22/12/2017
অনেক দিন থেকেই একটা লিখা লিখব ভাবছি, আলসেমি করছি। এই ছোট্ট জীবনে পৃথীবির বেশ কিছু দেশে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে যেগুলো আমাদের চেয়ে অনেক অনেক উন্যত। পাশের দেশ ভারতে যাওয়া হয় নি, কিন্তু বন্ধু বান্ধব্দের মাঝে অনেকেই গিয়েছে সেখানে।
এই সবগুলো দেশে একটা ব্যাপারে মিল খুঁজে পেয়েছি, আর তা হল, এরা প্রত্যেকে উন্নয়ন এর আগে তাদের দেশবাসির মাঝে জাতিগত কিছু মাইন্ড সেট এনে দিয়েছে। ব্যাপারটা এমন যে, "আমরা উন্নত হতে যাচ্ছি, সভ্য হতে যাচ্ছি, তাই এখন থেকে উন্নত ও সভ্য হয়ে চলাফেরা করতে হবে"। যেটা আমাদের দেশে কারও মাথায় কোনদিন আসেই নাই!!! জাগ্রত করা তো দূরে থাক।
অনেক দিন ধরেই ভাবছি, কেন আমাদের শহরগুলোর এই দুরবস্থা? কেন মানুষ যেখান সেখান দিয়ে ফ্রুত করে দৌড় দেয় রাস্তা পার হবার সময়? কেন যেখানে সেখানে ময়লা ফেলে সবাই? কাশ, থু থু, পানের পিক, প্রস্রাব এ ফুটপাথ এ বন্যা, সবাই নাক ঢেকে বিশ হাত ঘুরে যায়, কিন্তু বিকার নেই। চলছে নোংরামি, চলবে। দশ বারজন একসাথে হয়ে ছোট্ট মিছিল বানিয়ে ধীরে ধীরে রাস্তা পার হতে থাকে, ভাবটা এমন যে, পারলে আয়, লাগিয়ে দেখ!!! তোর গাড়ী এখানেই জ্বালিয়ে রেখে দেব!!! বাদ্ধ হয়ে গাড়ী ওয়ালা রা হয় থেমে যায়, অথবা ঘুরে যায়। মিছিলের ওপর গাড়ী চালানোর দায় কে ঘাড়ে নেবে? যদিও এ মিছিলের কেউই হয়ত রাজনীতি করে না। কিছু আসেও না তাতে। তারা রাস্তা জয় করে ফেলেছে। রাস্তা পার হবার পর এরা কেউ কাউকে চেনে না, যে যার মত আলাদা হয়ে যায়। অথচ ঠিক তাদের মাথার ওপরই রয়েছে কোটি কোটি টাকার ফুট ওভার ব্রীজ!!! কেউ বলার নেই!!??? কিচ্ছু বলার নেই?!!!
যাচ্ছি বাসের পেছন পেছন, বলা নেই কওয়া নেই, হঠাত করে মধ্য রাস্তায় ব্রেক। কোনরকমে বাইক নিয়ন্ত্রনে এনে বাসের পাশে যাই দেখার জন্য, কি এমন হল? দেখি আয়েশ করে দুজন নামছে! এ কী!!! বাস স্টপ কোথায় আর এরা নামে কোথায়?!! কেউ বলার নেই, কিচ্ছু বলার নেই!!!
এই আমরাই কেন বিদেশে গেলে বাস স্টপ এ নামি? কেন রাস্তা পার হবার জন্য লাইট জ্বল্যে পার হই? কেন মাঝরাতে নির্জন রাস্তায় লাল লাইটে থেমে যাই? কেন ডাস্টবিন ছাড়া ময়লা ফেলি না?
আমরা কিছু হলেই সরকারের দোষ দেই। কথায় কথায় আঙুল তুলে ফেলি। কিন্তু ভুলটা কোথায়? দোষটা কার? সিস্টেম এর না, কারন সিস্টেম আছে, ইম্পলিমেন্টশন নাই। কিন্তু সোর্স কোথায় এই ভাইরাসের? হ্যা, অসভ্যতাকে আমি ভাইরাস বলছি। কারন এক অসভ্য রাস্তায় মোতে, আরেক অসভ্য কিছু না বলে নাক ঢেকে ঘুরে যায়। অবশ্যই অসভ্যতা একটি ভাইরাস। কিন্তু এর জন্ম কোথায় আর কোথায় এর ভ্যাক্সিন?
বহুদিন ধরে মনে মনে খুঁজে চলেছি অসভ্যতার সোর্স। গিয়েছি দাদা বাড়ী। সেই পাবনা জেলার সুজানগর থানা। এখন কি অবস্থা বলতে পারব না, কিন্তু তখন রাস্তা বেশ ভাল ছিল সুজানগর থেকে পাবনা যাওয়ার রাস্তা। ১৯ কিলো, দশ মিনিট পরপর বাস আছে। সাধারণত একেক বাজারে একেক স্টপেজ, প্রত্যেকটি বাজারে বিশাল একেক জটলা। ৪০০-৫০০ ফিটের মধ্যে বাজারের মুখ, সেখানেই ট্রাক, বাস, ভ্যান, রিক্সা, মাছ, মুরগি, হুরাহুরি পারাপারি, সব সেই ৪০০-৫০০ ফিটের মদ্ধ্যেই। এটুক পার হতে আধা ঘণ্টা, আবার পরের বাজারে একই চিত্র। ১৯ কিলো যেতে আধা বেলা শেষ!!! শুধু তাই না, বাজার পার হওয়ার পর গাড়ী বেশ দ্রুত যাচ্ছে, হঠাত ব্রেক! উতসুক হয়ে সামনে তাকালাম, একজন নেমে গেল। আবার বাস যাচ্ছে, হঠাত ব্রেক। একজন হাত উঠিয়েছে। তাকে উঠানো হল। আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেল। কন্ট্রাক্টর কে ডাকলাম। জিজ্ঞেস করায় ও বলল, প্রথমে যিনি নামলেন, তিনি ঐ গ্রামের মেম্বার, পরে যিনি উঠলেন, তিনি প্রাইমারী স্কুলের হেড মাষ্টার। উনাদের জন্য না থামালে সমস্যা আছে। আর টনাত করে আমার মাথায় খেলে গেল, পেয়েছি ভাইরাসের সোর্স!!!
"আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্যে"....
ভ্যাক্সিন ও পেয়ে গিয়েছি। পরে লিখব।