24/12/2024
“দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)” পরিচালিত ডিএসকে হাসপাতাল আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিজয়ের মাস উপলক্ষ্যে ডিএসকে হাসপাতালে আজ ২৪ ডিসেম্বর’২৪ ইং তারিখে সকাল ৯টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে...
ফ্রি ব্যবস্থাপত্র দিচ্ছেন,
১। ডা. আবদুর রশীদ, মেডিসিন, ডায়াবেটিস, বক্ষব্যধি ও হৃদরোগ বিশেষজ্ঞ, ডিএসকে হাসপাতাল।
২। ডা. শামসুন্নাহার, গাইনী এবং অবস বিশেষজ্ঞ, ডিএসকে হাসপাতাল।
৩। ডা. কৃষ্ণপদ সাহা, জেনারেল, ল্যাপারস্কোপিক ও কলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ।
৪। ডা. সি. এইচ রবিন, আথ্রোপ্লাস্টি, আথ্রোস্কোপি, অর্থোপেডিক এবং ট্রমা বিশেষজ্ঞ।
৫। ডা. সেলিনা আক্তার, শিশু বিশেষজ্ঞ।
৬। ডা. মাহমুদুর রহমান, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ।
৭। ডা. এম এ আল মামুন, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ।
এছাড়াও ডিএসকে হাসপাতালে মেডিকেল অফিসারগন রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন।
**বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা করা হচ্ছে।
**বিনামুল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে।
“ডিএসকে হাসপাতাল স্বল্পমূল্যে মানসম্মত সেবা প্রদানে বদ্ধ পরিকর।”
#ডিএসকে_হাসপাতাল
(DSK)
.dskbangladesh.org
.dskhospital.org