NIRAMOY

NIRAMOY (Specialized Hospital for Treatment of Mental Health & Drug Dependence.) Specialized Hospital for Treatment of Mental Health & Drug Dependence. Prof. Dr. M.M.

Our Consultants:

Prof. Dr. Golam Rabbani (FCPS )
Ex-Director & Professor
National Institute of Mental Health. Prof.Dr. Waziul Alam Cowdhury (FCPS )
Ex-Director & Professor
National Institute of Mental Health. Dr. Faruq Alam (FCPS )
Ex-Director & Professor
National Institute of Mental Health. Dr. Tazul Islam (FCPS )
Ex-Professor
National Institute of Mental Health. Dr. Avro Das Bhoumik (FCPS)
Associate Professor (Psychiatry)
National Institute of Mental Health. Dr. Tariqul Islam Sumon (FCPS)
Associate Professor (Psychiatry)
National Institute of Mental Health. Dr. Mekhla Sarkar (FCPS)
Associate Professor (Psychiatry)
National Institute of Mental Health. Dr. Niaz Mohammad Khan (FCPS)
Associate Professor (Psychiatry)
National Institute of Mental Health. Jalal Uddin (FCPS)
Associate Professor (Psychiatry)
National Institute of Neuroscience & Hospital

Dr. Helal Uddin Ahmed (FCPS)
Associate Professor (Psychiatry)
National Institute of Mental Health.

আমাদের জীবনের কিছু সময় আসে যখন মনে হয় আর পারছি না। সবকিছু কেমন যেন এলোমেলো লাগে, একটা ঘোর অন্ধকার যেন ঘিরে ধরে। এই সময়টা...
31/10/2025

আমাদের জীবনের কিছু সময় আসে যখন মনে হয় আর পারছি না। সবকিছু কেমন যেন এলোমেলো লাগে, একটা ঘোর অন্ধকার যেন ঘিরে ধরে। এই সময়টাতে পাশে একজন নির্ভরযোগ্য মানুষ বা একটা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া খুব জরুরি, যারা হাত ধরে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে।

আপনার বা আপনার প্রিয়জনের যদি এমন কোনো কঠিন সময় যায়, তাহলে নিরাময় আছে আপনার পাশে। নিরাময় শুধু একটা রিহ্যাব সেন্টার নয়, এটা একটা পরিবার। এখানে আমরা আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য কাজ করি। আমরা জানি, প্রতিটি মানুষের গল্প আলাদা, তাই আমাদের সেবাও কাস্টমাইজড। আমাদের লক্ষ্য আপনাকে আপনার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, যেন আপনি আবার হাসিমুখে চলতে পারেন, নতুন করে স্বপ্ন দেখতে পারেন।

এখানে আপনি পাবেন:

অভিজ্ঞ ডাক্তার ও থেরাপিস্টদের টিম: যারা আপনাকে সঠিক গাইডেন্স দেবে।

মনের মতো পরিবেশ: নিরাময়ের শান্ত ও সুন্দর পরিবেশে খুব সহজেই মন ভালো হয়ে যাবে।

সর্বোচ্চ মানের যত্ন: আমরা আপনাকে এমনভাবে যত্ন নেব, যাতে আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

গোপনীয়তা: আমরা আপনার তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করি।

জীবন মানেই তো সংগ্রাম, কিন্তু কিছু সংগ্রামে একা লড়তে হয় না। আসুন, আমরা আপনার হাতটা ধরে এগিয়ে যাই। আপনার নতুন জীবনের পথে নিরাময় আপনার সঙ্গী হতে চায়।

যোগাযোগের জন্য কল করুন এই নাম্বারে 01758-338888 অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.niramoyhopital.org

আপনার পাশে আছি, সবসময়।

Yaba addiction - এই জিনিসটা যে কতটা tough, সেটা আসলে যারা ভুক্তভোগী বা তাদের কাছের মানুষ, তারাই বোঝেন। এটা শুধু একটা নেশ...
30/10/2025

Yaba addiction - এই জিনিসটা যে কতটা tough, সেটা আসলে যারা ভুক্তভোগী বা তাদের কাছের মানুষ, তারাই বোঝেন। এটা শুধু একটা নেশা না, এটা আসলে জীবনের ওপর একটা huge burden। মনে হয় যেন সব শেষ, আর কোন hope নেই।

কিন্তু শোনেন, trust me, আপনার জন্য একটা way out আছে। নিরাময় হাসপাতাল এই দিকটাতে seriously কাজ করছে বাংলাদেশে। নিরাময় হাসপাতাল এর এক্সপার্ট টিম আছে, যারা এই Yaba addiction থেকে রিকভারির জন্য full support দেয়। তাদের ট্রিটমেন্ট প্ল্যানগুলো এমনভাবে ডিজাইন করা যে, আপনি আবার একটা fresh start করতে পারবেন।

যদি আপনার নিজের বা পরিচিত কারো এই ধরনের হেল্প দরকার হয়, please don't hesitate। একটু কষ্ট করে হলেও এই লিংকটা ভিজিট করুন, দেখেন আপনার জীবনের নতুন একটা chapter শুরু হতে পারে: https://niramoyhospital.org/yaba-addiction-recovery-in.../

মনে রাখবেন, recovery is possible। শুধু একটা ছোট স্টেপ নেওয়ার ব্যাপার!

জীবনের বিভিন্ন ধাপে আমরা এমন অনেক সমস্যার মুখোমুখি হই, যা একা সমাধান করা কঠিন হয়ে পড়ে। পেশাদার কাউন্সেলর আপনার মনস্তাত...
29/10/2025

জীবনের বিভিন্ন ধাপে আমরা এমন অনেক সমস্যার মুখোমুখি হই, যা একা সমাধান করা কঠিন হয়ে পড়ে। পেশাদার কাউন্সেলর আপনার মনস্তাত্ত্বিক সমস্যা, মানসিক চাপ বা জীবনের জটিল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা গড়ে তোলেন 🧠🌱

কাউন্সেলিং কেন গুরুত্বপূর্ণ ❓

🌀 চিন্তার গঠনমূলক পরিবর্তন
কাউন্সেলিং আপনাকে নেতিবাচক চিন্তা থেকে বের হয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়তা করে।

📌 সঠিক সিদ্ধান্ত গ্রহণ
জীবনচলার পথে কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। কাউন্সেলিং সেই সংকট কাটিয়ে উঠতে সহায়ক।

🌿 মনের ভার লাঘব
মনের গভীরে জমে থাকা দুশ্চিন্তা, কষ্ট বা ভয়ের বোঝা কাউন্সেলিং-এর মাধ্যমে হালকা হয়।

🔑 সন্দেহ ও আত্মবিশ্বাসের ঘাটতি দূর
অনেক সময় আমরা নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ করি। একজন দক্ষ কাউন্সেলর আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করেন।

কিশোর থেকে বয়স্ক, যেকোনো বয়সেই কাউন্সেলিং প্রয়োজন হতে পারে। এটি কোনো বিলাসিতা নয়, বরং অন্য যেকোনো শারীরিক সমস্যার মতো মানসিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

💌 মনের কথা বলতে কখনো সংকোচ করবেন না, আপনার ও আপনার প্রিয়জনদের মানসিক স্বাস্থ্যের যেকোনো সমস্যায় আমরা আছি আপনার পাশে।

📞 যোগাযোগ করুন:
👉 ওয়েবসাইট: niramoyhospital.org
📱 ফোন: 01758338888

আমাদের মন প্রায়ই অতীতের ভুলের ভার কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তার ফাঁদে আটকে থাকে। কিন্তু প্রকৃত সুখের আসল রহস্য হলো বর্তমান...
28/10/2025

আমাদের মন প্রায়ই অতীতের ভুলের ভার কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তার ফাঁদে আটকে থাকে। কিন্তু প্রকৃত সুখের আসল রহস্য হলো বর্তমান মুহূর্তকে গভীরভাবে অনুভব করা। মাইন্ডফুলনেস চর্চা আমাদের মনকে শান্ত করে, দুশ্চিন্তা কমায় এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।
প্রতিটি মুহূর্তের মাঝেই লুকিয়ে আছে প্রকৃত আনন্দ। জীবন কেবল অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভাবনার নাম নয়, বরং 'এই মুহূর্ত'কেই সত্যিকারের উপভোগ করা জরুরি।

👉 মানসিক যেকোন সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন: 📞 𝟬𝟭𝟳𝟱𝟴𝟯𝟯𝟴𝟴𝟴𝟴

আজ ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর আমাদের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হলো— বিপর্যয় কিংবা জরুরি অবস্থায় ...
09/10/2025

আজ ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর আমাদের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হলো— বিপর্যয় কিংবা জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা নিশ্চিত করা।

আমরা সবাই জানি, যেকোনো অপ্রত্যাশিত ক্রাইসিস বা দুর্যোগের সময় মানুষের শারীরিক সুরক্ষার পাশাপাশি মানসিক স্ট্রেস এবং উদ্বেগ বহুগুণ বেড়ে যায়। এই সময়টায় সাপোর্ট প্রয়োজন হয় সবচেয়ে বেশি। কিন্তু দুঃখজনকভাবে, প্রায়শই এই জরুরি মুহূর্তে মেন্টাল হেলথ সাপোর্ট-এর বিষয়টি উপেক্ষিত থেকে যায়। আমাদের মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করাটা এখন আর ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি fundamental need।

এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমাদের সবার অঙ্গীকার হোক: নিজেদের এবং আমাদের চারপাশের মানুষদের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া। আসুন আমরা সম্মিলিতভাবে কাজ করি যেন, যেকোনো দুর্যোগে বাংলাদেশে কেউ একা না থাকে। প্রতিটি জীবন মূল্যবান, আর প্রতিটি মনের যত্ন নেওয়া আমাদের জাতীয় দায়িত্ব।

#নিরাময়

কখনও কি এমন হয়েছে—হঠাৎ করে মনে হলো শ্বাস নিতে পারছেন না, বুক ধড়ফড় করছে, হাত-পা কাঁপছে… আর মনে হচ্ছে এখনই ভয়ংকর কিছু একটা...
08/10/2025

কখনও কি এমন হয়েছে—হঠাৎ করে মনে হলো শ্বাস নিতে পারছেন না, বুক ধড়ফড় করছে, হাত-পা কাঁপছে… আর মনে হচ্ছে এখনই ভয়ংকর কিছু একটা হয়ে যাবে?

🙇‍♀️ এটা হতে পারে 𝗣𝗮𝗻𝗶𝗰 𝗔𝘁𝘁𝗮𝗰𝗸… এবং যদি বারবার এমন হয়, তাহলে আপনি হয়তো 𝗣𝗮𝗻𝗶𝗰 𝗗𝗶𝘀𝗼𝗿𝗱er-এ ভুগছেন।

অনেকেই এটা বুঝতেই পারেন না, আবার কেউ ভয় পেয়ে চুপচাপ থাকেন। কিন্তু সত্যি বলছি—এটা কোনো দুর্বলতা না, এটা একটা মানসিক স্বাস্থ্য সমস্যা, যার সমাধান আছে।

আমরা এই ব্লগটিতে সহজ ভাবে আলোচনা করেছি —
🔹 Panic Disorder এর লক্ষন
🔹 কেন হয়
🔹 এবং কিভাবে মুক্তি পাওয়া যায়

🌿 নিজে জানুন, অন্যকেও জানান। সচেতন হোন, সুস্থ থাকুন।

📖 আমাদের ব্লগটি পড়তে এখানে ক্লিক করুন: 👉 https://niramoyhospital.org/panic-disorder-symptoms.../

নিয়ন্ত্রণহীন বিক্ষিপ্ত চিন্তা কি আপনাকে কষ্ট দেয়?প্রতিদিনের যেকোনো ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা একজন ব্যক্তিকে মানসি...
07/10/2025

নিয়ন্ত্রণহীন বিক্ষিপ্ত চিন্তা কি আপনাকে কষ্ট দেয়?

প্রতিদিনের যেকোনো ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা একজন ব্যক্তিকে মানসিকভাবে ভীষণ ক্লান্ত করে তোলে।

OCD নিয়ে জানতে এবং চ্যালেঞ্জগুলো মোকাবিলায় করণীয় জানতে ভিজিট করুন : www.niramoyhospital.org তে অথবা কল করুন 01758338888 এই নাম্বারে।

পাঁচ মিনিটে মানসিক চাপ কমানোর ৭ কৌশলমানসিক চাপ কমাতে নানান পন্থা অবলম্বন করা হলেও, জেনে রাখা ভালো যে সব মানসিক চাপ খারাপ...
06/10/2025

পাঁচ মিনিটে মানসিক চাপ কমানোর ৭ কৌশল

মানসিক চাপ কমাতে নানান পন্থা অবলম্বন করা হলেও, জেনে রাখা ভালো যে সব মানসিক চাপ খারাপ নয়। অনেক সময় মানসিক চাপ থেকে ভালো কিছুও হয়। “সেটা হতে পারে দুর্ঘটনা ঘটার আগ মুহূর্তে গাড়িরে ব্রেক কষা অথবা নির্দিষ্ট সময়ের আগেই কোনো প্রেজেন্টেইশন’য়ের কাজ শেষ করে ফেলা”- এভাবেই উদাহরণ দেন স্নায়ু ও সুস্থতা বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ ডোর্সি স্ট্যান্ডিশ। ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “এই ধরনের স্বাস্থ্যকর মানসিক চাপকে বলে ‘ইউস্ট্রেস’, যা আমাদের একঘেয়েমি থেকে মুক্তি দিয়ে কার্য সম্পাদনে উৎসাহ দেয়।” অন্যদিকে অস্বাস্থ্যকর মানসিক চাপ, দীর্ঘমেয়াদে থাকে। ফলে দেখা দেয় বিষ্ণণ্নতা ও তিক্ততা। “দীর্ঘমেয়াদে চাপে ভোগার কারণে দেহের প্রধান কার্যক্রমে প্রভাব ফেলে নানান সমস্যা দেখা দেয়। যেমন- মানসিক সমস্যা”- বলেন স্ট্যান্ডিশ।তাই এই ধরনের মানসিক চাপ কাটানোর প্রধান চাবিকাঠি হল- শক্তিশালী ইতিবাচক মানসিক চাপকে কাজে লাগি লক্ষ্য আর্জনের উদ্দেশ্যে নেতিবাচক চাপগুলোকে কমানো।

১। গভীর নিঃশ্বাস নেওয়াঃ মানসিক চাপে থাকলে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়। স্ট্যান্ডিশ বলেন, “এমনকি ইচ্ছেকৃতভাবে একবার গভীর শ্বাস প্রশ্বাস ছাড়তে পারলে চাপ অনেকটাই কমে, স্নায়ু বিশ্রাম পায়।” এই ক্ষেত্রে কার্যকর পদ্ধতি হল, নাঁক দিয়ে পরপর দুবার বড় করে শ্বাস টানা তারপর মুখ দিয়ে পুরো বাতাস বের করে দেওয়া।

