24/11/2025
🧠 নার্ভ ইনজুরি (Nerve Injury)
নার্ভ হলো শরীরের “সিগন্যাল লাইন”—যা মস্তিষ্ক থেকে হাত-পা বা শরীরের বিভিন্ন অংশে বার্তা পাঠায়।
যখন কোনো ধাক্কা, কাটা, চাপ বা টান লেগে নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটাকেই নার্ভ ইনজুরি বলে।
✔ লক্ষণ
হাত-পা অবশ হওয়া বা ঝিনঝিন ভাব
ব্যথা ছড়িয়ে যাওয়া
দুর্বলতা (Strength কমে যাওয়া)
নড়াচড়া ঠিকমতো করতে না পারা
✔ কারণ
কাঁচা কাটা বা দুর্ঘটনা
হাড় ভাঙ্গা
বেশি চাপ (compression)
ডায়াবেটিসজনিত সমস্যা
💪 টেনডন ইনজুরি (Tendon Injury)
টেনডন হলো পেশি ও হাড়কে যুক্ত করে রাখা শক্ত রাবারের মতো টিস্যু।
এই টিস্যু ছিঁড়ে গেলে, টান লাগলে বা ইনফ্লেম হলে সেটা টেনডন ইনজুরি।
✔ লক্ষণ
তীব্র ব্যথা
ফুলে যাওয়া বা গরম লাগা
নড়াচড়া সীমিত হয়ে যাওয়া
টান লাগার অনুভূতি
✔ কারণ
হঠাৎ টান বা মোচড়
অতিরিক্ত ওজন ওঠানো
দুর্ঘটনা
দীর্ঘদিনের ওভারইউজ
📌 সংক্ষেপে
নার্ভ ইনজুরি = সিগন্যাল বা অনুভূতি নিয়ন্ত্রণকারী নার্ভ ক্ষতি।
টেনডন ইনজুরি = পেশি–হাড় যুক্ত করা টিস্যু ক্ষতি।
#নার্ভইনজুরি #টেনডনইনজুরি