18/12/2025
অসহায় মানুষদের সেবা করতে ০৪ জন মানবিক মন-মানসিকতা সম্পন্ন ডিপ্লোমা নার্স/প্যারামেডিক (পুরুষ/মহিলা) প্রয়োজন।
বিজ্ঞপ্তিঃ অনুগ্রহপূর্বক পোস্টটি ভালো করে পড়ে, বুঝে তারপর সরাসরি যোগাযোগ করুন। অযথা হয়রানিমূলক ফোন বা মেসেজ না করার অনুরোধ রইলো।
Child & Old Age Care একটি স্বনামধন্য বৃহত্তর পরিচয়হীন, অভিভাবকহীন, অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও অসুস্থ প্রতিবন্ধী শিশুদের আশ্রয় কেন্দ্র। এখানে আশ্রয়কৃত ব্যক্তিগণ সকলেই অসুস্থ, শারীরিক ও মানসিক ভারসাম্যহীন এবং প্রতিবন্ধী। এই সকল অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী ছোট শিশুদের পরিচর্যার ও স্বাস্থ্য সেবার জন্য ডিপ্লোমা নার্স/প্যারামেডিক পদে ০৪ জন দক্ষ ডিপ্লোমা নার্স/প্যারামেডিক (পুরুষ/মহিলা) প্রয়োজন।
পদ এবং সংখ্যা: ডিপ্লোমা নার্স/প্যারামেডিক - ০৪ জন [পুরুষ/মহিলা]
√ শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা নার্স। প্যারামেডিকের ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেটধারী ও ১/২বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
√ কাজের বিবরণীঃ বৃদ্ধাশ্রমে আশ্রীত বৃদ্ধ-বৃদ্ধা এবং প্রতিবন্ধী শিশুদের নার্সিং সেবা প্রদান। এখানে আশ্রয়কৃত সকল শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারা অভিভাবকহীন, পরিচয়হীন, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী এবং শারীরিক মানসিক ভারসাম্যহীন হওয়ায় এখানকার পরিবেশ ক্ষত, ঘা-পচন, পায়খানা-প্রস্রাব, রক্ত, বমি দুর্গন্ধে ভরা। এই প্রতিষ্ঠানে কাজ করা খুবই কঠিন এবং কষ্টকর। তাই সব কিছু বুঝে আবেদন করার অনুরোধ করছি।
√ বয়স: সর্বোচ্চ ২০ থেকে ৩৫ বছর।
√ বেতন (মাসিক): জন প্রতি: ১৫,০০০/- টাকা থেকে ঊর্ধ্বে আলোচনা সাপেক্ষে।
√ ডিউটি টাইম: ১২ ঘণ্টা (জরুরী প্রয়োজনে যেকোনো সময়)
√ থাকা ও খাওয়া প্রতিষ্ঠান থেকে প্রদান করা হবে।
√ যেহেতু প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অসহায় এবং অচল অসুস্থ মানুষদের তাই সার্বক্ষণিক প্রতিষ্ঠানে থেকে কাজ করতে হবে।
√ সাপ্তাহিক কোনো ছুটি নেই (তবে জরুরী প্রয়োজনে ছুটি পাবেন)
উল্লেখ্য এই প্রতিষ্ঠানের সকল খরচ, ব্যয়ভার স্বেচ্ছাদানের মাধ্যমে সংগৃহীত হয়। আশ্রয়কৃত সকল শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারা অভিভাবকহীন, পরিচয়হীন, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী এবং শারীরিক মানসিক ভারসাম্যহীন। এখানকার পরিবেশ ক্ষত, ঘা-পচন, পায়খানা-প্রস্রাব, রক্ত, বমি দুর্গন্ধে ভরা। এই প্রতিষ্ঠানে কাজ করা খুবই কঠিন এবং কষ্টকর। একই সাথে এই কঠোর পরিশ্রমের সঠিক পারিশ্রমিক দেয়াও আমাদের পক্ষে সম্ভব না। তাই কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে অনুরোধ মানবিক দিক বিবেচনা করে ভালোভাবে চিন্তাভাবনা করে যোগাযোগ করবেন।
আগ্রহী পার্থীগণ একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড), লিখিত আকারে জীবন বৃত্তান্ত (সিভি) ও সদ্য তোলা ছবিসহ আগামী ৩০/১২/২০২৫ইং তারিখের যেকোনো দিন সকাল ০৯টা থেকে বিকেল ০৫ টার মধ্যে নিন্মোক্ত ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন। (ইমেইল, ফোন কল, মেসেজের মাধ্যমে চাকরীর আবেদন গ্রহণযোগ্য নয়)
■■ বিস্তারিত জানতে- +88 01614889988
■ সরাসরি যোগাযোগ করতে : সাভার স্থায়ী আশ্রয় কেন্দ্রের ঠিকানা: Child & Old Age Care.
বাড়ি নং: ৫৭৬/১, গ্রাম: কমলাপুর বাহিরটেক, ইউনিয়ন: ৭নং বিরুলিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা। মোবাইল নাম্বার :+8801955545777, +8801979555260