Dhaka Life Care Hospital.

Dhaka Life Care Hospital. মানসিক ও মাদকাসক্ত রোগীদের অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
আমরা এই সেবাদান কেন্দ্রটি চালু করেছি এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখা আমাদের অন্যতম উদ্দেশ্য। প্রত্যেক সমাজ ও দেশের অন্যতম চালিকা শক্তি হচ্ছে, তরুন ও যুব সমাজ। অথচ আমাদের সমাজের তরুন ও যুবকরা আজ মাদক নামক ভয়ানক শত্রুর শিকার। এই মাদক শুধু সেবনকারীকেই ধ্বংস করে না, ধ্বংস করে মাদকাসক্ত ব্যক্তির সমগ্র পরিবারকে। জন্ম দেয় ভয়ঙ্কর সব অপরাধের। নেশার টাকার জন্য নানারকম সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে মাদকাসক্ত ব্যক্তি, হয়ে ওঠে ভয়ঙ্কর অপরাধী, আর সাধারণ মানুষ হয় অপরাধের শিকার।

দেশে কোন ভাবেই মাদকসেবীর সংখ্যা নিয়ন্ত্রন করা যাচ্ছেনা বরং তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আনতে প্রয়োজন যথাযথ চিকিৎসা ও পারিবারিক সহযোগিতা। যদি উন্নত সেবা, যথাযথ চিকিৎসা এবং উপযুক্ত পরিবেশ দেয়া যায় তবে বেশীরভাগ মাদকাসেবীই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসে। এইসব সেবা নিশ্চিত করতেই আমরা প্রতিষ্ঠা করেছি “ব্রেন এন্ড লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার” যেখানে উন্নত সেবা ও যথাযথ চিকিৎসার শতভাগ নিশ্চয়তা দিচ্ছে। রোগীদের জন্য আছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং অভিজ্ঞ পরামর্শক বা কাউন্সিলর, মনোরম পরিবেশ, উন্নত খাবার। এছাড়া হসপিটালের রোগীদের চাহিদা অনুযায়ী রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ওয়ার্ড সেমি-কেবিন ও কেবিনের সুবিধা। যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত সার্বক্ষনিক নার্স, রোগীদের বিনোদনের জন্য টেলিভিশনসহ ইনডোর গেমসের সুবিধা।

12/09/2015

জেনে নিন আপনার ডাক্তারকে-

আজকের ফিচার্ড ডাক্তার - অধ্যাপক ডাঃ এম এ হামিদ , মনোরোগ বিশেষজ্ঞ,তেজগাঁও, ঢাকা।

বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে কল করুন 01790 888 777 অথবা 09 606 707 808 এই নম্বরে। অথবা যে কোনো সময় ভিজিট করুন www.doctorola.com । অনলাইনের এ যুগে আমাদের এ প্রয়াস ভালো লাগলে নম্বরটি সংরক্ষণ করে রাখুন । আপনার স্যুস্থতা ও দ্রুত নিরাময়ই আমাদের কাম্য।

Friendz, Our Honorable Doctor Sir..... Stay With Us......
07/09/2015

Friendz, Our Honorable Doctor Sir..... Stay With Us......

জেনে নিন আপনার ডাক্তারকে-

আজকের ফিচার্ড ডাক্তার - অধ্যাপক ডাঃ এনায়েতুল ইসলাম, মনোরোগ বিশেষজ্ঞ,তেজগাঁও, ঢাকা।

বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে কল করুন ০৯ ৬০৬ ৭০৭ ৮০৮ এই নম্বরে। অথবা যে কোনো সময় ভিজিট করুন www.doctorola.com । অনলাইনের এ যুগে আমাদের এ প্রয়াস ভালো লাগলে নম্বরটি সংরক্ষণ করে রাখুন । আপনার স্যুস্থতা ও দ্রুত নিরাময়ই আমাদের কাম্য।

"মাদক-কে না বলুন"মাদক মুক্ত সমাজ গড়ুন .........""""""""""জাতীয় মাদকসক্তি দিবস ২০১৫"""""""""""
26/06/2015

"মাদক-কে না বলুন"
মাদক মুক্ত সমাজ গড়ুন .........
""""""""""জাতীয় মাদকসক্তি দিবস ২০১৫"""""""""""

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান খান কামাল, এমপি এছাড়াও প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাবা সবে...
04/04/2015

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান খান কামাল, এমপি এছাড়াও প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাবা সবেরা কোরাইশী, ব্যবস্থাপনা পরিচালক জনাব জাবেদ কোরাইশী, এক্সিকিউটিভ ডিরেক্টর নীলা কোরাইশী এবং স্থানীয় নেতা ও নেত্রীবৃন্দ Brain & Life Care Hospital and Diagnostic Center.

অনুষ্ঠান শেষে মোনাজাত করছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব জাবেদ কোরাইশী ও প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আসা...
04/04/2015

অনুষ্ঠান শেষে মোনাজাত করছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব জাবেদ কোরাইশী ও প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল, এম.পি Brain & Life Care Hospital and Diagnostic Center.

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল, এম.পি, স্বরাষ্ট্র প্রতিমন্ত...
04/04/2015

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল, এম.পি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। Brain & Life Care Hospital and Diagnostic Center.

কোরআন থেকে তেলোয়াত করছেন মাওলানা ফুয়াদ Brain & Life Care Hospital and Diagnostic Center.
04/04/2015

কোরআন থেকে তেলোয়াত করছেন মাওলানা ফুয়াদ Brain & Life Care Hospital and Diagnostic Center.

প্রধান অতিথিকে ক্রেষ্ট দিয়ে সংর্বধনা জানাচ্ছেন প্রতিষ্ঠানের  এক্সিকিউটিভ ডিরেক্টর  নীলা কোরাইশী Brain & Life Care Hospit...
04/04/2015

প্রধান অতিথিকে ক্রেষ্ট দিয়ে সংর্বধনা জানাচ্ছেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর নীলা কোরাইশী Brain & Life Care Hospital and Diagnostic Center.

Managing Director Jabed Quraishy with Chief Guest Asadujjaman Khan Kamal- MP at  Brain & Life Care Hospital and Diagnost...
04/04/2015

Managing Director Jabed Quraishy with Chief Guest Asadujjaman Khan Kamal- MP at Brain & Life Care Hospital and Diagnostic Center.

Managing Director of Brain & Life Care Hospital and Diagnostic Center.
04/04/2015

Managing Director of Brain & Life Care Hospital and Diagnostic Center.

Opening Ceremony of our Hospital.
21/03/2015

Opening Ceremony of our Hospital.

19/03/2015

সুধী,
আস্সালামু আলাইকুম অ-রহমাতুল্লাহে অ-বরকাতুহু।
বর্তমান সময়ে মানসিক, মনোরোগ ও মাদকাসক্তের কারনে যুব সমাজ আজ ধ্বংশের দ্বারপ্রান্তে। আমরা অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মানসিক সু-চিকিৎসা, সার্বিক রোগ নির্ণয় ও নিরাময়ের নিশ্চিতকল্পে এবং সমাজসেবা আদর্শকে সামনে রেখে আগামী ১৯শে মার্চ ২০১৫ ইং রোজ ‍বৃহস্পতিবার বিকাল ৫.০০ ঘটিকার সময় তেজগাঁও, ঢাকাস্থ হসপিটাল প্রাঙ্গনে “ব্রেন এন্ড লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারঃ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান উদ্বযাপিত হবে।
জনাব আসাদুজ্জামান খান কামাল, এম.পি ঢাকা-১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী হাসপাতালের শুভ উদ্বোধন করিতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ডাঃ আ.ফ.ম রুহুল হক, এম.পি সাতক্ষীরা-৩।
এই মহতি অনুষ্ঠানে আপনাদের আন্তরিক সহযোগীতাসহ স্ব-বান্ধব উপস্থিতি একান্ত কাম্য।
স্থান : ব্রেন এন্ড লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়গনষ্টিক সেন্টার প্রাঙ্গন, তেজগাঁও, ঢাকা-১২১৫
তারিখ : ১৯শে মার্চ, ২০১৫ ইং
অনুষ্ঠান সূচী :-
বিকাল ৫.০০ : ফিতা কেটে উদ্বোধন
বিকাল ৫.১০ : পবিত্র কোরআন শরীফ থেকে তেলোয়াত পেশ
বিকাল ৫.১৫ : হসপিটাল পরিচালকের বক্তব্য
বিকাল ৫.২০ : বিশেষ অতিথির বক্তব্য
বিকাল ৫.৪০ : প্রধান অতিথির বক্তব্য
সন্ধ্যা ৬.০০ ঃ: অনুষ্ঠানের সমাপ্তি।

Address

123/7, Tejkuni Para, Bijoy Sharani Link Road, Tejgaon
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Life Care Hospital. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Life Care Hospital.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category