৪) ঠাণ্ডা জল মুখে রাখলে ব্যথা কমে
Coffea Cruda 6
১৫) ঠাণ্ডা জলেও ব্যথা কমে না; গরমে ব্যথা বাড়ে
Chamomilla 6, 30
১৬) শিশুদের দুধ দাঁত দ্রুত ক্ষয়, হলদে/কালো হয়ে গর্ত হওয়া
Kreosotum 6
১৭) ফোকলা দাঁত, ঠাণ্ডায় ঝিনঝিনি ব্যথা
Antimonium Crudum 6, 30
১৮) দাঁতের ক্ষত, হাড় ক্ষয়
Silicea 6
যদি উপশম না হয় → Acid Fluor 6
১৯) ঠাণ্ডা খাবারে উপশম, গরমে ব্যথা বাড়ে
Natrum Sulph 6, 30
২০) দাঁতে পোকা (Tooth Worm / Caries)
Kreosotum (Mother tincture) – বাহ্যিক প্রয়োগে ফল ভালো।
২১) ডানদিকের মাড়ি ফোলা, অসহ্য ব্যথা
Amphisbaena (Mother tincture)
২২) ক্ষয়ে যাওয়া দাঁত, স্নায়ুশূলের মতো ব্যথা
Coffea Tosta (Mother tincture)
২৩) দাঁত দেরিতে ওঠে বা তাড়াতাড়ি পড়ে যায়
Calcarea Carb 6, 30
২৪) রাতে দাঁত কড়মড় করা (Bruxism)
Cina 6, 30
২৫) দাঁতের গোড়া আলগা
Hepar Sulph 6
২৬) ঋতুকালে দাঁতের ব্যথা বৃদ্ধি
Lachesis 6 অথবা Sepia 6
27) গর্ভাবস্থায় দাঁতের ব্যথা
Pulsatilla 6
Magnesia Carb 6
Calcarea Carb 6
২৮) ঠাণ্ডায় ব্যথা কমে
Coffea 6, Pulsatilla 6, Magnesia Carb 6, Chamomilla 6
২৯) গরমে ব্যথা কমে
Magnesia Phos 6, Nux Vomica 6, Arsenicum 6
৩০) মাড়ি ফোলা, রক্ত পড়া, দাঁত আলগা–কালো–পানসে, লালা ঝরা
Mercurius Sol 6, 30
দাঁতের রোগে সহায়ক কিছু পরামর্শ
✔ নিয়মিত দাঁত পরিষ্কার রাখুন
✔ প্রতিদিন ব্রাশ ও ফ্লস
✔ খুব ঠাণ্ডা/গরম খাবার পরিহার
✔ পায়োরিয়া/মাড়ির সংক্রমণে দ্রুত চিকিৎসকের পরামর্শ
✔ শিশুদের দাঁত পর্যবেক্ষণ করুন
✔ খাবারের পর মুখ ধোয়ার অভ্যাস
**গুরুত্বপূর্ণ পরামর্শ:**
🔸কোনো ঔষধ নিজে নিজে সেবন করবেন না
🔸অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন
🔸নিয়মিত ফলোআপ করুন
🌿রোজ হোমিও এন্ড ফিজিওথেরাপি
ডাঃ রাজিয়া সুলতানা
সিরিয়াল : 📞+8801728338344
শীতলাখোলা, কালীবাড়ি রোড
ট্রাফিক পুলিশ অফিসের সামনে, বরিশাল সদর।
🧪হোমিওপ্যাথিতে স্বস্তি ও নিরাপদ চিকিৎসার নিশ্চয়তা। একজন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হোন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা।
Habibur Rahman Chowdhury