২। বর্তমানে কী আছে সেটা অনুধাবন করাঃ যখন অস্বাস্থ্যকর চাপ অনুভূত হবে তখন গুরুত্বপূর্ণ হল, বর্তমানটাকে অনুধাবন করা। এর মধ্যে চলতি মানসিক চাপটাকেও ধরতে হবে। স্ট্যান্ডিশ পরামর্শ দেন, “চাপকে বরং ‘হ্যালো’ বলুন আর স্বাগতম জানান। এর ফলে মস্তিষ্কের যৌক্তিক অংশ চাপ ব্যবস্থাপনায় আরও বেশি সক্রিয় হয়ে উঠবে।”

৩। নড়াচড়া করাঃ যেকোনো প্রকার শারীরিক নড়াচড়া করা হল, দ্রুত সময়ে মানসিক চাপ কমানোর একটি পন্থা। “দ্রুত লয়ের কোনো গানের সাথে নিজে যেমন খুশি নাচতে পারেন। অথবা বাইরে থেকে হেঁটে আসুন। নানানভাবে শরীর ঝাঁকানোর ফলে শরীরে নিরাপত্তা সম্পর্কিত সংকেত আদান প্রদান হয়”- বলেন স্ট্যান্ডিশ।

৪। যেটা ভুল না সেটায় জোড় দেওয়াঃ মানসিক চাপে থাকলে প্রথমেই ভুল বিষয়গুলো সামনে আসতে থাকে। তবে স্ট্যান্ডিশ, এক্ষেত্রে ‘কোনটা ভুল না’ সেটা খুঁজে বের করাতে জোর দিচ্ছেন। মনোযোগ দিতে হবে ইতিবাচক দিকে। তিনি বলেন, “আমাদের মস্তিষ্ক সাধারণত নেতিবাচক বিষয় ধরে রাখতে চায়, যাতে সমস্যার দিকে নজর থাকে। তবে চাপ কমাতে আর নতুন আশা জাগাতে দিনে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন- এখন কোনটা ঠিক আছে!” সেটা হতে পারে ইন্টারন্টে যোগাযোগ, ঘরে পানি-খাবার থাকা, যারা বর্তমানে কাছে আছে তাদের চিন্তা করা- ইত্যাদি।

৫।ডিজিটাল জগত থেকে পাঁচ মিনিটের বিরতিঃ প্রযুক্তির উৎকর্ষতায় আমাদের জীবন যেমন সহজ করেছে তেমনি মোবাইল ল্যাপটপের মতো যন্ত্রগুলো মানসিক চাপের কারণ হয়েও দাঁড়ায়। তাই দিনে অন্তত পাঁচ মিনিট এসব থেকে দূরে থাকার পরামর্শ দেন স্ট্যান্ডিশ, তিনি এর নাম দিয়েছেন ‘ডিজিটাল ডিটক্স’। “প্রযুক্তি-নির্ভর পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকলে যোগ্যতা ও মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়ে। এজন্য পোষা প্রাণী থাকলে সেটা নিয়ে বাইরে বের হওয়া, সন্তানের সাথে খেলা, এমনকি জানালা দিয়ে দূরে তাকিয়ে থাকাও হতে পারে মনের জন্য আনন্দের”- বলেন তিনি।

৬।সব কিছু বন্ধ রাখাঃ মানসিক চাপের সাথে যুদ্ধ না করে ‘স্টপ’ কৌশল অবলম্বন করার পরামর্শ দেন স্ট্যান্ডিশ। তিনি বলেন, “স্টপ’ মানে এই মুহূর্তে যা করছেন সেটাই বন্ধ করা। তারপর গভীরভাবে শ্বাস নিয়ে সার্বিক দিক বিবেচনা করে দেখতে হবে কেমন বোধ করছেন। আর এই পদ্ধতিতে কিছু না কিছু বিষয় আপনাকে সমর্থন করবেই।”

