Dr. Saiful Alam - Homeo Specialist

Dr. Saiful Alam - Homeo Specialist উন্নত চিকিৎসা প্রদান করে রোগীকে দ্রু? উন্নত চিকিৎসা প্রদান করে রোগীকে দ্রুত সুস্থ করাই আমাদের মূল উদ্দেশ্য!

দাঁত দিয়ে নখ কাটাঃ এটি একটি রোগ?→ বদাভ্যাস নয়!দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা দূর করার জন্য রয়েছে চমৎকার হোমিওপ্যাথিক সমাধান।...
27/11/2025

দাঁত দিয়ে নখ কাটাঃ এটি একটি রোগ?→ বদাভ্যাস নয়!

দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা দূর করার জন্য রয়েছে চমৎকার হোমিওপ্যাথিক সমাধান। গুরুত্বপূর্ণ কয়েকটি মেডিসিন সম্পর্কে আলোচনা করা হলোঃ

১) মেডোরিনামঃ
মেটেরিয়া মেডিকায় যত মেডিসিন আছে মেডোর নখ কাটার প্রবনতা সবচেয়ে বেশি। মারাত্মক নখ কাটার প্রবণতা। এদেরকে একারণে নিউরোটিক নেইল বাইটার ( NNB) ও বলা হয়।
মেডোরিনাম শিশুরা হাতের নখ তো কাটেই, কাটতে কাটতে পায়ের আঙুলের নখও কাটে।

সাধারণত ১০০০ শক্তিতে একডোজ দিয়ে কয়েকমাস অপেক্ষা করতে হবে।

২) ব্যারাইটা কার্বঃ

এরা দাঁত দিয়ে নখ কাটে অতিরিক্ত লাজুকতার কারনে। এরা নখ বাদ দিয়ে অন্য কিছুও কাটতে পারে, যেমনঃ কলমের নিব, পেন্সিল, ওড়নার কোনা ইত্যাদি; তবে মুল কারন ঐ একই - লাজুকতা।

সাধারণত ১০০০ বা ১০ হাজার শক্তির একডোজ দিয়ে ৩-৬ মাস অপেক্ষা করতে হবে।

৩) নেট্রাম মিউরঃ

এরা খুব যত্ন সহকারে ও সতর্কভাবে নখ কাটে।
বিশেষ করে যখন কোনকিছু নিয়ে চিন্তা করে, অথবা তার পারিপার্শ্বিক লোকজনের সাথে কমিউনিকেশনে সমস্যা ঘটে, তখনই তাদের নখ কাটার প্রবনতা দেখা যায়।

সাধারণত ২০০ বা ১০০ শক্তি দিয়ে শুরু করতে হবে।

৪) ট্যারেন্টুলা হিসপাঃ

খুব দ্রুত, অশান্তভাবে, অধৈর্য্যের সাথে নখ কাটে, এরা নখের সাথে আঙুলও কাটতে থাকে।

এরা যখন উত্তেজিত হয়, তখন সাধারণত এ প্রবনতা বৃদ্ধি পায়, যেমনঃ মুভি দেখা, খেলা দেখা ইত্যাদি।

৫) হায়োসিয়ামাসঃ

👉নাকের পলিপ বলতে সাধারণত  নাকের ভিতরে নাক ও সাইনাসের আবরণী কোষ হতে উৎপন্ন আঙ্গুর ফলাকৃতি একধরনের মাংসপিণ্ডকে বোঝায়। এগুল...
24/11/2025

