04/01/2026
মেডিকেল প্রফ ভাইভার আগের রাত অনেকের কাছেই দুঃস্বপ্নের মতো!!! অনেকেই এই লড়াইয়ে টিকে যায়,অনেকে হেরে যায়। কিন্তু চিন্তা হেরে গেলে লোকে কি বলবে? এমন হাজারো চিন্তা ভেতর থেকে আরো আস্টেপিস্টে ধরে...
রাজশাহী মেডিকেল কলেজের ৩০ তম বিডিএস এর একজন আপু প্রফের ভাইভা চলাকালে স্ট্রো,ক করেন পরে মৃ_ত্যুবরণ করেন৷
"প্রফ" নামের এই বিভীষিকা যে ফেইস করেনি, তাকে কোনভাবেই বুঝানো সম্ভব না, এই সময়ের অনুভূতি কেমন। আপনার বাবা-মা আপনাকে সাপোর্ট করবে, আপনার ভাইবোন আপনাকে কমফোর্ট দিবে। কিন্তু শুধু আপনি জানবেন, আপনার মাথায় কি চলছে। গতকাল রাতে আপনি কতবার কেঁদেছেন, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন, টেবিলে বসে থেকে শরীর ব্যাথায় কতগুলো প্যারাসিটামল খেয়েছেন।
৩য় প্রফেশনাল পরীক্ষার ভাইভা চলাকালে আমাকে ইন্টার্নাল স্যার জিজ্ঞেস করলেন , "তোমার ব্যাচ টিচার কে ছিলেন?" সেই মুহূর্তে আমার ব্যাচ টিচার আমার সামনেই টেবিলের ওপাশে বসা। উনার দিকে তাকিয়েও কোনভাবেই স্যারের নাম মনে করতে পারিনি। অথচ স্যার পুরো বছর জুড়ে আমাদের টিউটোরিয়াল ক্লাস নিয়েছেন, প্রতিদিন আইটেম নিয়েছেন....
প্রফের টেবিলে সারা বছর পড়াশোনা করেও যে আপনি ভালো পারফর্মেন্স করতে পারবেন, তার বিন্দুমাত্রও নিশ্চয়তা নেই।
প্রফ মানে শুধু পড়াশোনা না, শুধু একটা পরীক্ষা না।
প্রফ মানে একটা যুদ্ধ। মনের সাথে, শরীরের সাথে যুদ্ধ।
যে যুদ্ধ আমাকে একাই লড়তে হবে।
কারণ আপনি শপথ করেছেন,
"I SOLEMNLY PLEDGE to dedicate my life to the service of humanity..."
Amit Sadhu
Dhaka Medical College