15/04/2019
Ectopic pregnancy:
এ রোগ যদিও কম মায়েদের হয়। তবুও আমাদের কিছু তথ্য জানা প্রয়োজন।এ রোগে মায়ের স্বাস্থ্য ঝুঁকি খুব বেশি থাকে।এমন কি মায়ের মৃত্যুও হতে পারে।
এ রোগে ভ্রূণ জরায়ুর যে স্থানে বড় হবার কথা সেখানে না হয়ে অন্য যায়গায় বড় হয় ।
*যে ভাবে আমরা ধারণা করতে পারিঃ
১। মায়ের ১-২ মাস মাসিক বন্ধ থাকে এর পর খুব অল্প ব্লাড যাবে।
২।পেটে প্রচণ্ড ব্যাথা থাকে, কম ব্যাথাও থাকতে পারে।
৩। আলট্রাসোনোগ্রাম দেখে আমরা নিশ্চিত হই।
*কাদের বেশী হয়ঃ
১।অনেক ক্ষেত্রে কারন অজানা।
২।মায়ের কোন ইনফেকশন থাকলে।
৩।পূর্বে কোন Ectopic pregnancy এর ইতিহাস থাকলে।
মার জটিলতাঃ
১। প্রচুর অভ্যন্তরীণ রক্ত ক্ষরণ হতে পারে।
২। এমনকি মার মৃত্যুও হতে পারে
• চিকিৎসাঃ
চিকিৎসক রোগীর অবস্থা, বিবেচনা করে চিকিৎসা দিবেন।
১। রোগ ধরা পরার সাথে সাথে চিকিৎসা শুরু করতে হবে। বেশীর ভাগ ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় এবং রক্তের প্রয়োজন হয়।
কি করনীয় আমাদের
১। মা এর তল পেটে কোন ইনফেকশন থাকলে চিকিৎসা করাতে হবে।
২।গর্ভ ধারন করলে প্রথম দিকে একটি আলট্রাসোনোগ্রাম করা যেতে পারে।
৩।রোগ ধরা পোড়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করা উচিত, রক্ত দাতা প্রস্তুত রাখা প্রয়জন।