16/10/2025
অনেক চ্যালেঞ্জিং একটা অপারেশন অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হলো! ❤️
রোগী অবিবাহিত তরুণী, সমস্যা একটি বিশাল আকৃতির জরায়ুমুখের ফাইব্রয়েড (Cervical fibroid)। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেছিলেন যে, জরায়ু ফেলে দিতে হবে। অত্যন্ত চ্যালেঞ্জিং ও জটিল এই অস্ত্রোপচারটি ওপেন মায়োমেকটমি (Open Myomectomy) পদ্ধতির মাধ্যমে সফলভাবে সম্পন্ন হলো এবং জরায়ু নিখুঁতভাবে সংরক্ষণ করা সম্ভব হলো। তাও আবার উল্লেখযোগ্য কোন রক্তক্ষরণ কিংবা মূত্রনালীর কোনো আঘাত ছাড়াই।
চমৎকার টিমওয়ার্ক এবং অস্ত্রোপচারে নিখুঁত দক্ষতার জন্য অ্যানেস্থেসিওলজিস্টসহ আমাদের নিবেদিত টিমের প্রতি সশ্রদ্ধ অভিবাদন! 👏💪
✍️
👩⚕️ ডাঃ আছমা খাতুন অরোরা
এম.বি.বি.এস., বি.সি.এস. (স্বাস্থ্য), ডি.জি. প্রথম অ্যাওয়ার্ড,
এফ.সি.পি.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এ.সি.পি. (আমেরিকা),
এ.এফ.এ.সি.এস. (আমেরিকা),
এম.আর.সি.ও.জি. (এফপি, লন্ডন, ইংল্যান্ড),
সি.এম.ইউ. (আল্ট্রাসাউন্ড),
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জারি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
গাইনী, প্রসূতি ও নিঃসন্তান দম্পতিদের বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন।
🏥 চেম্বার:
পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড
📍২৯০ সোনারগাঁও রোড, কাঁঠাল বাগান ঢালে, ঢাকা-১২০৫।
➡️ কাওরানবাজার মোড়/ মেট্রোরেল স্টেশন থেকে সুন্দরবন হোটেল বরাবর ১ মিনিট হাঁটার দূরত্বে।
🚊 মেট্রোরেল যোগেও (কাওরানবাজার MRT) সহজে যাতায়াত করা যায়।
📞 সিরিয়ালের জন্য: ০১৮৩৭-৯৩০৩৩২, ০১৭৭১-৩১৪৩১৯
💬 হোয়াটসঅ্যাপ (জরুরী এপয়েন্টমেন্ট/ অনলাইন কন্সালটেশন): ০১৭৪৭-৭৭৭৮১৯
🗓️ চেম্বারে রোগী দেখার সময়:
শনি, রবি, মঙ্গল ও বুধ (দুপুর ২:৩০ থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত);
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।
নারীস্বাস্থ্য ও গর্ভধারণ-বিষয়ক সচেতনতামূলক তথ্য ও জিজ্ঞাসার উত্তর পেতে আমাদের সাথে থাকুন!
👩⚕️ ফেইসবুক পেইজ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🤱 ফেইসবুক গ্রুপ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🌐 ওয়েবসাইট: www.drasmaaurora.com
#সার্জন #নরমাল #সিজার #সিস্ট #পিরিয়ড #মাসিক #বন্ধ্যাত্ব #নিঃসন্তান #গায়নী #স্ত্রীরোগ