👉নাকের পলিপ বলতে সাধারণত নাকের ভিতরে নাক ও সাইনাসের আবরণী কোষ হতে উৎপন্ন আঙ্গুর ফলাকৃতি একধরনের মাংসপিণ্ডকে বোঝায়। এগুলো সাধারণত মসৃণ,নরম,ফ্যাকাসে এবং ধূসর বর্ণের হয়ে থাকে। অনেক সময় ক্ষত ও পুঁজ সৃষ্টি হতে পারে।
নাকের পলিপাস অতি পরিচিত একটি রোগ। কিন্তু নাক বন্ধ থাকা মানেই নাকের পলিপাস হয়েছে এটা ঠিক না।
👉নাকের পলিপাসের প্রকারভেদঃ
১. Anatomically ( দেহের গঠনের উপর ভিত্তি করে)
polyp( অ্যান্ট্রোকোনাল পলিপ)ঃ এটি ম্যাক্সিলারি এন্ট্রাম থেকে উৎপন্ন হয়,সাধারণত একপাশে হয় এবং সংখ্যায় একটি থাকে।এটা মধ্য বয়সে এবং বৃদ্ধ বয়সে বেশি হয়।
# Ethmoidal polyp(ইথময়ডাল পলিপ)ঃ
এটি ইথময়ডাল এয়ার সেল থেকে উৎপন্ন হয়,সাধারণত দুই পাশেই হয় এবং সংখ্যায় একাধিক হয়। এটা বাচ্চাদের এবং কম বয়সী দের বেশি হয়।
২.According to cause( কারণ অনুসারে)ঃ
(এলার্জি জনিত)
# Vasomotor ( রক্তবাহকের সংকোচনশীলতা)
( প্রদাহী)
(সংক্রামক)
(এলার্জি ও ইনফেকশনের মিলিত ক্রিয়া)
(কোষ সমূহের অস্বাভাবিক বৃদ্ধি জনিত পলিপ)
এছাড়াও ছত্রাকজনিত- রাইনোস্পোরিডিয়াম ছত্রাক উৎপন্ন পলিপ যা গবাদিপশুর সংস্পর্শে গেলে শরিরের যেকোনো স্থানে হতে পারে।
👉নাকের পলিপাস এর লক্ষণঃ
১. নাক বন্ধ থাকা।
২. বেশি বেশি সর্দি লাগা।
৩. নাক দিয়ে পানি পড়া।
৪. বেশি হাঁচি হওয়া।
৫. ঘ্রাণ শক্তি হ্রাস পাওয়া।
৬. ঘ্রাণ শক্তি লোপ পাওয়া।
৭. স্মৃতি-শক্তি কমে যাওয়া।
৭. মাথা ব্যথা
৮. নাক দিয়ে নিশ্বাস নিতে কষ্ট হয়
৯. অনেক সময় মাথায় ব্যথা হয়, নাক ও কানে চুলকায়, নাকে ব্যাথা।
১০. নাক ডাকা।
১১. রক্তে serum IGE এর পরিমাণ বৃদ্ধি পাওয়া।
👉 পলিপাসের সচেতনতা:
১.ঠান্ডাজনিত পরিবেশ থেকে সাবধাণতা অবলম্বন করতে হবে।
২.সিজনাল ফল-মূল বেশী খেতে হবে।
৩.ধূলা-বালি ও ধোঁয়া থেকে মুক্ত থাকতে হবে।
৪.ফ্রীজের সরাসরি ঠান্ডা খাবার থেকে বিরত থাকা।
৫.গতানুগতিক এ্যান্টিবায়োটিক ও ঠান্ডাজনিত ঔষধ খাওয়া হতে বিরত থাকতে হবে।
৬.এলার্জি জাতীয় খাবার কম খেতে হবে।
জীবন-যাত্রায় মানসিক ও শারীরিক প্রভাব যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।
👉 নাকের পলিপাসের চিকিৎসায় হোমিওপ্যাথিঃ-
বর্তমানে নাকের মাংস বৃদ্ধি (Nasal Polyps) বা পলিপ একটি সাধারণ সমস্যা। এই সমস্যা দূর করার জন্য হোমিওপ্যাথি হলো বর্তমান বিশ্বের সর্বাধিক কার্যকর এবং স্থায়ী চিকিৎসা। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনাকে কোন লোকাল হোমিও ডাক্তারের কাছে না গিয়ে, একজন অভিজ্ঞ ও গ্র্যাজুয়েট হোমিওপ্যাথ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নিতে হবে। কেন একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন? কারণ, নাকের পলিপাস দ্রুত আরোগ্যের জন্য সাধারণত: লোকাল ডাক্তারগণ সিরিঞ্জের সাথে এসিড জাতীয় দ্রব্য মিশিয়ে পলিপাসকে সাময়ীক উপসম করে দেন, তাতে রোগীর সাময়ীক কষ্ট কিছুদিন ভাল থাকলেও ভবিষ্যতে আরো কঠিন ও জটিল আকার ধারণ করে।
অপারেশন ছাড়াই সম্পূর্ণ স্থায়ী হোমিও চিকিৎসা সম্ভব। আপনি যদি স্থায়ী ভাবে এর থেকে মুক্তি লাভ করতে চান তাহলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিন।
👉 হোমিও চিকিৎসা:
লক্ষণভিত্তিক ও বিভিন্ন sign, symptom এবং investigation করে সাদৃশ্য ঔষধ প্রয়োগ করে বিনা অপারেশনে নাকের পলিপাস স্থায়ী আরোগ্য হয়। তবে জটিলতার উপর নির্ভর করে আরোগ্যের সময় একটু দির্ঘায়ীত হতে পারে

শিশুদের ব্রঙ্কিওলাইটিস🍀 ব্রঙ্কিওলাইটিস কী?ব্রঙ্কিওলাইটিস হলো শিশুদের ফুসফুসের ছোট ছোট শ্বাসনালী (bronchioles)-এর ভাইরাসজ...
22/11/2025

শিশুদের ব্রঙ্কিওলাইটিস

🍀 ব্রঙ্কিওলাইটিস কী?

ব্রঙ্কিওলাইটিস হলো শিশুদের ফুসফুসের ছোট ছোট শ্বাসনালী (bronchioles)-এর ভাইরাসজনিত সংক্রমণ। এতে শ্বাসনালী ফুলে যায়, মিউকাস বা কফ জমে, ফলে শিশুর শ্বাস নিতে কষ্ট হয়।
এটি সাধারণত ২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায়।

🍀 ব্রঙ্কিওলাইটিস এর কারণ

• বেশিরভাগ ক্ষেত্রেই RSV (Respiratory Syncytial Virus) এর কারণে হয়।
• এ ছাড়াও Rhinovirus, Influenza virus, Adenovirus ইত্যাদি কারণ হতে পারে।

🍀 ব্রঙ্কিওলাইটিস রোগ হবার ঝুঁকি কাদের বেশি?
• ৬ মাসের কম বয়সী শিশু
• প্রিম্যাচিউর (সময়-এর আগে জন্মানো) শিশু
• যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম
• হৃদরোগ বা ফুসফুসের সমস্যা আছে এমন শিশু
• ধূমপানের ধোঁয়া যাদের কাছে থাকে

🍀 ব্রঙ্কিওলাইটিস এর লক্ষণ
• সর্দি-কাশি দিয়ে শুরু
• নাক বন্ধ বা নাক দিয়ে পানি পড়া
• জ্বর
• শ্বাস নিতে কষ্ট
• দ্রুত শ্বাস নেওয়া
• শ্বাসের সময় শিসের মতো শব্দ (wheezing)
• খেতে/দুধ পান করতে কম চাই
• ক্লান্ত বা দুর্বল লাগা
• কাশি বেড়ে যাওয়া

ব্রঙ্কিওলাইটিস এর গুরুতর লক্ষণ (জরুরি অবস্থা)
• শিশুর ঠোঁট বা নখ নীলচে হওয়া
• খুব দ্রুত বা কষ্ট করে শ্বাস নেওয়া
• বুকে ভেতরের দিকে দেবে যাওয়া
• খেতে বা দুধ পান করতে না পারা
• শিশুর অস্বাভাবিক ঘুমঘুম ভাব বা অচেতন অবস্থা
➡ এসব হলে শিশুকে দ্রুত হাসপাতালে নিতে হবে

🍀 ব্রঙ্কিওলাইটিস এর চিকিৎসা

ব্রঙ্কিওলাইটিস সাধারণত ভাইরাসজনিত, তাই অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না।

চিকিৎসা মূলত সহায়ক চিকিৎসা:
• পর্যাপ্ত তরল/দুধ খাওয়ানো
• জ্বর থাকলে প্যারাসিটামল
• শিশুকে মাথা একটু উঁচু করে রাখা
• শ্বাসনালীর কষ্ট বেশি হলে হাসপাতালে অক্সিজেন দেওয়া
• গুরুতর ক্ষেত্রে IV ফ্লুইড ও পর্যবেক্ষণ
• বেশিরভাগ শিশু ৩–৭ দিনের মধ্যে ভালো হয়ে যায়

Nebulization (salbutamol) সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কাজে আসে না, তাই নিয়মিত দেওয়া হয় না — শুধু ডাক্তার প্রয়োজন মনে করলে দেবেন।

🍀 ব্রঙ্কিওলাইটিস হলে শিশুর বাড়িতে যত্ন
• নাকে স্যালাইন ড্রপ দিন
• ঘর ধুলো-মুক্ত রাখুন
• ধোঁয়া (সিগারেট/ রান্নার ধোঁয়া) থেকে দূরে রাখুন
• শিশুকে পর্যাপ্ত দুধ/পানি দিন
• শিশুর শ্বাস-প্রশ্বাস লক্ষ্য রাখুন
• শিশুকে বিশ্রাম দিন

🍀 ব্রঙ্কিওলাইটিস এর প্রতিরোধ
• হাত ধোয়ার অভ্যাস
• ঠান্ডা-কাশি থাকা ব্যক্তিদের থেকে দূরে রাখা
• ধোঁয়া এড়িয়ে চলা

দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

পোস্টটি শেয়ার করুন। অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরী।

ধন্যবাদ 🙏

ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন এবং নিজেকে সুরক্ষিত করুন। যদি সম্ভব হয়, একটি শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন এ...
21/11/2025

ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন এবং নিজেকে সুরক্ষিত করুন। যদি সম্ভব হয়, একটি শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন এবং বালিশ দিয়ে মাথা ঢেকে রাখুন। খোলা জায়গায় থাকলে ভবন, বিদ্যুৎ লাইন এবং গাছপালা থেকে দূরে থাকুন। রান্নাঘরে থাকলে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বের হয়ে আসুন।
ভূমিকম্পের সময় করণীয়
• শান্ত থাকুন: আতঙ্কিত না হয়ে শান্ত থাকা জরুরি। পরিবারকেও শান্ত থাকতে বলুন।
• আশ্রয় নিন: যদি ঘরে থাকেন, তাহলে একটি শক্ত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন এবং বালিশ দিয়ে মাথা ঢেকে রাখুন। বিম, কলাম বা পিলারের কাছাকাছি আশ্রয় নেওয়াও নিরাপদ।
• বিদ্যুৎ ও গ্যাস বন্ধ করুন: রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দিন এবং সম্ভব হলে বিদ্যুৎ ও গ্যাসের সুইচ বন্ধ করুন।
• বাইরে থাকলে: যদি বাইরে থাকেন, তাহলে ভবন, গাছ, বিদ্যুতের তার এবং রাস্তার আলোগুলো থেকে দূরে খোলা জায়গায় যান। কম্পন না থামা পর্যন্ত সেখানেই থাকুন।
• গাড়িতে থাকলে: গাড়ি থামিয়ে পার্কিং ব্রেক সেট করুন। গাড়ি খোলা জায়গায় রাখুন এবং কম্পন না থামা পর্যন্ত বের হবেন না।
• শিক্ষাপ্রতিষ্ঠানে থাকলে: স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ বা টেবিলের নিচে আশ্রয় নিন।
• যদি চাপা পড়ে যান: বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। ধুলা থেকে বাঁচতে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন। সুযোগ পেলে খালি জায়গায় বেরিয়ে যান।
ভূমিকম্পের পরে করণীয়
• নিরাপত্তা নিশ্চিত করুন: বাড়ি বা অন্যান্য ভবনের বাইরে থাকলে ভিতরে প্রবেশ করবেন না।
• প্রাথমিক চিকিৎসা: প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখুন।
• ক্ষয়ক্ষতি পরীক্ষা করুন: পানি, গ্যাস এবং বিদ্যুতের লাইন পরীক্ষা করুন এবং ক্ষতিগ্রস্ত হলে তা ব্যবহার করবেন না।
• জানালা থেকে দূরে থাকুন: কাচের জানালা থেকে দূরে থাকুন, কারণ কম্পনের ফলে সেগুলো ভেঙে যেতে পারে।

💊💊👍  Nux Vomica একটি “ক্লিনিকাল লক্ষণ” (Clinical Feature) মনে রাখবেন, 🔍 ক্লিনিকাল লক্ষণ (Clinical Feature):“খবার খাওয়ার ...
19/11/2025

💊💊👍 Nux Vomica
একটি “ক্লিনিকাল লক্ষণ” (Clinical Feature) মনে রাখবেন,

🔍 ক্লিনিকাল লক্ষণ (Clinical Feature):
“খবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তীব্র অম্লতা ও বুকজ্বালায় অস্বস্তি বাড়ে,
এবং রোগী বারবার মনে করে—যদি বমি হতো তবে আরাম পেত।”

👉 এই লক্ষণ Nux Vomica রোগীর খুব ক্লাসিক শনাক্তকারী সাইন।

ধন্যবাদ

★ কোলেস্টেরল —- আমাদের শরীর যদি একটা ছোট্ট শহর হয় তবে এই শহরের প্রধান সমাজবিরোধী হচ্ছে কোলেষ্টেরল,★ ট্রাইগ্লিসারাইড —- ...
19/11/2025

★ কোলেস্টেরল —- আমাদের শরীর যদি একটা ছোট্ট শহর হয় তবে এই শহরের প্রধান সমাজবিরোধী হচ্ছে কোলেষ্টেরল,

★ ট্রাইগ্লিসারাইড —- কোলেস্টেরলের কিছু সাঙ্গ পাঙ্গ থাকে, তবে একেবারে ডান হাতের মস্তান হচ্ছে — ট্রাইগ্লিসারাইড, এদের কাজ হচ্ছে রাস্তায় মাস্তানি করে রাস্তা ব্লক করা , অর্থাৎ শহরকে অচল করার চেষ্টা করা ,

★ হৃৎপিন্ড হচ্ছে শরীর নামের শহরটির প্রাণকেন্দ্র বা মেন জায়গা। যেমন কলকাতার ধর্মতলা এলাকা, শহরের সব রাস্তাগুলি এসে মিশেছে এই হৃৎপিন্ড নামক প্রাণকেন্দ্রে ,

কিন্তু সমাজবিরোধীদের সংখ্যা বেশী হলে কি হয় আমরা সবাই জানি । এরা নিত্য নতুন হাঙ্গামা বাধিয়ে শহরের প্রাণকেন্দ্রকে অর্থাৎ হৃৎপিন্ডকে অচল করে দিতে চায় ।
তাহলে আমাদের শরীর নামক শহরে কি পুলিশ নেই ? যারা মাস্তানদের ক্রসফায়ার করবে , তাদের ছত্রভঙ্গ করে জেলে‌ ভরবে ?

হ্যাঁ, আছে, পুলিশ থাকবে না এমন জায়গা আছে?

★ একজন কড়া পুলিস অফিসারের নাম –H D L, এই পুলিশ অফিসারটি পাড়ায় পাড়ায় মাস্তানী করা মাস্তানদের রাস্তা থেকে ধরে এনে জেলে পাঠিয়ে দেয় ।

★ জেলের মধ্যে থাকে জেল সুপারিন্টেন্ডেন্ট, তার নাম– লিভার বাবু, এই লিভার বাবু ট্রাইগ্লিসারাইড সমাজবিরোধীদের পিটিয়ে বাইল সল্ট বানায়, তারপর শহরের পয়োনিষ্কাশন পাইপ লাইনের মাধ্যমে পায়খানার সাথে শহর থেকে ঘাড় ধরে বের করে দেয়,
শাস্তি পায় মাস্তানরা,

★ কিন্তু সরষের মধ্যে ভূত থাকে, কিছু নেতারা আবার এই সব মাস্তানদের হাতছাড়া করতে চায় না, ভোটের সময় তো কাজে লাগে এদের!

★ এইরকম একজন নেতার নাম—L D L, তিনি ক্ষমতার জোরে নানান কায়দাকানুন করে এই সব মাস্তানদের কোর্ট থেকে জামিন করিয়ে আবার রাস্তায় নামিয়ে দেয়,

আবার মাস্তানদের মাতলামো আর বাঁদরামো আরম্ভ হয়, আবার রাস্তা ব্লক হয়, আবার পুরো শহরে জ্যাম লেগে যায়,

★ আবার সেই কড়া পুলিস অফিসার H D L বাবু পিস্তল উঁচিয়ে কিছু পুলিস নিয়ে দৌড়ে আসে।
কিন্তু তারা L D L নেতা, আর কোলেস্টেরল মাস্তানদের যৌথ শক্তির সাথে কখনও কখনও পেরে ওঠে না, বেশ কিছু পুলিশ মারাও পড়ে। পুলিশের সংখ্যা কমতে থাকে, কড়া অফিসার H D L ও এক সময় ম্রিয়মান হয়ে পড়ে, মাস্তানরা তখন আরও উল্লসিত হতে থাকে,

শহরের পরিবেশ অস্বাস্থ্যকর হতে থাকে,

শহরের প্রানকেন্দ্র হৃৎপিণ্ড ও অচল হয়ে পড়ে,

তাহলে উপায়?
উপায় হলো— মাস্তান মাফিয়াদের কমাতে কড়া পুলিশ অফিসার বাড়াতে হবে,

অনেক H D L , অর্থাৎ অনেক কড়া পুলিস অফিসার চাই,

এইসব কড়া পুলিশ অফিসার যত বাড়বে , ততই —

* মাস্তানরা, মানে– Cholesterol,
* মাস্তানের চামচেরা — মানে– Triglycerides ,
* দুষ্টু নেতা— মানে L D L রা কমতে থাকবে, ।

শরীর শহর আবার প্রানচাঞ্চল্য ফিরে পাবে,

শহরের প্রানকেন্দ্র হার্ট আবার মাস্তানদের অবরোধ থেকে মুক্তি পাবে, হার্ট ব্লকও আর হবে না,

আর শহরের প্রানকেন্দ্র হার্ট সুস্থভাবে বাঁচা মানে শরীর শহরের সবাই সুস্থভাবে বাঁচতে পারবে ।

তাহলে এই থিওরি অনুযায়ী দুষ্টদের দমন করে ভালো কড়া পুলিস অফিসারদের বহাল রাখতে হলে কি
করতে হবে?

পুরো শহরের সবাইকে এ্যাকটিভ হতে হবে, সবাইকে নড়াচড়া করতে হবে, কঠোর পরিশ্রম করে ঘাম ঝরাতে হবে,

—- হাঁটতে হবে,
দিনের মধ্যে কিছুটা সময় বের করে পই পই করে দৌড়ানোর মতন করে হাঁটতে হবে,

হাতে হাত ধরে গল্প করতে করতে হাঁটা নয়,

জোরে জোরে দ্রুুতগতিতে কমপক্ষে আধঘন্টা হাঁটার শেষে সারা শরীর যেন ঘামে ভরে যায়!

” কদম কদম বাড়ায়ে যা ”
এই ছন্দের হাঁটা নয়!

তাহলেই শরীর নামক শহরের সবাই ঠিক থাকবে, কেউ ঝিমিয়ে পড়বে না,

শহরের প্রানকেন্দ্র হৃৎপিণ্ডও ঠিক থাকবে!

শরীর ঝিঁঝিঁ করছে? 😨 এটা কোন ভিটামিনের ঘাটতি জানেন?হাত–পা বারবার ঝিঁঝিঁ করা, হালকা অবশ লাগা বা সুচ ফোটার মতো অনুভূতি—এসবে...
18/11/2025

শরীর ঝিঁঝিঁ করছে? 😨 এটা কোন ভিটামিনের ঘাটতি জানেন?

হাত–পা বারবার ঝিঁঝিঁ করা, হালকা অবশ লাগা বা সুচ ফোটার মতো অনুভূতি—এসবের সবচেয়ে বড় কারণ হলো Vitamin B12-এর ঘাটতি।

🔶 কেন B12 কমলে এমন হয়?

B12 স্নায়ুকে রক্ষা করে। এটি কমে গেলে স্নায়ুর সিগন্যাল ঠিকমতো কাজ করে না → হাত–পা ঝিঁঝিঁ শুরু।

আর কোন ভিটামিন অভাবে ঝিঁঝিঁ হতে পারে?

1️⃣ Vitamin B12 – সবচেয়ে সাধারণ কারণ
2️⃣ Vitamin B6 – স্নায়ু দুর্বল হলে ঝিনঝিন
3️⃣ Vitamin B1 (Thiamine) – দীর্ঘদিন ঘাটতি থাকলে স্নায়ু ক্ষতি

প্রতিকার কী? 🩺

✔️ রক্তের B12 লেভেল চেক
✔️ ডাক্তারি পরামর্শে সাপ্লিমেন্ট
✔️ প্রতিদিন খাবারে B–ভিটামিন যোগ করা

বাংলাদেশে কোন খাবারে পাওয়া যায়? 🍽️
Vitamin B12:

মাছ (রুই, কাতলা), ডিম, দুধ–দই, গরুর মাংস, কলিজা,

Vitamin B6:

কলা, আলু, বাদাম, ডিম,মটরশুঁটি

Vitamin B1:

ডাল, বাদাম, চালের ভুষি, ডিম

🤔Myth: “হোমিওপ্যাথি সার্জারি লাগার মতো রোগও পুরোপুরি সারিয়ে দিতে পারে! তাই অপারেশন দরকার নেই।”এটা একটা গোড়া বিশ্বাস। যা ...
17/11/2025

🤔Myth: “হোমিওপ্যাথি সার্জারি লাগার মতো রোগও পুরোপুরি সারিয়ে দিতে পারে! তাই অপারেশন দরকার নেই।”
এটা একটা গোড়া বিশ্বাস। যা হোমিওপ্যাথির জন্য কোনো গৌরব নয় বরং বিপদ।

আসুন দেখি Reality:
হোমিওপ্যাথি অনেক ক্ষেত্রে সার্জারি Avoid/Delay করতে পারে ✅
কিন্তু সব সার্জারির বিকল্প নয় ❌
➡️ যখন রোগ Structure Damage / Mechanical Obstruction এ পৌঁছে যায়,
সেখানে Surgery অপরিহার্য হয়ে যায়।

🩺 কোথায় হোমিওপ্যাথি কার্যকর?

(সার্জারি না করেও বা অপারেশন দেরি করেও চলতে পারে)
হোমিওপ্যাথির ভূমিকা:
পাইলস (Initial stage) ব্যথা-রক্তপাত কমানো, recurrence কমানো
টনসিলাইটিস (Repeated infection) Immunity boost, future surgery avoid
ফাইব্রয়েড ছোট সাইজ Bleeding control + growth slow
নাসাল পলিপ শুরুতে Size কমানো ও recurrence কমানো
Gall Bladder polyp ছোট ইনফ্লেমেশন ও উপসর্গ কমানো
Prostate enlargement first stage Symptom relief
ভ্যারিকোজ ভেইন early Pain & swelling control

🟩 এই ক্ষেত্রে হোমিওপ্যাথি “Medical Management” দেয়।
অবস্থা খারাপ না হলে Surgery নাও লাগতে পারে।
নেক্সট পর্বে দেখবো কোথায় Surgery অবশ্যই দরকার,বিলম্ব করলে কি হতে পারে।
ধন্যবাদ।

শীতে রিউমেটিজম: হাড়ে হাড়ে ব্যথার সবচেয়ে বড় কারণ!শীত এলেই অনেকেই বলে —“হাড়ে ব্যথা শুরু হইছে”, “জোড়ায় টান ধরে”, “ঘুম থেকে ...
14/11/2025

শীতে রিউমেটিজম: হাড়ে হাড়ে ব্যথার সবচেয়ে বড় কারণ!
শীত এলেই অনেকেই বলে —
“হাড়ে ব্যথা শুরু হইছে”, “জোড়ায় টান ধরে”, “ঘুম থেকে উঠে দাঁড়াতে কষ্ট”,
কিন্তু এগুলো শুধু ঠান্ডা লাগা নয়…
এগুলো হলো Rheumatism–এর clear warning signs!

🔍 এবার দেখি রোগটি আসলে কী? (Clinical Description)
রিউমেটিজম বলতে শুধু “জোড়ায় ব্যথা” বোঝায় না।
এটি হলো—
➡ Musculoskeletal system-এর chronic inflammatory disorder
➡ প্রভাব পড়ে — joints, muscles, tendons, bursae
➡ শীতের ঠান্ডায় synovial fluid thick হয়ে যায়
➡ ফলে joint mobility কমে যায় & pain receptors sensitized হয়

সাধারণত যেসব joint বেশি আক্রান্ত হয়—
Knee joint
Ankle joint
Shoulder & Cervical
Elbow
Small joints of hands & fingers

🔥 শীতে রিউমেটিজম কেন বাড়ে?

✔ Cold exposure → vasoconstriction
✔ Blood circulation কমে → tissue stiffness
✔ Inflammatory mediators ↑
✔ পূর্বের old rheumatic tendency reactivated

মাথার শক্ত ও নরম টিউমার (Brain Tumors – Hard & Soft Types)মাথার ভেতরে বা স্কাল্প/স্কাল বোনের আশেপাশে যে কোনো অস্বাভাবিক ...
13/11/2025

মাথার শক্ত ও নরম টিউমার (Brain Tumors – Hard & Soft Types)
মাথার ভেতরে বা স্কাল্প/স্কাল বোনের আশেপাশে যে কোনো অস্বাভাবিক সেল গ্রোথকে টিউমার (Tumor) বলা হয়। এগুলো দু’ভাবে ভাগ করা যায় – শক্ত (Hard Tumor) এবং নরম (Soft Tumor)।
🔹 শক্ত টিউমার (Hard Tumors)
এগুলো সাধারণত শক্ত, হাড়ের মতো বা ফাইব্রাস টিস্যু দ্বারা গঠিত হয়।
বৈশিষ্ট্য:
ধীরে ধীরে বৃদ্ধি পায়।
প্যালপেশনে (স্পর্শ করলে) শক্ত মনে হয়।
সাধারণত Benign (অক্ষতিকারক) হয়, তবে কিছু ক্ষেত্রে Malignant (ক্যান্সারাস) হতে পারে।
উদাহরণ:
1. Osteoma → হাড়ের উপরিভাগে শক্ত টিউমার।
2. Meningioma → মেনিনজেস (Brain Coverings) থেকে উৎপন্ন, সাধারণত শক্ত।
3. Fibroma → ফাইব্রাস টিস্যুর কারণে দৃঢ় গঠন।

🔹 নরম টিউমার (Soft Tumors)
এগুলো তুলনামূলকভাবে নরম, স্পঞ্জি বা ফ্লাকচুয়েন্ট হয়ে থাকে।
বৈশিষ্ট্য:
দ্রুত বাড়তে পারে।
অনেক সময় স্পর্শ করলে চটচটে বা ফ্লুইড-ফিল্ড মনে হয়।
Benign বা Malignant – দুইভাবেই হতে পারে।
উদাহরণ:
1. Glioma → ব্রেন টিস্যুর গ্লিয়াল সেল থেকে উৎপন্ন, নরম প্রকৃতির।
2. Lipoma → ফ্যাটি টিস্যু দ্বারা গঠিত, নরম ও মোবাইল।
3. Hemangioma → রক্তনালীর টিউমার, চেপে ধরলে নরম ও লালচে।

🧠 সাধারণ উপসর্গ (Clinical Features)
মাথাব্যথা (Headache)
বমি বমি ভাব ও বমি (Nausea, Vomiting)
দৃষ্টিশক্তির সমস্যা (Visual Disturbance)
খিঁচুনি (Seizures)
স্নায়বিক দুর্বলতা (Neurological Deficit)

🔬 মেডিকেল দৃষ্টিতে চিকিৎসা
1. Imaging → CT Scan, MRI দ্বারা সঠিক লোকেশন ও প্রকৃতি নির্ণয়।
2. Surgery → বড় বা চাপ সৃষ্টি করা টিউমারের ক্ষেত্রে অপারেশন।
3. Radiotherapy & Chemotherapy → Malignant tumor-এ প্রয়োগ করা হয়।

🌿 হোমিওপ্যাথি চিকিৎসা
হোমিওপ্যাথিতে রোগীর সামগ্রিক উপসর্গ দেখে ও কনস্টিটিউশন অনুযায়ী ওষুধ নির্বাচন করা হয়।
প্রধান কিছু ওষুধ:
Calcarea fluorica → শক্ত টিউমার, বোন টিউমার, হাড় শক্ত হয়ে যাওয়া।
Silicea → নরম টিউমার, পুঁজ হওয়া প্রবণতা, ধীরে ধীরে বড় হওয়া গ্রোথ।
Conium maculatum → গ্ল্যান্ডুলার ও স্কাল্প টিউমার, শক্ত ও পেইনলেস।
Calcarea carbonica → ফ্যাটি টিউমার বা লিপোমা টাইপ, স্থূলকায় রোগীর জন্য উপকারী।
Baryta carb → বৃদ্ধ বয়স্কদের ব্রেইন টিউমার ও গ্ল্যান্ডুলার স্ফীতি।

ধন্যবাদ।

💊 হোমিওপ্যাথি ওষুধ: থিওসিনামিন (Thiosinaminum)উৎপত্তিথিওসিনামিন তৈরি হয় সরিষার তেল থেকে পাওয়া এক ধরনের রাসায়নিক যৌগ (All...
11/11/2025

💊 হোমিওপ্যাথি ওষুধ: থিওসিনামিন (Thiosinaminum)

উৎপত্তি

থিওসিনামিন তৈরি হয় সরিষার তেল থেকে পাওয়া এক ধরনের রাসায়নিক যৌগ (Allyl sulphocyanate) থেকে। এটি হোমিওপ্যাথিতে বিশেষ করে দাগ, আঁশটে টিস্যু, শক্ত হয়ে যাওয়া অঙ্গ-প্রত্যঙ্গ ও আঁকড়ে থাকা টিস্যু (fibrosis, adhesion) এর চিকিৎসায় ব্যবহৃত হয়।

কাজের ক্ষেত্র (কোন জায়গায় কাজ করে)

থিওসিনামিনের সবচেয়ে বড় গুণ হলো কঠিন হয়ে যাওয়া টিস্যু নরম করা এবং দাগ বা আঁশ ভেঙে দেওয়া।

কোথায় কোথায় ব্যবহার হয়

1. দাগ ও ক্ষতস্থানের সমস্যা

অপারেশনের পরে শক্ত দাগ (post-operative scar)

পোড়ার পরে গঠিত দাগ

চামড়ার কেলয়েড (অতিরিক্ত মাংসের মতো শক্ত দাগ)

2. আঁশটে টিস্যু / Fibrosis

জরায়ুর ফাইব্রয়েড (Fibroid uterus)

ডিম্বাশয়ের সিস্টে আঁকড়ে ধরা সমস্যা

ফ্যালোপিয়ান টিউব বন্ধ হয়ে যাওয়া (tubal blockage)

পেটের ভেতরে আঁকড়ে ধরা (peritoneal adhesion)

ফুসফুস বা লিভারে আঁশ জমে যাওয়া (pulmonary fibrosis, liver cirrhosis)

3. চোখ-কান সমস্যা

কর্নিয়ার দাগ (corneal opacity)

কানের ভেতরে আঁশ জমে বধিরতা (deafness from fibrosis)

4. অন্যান্য

খাদ্যনালী, মূত্রনালী বা মলদ্বারের পথ সরু হয়ে যাওয়া (stricture)

গ্রন্থি বড় হয়ে আঁশটে হয়ে যাওয়া

মাত্রা (Dose)

অবশ্যই চিকিৎসক নির্ধারণ করবেন।

✅ বিশেষ বৈশিষ্ট্য

থিওসিনামিনকে বলা হয় “দাগ গলানোর ওষুধ”।

শক্ত হয়ে যাওয়া অঙ্গ-প্রত্যঙ্গ বা টিস্যু আস্তে আস্তে নরম করে।

আঁশ জমে বড় হয়ে যাওয়া অঙ্গ ছোট করতে সাহায্য করে।

নিরাপদ, তবে দীর্ঘদিন খেতে হয়।

কাছাকাছি ওষুধ

অতিরিক্ত ঘামের হোমিও ঔষধ। ঘামের বিভিন্নতায় হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন।--------------------------------------------------...
10/11/2025

অতিরিক্ত ঘামের হোমিও ঔষধ। ঘামের বিভিন্নতায় হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন।
-------------------------------------------------------------------------
Dr.Hasanul Banna Alamin

⬛ অতিরিক্ত ঘাম ও ঘামের দুর্গন্ধের জন্য পরিচিত হোমিওপ্যাথিক ওষুধসমূহ :

⬛ Calcarea Carb
লক্ষণ: সহজেই ঘাম হয়, বিশেষ করে মাথা ও ঘাড়ে। ঠাণ্ডা ঘাম হয়।
ব্যবহার: শিশুদের মাথায় ঘাম হলে, বা অতিরিক্ত ওজনদার ব্যক্তির ক্ষেত্রে কার্যকর।

⬛ Silicea
লক্ষণ: হাত-পা ঘামে এবং দুর্গন্ধযুক্ত হয়। ঘাম ঠাণ্ডা ও পিচ্ছিল হয়।
ব্যবহার: দুর্বলতা, অতিরিক্ত ঘাম ও সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে।

⬛ Sulphur
লক্ষণ: সারা শরীরে ঘাম হয়, বিশেষ করে রাতে। দুর্গন্ধযুক্ত ঘাম হয়।
ব্যবহার: গা ময়লা থাকে এমন অনুভূতি, চুলকানি ও গরম স্বভাবের রোগীদের জন্য।

⬛ Mercurius Solubilis
লক্ষণ: অতিরিক্ত ঘাম হয়, বিশেষ করে রাতে। ঘামে গন্ধ হয় এবং শরীরে দুর্বলতা লাগে।
ব্যবহার: সংক্রমণ বা ইনফ্ল্যামেশন সংক্রান্ত ঘাম হলে।

⬛ Thuja Occidentalis
লক্ষণ: পায়ের তলায় ঘাম ও গন্ধ; নখ দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে।
ব্যবহার: শরীরে বিষাক্ত উপাদান জমে গেলে ঘাম হয় এমন ক্ষেত্রে।

⬛ Psorinum
লক্ষণ: খুব দুর্গন্ধযুক্ত ঘাম, চুলকানি সহকারে হয়।
ব্যবহার: দীর্ঘদিনের চর্মরোগ ও ধাতুজনিত দুর্বলতার কারণে ঘাম হলে।

⬛ Lycopodium
লক্ষণ: একপাশে বেশি ঘাম হয় (ডান দিক বেশি)। গ্যাস ও হজমের সমস্যাসহ ঘাম হয়।
ব্যবহার: মানসিক চাপ ও আত্মবিশ্বাসের অভাবে ঘাম হলে উপকারী।

⬛ Phosphorus
লক্ষণ: ঘাম পাতলা ও মিষ্টি গন্ধযুক্ত হয়। রাতে বেশি ঘাম হয়।
ব্যবহার: দুর্বল ও সংবেদনশীল ব্যক্তিরা যারা সহজেই ক্লান্ত হন।

⬛ Natrum Muriaticum
লক্ষণ: মুখে ঘাম হয়, গরমের মধ্যে শুকনো মুখ ও অতিরিক্ত তৃষ্ণা থাকে।
ব্যবহার: মানসিক চাপ বা কষ্টজনিত কারণে ঘাম হলে কার্যকর।

⬛ Hepar Sulph
লক্ষণ: ঘাম আঠালো ও টক গন্ধযুক্ত। ঠান্ডা পরিবেশেও ঘাম হয়।
ব্যবহার: সংক্রমণপ্রবণ ও অ্যালার্জিক ব্যক্তিরা উপকৃত হতে পারেন।

⬛ নির্দিষ্ট লক্ষণে নির্দিষ্ট ঔষধ:

⬛ ঘুমের সময় ঘাম, মাথার ঘামে বালিশ ভিজে যায়?
Cal. Carb, Sanicula, Silicea, Cal. Phos

⬛ পায়ের তলায় ঘাম, আঙুলের ফাঁকে ঘা?
Sanicula, Psorinum, Silicea

⬛ ঘামের দুর্গন্ধ (পচা/মাছ/রসুন/মিষ্টি)?
Asafoetida, Caladium, Cantharis, Thuja, Bovista

⬛ খাবারের সময় মুখে ঘাম?
Natrum Phos 12x, Ignatia, Natrum Mur.

⬛ রাতে ঘাম, দুর্বলতা বা নিদ্রাকালে অতিরিক্ত ঘাম?
Natrum Sulph, Cal. Hypophos, Sambucus, Psorinum

⬛ শিশুর ঘামে বালিশ ভিজে যাচ্ছে?
Cal. Phos, Cal. Carb, Sanicula

⬛ ঘামের গন্ধে পোশাকে হলুদ দাগ?
Carbo Animalis, Ferrum Met.

⬛ ঘামের প্রকৃতি তেলতেলে, আঠালো, ঠাণ্ডা?
Mere Sol, Tabacum, Veratrum Album

⬛ ঘাম এত বেশি যেন গোসল করেছে!
Acid Citric, Castorium Q, Jaborandi Q

বোনাস টিপস:

⬛ অতিরিক্ত ঘামের পাশাপাশি যদি পিপাসার অসামঞ্জস্যতা থাকে (যেমন মুখ শুকনো কিন্তু পানি খেতে ইচ্ছা নেই, বা রাতে প্রচণ্ড পিপাসা), তবে ওষুধ নির্বাচন হবে ভিন্নভাবে যেমন: Cantharis, Puls, Rhus Tox, Bryonia, Mere Sol।
⬛ বিশেষ দ্রষ্টব্য:
উক্ত ওষুধসমূহ একজন হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। উপসর্গভিত্তিক সঠিক ওষুধই দিতে পারে স্থায়ী সমাধান।
আপনার হোমিও চর্চা ও লক্ষন অনুযায়ী ঔষধ নির্বাচন এর সুবিধার্থে নোট হিসেবে দেয়া হয়েছে।
collected

Address

Al Madina Homeo Hall
Dhaka
1236

Telephone

+8801676722445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Saiful Alam - Homeo Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category