Voice of DMF Doctors

Voice of DMF Doctors Official Page Voice of DMF Doctors(voice of MATS students)

প্রান্তিক মানুষের একমাত্র ভরসা ডিএমএফ ডিগ্রীধারী "উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ....
03/01/2025

প্রান্তিক মানুষের একমাত্র ভরসা ডিএমএফ ডিগ্রীধারী "উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ....

প্রায় তিন লাখ বাসিন্দার লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বাস্থ্যসেবা দিচ্ছেন মাত্র দু’জন উপসহকারী কমিউনিটি ম.....

31/12/2024
30/12/2024
 #জরুরি_নোটিশ
30/12/2024

#জরুরি_নোটিশ

28/12/2024

বাংলাদেশের গ্রামীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ডিএমএফ ডিগ্রীধারী ডিপ্লোমা চিকিৎসক দের অবদান এবং চলমান ছাত্র আন্দোলন নিয়ে লাইভ সেশন.....

আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই
26/12/2024

আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই

বাংলাদেশে কেন "মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল" এর পরিবর্তে "মেডিক্যাল ইনস্টিটিউট" হওয়া উচিত?বাংলাদেশে মেডিক্যা...
25/12/2024

বাংলাদেশে কেন "মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল" এর পরিবর্তে "মেডিক্যাল ইনস্টিটিউট" হওয়া উচিত?

বাংলাদেশে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের জন্য ব্যবহৃত "মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS)" নামটি সময়ের প্রেক্ষিতে এবং আন্তর্জাতিক মানের তুলনায় অপ্রতুল। বিশ্বজুড়ে একই ধরনের প্রোগ্রামের জন্য "ইনস্টিটিউট," "কলেজ," বা "ইউনিভার্সিটি" নাম ব্যবহার করা হয়। "ট্রেনিং" শব্দটি মূলত একটি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে এসেছে, যা বর্তমানে বৈশ্বিক মানের সাথে অসামঞ্জস্যপূর্ণ।

⚫ বিশ্বের অন্যান্য দেশে এধরনের সম-মানের ড্রিগ্রীধারীদের শিক্ষা প্রতিষ্ঠানের যে ধরণের নাম ব্যবহার হয়-

◾ইউনাইটেড স্টেটস: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামগুলো সাধারণত "ইনস্টিটিউট" বা "কলেজ" থেকে পরিচালিত হয়, যেমন Pima Medical Institute।

◾ কানাডা: এখানে "মেডিক্যাল অ্যাসিস্টিং ডিপ্লোমা" সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো "কলেজ" নামে পরিচিত। যেমন The Canadian College of Health, Science & Technology.

◾ যুক্তরাজ্য: "ফিজিশিয়ান অ্যাসোসিয়েট" প্রোগ্রামগুলো বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়, যেমন University of Birmingham।

◾অস্ট্রেলিয়া: TAFE ইনস্টিটিউটগুলো প্রশিক্ষণ প্রদান করে, যা "ইনস্টিটিউট" বা "কলেজ" হিসেবে পরিচিত। যেমন Australian Institute of Health and Welfare (AIHW).

⚫ নাম পরিবর্তনের ইতিহাস আছে কি? আমরাই কি প্রথম এমন দাবি করছি?

◾ ভারতে "ডিপ্লোমা ইন মেডিক্যাল অ্যান্ড রুরাল হেলথ কেয়ার" প্রোগ্রামটি আগে "রুরাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল" নামে পরিচিত ছিল। পরবর্তীতে, এর নাম পরিবর্তন করে ডিপ্লোমা কোর্সে উন্নীত করা হয়। এর ফলে শিক্ষার্থীরা "রুরাল হেলথ প্র্যাকটিশনার" হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা তাদের পেশাগত সুযোগ বৃদ্ধি করেছে।

◾জার্মানিতে প্যারামেডিক এবং স্বাস্থ্য সহায়তা প্রোগ্রামগুলোর জন্য আগে "Berufsfachschule" (ভোকেশনাল ট্রেনিং স্কুল) নাম ব্যবহৃত হতো। এটি পরিবর্তন করে "Gesundheitsfachschule" (হেলথ ইনস্টিটিউট) করা হয়। এতে শিক্ষার্থীরা আরও মর্যাদাপূর্ণ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি পায়।

◾বাংলাদেশে আগে IHT আগে "প্যারামেডিকেল ইন্সটিটিউট " নামে পরিচিত ছিল। এই প্রতিষ্ঠান পরবর্তীতে "ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT)" নামে পরিচিতি পায় এবং ডিপ্লোমা কোর্স শুরু করে। IHT নামটি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে এবং এর গ্র্যাজুয়েটরা সহজেই উচ্চতর শিক্ষায় প্রবেশ করতে পারে।

◾ভারতের বিভিন্ন রাজ্যে "All India Institute of Medical Sciences (AIIMS)" ক্যাম্পাসগুলোর নামকরণে ইনস্টিটিউট শব্দটি ব্যবহার করা হয়েছে। এই নামটি "হাসপাতাল ট্রেনিং সেন্টার" থেকে পরিবর্তন করা হয়েছে। AIIMS এখন ভারতের শীর্ষ স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের একটি ব্র্যান্ড নাম।

◾যুক্তরাষ্ট্রে "Physician Assistant Training Program" নামটি পরিবর্তন করে "Physician Assistant Studies" করা হয়। ফলাফল হিসেবে শিক্ষার্থীরা মাস্টার্স-লেভেল ডিগ্রি অর্জন করতে সক্ষম হয় এবং তাদের পেশাগত গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।

⚫ "ট্রেনিং স্কুল" নাম কিভাবে যুক্ত হল এবং এই শব্দটি বর্তমানে ব্যবহারের সমস্যাগুলি নিম্নরূপঃ

স্বাধীনতার পর বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে প্রচুর ঘাটতি ছিল। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ জনবল তৈরি করতে দ্রুত প্রশিক্ষণমূলক প্রোগ্রাম চালু করা হয়। অল্প সময়ে দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) এবং অন্যান্য ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠিত হয়। সেসময়ে এই কোর্স তিন বছর মেয়াদি ছিল এবং পরবর্তীতে মান উন্নয়নের ধারাবাহিকতায় এখন এই কোর্স সাড়ে চার বছর মেয়াদি পূর্নাঙ্গ কোর্স। বর্তমানে কোর্সের নাম DMF(Diploma in Medical Faculty) কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নাম সেই আগের টাই MATS রয়ে গিয়েছে।

◾গৌরব ও পেশাগত স্বীকৃতি: "ট্রেনিং স্কুল" নামটি কারিগরি বা ভোকেশনাল ট্রেনিং এর ইঙ্গিত দেয়। ডিপ্লোমা ডিগ্রীর জন্য অব্যবহৃত শব্দটি উচ্চশিক্ষার মান বজায় রাখতে সক্ষম নয়, ফলে আমরা আন্তর্জাতিক স্বীকৃতি ও উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি।

◾আধুনিক মান ও স্ট্যান্ডার্ড: বর্তমান যুগে পেশাদার প্রশিক্ষণকে উচ্চশিক্ষার অংশ হিসেবে গ্রহণ করা হয়। "ট্রেনিং স্কুল" নামটি এই ধারণার সাথে অসামঞ্জস্যপূর্ণ।

◾গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্য: বিশ্বব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নামকরণে "ইনস্টিটিউট" বা "কলেজ" ব্যবহৃত হয়, যা পেশাগত মর্যাদা বৃদ্ধি করে। তাই বাংলাদেশের MATS নাম পরিবর্তন করা সময়ের দাবী।

⚫ "মেডিক্যাল ইনস্টিটিউট" নামকরণ কেন যৌক্তিক?

◾আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা: "মেডিক্যাল ইনস্টিটিউট" নামটি বৈশ্বিক পর্যায়ে গ্রহণযোগ্য এবং এটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে চাকরি এবং উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি করবে।

◾পেশাগত মর্যাদা বৃদ্ধি: এই নামটি পেশাগত মর্যাদা বাড়াবে এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস উন্নত করবে।

◾আধুনিকীকরণ: বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে এই নাম পরিবর্তন আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে সহায়ক হবে।

বাংলাদেশে "মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল" নামটি পরিবর্তন করে "মেডিক্যাল ইনস্টিটিউট" রাখা অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী। এর ফলে এই ডিপ্লোমা কোর্স বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নেও সহায়ক হবে।

এখন সময় এসেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সাথে একীভূত করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করার।

✍️ মোরশেদুল ইসলাম
মেডিকেল ইনস্টিটিউট, টাংগাইল।
(ব্যাচ ৩৩)

ম্যাটসের ছাত্রদের সাথে ম্যাটসের গ্রাজুয়েটদের সাথে অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় সংলাপ করুন। তাদের কথা শুনুন। তারা বাংলা...
24/12/2024

ম্যাটসের ছাত্রদের সাথে ম্যাটসের গ্রাজুয়েটদের সাথে অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় সংলাপ করুন। তাদের কথা শুনুন। তারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম স্তম্ভ। তাদের উপেক্ষা করে তাদের মুলধারার স্বাস্থ্যসেবার বাইরে রেখে বাংলাদেশের জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবেনা।
তাই অবিলম্বে তাদের ১০ম গ্রেড-এ উপ-সহকারী মেডিকেল অফিসার পদে নিয়োগ ব্যবস্থা করুন।


যারা এতদিন ডিএমএফ ডিগ্রিকে বাপ-দাদার সম্পত্তি মনে করে ব্যবহার করেছেন। তারা এখন সাবধান হন। সামনে এর বিরুদ্ধে ব্যবস্থা নেও...
24/12/2024

যারা এতদিন ডিএমএফ ডিগ্রিকে বাপ-দাদার সম্পত্তি মনে করে ব্যবহার করেছেন। তারা এখন সাবধান হন। সামনে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে...

24/12/2024

❤️

ধন্যবাদ ঝিনাইদহ ,ফরিদপুর,গাজিপুর ,সাতক্ষীরা , কুমিল্লা , টাঙ্গাইল , কুষ্টিয়া , হবিগঞ্জ , নোয়াখালী।
23/12/2024

ধন্যবাদ ঝিনাইদহ ,ফরিদপুর,গাজিপুর ,সাতক্ষীরা , কুমিল্লা , টাঙ্গাইল , কুষ্টিয়া , হবিগঞ্জ , নোয়াখালী।

23/12/2024
কার্যক্রম  কিন্তু শুরু হয়ে গেছে।  সারা বাংলাদেশ  রেডি তো? হয় Ever না হয় Never.  ✊✊প্রস্তুত: বাগেরহাট,সিলেট,নোয়াখালী,সাতক...
21/12/2024

কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশ রেডি তো? হয় Ever না হয় Never. ✊✊
প্রস্তুত: বাগেরহাট,সিলেট,নোয়াখালী,সাতক্ষীরা...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of DMF Doctors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram