19/03/2015
সুধী,
আস্সালামু আলাইকুম অ-রহমাতুল্লাহে অ-বরকাতুহু।
বর্তমান সময়ে মানসিক, মনোরোগ ও মাদকাসক্তের কারনে যুব সমাজ আজ ধ্বংশের দ্বারপ্রান্তে। আমরা অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মানসিক সু-চিকিৎসা, সার্বিক রোগ নির্ণয় ও নিরাময়ের নিশ্চিতকল্পে এবং সমাজসেবা আদর্শকে সামনে রেখে আগামী ১৯শে মার্চ ২০১৫ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৫.০০ ঘটিকার সময় তেজগাঁও, ঢাকাস্থ হসপিটাল প্রাঙ্গনে “ব্রেন এন্ড লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারঃ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান উদ্বযাপিত হবে।
জনাব আসাদুজ্জামান খান কামাল, এম.পি ঢাকা-১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী হাসপাতালের শুভ উদ্বোধন করিতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ডাঃ আ.ফ.ম রুহুল হক, এম.পি সাতক্ষীরা-৩।
এই মহতি অনুষ্ঠানে আপনাদের আন্তরিক সহযোগীতাসহ স্ব-বান্ধব উপস্থিতি একান্ত কাম্য।
স্থান : ব্রেন এন্ড লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়গনষ্টিক সেন্টার প্রাঙ্গন, তেজগাঁও, ঢাকা-১২১৫
তারিখ : ১৯শে মার্চ, ২০১৫ ইং
অনুষ্ঠান সূচী :-
বিকাল ৫.০০ : ফিতা কেটে উদ্বোধন
বিকাল ৫.১০ : পবিত্র কোরআন শরীফ থেকে তেলোয়াত পেশ
বিকাল ৫.১৫ : হসপিটাল পরিচালকের বক্তব্য
বিকাল ৫.২০ : বিশেষ অতিথির বক্তব্য
বিকাল ৫.৪০ : প্রধান অতিথির বক্তব্য
সন্ধ্যা ৬.০০ ঃ: অনুষ্ঠানের সমাপ্তি।