28/07/2025
3 in1 Belly/Abdomen/Pelvis Postpartum support recovery Belt
এই থ্রি-ইন-ওয়ান রিকভারি সিস্টেম প্যাকেজে আছে আফটার বার্থ মায়ের জন্য সবগুলো সাপোর্ট, যেমন - স্টোমাক বেল্ট, ওয়েইস্ট বেল্ট এবং পেলভিস বেল্ট।
আপনার বডি রিকভার এবং এবডোমেন মাসলকে পুনর্গঠন করতে প্রতিটি বেল্টেরই আছে ভিন্ন ভিন্ন ব্যবহার ও কার্যকারিতা।
- সরাসরি স্কিনের উপর এই বেল্ট না লাগিয়ে আগে কোন শার্ট বা টপস পরে নিন। তারপর বেল্ট পরুন।
- রাতে শোবার সময় এই বেল্টগুলো পরে ঘুমাবেন না।
- যেসব মায়েরা স্বাভাবিকভাবেই বাচ্চা প্রসব করেছেন, তারা ডেলিভারির পরদিন থেকেই এই বেল্ট পরতে পারেন।
তবে যেসব মায়েদের সিজার-এর মাধ্যমে বাচ্চা প্রসব হয়েছে তারা সেলাই বা ক্ষত পরিপূর্ণভাবে সারার পরে এই বেল্ট ব্যবহার করবেন।
১ম দিন থেকে ৭ম দিন পর্যন্ত শুধুমাত্র স্টোমাক বেল্ট পরবেন।
- এটি পেটের ফোলাভাব কমাবে, ঝুলে যাওয়া রোধ করবে এবং এবডোমেনকে আগের মতো সমান করবে।
৭ম দিনের পর ৮ম দিন থেকে ৬ষ্ঠ সপ্তাহ পর্যন্ত আপনি স্টোমাক বেল্টের সাথে ওয়েইস্ট বেল্টটি নিতে পারেন।
- এতে করে আপনি লাম্বার (মেরুদÐের নিচের হাড়) সাপোর্ট এবং সেই সাথে ব্যাক পেইন থেকে রিলিফ পাবেন।
৬ষ্ঠ সপ্তাহ পরে পেলভিস বেল্ট নিবেন। এটি প্রেগনেন্সির কারণে লুজ হওয়া পেলভিক জয়েন্টকে সংকুচিত (স্ট্যাবিলাইজ) করতে সাহায্য করবে এবং আপনার হিপকে ঠিক আগের মতো সুগঠিত করবে।
- MumzKido স্লিমিং বেল্টগুলো পরার সময় - স্টোমাক বেল্টটি আগে নিবেন, পরে ওয়েইস্ট বেল্ট এবং সবশেষে পেলভিস বেল্ট।
- এই বেল্টগুলো পরার সময় কখনো অস্বস্তি লাগলে একটু ঢিলা করে নিতে পারেন কিংবা পরার সময়টা কিছুটা কমিয়ে নিতে পারেন।
MumzKido স্লিমিং বেল্টগুলো দ্রæত পোস্টাপার্টাম রিকভারির জন্য খুবই প্রয়োজনীয়। আর বডি শেপ ফিরে পেতে আধুনিক মায়েদেরও দারুণ পছন্দের। তাই আজই নিন। সকল মায়েদের জন্য শুভকামনা।
https://www.youtube.com/watch?v=LXn0i_ij628&t=2s
#ঝুলে_যাওয়া_পেট #গর্ভকালীন_দাগ #ব্যাক_পেইন #পেলভিস_পেইন #মেরুদন্ডের_ব্যথা #প্রেগন্যান্সি_বেল্ট #আফটার_প্রেগনেন্সি_সমস্যা