৭। হাসিঃ সবচেয়ে সহজে মানসিক চাপ উড়িয়ে দেওয়ার উপায় হল ‘হাসি’। এরজন্য দেখতে পারেন ছোট কোনো মজার ভিডিও, কৌতুক আর হাসুন মন খুলে। এতে মস্তিষ্ক সংকেত পায় যে, আপনি নিরাপদ আছেন- পরামর্শ দেন স্ট্যান্ডিশ।

😔 “সব কিছু ঠিক আছে, কিন্তু মনটা ভালো নেই...”এই কথাটা কি আপনি নিজেকে বা প্রিয় কাউকে বলতে শুনেছেন?দুঃস্বপ্ন, আতঙ্ক, একাকীত...
26/09/2025

😔 “সব কিছু ঠিক আছে, কিন্তু মনটা ভালো নেই...”
এই কথাটা কি আপনি নিজেকে বা প্রিয় কাউকে বলতে শুনেছেন?

দুঃস্বপ্ন, আতঙ্ক, একাকীত্ব… এগুলো যদি প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়, তাহলে সেটা PTSD বা Post-Traumatic Stress Disorder-এর লক্ষণ হতে পারে।
🩺 আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন আপনার পাশে, সঠিক গাইডলাইন ও চিকিৎসার জন্য।

👉 বিস্তারিত জানতে পড়ুন আমাদের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি:

নিরাময় হসপিটাল –এ আমরা বিশ্বাস করি, মানসিক সুস্থতাই জীবনের প্রকৃত ভিত্তি।প্রতিদিনের ইতিবাচক ও নেতিবাচক চিন্তা আমাদের মন...
25/09/2025

নিরাময় হসপিটাল –এ আমরা বিশ্বাস করি, মানসিক সুস্থতাই জীবনের প্রকৃত ভিত্তি।

প্রতিদিনের ইতিবাচক ও নেতিবাচক চিন্তা আমাদের মনোজগতকে গভীরভাবে প্রভাবিত করে। ইতিবাচক চিন্তা আমাদের এগিয়ে চলার প্রেরণা জোগায়, আত্মবিশ্বাস বাড়ায়, আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে করে আরও সুস্থ ও উজ্জ্বল। অপরদিকে, নেতিবাচক চিন্তা মনে হতাশা তৈরি করে, যা আমাদের জীবনের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে।

তাই নিজের মানসিক শান্তি রক্ষায় প্রতিদিন কিছু সময় নিজেকে উৎসাহিত করার, আশাবাদী চিন্তা করার এবং মনকে প্রশান্ত রাখার অভ্যাস গড়ে তুলুন।

**নিরাময় হসপিটাল** সব সময় আপনার পাশে আছে – শারীরিক ও মানসিক সুস্থতার পূর্ণ সমাধানে।
ভিজিট করুন: 🌐 niramoyhospital.org
অথবা যোগাযোগ করুন: 𝟬𝟭𝟳𝟱𝟴𝟯𝟯𝟴𝟴𝟴𝟴
আপনার সুস্থ জীবনই আমাদের অঙ্গীকার।

👧🧠 শিশুর মানসিক বিকাশের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে বিদ্যালয় ও শিক্ষকেরা।তারা শুধু বইয়ের পাঠ শেখায় না, শেখায় ভাবতে, অনু...
24/09/2025

👧🧠 শিশুর মানসিক বিকাশের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে বিদ্যালয় ও শিক্ষকেরা।
তারা শুধু বইয়ের পাঠ শেখায় না, শেখায় ভাবতে, অনুভব করতে আর নিজের জায়গা থেকে বড় হতে।

🏫 আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই, একজন শিক্ষক বা বিদ্যালয় কীভাবে শিশুর মানসিক গঠনে অবদান রাখতে পারে — সেটা জানা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব।

📖 বিস্তারিত জানুন আমাদের ব্লগে 👉
🔗 https://niramoyhospital.org/shishur-mansik-bikashe.../

Address

13/19, Block-B, Babor Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when NIRAMOY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to NIRAMOY:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram