Physiotherapy Seba Nikunja

Physiotherapy Seba Nikunja ফিজিওথেরাপি সেবা ও আর্থ্রাইটিস কেয়ার সেন্টার শারীরিক অক্ষম/ চলাচলে অক্ষম/স্ট্রোক বা প্যারালাইসিস রুগীদের বাসায় গিয়ে ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়।

06/05/2025
20/01/2025

পুলি এক্সারসাইজ সোল্ডার এর মবিলিটি বাড়ানোর জন্য এবং শোল্ডারের স্টেবিলিটি বাড়ানোর জন্য।

তৃষ্ণার্ত হওয়া ছাড়াও দেহ বিভিন্নভাবে পানির অভাবের কথা জানান দেয়।শরীরের বেশিরভাগ কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য পর্য...
23/11/2022

তৃষ্ণার্ত হওয়া ছাড়াও দেহ বিভিন্নভাবে পানির অভাবের কথা জানান দেয়।

শরীরের বেশিরভাগ কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত পানি প্রয়োজন। যখন পর্যাপ্ত পানি পান করা হয় না বা শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় তখন দেখা দেয় পানিশূন্যতা।

“পানিশূন্যতার কারণে শরীরে যেমন তাৎক্ষণিক সমস্যা হয় তেমনি দীর্ঘমেয়াদেও বিরূপ প্রভাব ফেলে”, বলছিলেন বস্টনে অবস্থিত ‘ওয়ার্ল্ড ক্লিনিক’য়ের জ্যেষ্ঠ চিকিৎসক অ্যাডাম ব্রিটন।

ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও জানান, সারা দিন রাত ধরেই শরীর থেকে পানি বের হয়ে যেতে থাকে। সেটা ঘাম, কান্না, প্রস্রাব এমনকি নিঃশ্বাসের মাধ্যমেও সামান্য পরিমাণে পানি শরীর হারাতে থাকে।

যেভাবে বোঝা যায় পর্যাপ্ত পানি পান হচ্ছে না

নিউ ইয়র্ক’য়ের ‘ফাংশনাল মেডিসিন’ বিশেষজ্ঞ এরিকা শোর্টজ ও ডা. ব্রিটনের মতে, হালকা পানিশূন্যতার মাধ্যমে শরীর জানান দেয় যে পানির অভাব হয়েছে।

আর পানিশূন্যতা হলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ধীর হয় ফলে মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছায়। যে কারণে দেখা দেয় প্রদাহ।

তাই পর্যাপ্ত পানি পান না করার ফলে দেখা দেয় মাথাব্যথা, মাথা ফাকা লাগা বা দ্বিধাগ্রস্ততা, অবসাদ, মেজাজের ওঠানামা, মাথা হালকা লাগা ও মাথা ঘোরা।

ডা. শোয়ার্টজ আরও বলেন, “হাড়ের সংযোগ স্থলে পিচ্ছিলভাব বজায় রাখতেও পানি প্রয়োজন। পেশির কর্মক্ষমতাও নির্ভর করে পানির ওপর। তাই দেহের পানির অভাব হল হাড়ের সংযোগে যেমন ব্যথা হতে পারে তেমনি পেশিতে পড়তে পারে টান বা খিঁচ।”

এছাড়া ত্বক ও মুখ শুষ্ক হওয়া, ঘন ও বর্ণিল প্রস্রাব হওয়ার মতো বিষয়গুলোতো আছেই।

উপরের সবগুলো বিষয়ই মাথায় রাখার পরামর্শ দেন এই দুই চিকিৎসক।

ধরা যাক ব্যস্ত দিনের কোনো সময়ে হঠাৎ করেই পেশিতে টান পড়লো, কিংবা কোনো কারণ ছাড়াই দেখা দিল মাথা ব্যথা। তখন একটু বিশ্রাম নিয়ে ভাবতে হবে সারাদিন কি যথেষ্ট পানি পান করা হয়েছে? তাই একটু বিরতি নিয়ে পানি পান করে শরীরকে আর্দ্র হওয়ার সুযোগ দিতে হবে তখন।

সারা দিনে কতটা পানি পান করা প্রয়োজন?

এই ক্ষেত্রে প্রচলিত পরিমাণ আট গ্লাসের কথা বলা হয়। তবে আবহাওয়া, পরিবেশ, কাজের ধরন ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর পানির পানের পরিমাণ নির্ভর করে।

তাই পরিমাণের দিকে না তাকিয়ে তৃষ্ণার্ত হলেই পানি পান করা উচিত।

‘ইউএস ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন’য়ের তথ্যানুসারে, স্বাভাবিক তাপমাত্রায় থাকা একজন প্রাপ্তবয়স্ক নারীর ১১.৫ কাপ ও পুরুষের ১৫.৫ কাপ পানি পান করা প্রয়োজন।

তবে শরীরচর্চা করা, কাজের ধরন, শারীরিক অবস্থা, পরিবেশ পরিস্থিতি ইত্যাদির ওপর নির্ভর করে এই পরিমাণ পরিবর্তিত হতে পারে।

ডা. শোয়ার্টজ পরামর্শ দেন, দেহের ওজনের অর্ধেক পরিমাণ আউন্স হিসাবে বের করে পানি পান করা ভালো পন্থা।

আর পিপাসা লাগলেই পানি গ্রহণ করা হল আর্দ্র থাকার সবচেয়ে সরল উপায়।

ম্যানুয়াল থেরাপি এবং থেরাপিউটিক এক্সারসাইজ এর পাশাপাশি ব্যাক পেইন রিলিফ এ IFTখুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।        ...
24/10/2022

ম্যানুয়াল থেরাপি এবং থেরাপিউটিক এক্সারসাইজ এর পাশাপাশি ব্যাক পেইন রিলিফ এ IFTখুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।







#

01/10/2022

Gait training for stroke patient.
rehabilitation
strengthening
's



Physiotherapy treatment
adhunik
physiotherapy

near me

https://youtu.be/dk5IOOi6cak
01/10/2022

https://youtu.be/dk5IOOi6cak

Ultrasound therapy for lateral epicondylitisA first study from Greg W. et al says that ultrasonography is probably helpful for lateral epicondylitis . Ultras...

Address

Road 12 House 27 Nikunja 2
Dhaka
1229

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801917789843

Alerts

Be the first to know and let us send you an email when Physiotherapy Seba Nikunja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physiotherapy Seba Nikunja:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram