Farazy Dental & Research Ltd. - Uttara

Farazy Dental & Research Ltd. - Uttara দেশের সর্ববৃহৎ বেসরকারি ডেন্টাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান — ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লিঃ - ‍উত্তরা।

🔷 সেবা নিতে ক্লিক করুনঃ https://wa.me/8801911866633
(662)

07/12/2025

আপনার মুখ ও দাঁতের সঠিক যত্ন নিশ্চিত করতে আমরা আছি বছরের ৩৬৫ দিনই সকাল ৮ টা থেকে রাত ১১ টা।
নিয়মিত ও মানসম্পন্ন ডেন্টাল ট্রিটমেন্ট নিতে চলে আসুন আমাদের ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লিমিটেড এর যেকোনো শাখায়।
সময়ের সঙ্গে দাঁতের পরিচর্যা আপনাকে রাখবে আরও আত্মবিশ্বাসী ও সুস্থ।
আজই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
📞01911-866633

ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লি. উত্তরা শাখায় শুরু থেকেই দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিয়ে আসছেনআমাদের সম্মানিত মেডিক...
04/12/2025

ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লি. উত্তরা শাখায় শুরু থেকেই দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিয়ে আসছেন
আমাদের সম্মানিত মেডিক্যাল অফিসার
ডা. মেরিনা আক্তার
বি.ডি.এস (ঢাকা)
পি.জি.টি (ওরাল প্যাথলজি এন্ড পেরিওডোন্টলজি)
সাক্ষাতের সময়
মঙ্গলবার থেকে শুক্রবার
বিকাল ৩টা থেকে রাত ১১টা
মুখ ও দাঁতের সুরক্ষায় ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লিমিটেড সবসময় আপনার নির্ভরযোগ্য সঙ্গী।
এপয়েন্টমেন্টের জন্য কল করুন: 01911-866633

ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লি. উত্তরা শাখার শুরু লগ্ন থেকেই দক্ষতা ও আস্থার সাথে ধারাবাহিক সেবা দিয়ে আসছেন, আমাদের সম্মা...
29/11/2025

ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লি. উত্তরা শাখার শুরু লগ্ন থেকেই দক্ষতা ও আস্থার সাথে ধারাবাহিক সেবা দিয়ে আসছেন,
আমাদের সম্মানিত মেডিক্যাল অফিসার
ডা. শ্রাবনি হোসেন
বি.ডি.এস (ঢাকা)
পি.জি.টি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)

📅 সাক্ষাতের সময় : শনিবার – বৃহস্পতিবার
⏰ বিকাল ৩টা – রাত ১১টা

মুখ ও দাঁতের সুরক্ষায় ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লিমিটেড সবসময় আপনার পাশে আছে।
📞 এপয়েন্টমেন্ট নিতে কল করুন: 01911-866633

27/11/2025

ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার লিঃ এর সম্মানিত মেডিকেল অফিসার ডা. পারমিতা বিশ্বাস।
কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও এন্ডোডন্টিক্সে তাঁর দক্ষতা, অভিজ্ঞতা এবং রোগীর প্রতি আন্তরিক মনোযোগ তৈরি করেছে আস্থার একটি স্বচ্ছ অবস্থান।
প্রতিটি রোগীর সমস্যা তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের সমন্বয়ে নিশ্চিত করেন নিরাপদ ও মানসম্মত চিকিৎসা।
এপয়েন্টমেন্টের জন্য কল করুন: 01911-866633

মুখ ও দাঁতের যেকোনো সমস্যাকে অবহেলা না  করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা দাঁতকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহ...
27/11/2025

মুখ ও দাঁতের যেকোনো সমস্যাকে অবহেলা না করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সময়মতো চিকিৎসা দাঁতকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করে।
ফরাজী ডেন্টালে রয়েছে ৫০ জনের বেশি দক্ষ ডেন্টাল সার্জন, যারা বছরে ৩৬৫ দিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেবা দিয়ে থাকেন।
এখানে আছে বিশেষজ্ঞদের পরামর্শ, আধুনিক টেকনোলজি এবং নির্ভরযোগ্য চিকিৎসা।

এপয়েন্টমেন্টের জন্য কল করুন: 01911-866633

ডেন্টালের কোনো সমস্যা চোখে পড়লে দেরি না করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা আপনার দাঁতকে দীর্ঘদিন সুস্থ রাখ...
26/11/2025

ডেন্টালের কোনো সমস্যা চোখে পড়লে দেরি না করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা আপনার দাঁতকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করে।
আমাদের ৫০ জনেরও বেশি দক্ষ ডেন্টাল সার্জনের টিম বছরে ৩৬৫ দিন, সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন সেবা দিয়ে থাকে।
আছে বিশেষজ্ঞদের পরামর্শ, আধুনিক টেকনোলজি আর নির্ভরযোগ্য চিকিৎসা।

এপয়েন্টমেন্টের জন্য কল করুন: 01911-866633

26/11/2025

প্রতিটি হাসির পেছনে আছে আমাদের যত্ন, আন্তরিকতা আর দক্ষতার কাজ।
ধন্যবাদ আবুল খায়ের মোহাম্মদ আইনুল হক স্যার। আপনার বিশ্বাসই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। 💙

25/11/2025

ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার লিঃ এর সম্মানিত মেডিকেল অফিসার ডা. মেরিনা আক্তার।
ওরাল প্যাথলজি, পেরিয়োডন্টাল কেয়ার এবং শিশুদের দন্তচিকিৎসায় তাঁর অভিজ্ঞতা রোগীদের জন্য সৃষ্টি করেছে আস্থার এক নির্ভরযোগ্য পরিধি।
দক্ষতা, মানবিকতা ও পেশাদারিত্বের সমন্বয়ে তিনি প্রতিদিনই রোগীদের সর্বোত্তম সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এপোয়েনমেন্ট বুক করতে কল করুন - 01911-866633

23/11/2025

সম্মানিত পেসেন্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আমাদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ ক্যাম্পেইন পেয়েছে দারুণ সাড়া।
আপনাদের এই বিশ্বাসই প্রমাণ করে মুখ ও দাঁতের সঠিক চিকিৎসা কতটা প্রয়োজনীয়।

মাত্র ১৪৯০ টাকায় স্কেলিং ও পলিশিং করুন
যা আপনার দাঁতকে রাখবে পরিষ্কার, মজবুত ও সুস্থ।
মুখের সামগ্রিক স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৪৯০ টাকার যেকোনো ট্রিটমেন্ট নিলেই পাচ্ছেন "লাকি স্মাইল লটারি" জেতার সুযোগ!
যেখানে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার
প্রথম পুরস্কার: iPhone 17 Pro Max
দ্বিতীয় পুরস্কার: স্কুটি
তৃতীয় পুরস্কার: iPad
এছাড়াও থাকবে আরও ৯৯টি চমকপ্রদ পুরস্কার!
সুস্থ হাসির জন্য আজই চলে আসুন ফরাজী ডেন্টালে,
আমরা আছি আপনার পাশে।

📞 এপয়েন্টমেন্ট নিতে কল করুন: 01911-866633

23/11/2025

আজকের আলোচনা অ্যাস্থেটিক ফিলিং নিয়ে।
যারা জানতে চান ফিলিং কতটা নিরাপদ, কতদিন টেকে, দাঁতের রঙের সঙ্গে মানায় কি না বা খরচ কেন ভিন্ন হয়—এই লাইভ আপনার জন্যই।
🎙️ উপস্থাপক: জনাব আবু সাঈদ রিয়াজ
👩‍⚕️ আলোচক: সম্মানিত সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. প্রিয়া রানী নন্দী
📍 ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লিঃ – উত্তরা
☎️ 01911-866633
এখনই যুক্ত হন এবং জানতে থাকুন আপনার দাঁতের সঠিক যত্নের কথা।

🎥 আমরা আসছি লাইভে!✳️ আলোচনার বিষয়ঃ অ্যাস্থেটিক ফিলিং – সাধারণ প্রশ্ন ও  উত্তর 🦷🔷 লাইভে জানুন –✅ অ্যাস্থেটিক ফিলিং কী এবং...
22/11/2025

🎥 আমরা আসছি লাইভে!
✳️ আলোচনার বিষয়ঃ অ্যাস্থেটিক ফিলিং – সাধারণ প্রশ্ন ও উত্তর 🦷
🔷 লাইভে জানুন –
✅ অ্যাস্থেটিক ফিলিং কী এবং সাধারণ ফিলিং থেকে কীভাবে আলাদা
✅ কোন ক্ষেত্রে অ্যাস্থেটিক ফিলিং প্রয়োজন হয়
✅ ফিলিং কত বছর টেকে
✅ দাঁতের রঙের সঙ্গে ফিলিং ম্যাচ করা যায় কি না
✅ ফিলিংয়ের পর খাবার খাওয়া, সেনসিটিভিটি এবং যত্ন
✅ অ্যাস্থেটিক ফিলিং ও কম্পোজিট বন্ডিং এর পার্থক্য
✅ ফিলিং নষ্ট হলে করণীয়
✅ দাঁত কালচে হলে ফিলিং কতটা কার্যকর
✅ খরচ ভ্যারিয়েশন কেন হয়
🔷 লাইভের সময়সূচিঃ
📅 তারিখঃ ২৩ নভেম্বর ২০২৫।
⏰ সময়ঃ বিকাল ৪ঃ০০
🎙️ উপস্থাপকঃ
জনাব আবু সাঈদ রিয়াজ
শাখা ব্যবস্থাপক
ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লিঃ – উত্তরা
👨🏻‍⚕️ আলোচকঃ
সম্মানিত সিনিয়র মেডিক্যাল অফিসার
ডা. প্রিয়া রানী নন্দী
ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লিঃ – উত্তরা
📍 আয়োজনেঃ ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লিঃ – উত্তরা শাখা
সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে কল করুনঃ
☎️ 01911-866633
🌿 সচেতন থাকুন, সুস্থ থাকুন — মুখ ও দাঁতের যত্নে ফরাজী ডেন্টাল আপনার পাশে! ❤️

দাঁতের যেকোনো সমস্যা দেখলে অবহেলা না করে দ্রুত অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।সময়মতো সঠিক চিকিৎসাই আপনার দাঁতকে দীর্ঘদিন স...
22/11/2025

দাঁতের যেকোনো সমস্যা দেখলে অবহেলা না করে দ্রুত অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সময়মতো সঠিক চিকিৎসাই আপনার দাঁতকে দীর্ঘদিন সুস্থ রাখে।
ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ লিমিটেডে রয়েছে দেশের সবচেয়ে বড় ডেন্টাল টিম।
৫০ জনেরও বেশি অভিজ্ঞ ডেন্টাল সার্জন বছরের ৩৬৫ দিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত নিয়মিত সেবা দিচ্ছেন।
এখানে পাবেন পরামর্শ, আধুনিক সুবিধা এবং সময়মতো চিকিৎসার নিশ্চয়তা।

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কল করুন: 01911-866633

Address

House-14/A, Road-Rabindra Sarani, Sector-07, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Farazy Dental & Research Ltd. - Uttara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram