Md Momin Uddin

Md Momin Uddin Md. Momin Uddin,
BScPT.

Medicine Faculty (DU)
Physiotherapist, NITOR





.
দক্ষতার সঙ্গে সেবা।

25/05/2025

পি.এল.আই.ডি মানেই অপারেশন নয়
“কোমরব্যথা মানেই অপারেশন? না! আজ জানুন PLID বা ডিস্ক প্রলাপ্স নিয়ে বিস্তারিত – অপারেশন ছাড়াই কীভাবে মিলতে পারে পরিপূর্ণ সুস্থতা!”

Md. Momin Uddin
BScPT (DU), Physiotherapist
National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation (NITOR), Dhaka

১. পিএলআইডি (PLID) কী?
PLID এর পূর্ণরূপ – Pr*****ed Lumbar Intervertebral Disc। কোমরের হাড় (কশেরুকা বা Vertebra) এর মাঝখানে থাকা জেলির মতো ডিস্ক আঘাত বা অতিরিক্ত চাপে সরে গিয়ে নার্ভে চাপ দেয়—এটাই PLID। ফলে দেখা দেয় তীব্র কোমর ব্যথা, যা পায়ের দিকে ছড়িয়ে পড়ে। একে সায়াটিক পেইন বা সায়াটিকা বলা হয়।

২. PLID এর প্রধান লক্ষণসমূহ:

তীব্র কোমর ব্যথা

কোমর থেকে পা পর্যন্ত ব্যথা

পা ঝিনঝিন/অবশ অনুভব

পা নাড়াচাড়া বা অনুভবের সমস্যা

প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা (Cauda Equina Syndrome – জটিল রূপ)

কোমর একদিকে বাঁকা হওয়া (Shifted posture)

সামনে ঝুঁকে বসা বা নামাজে ব্যথা বেড়ে যাওয়া

৩. PLID এর কারণসমূহ:

হঠাৎ ভারী বস্তু তোলা

দীর্ঘক্ষণ বসে/দাঁড়িয়ে থাকা

ভুল ভঙ্গিতে কাজ

আঘাত

বয়সজনিত ডিস্ক ক্ষয়

অতিরিক্ত ওজন

৪. চিকিৎসা: অপারেশন নয়, প্রথমে সঠিক ফিজিওথেরাপি
ঔষধে সাময়িক উপশম হলেও, আসল সমাধান নয়। প্রথম ধাপে ইলেক্ট্রোথেরাপি ব্যথা কমাতে সাহায্য করে। তবে সঠিক ফিজিওথেরাপিই PLID চিকিৎসার মূল পথ। ব্যবহৃত পদ্ধতিসমূহ:

ম্যানুয়াল থেরাপি (Manual Therapy)

ম্যাকেঞ্জি এক্সারসাইজ

ম্যানুয়াল স্পাইনাল কারেকশন

ড্রাই নিডলিং

আকুপাংচার

শকওয়েভ থেরাপি

অপারেশন কবে দরকার?
শুধুমাত্র নিম্নোক্ত লক্ষণ থাকলে:

প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণ হারানো

পা পুরোপুরি অবশ হয়ে যাওয়া

দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি চিকিৎসায় উন্নতি না হলে

বি.দ্র.: ইউরোপ-আমেরিকায় সার্জারির আগে ফিজিওথেরাপিস্টের লিখিত সুপারিশ বাধ্যতামূলক। আমাদের দেশেও এই প্রথা অনুসরণযোগ্য।

৫. রোগীর করণীয়:

বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন

শুয়ে বিশ্রাম নিন, তবে একটানা নয়

শক্ত বিছানায় ঘুমান

নিচু হয়ে কিছু তুলবেন না

ওজন নিয়ন্ত্রণে রাখুন

কাত হয়ে বিছানা থেকে উঠুন

দীর্ঘক্ষণ বসে থাকা ও মোটরসাইকেল চালানো এড়িয়ে চলুন

নিয়মিত ব্যায়াম করুন, বিশেষত Core Strengthening Exercises

৬. PLID প্রতিরোধে করণীয়:

সঠিক ভঙ্গিতে বসুন ও কাজ করুন

ভারী জিনিস তুলতে হাঁটু ভাঁজ করে উঠুন

চেয়ারে সোজা হয়ে বসুন, পিছনে সাপোর্ট দিন

পেশির নমনীয়তা ও শক্তি বজায় রাখতে নিয়মিত ব্যায়াম করুন

একভাবে দীর্ঘক্ষণ না বসে মাঝে মাঝে উঠে হাঁটুন

মনিটর চোখের সমান উচ্চতায় রাখুন

শরীরকে হাইড্রেটেড রাখুন

৭. শেষ কথা:
PLID বা কোমরের ডিস্ক সমস্যা মানেই অপারেশন নয়। ভয় নয়, সচেতন হোন। সময়মতো সঠিক ফিজিওথেরাপি নিলে এই রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
#কোমরব্যথা #সায়াটিকা

আপনার ব্যথামুক্ত ও সুস্থ জীবনের জন্য পাশে আছে — Ascend Physiotherapy and Pain Management Centre!আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপ...
20/05/2025

আপনার ব্যথামুক্ত ও সুস্থ জীবনের জন্য পাশে আছে — Ascend Physiotherapy and Pain Management Centre!

আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে আপনি পাচ্ছেন আধুনিক পদ্ধতিতে চিকিৎসা ও ব্যথা থেকে মুক্তির কার্যকর সমাধান।

আমাদের সেবাসমূহঃ
✅ ম্যানুয়াল থেরাপি
✅ ব্যায়াম নির্ধারণ (Exercise Prescription)
✅ ইলেকট্রোথেরাপি
✅ হোম সার্ভিস

ব্যথা কমাতে, চলাফেরা সহজ করতে এবং সুস্থ জীবনে ফিরে পেতে আজই যোগাযোগ করুন:

যোগাযোগঃ
📞 01677767326
📞 01717891479 (WhatsApp)

সুস্থ থাকুন, সচল থাকুন!

ফিজিওথেরাপি: ব্যথা থেকে মুক্তির প্রাকৃতিক পথ!আজকাল অনেকেই পিঠে, ঘাড়ে, কোমরে বা হাঁটুতে দীর্ঘস্থায়ী ব্যথায় ভোগেন। অথচ অনে...
20/05/2025

ফিজিওথেরাপি: ব্যথা থেকে মুক্তির প্রাকৃতিক পথ!

আজকাল অনেকেই পিঠে, ঘাড়ে, কোমরে বা হাঁটুতে দীর্ঘস্থায়ী ব্যথায় ভোগেন। অথচ অনেক ক্ষেত্রেই ওষুধ বা অস্ত্রোপচার ছাড়াও এসব সমস্যার কার্যকর সমাধান রয়েছে—ফিজিওথেরাপির মাধ্যমে।

ফিজিওথেরাপি কী?
এটি এমন এক চিকিৎসা পদ্ধতি, যেখানে ব্যায়াম, ম্যাসেজ, ইলেকট্রোথেরাপি ইত্যাদি ব্যবহার করে শরীরের চলনক্ষমতা উন্নত করা হয় এবং ব্যথা কমানো হয়—একদম পার্শ্বপ্রতিক্রিয়াবিহীনভাবে।

ফিজিওথেরাপি কাদের প্রয়োজন হতে পারে?

ঘাড়, পিঠ বা কোমরের ব্যথা হলে

হাঁটু, কাঁধ বা জয়েন্টে সমস্যা থাকলে

পক্ষাঘাতগ্রস্ত বা স্ট্রোকের পর চলাফেরা শেখাতে

শিশুদের হাঁটা-চলা বা বডি-পোস্টure সমস্যা থাকলে

এক্সিডেন্ট বা অপারেশনের পর পুনর্বাসনে

ফিজিওথেরাপিস্ট কী করেন?
যোগ্য একজন ফিজিওথেরাপিস্ট রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করে তার উপযোগী চিকিৎসা পরিকল্পনা করে থাকেন। ধাপে ধাপে চিকিৎসার মাধ্যমে রোগীর দৈনন্দিন জীবন সহজ ও স্বাভাবিক করতে সাহায্য করেন।

শরীর সচল থাকলে, জীবন চলবে স্বাভাবিক পথে!
আসুন, সচেতন হই, ফিজিওথেরাপি গ্রহণ করে ওষুধনির্ভরতা কমাই।

#ফিজিওথেরাপি #ব্যথামুক্তজীবন #ফিজিওথেরাপিস্ট #স্বাস্থ্যকরজীবন

জয়েন্টের ব্যথা মানেই ওষুধ নয়!ফিজিওথেরাপিই হতে পারে কার্যকর ও নিরাপদ সমাধান।অনেকেই জয়েন্টের ব্যথা হলে শুধু ওষুধের উপর নির...
19/05/2025

জয়েন্টের ব্যথা মানেই ওষুধ নয়!
ফিজিওথেরাপিই হতে পারে কার্যকর ও নিরাপদ সমাধান।

অনেকেই জয়েন্টের ব্যথা হলে শুধু ওষুধের উপর নির্ভর করেন। কিন্তু সবসময় ওষুধে আরাম পাওয়া গেলেও, সমস্যার মূলে গিয়ে সমাধান হয় না। সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনি ব্যথা থেকে মুক্তি পেতে পারেন সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন উপায়ে।

যে কারণে ফিজিওথেরাপি জরুরি:

ব্যথার মূল কারণ চিহ্নিত করে চিকিৎসা

জয়েন্টের নড়াচড়া স্বাভাবিক করে

পেশির শক্তি বৃদ্ধি করে

দৈনন্দিন কাজ সহজ করে

অপারেশন এড়িয়ে চলা সম্ভব

অতিরিক্ত ওষুধ নয়, সঠিক ফিজিওথেরাপি হোক আপনার প্রথম পছন্দ।

Md. Momin Uddin
BScPT (DU), Physiotherapist
National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation (NITOR), Dhaka
মোবাইল: 01677767326
WhatsApp : 01717891479


#জয়েন্টব্যথা

#ফিজিওথেরাপি_চিকিৎসা

#ব্যথামুক্তজীবন

#ওষুধনয়_সমাধানচাই



#ফিজিওথেরাপি_প্রয়োজন




#শরীরেরসচলতা


#অপারেশন_পরিহার



#ব্যথা_থেকে_মুক্তি

#ফিজিওথেরাপি_নিয়ে_জাগরণ



#পেশিশক্তি_বৃদ্ধি

#চিকিৎসার_সঠিক_পথ

"নেক পেইন? কিছুই করতে পারছেন না? আমরা আছি আপনার পাশে!"গলা ও ঘাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন?অফিস, ব্যবসা, এমনকি বাসার কাজেও ব্...
18/05/2025

"নেক পেইন? কিছুই করতে পারছেন না? আমরা আছি আপনার পাশে!"

গলা ও ঘাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন?
অফিস, ব্যবসা, এমনকি বাসার কাজেও ব্যাঘাত ঘটছে?

আপনার কষ্ট বুঝি আমরা।
ফিজিওথেরাপি চিকিৎসাই হতে পারে আপনার মুক্তির উপায়।

আমরা প্রস্তুত আছি—শুধু আপনার জন্য।
ব্যথামুক্ত জীবনের জন্য আজই যোগাযোগ করুন।

যোগাযোগ:
📞 01677767326
📱 01717891479 (WhatsApp)




















ব্যথা কমাতে ও সুস্থ জীবন পেতে ফিজিওথেরাপি নিন!আপনি কি কাঁধের ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা কিংবা হাঁটুর ব্যথায় ভুগছেন? দি...
17/05/2025

ব্যথা কমাতে ও সুস্থ জীবন পেতে ফিজিওথেরাপি নিন!

আপনি কি কাঁধের ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা কিংবা হাঁটুর ব্যথায় ভুগছেন? দিনের পর দিন ব্যথা নিয়ে বসে না থেকে আজই শুরু করুন ফিজিওথেরাপি চিকিৎসা।
ফিজিওথেরাপি ব্যথার মূল কারণ চিহ্নিত করে প্রাকৃতিক ওষুধহীন উপায়ে ব্যথা কমাতে সাহায্য করে।

ফিজিওথেরাপির মাধ্যমে যেসব ব্যথার কার্যকর চিকিৎসা হয়:

কাঁধের ব্যথা

কোমর ব্যথা

ঘাড় ব্যথা

হাঁটুর ব্যথা

হিপ/নিতম্ব ব্যথা

গোড়ালি ও পায়ের ব্যথা

কব্জি ও কনুইয়ের ব্যথা

মাংসপেশি ও জয়েন্টের ব্যথা

বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে নিয়মিত ব্যায়াম ও থেরাপি নিলে ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

সুস্থ জীবন শুরু হোক আজ থেকেই!











#ফিজিওথেরাপি
#ব্যথার_চিকিৎসা
#সুস্থ_জীবন

17/05/2025

Address

23/Ka PC Culture Housing Society, Ring Road, Shamoli
Dhaka
1207

Telephone

+8801677767326

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Momin Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram