Bd Blood Bank -Bbb

Bd Blood Bank -Bbb Donate Blood Save LIfe

 #শখের_পাখি_বাজরিগার মাশাআল্লাহ্,,,,,,,,,,,,,,,,সবগুলোই হোমব্রিড নিজের ঘরের পাখি।
19/12/2020

#শখের_পাখি_বাজরিগার
মাশাআল্লাহ্,,,,,,,,,,,,,,,,সবগুলোই হোমব্রিড নিজের ঘরের পাখি।

07/12/2020
10/02/2020

“যদি নিজ নিজ অবস্থান থেকে রক্তদান কার্যক্রমে এগিয়ে আসতো,
তাহলে এই দেশে রক্তের অভাবে একটি প্রাণও ঝরে নাহি পরতো”

যেমন-

#শিক্ষকঃ- ওনি যদি একজন রক্তদাতা হইতো এবং ওনার ছাত্র-ছাত্রীদের রক্তদানে উৎসাহ প্রদান করতো, তাহলে ছাত্র-ছাত্রীরা রক্তদানে উৎসাহ পেত এবং তারাও রক্তদানে এগিয়ে আসতো।

#চিকিৎসকঃ- ওনি যদি রক্তদানের পাশাপাশি ওনার রোগীদের সচেতন করতে পারতো বিশেষ করে গাইনি চিকিৎসকগণ, তাহলে ওনার রোগীদের সচেতন করতো যেন- গর্ভবতি মায়েদের জন্য আগে থেকেই রক্তদাতা ব্যবস্থা করে রাখে।

#লেখক- একজন লেখক যদি রক্তদান নিয়ে কোন গল্প বা উপন্যাস লিখতো, তাহলে ওনার এই গল্প বা উপন্যাস পড়ে অসংখ্য মানুষ রক্তদানে উৎসাহি হইতো।

#কবিঃ- যদি কোন কবি রক্তদান নিয়ে একটি কবিতা লিখতো, তাহলে ওনার কবিতা পড়ে অসংখ্য মানুষ রক্তদানে উৎসাহি হইতো।

#সাংবাদিকঃ- একজন সাংবাদিক যদি ওনার পত্রিকায় রক্তদানে উৎসাহকরণ কোন কলাম লিখতো তাহলে যারা এই লেখাটি পড়বে, তারা রক্তদানে উৎসাহি হইতো।

#ছাত্র_ছাত্রীঃ- কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের বেশিরভাগই রক্তদানে এগিয়ে এসেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটি স্বেচ্ছা-সেবি সংগঠন থাকতো, তাহলে তাদের বিপদে তারাই এগিয়ে আসতে পারতো এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অন্যান্য ছাত্র-ছাত্রীরাও রক্তদানে এগিয়ে আসতো।

#অভিনেতা_এবং_গায়ক- ওনারা যদি রক্তদানে এগিয়ে আসতো, তাহলে ওনাদের দেখা-দেখি অসংখ্য ভক্তরাও রক্তদানে এগিয়ে আসতো। বিশেষকরে রক্তদান নিয়ে কোন গান করলে। অলরেডি আমাদের ZooEL ভাই রক্তদানে এগিয়ে আসছে অনেক আগে থেকেই। ওনি নিজে রক্ত দিচ্ছেন এবং ওনার ভক্তদেরও রক্তদানে উৎসাহ প্রদান করছেন।

#প্রযোজকঃ- রক্তদান নিয়ে যদি কোন ছায়াছবি, টেলিফিল্ম ও নাটক রচনা করতো, তাহলে অসংখ্য দর্শক দেখে রক্তদানে উৎসাহ পেত। প্রায় ১ বছর আগে একটি নাটক Shei Cheleta - সেই ছেলেটা প্রচারিত হয়েছে। এরফলে অসংখ্য মানুষ রক্তদানে উৎসাহ পেয়েছে।

#মসজিদের_ঈমামঃ- মসজিদের ঈমাম সাহেব যদি রক্তদান করতো এবং মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে রক্তদানে উৎসাহকরণ কিছু কথা বলতো, তাহলে অসংখ্য মুসল্লিরা রক্তদানে এগিয়ে আসতো।

#রাজনীতিবিদঃ- রাজনীতিবিদরা যদি রক্তদানে এগিয়ে আসতো এবং ওনার কর্মীদের রক্তদানে উৎসাহ প্রদান করতো, তাহলে অসংখ্য মানুষ রক্তদানে এগিয়ে আসতো এবং তাদের বিপদে তারাই সর্বপ্রথম এগিয়ে যেতো।

মূলকথা- এভাবে সমাজের প্রতিটি মানুষ তাদের নিজ নিজ অবস্থান থেকে রক্তদানের কার্যক্রমে এগিয়ে আসা উচিত। স্বেচ্ছা-সেবকদের বলবো--- আপনারা চেষ্টা করুন- আপনার আশে-পাশের বিভিন্ন পেশাজীবি মানুষদের মধ্যে রক্তদানের কার্যক্রম ছড়িয়ে দিতে। এরফলে আপনার এলাকার একটি মানুষও রক্তের অভাবে মারা যাবেনা ইনশাআল্লাহ।

প্লিজ সবাই নিজ নিজ অবস্থান থেকে রক্তদানের কার্যক্রমে নিজেকে সংযুক্ত করি এবং অন্যদের উৎসাহ প্রদান করি।।।

24/12/2019

আজকে রক্তের পোষ্ট দেখে এড়িয়ে যাচ্ছেন। আগামীকাল যখন আপনার রক্তের প্রয়োজন হবে, তখন বুঝবেন রক্তের মূল্যটা কী।

It's made my day
22/02/2017

It's made my day

02/09/2016

Need O Negative (O-) blood. If anyone can help plz call:
01474990417
01811480832

আপনি জানেন কি ?বাংলাদেশের জনগোষ্ঠীর রক্তের গ্রুপভিত্তিক হারঃA= 22.44%B= 35.20%O= 33.97%AB= 8.39(সুত্রঃ ইন্টারনেট)
18/07/2016

আপনি জানেন কি ?
বাংলাদেশের জনগোষ্ঠীর রক্তের গ্রুপভিত্তিক হারঃ
A= 22.44%
B= 35.20%
O= 33.97%
AB= 8.39
(সুত্রঃ ইন্টারনেট)

22/05/2015

একজন রোগীর বাইপাস (Open Heart Surgery) অপারেশনের জন্যে শনিবার দুপুর ১২ টার মধ্যে জরুরী AB+ রক্তের প্রয়োজন।

Location : National Heart Foundation and Research Institute Mirpur 2, Dhaka

Please contact with me - 01728 705638

09/05/2015

কুষ্টিয়ার কেউ থাকলে এগিয়ে আসুন প্লিজ
খুব খুব জরুরী ।
শেয়ার অথবা কপি করে ছড়িয়ে দিন ।
**********************
কুষ্টিয়াতে এক ভাই বাইক এক্সিডেন্ট
করেছেন । প্রচুর রক্তক্ষরণ
হচ্ছে । যত তাড়াতাড়ি সম্ভব #২ব্যাগ AB+
রক্ত দরকার ।
প্লিজ এগিয়ে আসুন ।
************************
স্থানঃ কুষ্টিয়া সদর হাসপাতাল ,
কুষ্টিয়া ।
----------------------------—----------
যোগাযোগঃ
01768612878
01938602864 ( রোগীর আত্মীয় )

02/05/2015

আজ বিকেলের মধ্যেই একটা ৩বছরের শিশুর
(ব্লাড ক্যান্সার) জন্য জরুরি ২ ব্যাগ A+ (A পজেটিভ) রক্ত দরকার ।
স্থানঃ শ্যামলী শিশু হাসপাতাল
ফোনঃ 01954346345
নিয়মিত রক্ত দিতে হচ্ছে। তাই সম্ভব হলে দ্রুত
যোগাযোগ করুন। সম্ভব না হলে কপি বা শেয়ার করুন ।

08/04/2015
31/03/2015

ক্যানসারে আক্রান্ত এক মায়ের জন্য জরুরি বি'
পজেটিভ [B+ve] রক্তের প্রয়োজন
দিতে না পারলেও শেয়ার/কপি পেস্ট করে রক্ত পেতে
সহায়তা করুন
=================
ক্যানসারে আক্রান্ত মায়ের জন্য ৩ ব্যাগ বি' পজেটিভ
[B+ve] রক্তের প্রয়োজন |
=================
সময়ঃ জত দ্রুত সম্ভব রক্তের প্রয়োজন
স্থানঃ ডেল্টা মেডিকেল
( মিরপুর বাংলা কলেজের পাশেই]
যোগাযোগঃ +8801917272583 ( রুগির ছেলে)

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd Blood Bank -Bbb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram