Car's Hospital

Car's Hospital নতুন পুরাতন গাড়ি বিক্রির ও মেরামতের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনাদের গাড়ি বিক্রি অথবা ক্রয় করার জন্যে আমাদের পেইজে এড দিন। যেকোন প্রয়োজনে ইনবক্সে নক দিন।

Now we will solve every problem of your car. Just make a call : 01911697787, 01730735973

গাড়ীর টায়ার ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটেছে এমন সংখ্যা নেহায়েৎ কম না। ছবির গাড়ির যাত্রিরা প্রাইভেট কারে যাচ্ছিল। সামনের বামদিকে...
17/06/2025

গাড়ীর টায়ার ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটেছে এমন সংখ্যা নেহায়েৎ কম না।

ছবির গাড়ির যাত্রিরা প্রাইভেট কারে যাচ্ছিল। সামনের বামদিকের টায়ার ফেটে গেলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বা-পাশে পার্ক করে রাখা এক লরীতে গিয়ে আঘাত করে। সাথে সাথেই ঝরে পড়ে একটি তাজা প্রাণ! 😭

এই দূর্ঘটনার কারন কি? সম্পূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন। কেননা আপনিও যদি এই ভুল করে থাকেন তাহলে এটাই সঠিক সময়, ভুলগুলো শুধরে নিন। ⚠️

১। টায়ার প্রেশার
ভারতে যখন নতুন এক্সপ্রেস হাইওয়ে তৈরী হল, ওখানে একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকল। অধিকাংশ দুর্ঘটনার কারন একটাই- টায়ার ফেটে যাওয়া। নিন্দুকেরা চালকের দোষ দিল। কেউ কেউ প্রশ্ন তুলল রাস্তা নির্মাণ নিয়ে। কিন্তু একজন ছিলেন ব্যতিক্রম। তিনি ভাবলেন, দেশের আধুনিকতম সড়কে বারবার এ-ধরণের দুর্ঘটনা ঘটছে কেন! এর অন্য কোন কারণ নেই তো? তিনি ব্যাপারটা নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিলেন।
কয়েকজন বন্ধুকে নিয়ে তিনি গাড়ী নিয়ে নেমে পড়লেন এক্সপ্রেস হাইওয়েতে। সবগুলো চাকার এয়ার প্রেশার নিলেন ২৫ পি এস আই। এটাই আন্তর্জাতিক মান। পৃথিবীর সব উন্নত দেশে চালকেরা এই প্রেশারই মেইন্টেইন করে। এরপর গাড়ী ছোটালেন ১২০ থেকে ১৪০ কিলোমিটার স্পীডে। গাড়ী চলল প্রায় দু-ঘন্টা। থামলেন। টায়ারের প্রেশার চেক করলেন।

সর্বনাশ! প্রেশার ৫২ পি এস আই! ঠান্ডা অবস্থায়, গাড়ী স্টার্ট নেয়ার আগে টায়ারের যে প্রেশার ছিল তাঁর দ্বিগুণেরও বেশী!! আর তাপমাত্রা? ৯২.৫ ডিগ্রী সেলসিয়াস! তাপমাত্রা আর মোটে ৭.৫ ডিগ্রী সেলসিয়াস বাড়লেই বয়েলিং টেম্পারেচারে পৌছে যেত; অর্থাৎ যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, আর কিছুদূর ওই স্পীডে ছুটলেই হয়ত তাকেও দুর্ঘটনার শিকার হতে হত।

কেন এমন হল? এটা হলো পদার্থ বিজ্ঞানের তিনটি সূত্র অনুসরণ করে।

ক। পদার্থ বিজ্ঞানের সূত্র বলে friction generates heat, অর্থাৎ ঘর্ষণে তাপ উৎপন্ন হয়। ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে দু-ঘন্টা রাস্তায় ছুটতে গিয়ে গাড়ীর চাকাগুলোর সাথে রাস্তার কি পরিমাণ friction (ঘর্ষণ) হয়েছে তা আমরা কল্পনা করতে পারি। আর, এর মধ্যে যতবার আমরা ব্রেক চাপব, ততোবার হুইল ড্রামের সাথে ব্রেক প্যাডের ফ্রিকশন হবে। এই ফ্রিকশনের কারনে টায়ারের ভেতরে তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যায়।

খ। ফিজিক্সের আরেকটা সূত্র হল, Heat lost equals to heat gained, অর্থাৎ একজন যতটুকু তাপ হারায়, অন্যজন ঠিক ততোটুকু তাপ অর্জন করে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে রাস্তাগুলো আগুনের মত গরম হয়ে থাকে। রাস্তা তার এই তাপ গাড়ীর চাকার সাথে শেয়ার করে। চলার পথে রাস্তা যতটা তাপ ছেড়ে দিয়েছে, গাড়ীর চাকা ঠিক ততোটুকু তাপ শুষে নিয়েছে। এই এতো এতো সোর্স থেকে তাপ নিতে নিতে ওর ভেতরের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৯২.৫ ডিগ্রী সেলসিয়াসে!

গ। ফিজিক্সের আরেকটা সূত্র- তাপে যে কোন জিনিষ আয়তনে বাড়ে। সেই অনুযায়ী টায়ারের তাপে, টায়ারের ভিতরের বাতাসের আয়তন বাড়ে। কিন্তু টায়ার কিম্বা টিউবের আয়তন সহজে বাড়েনা। কারণ, ওগুলো সলিড, ওদের ‘ইলাস্টিক লিমিট’ সীমিত। ঐ লিমিট ক্রস করলেই ওরা ফেটে যায়। ওদিকে ভেতরের বাতাসের আয়তন তো বেড়েই চলেছে। ফলে বাড়ছে টায়ারের ভেতরে বাতাসের চাপ। একসময় টায়ার আর এই চাপটা নিতে পারে না। তখনই- বুমমম!

এখন দেখা যাক আমরা কী করছি। বেশীরভাগ প্রাইভেটকার চালকরাই চাকার এয়ার প্রেশার ৩৫ থেকে ৪৫ এ রাখে। কারণ, চাকায় হাওয়া বেশী থাকলে তেল খরচ কম হয়। একবার ভাবুন, ভারতের ঐ ভদ্রলোকের গাড়ী দু-ঘন্টা চলার পর যদি এয়ার প্রেশার ২৫ থেকে বেড়ে ৫২ তে গিয়ে দাঁড়ায়, তাহলে আপনার ৪০ পি এস আই কত তে গিয়ে দাঁড়াবে? ৮০ বা ৮৪? ঐ পর্যন্ত প্রেশার নেয়ার ক্ষমতা পৃথিবীর কোনো টায়ারের নাই।

এখন সিদ্ধান্ত আমাদের, তেলের মূল্য বেশী, না আমার এবং প্রিয়জনদের জীবনের মূল্য বেশি?


🔊 সাবধান হই, সতর্ক হই:

১। টায়ার প্রেশার নির্ধারিত সীমার মধ্যে রাখুন।
২। মেয়াদ শেষ হয়ে থাকলে টায়ার পাল্টে ফেলুন।
৩। অধিক গতিতে গাড়ী চালাবেন না, গতি নিয়ন্ত্রণে রাখুন।
৪। দূরপাল্লার ভ্রমনে অন্তত দু-ঘন্টা পর পর ড্রাইভারকে রেস্ট দিন, গাড়ীকে রেস্ট দিন, নিজেরা রেস্ট নিন।

সবাই নিরাপদে থাকুন।

বন্ধুদের নিরাপত্তার স্বার্থে পোষ্টটি শেয়ার করুন।

পুনশ্চঃ সংগৃহীত পোস্ট
ফলো: রসে কষে বিজ্ঞান

আলহামদুলিল্লাহ, সবার জন্য আবাসন এই স্লোগানে আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্টে আপনাদেরকে স্বাগতম। আর মাত্র ৫ টি শেয়ার পাচ্...
09/06/2025

আলহামদুলিল্লাহ,
সবার জন্য আবাসন এই স্লোগানে আমাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্টে আপনাদেরকে স্বাগতম।

আর মাত্র ৫ টি শেয়ার পাচ্ছেন মাত্র ৯ লক্ষ টাকা করে।

ফ্ল্যাটের শেয়ার বিক্রি 🏠 (মক্কা পিস স্কয়ার)
✓যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে পাঁচ মিনিটের দূরত্বে,
✓ সামসুল হক খান স্কুল এবং DMRC কলেজ থেকে ১.৫ কিলোমিটারের ভেতরে।
✓প্রকল্পের 2 কিমি. এর মধ্যে ইসলামী ইউনিভার্সিটি, ও defodil ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস।
✓ প্রকল্পের নিকটেই প্রস্তাবিত মেট্রোরেল স্টেশন।
✓ঢাকা ডেমরা এলিভেটেড এক্সপ্রেস থেকে 2 মিনিট দূরত্বে।
✓ ৩০ ফিট সরকারী রাস্তার সাথে।

ফ্ল্যাটের আকার ও ধরণ 🏠
✔ প্রতি শেয়ার/ফ্ল্যাটের জমির পরিমাণ 34 অযুতাংশ (+/-)
✔ 3 বেড, 1 ড্রইং, 1 ডাইনিং, 1 কিচেন, 3 বাথরুম, 2 বেলকনি, 6 টি লিফট এবং 6 টি সিড়ি।
54 কাঠা প্লটের বিশাল বড় প্রজেক্ট।
বিবরন:

🏠 জমির পরিমাণ 54 কাঠা।
🏠 ভবন 01 (এক) টি। জি +10 বা গ্রাউন্ড ফ্লোর + 10 তলা।
🏠মোট শেয়ার ২৪০ টি।
🏠 প্রতি শেয়ার জমির পরিমাণ 34 (+/-) অযুতাংশ।
🏠 ফ্ল্যাটের আয়তন 1471 (+/-) বর্গফুট।
🏡 শেয়ার মূল্য ও মূল্য পরিশোধের বিবরণঃ
🏠 প্রতি শেয়ারের মূল্যঃ 9,00,000/ (নয় লক্ষ) টাকা (এক কালিন )।
🏠 বুকিং মানি 1,00,000/- ( এক লক্ষ) টাকা।

যোগাযোগ: 01682-881156 what's up
অথবা ইনবক্সে।

08/05/2025

টয়োটা প্রিয়াস একটি জনপ্রিয় হাইব্রিড গাড়ি। এটি জ্বালানি সাশ্রয়ী এবং এর রক্ষণাবেক্ষণ খরচও তুলনামূলকভাবে কম। গাড়িটি কেনার সময় যে বিষয়গুলো ভালোভাবে দেখে নেওয়া উচিত:

* ব্যাটারি: প্রিয়াসের ব্যাটারি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ব্যাটারির অবস্থা ভালো কিনা, সেটি ভালোভাবে পরীক্ষা করে নিন। ব্যাটারি পরিবর্তন করা বেশ খরচসাপেক্ষ হতে পারে।
* ইঞ্জিন: ইঞ্জিনটি ভালোভাবে পরীক্ষা করে দেখুন। কোনো শব্দ বা সমস্যা আছে কিনা, তা খেয়াল করুন।
* ব্রেক এবং সাসপেনশন: ব্রেক এবং সাসপেনশন ঠিকঠাক কাজ করছে কিনা, তা পরীক্ষা করুন।
* বডি এবং পেইন্ট: গাড়ির বডিতে কোনো মরিচা বা আঘাতের চিহ্ন আছে কিনা, তা দেখুন। পেইন্টের অবস্থাও ভালোভাবে পরীক্ষা করুন।
* ইন্টেরিয়র: সিট, ড্যাশবোর্ড, এবং অন্যান্য ইন্টেরিয়র অংশগুলো ভালোভাবে পরীক্ষা করুন।
* ডকুমেন্টস: গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিন।
এই বিষয়গুলো ভালোভাবে পরীক্ষা করে আপনি একটি ভালো টয়োটা প্রিয়াস কিনতে পারবেন।

🚗 গাড়ির ব্রেক ফেল হওয়ার আগে যে ৮টি সংকেত লক্ষ্য করবেন 🚦আপনার গাড়ির ব্রেক সিস্টেম নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।...
06/05/2025

🚗 গাড়ির ব্রেক ফেল হওয়ার আগে যে ৮টি সংকেত লক্ষ্য করবেন 🚦

আপনার গাড়ির ব্রেক সিস্টেম নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটি ব্রেক ফেল হতে পারে মুহূর্তের মধ্যে জীবনঘাতী দুর্ঘটনার কারণ। গাড়ির ব্রেক সম্পূর্ণ নষ্ট হওয়ার আগে বেশ কিছু সতর্ক সংকেত আমাদের জানিয়ে দেয় যে, এখনই ব্যবস্থা নেওয়া দরকার।

আজকের পোস্টে আমরা জানবো, গাড়ির ব্রেক ফেল হওয়ার আগে যে ৮টি গুরুত্বপূর্ণ সংকেত লক্ষ্য করবেন। চলুন শুরু করা যাক!

১. ব্রেক চাপলে গাড়ি কাঁপে বা কাঁপুনি অনুভূত হয়: আপনার গাড়ির স্টিয়ারিং হুইল অথবা পুরো গাড়ি যদি ব্রেক চাপার সময় কাঁপে, তাহলে বুঝে নিতে হবে ব্রেক ডিস্ক বা রোটরে সমস্যা হয়েছে। ব্রেক ডিস্ক অসমান হয়ে গেলে ব্রেকিং সময় গাড়ি কম্পন করে। এটি অগ্রাহ্য করলে ব্রেক ফেলের সম্ভাবনা বেড়ে যায়।

২. ব্রেক চাপলে চিঁ চিঁ অথবা উচ্চ শব্দ হয়: গাড়ির ব্রেক প্যাডের বিশেষ এক ধরনের ম্যাটেরিয়াল ক্ষয় হয়ে গেলে ব্রেক চাপার সময় একটি উচ্চ শব্দ হয়। যদি এমন শব্দ শোনেন, তবে দ্রুত ব্রেক প্যাড পরিবর্তন করানো জরুরি। নাহলে ব্রেক দক্ষতা একদম কমে যাবে।

৩. ব্রেক প্যাডেল নরম বা খুব শক্ত লাগে: যখন ব্রেক প্যাডেল চাপার সময় অস্বাভাবিক নরম মনে হয় বা অতিরিক্ত জোরে চাপতে হয়, তখন বুঝতে হবে ব্রেক ফ্লুইডের সমস্যা হয়েছে অথবা ব্রেক লাইনে বাতাস ঢুকে গেছে। এটি ব্রেক কাজ না করার অন্যতম বড় ইঙ্গিত।

৪. গাড়ি ব্রেকের সময় একদিকে টানে: আপনি যদি ব্রেক চাপলে গাড়িকে ডান বা বামদিকে হেঁচড়াতে দেখেন, তাহলে ধরে নিতে হবে ব্রেক ক্যালিপার আটকে গেছে অথবা ব্রেক লাইনে ভারসাম্যের অভাব ঘটেছে। এটি দুর্ঘটনার বড় কারণ হতে পারে।

৫. ব্রেক করার সময় ধোঁয়া বা পোড়া গন্ধ আসে: ব্রেকের অতিরিক্ত চাপের কারণে গরম হয়ে ধোঁয়া বের হওয়া বা পোড়া গন্ধ আসা অত্যন্ত বিপজ্জনক সংকেত। এর মানে ব্রেক ওভারহিট হয়েছে এবং তা যেকোনো সময় সম্পূর্ণ অকেজো হয়ে পড়তে পারে।

৬. ব্রেক সতর্কীকরণ লাইট জ্বলে ওঠে: গাড়ির ড্যাশবোর্ডে যদি ব্রেক সতর্কীকরণ লাইট (Brake Warning Light) জ্বলে ওঠে, তাহলে সেটাকে অবহেলা করবেন না। এটি সাধারণত ব্রেক ফ্লুইডের ঘাটতি বা ব্রেক সিস্টেমে বড় ধরনের ত্রুটি নির্দেশ করে।

৭. গাড়ির নিচে তরল পদার্থ পড়ে থাকতে দেখা যায়: আপনার গাড়ির নিচে যদি বাদামি বা হালকা হলুদ তরল পদার্থ পড়ে থাকে, তাহলে সেটি ব্রেক ফ্লুইড হতে পারে। ব্রেক ফ্লুইড লিক হলে ব্রেকের চাপ কমে যায় এবং ব্রেক কাজ করা বন্ধ করে দিতে পারে।

৮. গাড়ি থামাতে স্বাভাবিকের তুলনায় বেশি দূরত্ব লাগে: যদি লক্ষ্য করেন যে, গাড়ি থামাতে আগে যতটুকু সময় বা দূরত্ব লাগত এখন তার থেকে অনেক বেশি সময় বা দূরত্ব লাগছে, তবে বুঝবেন ব্রেক প্যাড ক্ষয়প্রাপ্ত হয়েছে অথবা ব্রেক সিস্টেম দুর্বল হয়ে পড়েছে।

কী করবেন এই সংকেত দেখলে?

👉 যেকোনো একটিও সংকেত দেখলেই দ্রুত একজন অভিজ্ঞ মেকানিকের সাহায্য নিন।

👉 গাড়ির ব্রেক সিস্টেম রুটিন মেইনটেন্যান্স করুন।

👉 ব্রেক ফ্লুইড চেক ও পরিবর্তন করুন নির্দিষ্ট সময়ে।

👉 ব্রেক প্যাড এবং ডিস্ক নিয়মিত পরিদর্শন করান।

👉 কোনো সমস্যা হলে অবহেলা না করে দ্রুত সমাধান করুন।

🔥 শেষ কথা: আপনার ও আপনার প্রিয়জনের নিরাপত্তা গাড়ির ব্রেক সিস্টেমের উপর নির্ভর করে। তাই "সমস্যা দেখা দিলে পরে দেখবো" — এমন ভুল সিদ্ধান্ত কখনোই নেবেন না।

আজ থেকেই সচেতন হোন। গাড়ির ব্রেক ফেল হওয়ার আগে উপরের সংকেতগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এবং যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

আপনার সচেতনতা পারে একটি দুর্ঘটনা এড়াতে। নিরাপদে চলুন, সুস্থ থাকুন! ❤️

04/05/2025

গাড়ির আধুনিক প্রযুক্তি নিয়ে কিছু সংবাদ নিচে দেওয়া হলো:

বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে নতুন দিগন্ত:

গবেষকরা লিথিয়াম-আয়ন ব্যাটারির বিকল্প হিসেবে নতুন কিছু ব্যাটারি প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা গাড়িগুলোকে আরও দ্রুত চার্জ করতে এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সাহায্য করবে। সলিড-স্টেট ব্যাটারি এবং সিলিকন অ্যানোড ব্যাটারি এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাচ্ছে।
ব্যাটারি পুনর্ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে পরিবেশের ওপর এর প্রভাব কমানো যায়। বিভিন্ন কোম্পানি পুরানো ব্যাটারি থেকে মূল্যবান ধাতু পুনরুদ্ধার করার নতুন পদ্ধতি নিয়ে কাজ করছে।
স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তির উন্নতি:

অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমস (ADAS) ক্রমশ উন্নত হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় ব্রেকিং, লেন কিপিং অ্যাসিস্ট, এবং অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল-এর মতো ফিচার যা ড্রাইভিং-কে আরও নিরাপদ ও আরামদায়ক করে তুলছে।
কিছু কোম্পানি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রাইভিং (লেভেল ৫ অটোমেশন) অর্জনের দিকে আরও একধাপ এগিয়ে যাচ্ছে, যদিও আইনি এবং পরিকাঠামোগত চ্যালেঞ্জ এখনো বিদ্যমান।
কানেকটেড কার এবং স্মার্ট ফিচার:

আধুনিক গাড়িগুলো এখন আরও বেশি কানেক্টেড হচ্ছে। স্মার্টফোন ইন্টিগ্রেশন, ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেট এবং ভেহিকেল-টু-এভরিথিং (V2X) কমিউনিকেশন-এর মতো ফিচারগুলো গাড়ির কার্যকারিতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করছে।
ইন-কার ইনফোটেইনমেন্ট সিস্টেম আরও উন্নত হচ্ছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা প্রদান করছে। ভয়েস কন্ট্রোল এবং জেশ্চার কন্ট্রোল-এর মতো ইন্টারফেসগুলি ড্রাইভিং-কে আরও সহজ করে তুলছে।
নিরাপত্তা প্রযুক্তির অগ্রগতি:

গাড়িতে উন্নত নিরাপত্তা ফিচার যেমন পথচারী সনাক্তকরণ, অন্ধ স্পট মনিটরিং এবং ট্র্যাফিক সাইন recognition এখন আরও সহজলভ্য হচ্ছে।
ভেহিকেল-টু-ভেহিকেল (V2V) কমিউনিকেশন প্রযুক্তি ভবিষ্যতে সংঘর্ষ এড়াতে সহায়ক হতে পারে, যেখানে গাড়িগুলো একে অপরের সাথে তথ্য আদান-প্রদান করতে পারবে।
এই প্রযুক্তিগুলো সম্মিলিতভাবে গাড়ির ভবিষ্যৎকে নতুন রূপ দিচ্ছে, যা কেবল নিরাপদ এবং পরিবেশ-বান্ধব নয়, বরং আরও বুদ্ধিমান এবং ব্যবহারকারী-বান্ধবও হবে।

29/04/2025

একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাই, কারো নিজের ব্যক্তিমালিকানায় থাকলে নক দিন।

20/04/2025

অটোমোবাইল সার্ভিস সেন্টারে সার্ভিস এডভাইজার গাড়ি রিসিভ করার সময় অবশ্যই PDQ (Pre Diagnostic Question) করে থাকে। এই প্রশ্ন করার সময় 5W1H এর কথা ভুলে যায়। এই 5W1H সহজে মনে রাখার উপায় বের করলাম। আশাকরি এবার মনে থাকবে। মনে রাখতে হবে সঠিক তথ্য ডায়াগনস্টিক সহজতর করার প্রাথমিক ধাপ। নীচের লেখাটি পড়লে PDQ তে আশাকরি সমস্যা কমে যাবে।

সঠিক তথ্য সংগ্রহের জন্য ছয়টি মূল প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে বের করে আনার একটি পদ্ধতি। যাকে সংক্ষেপে 5W1H বলা হয়।
আশাকরি সঠিক তথ্য সংগ্রহ করতে বেগ পেতে হবে না। বিশেষ করে অটোমোবাইল ওয়ার্কশপে এই পদ্ধতির ব্যাপক ব্যবহৃত হয়ে আসছে।
প্রশ্নগুলি সহজে মনে রাখার জন্য আমার এই গল্প। গল্পটি মনোযোগ সহকারে পড়বেন।

“তুমি একটি মেয়ে কে খুব পছন্দ করো কিন্তু তুমি তাকে বলতে সাহস পাও না। একদিন সাহস করে তাকে বলে ফেললা মিতু তোমার সাথে কিছু কথা ছিলো মেয়েটি শুনে বললো কি? (What).
তোমার সাথে কথা বলার ছিলো আসতে পারবা। মেয়টি প্রতিউত্তরে বললো কোথায় (Where) আসতে হবে?
হাতির ঝিলের পার্কে, কখন (When) আসতে হবে।
কেন (Why) আসতে হবে।
তোমার সাথে আমার একান্ত কথা আছে। মিতু বললো বাসা থেকে আসতে গেলে বাধা আসবে, কে (Who) বাধা দেবেন? মা। অসুবিধা নাই বলবা বন্ধুর কাছে নোট আনতে যাব।
মিতু বললো কিভাবে (How) আসবো? কেন চক্রাকার বাসে আসবা পুলিশ প্লাজা নামবা আমি তোমার জন্য অপেক্ষা করবো“

গাড়ির সমস্যার মূল কারণ ও সমস্যার স্থল চিহ্নিত করার জন্য নিম্নলিখিত প্রশ্নের ন্যায় প্রশ্ন করা হয়।
What is the problem with your vehicle? - আপনার গাড়ির সমস্যাটি কী?
Where is the problem? - সমস্যাটি কোথায়?
When exactly does the problem occur? - কখন ঠিক এই সমস্যা দেখা দেয়?
Why the problem is arising? - কেন এই সমস্যা দেখা দিচ্ছে?
Who notice the problem you or your representative? - কে এই সমস্যাটি লক্ষ্য করেছেন, আপনি না আপনার প্রতিনিধিরা?
How many hours can you allow us to diagnose the problem? - সমস্যাটি নির্ণয় করতে আমাদের কত ঘণ্টা সময় দিতে পারবেন?

প্রদীপ কুমার মিস্ত্রী

আপনি তেসলা গাড়ী চালাচ্ছেন মানে হলো আপনি কিন্তু তেসলা কোম্পানির ভবিষ্যত প্রজেক্টগুলোর জন‍্য বিনা পয়সায় কাজ করছেন। তেসলা ক...
22/03/2025

আপনি তেসলা গাড়ী চালাচ্ছেন মানে হলো আপনি কিন্তু তেসলা কোম্পানির ভবিষ্যত প্রজেক্টগুলোর জন‍্য বিনা পয়সায় কাজ করছেন। তেসলা কোম্পানির গাড়ি গুলো বিভিন্ন শহরের রাস্তাঘাট, মানুষজন, ব‍্যবসা বানিজ‍্য, যানবাহন, পথচারী, ট্রাফিক সিস্টেম, এবং অন্যান্য ভৌগোলিক ও পরিবেশগত ডাটা সংগ্রহ করছে। এইসব ডাটা তেসলার রোবটে সংযুক্ত করা হচ্ছে। এসব ডাটাগুলো তেসলার Autopilot এবং Full Self-Driving (FSD) প্রযুক্তি সহ তেসলার অপটিমাস রোবটে ঢুকানো হচ্ছে।

Tesla গাড়িগুলোতে অনেক ক্যামেরা, সেন্সর, ও রাডার থাকে, যা রাস্তায় চলার সময় ডাটা সংগ্রহ করে এবং Tesla-এর সার্ভারে পাঠায়। এই ডাটা মূলত ব্যবহার করা হয়—
• গাড়ির স্বয়ংক্রিয় ড্রাইভিং ফিচার উন্নত করতে
• রাস্তার ম্যাপ ও ট্রাফিক ডেটাবেস আপডেট করতে
• AI ট্রেনিং ও মেশিন লার্নিং মডেলকে আরও স্মার্ট করতে

Tesla শুধু গাড়ি নয়, Optimus নামে হিউম্যানয়েড রোবটও তৈরি করছে। Elon Musk বলেছেন, এই রোবট মানুষের দৈনন্দিন কাজে সহায়তা করবে এবং AI-এর মাধ্যমে স্মার্ট হয়ে উঠবে।

যদি Tesla-এর গাড়িগুলো থেকে বিশাল পরিমাণ ডাটা সংগ্রহ করা হয় (শহরের রাস্তা, মানুষের গতিবিধি, ব্যবসা, দোকান, ট্রাফিক নিয়ম, সামাজিক আচার-ব্যবহার), তাহলে ভবিষ্যতে—
• এই ডাটা রোবটের AI মডেলে যুক্ত হতে পারে
• রোবটগুলো স্মার্ট হয়ে মানুষের মতো আচরণ করতে পারবে
• Tesla রোবট শহরের পরিবেশ বুঝে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে

কোনো একদিন হয়তো তেসলার কোনো রোবট আপনাকে দেখে হঠাৎ আপনার নাম ধরে সম্বোধন করবে, আপনার চৌদ্দগোষ্ঠী ঠিকুজি গড়গড় করে বলে দিবে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এত বিশাল পরিমাণ ডাটা সংগ্রহের ফলে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। যদি Tesla বা অন্য কোনো সংস্থা এই ডাটা অপব্যবহার করে, তাহলে এটি বড় সমস্যার কারণ হতে পারে।

Elon Musk সবসময় AI ও রোবটিক্স নিয়ে বড় স্বপ্ন দেখেন। Tesla-এর গাড়ির ডাটা এবং AI প্রযুক্তি একদিন রোবটেও সংযুক্ত হবে—এটা অসম্ভব নয়। ভবিষ্যতে Tesla রোবট মানুষের মতো চলাফেরা ও কাজ করতে শিখতে পারে, কারণ গাড়ির ক্যামেরা ও সেন্সর থেকে সংগৃহীত ডাটাই তাদের শেখানোর জন্য ব্যবহার করা হতে পারে।

01/03/2025

❤ মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে:- ঢাকার ভিতরে সহজে কোথায় কোথায় যেতে পারবেন!!

❤টাইম লাইনে রেখে দিতে পারেন❤

❤১) #উত্তরা_উত্তর_স্টেশনে_নামলে:-(Metro Station - Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।

❤️২) #উত্তরা_সেন্টার_স্টেশনে_নামলে:-Metro Station - (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

❤৩) #উত্তরা_দক্ষিণ_স্টেশনে_নামলে:-(Metro Station - Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন বাজার, এয়ারপোর্ট, । উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

❤৪) #পল্লবী_স্টেশনে_নামলে:-(Metro Station - Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়,মুসলিম বাজার, ইসিবি চত্বর,রুপনগর,আবাসিক,দুয়ারিপাড়া,আরিফাবাদ।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।মতিঝিল থেকে: ৮০ টাকা।

❤৫) #মিরপুর_স্টেশনে_নামলে:-(Metro Station - Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, আধুনিক,ইসিবি চত্বর, মিরপুর ১১, মিল্কভিটা,চলন্তিকা মোড়,শিয়াল বাড়ি,প্রশিকা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।মতিঝিল থেকে: ৭০ টাকা।

❤৬) #মিরপুর_১০_স্টেশনে_নামলে:-(Metro Station - Mirpur- 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, পাশেই ফলপট্টিতে ব্যাংক জব প্রস্তুতির সেরা প্রতিষ্ঠান Turning Point Job Aid পেয়ে যাবেন। মিরপুর-১,২,BRTA, হোপ মার্কেট,শাহ আলী মার্কেট,চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

❤৭) #কাজীপাড়া_স্টেশনে_নামলে:-(Metro Station - Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

❤৮) #শেওড়াপাড়া_স্টেশনে_নামলে:-(Metro Station - Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।

❤৯) #আগারগাঁও_স্টেশনে_নামলে:-(Metro Station - Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।

❤(১০) #বিজয়_সরণী_স্টেশনে_নামলে:-(Metro Station - Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ,নব থিয়েটার, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।

❤(১১) #ফার্মগেট_স্টেশনে_নামলে:-(Metro Station - Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

❤(১২) #কাওরান_বাজার_স্টেশনে_নামলে:-( Metro Station - Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

❤(১৩) #শাহবাগ_স্টেশনে_নামলে:-(Metro Station - Shahbagh) : শাহবাগ জাদুঘর, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

❤১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয়_স্টেশনে_নামলে:-(Metro Station - Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

❤(১৫) #বাংলাদেশ_সচিবালয়_স্টেশনে_নামলে:-(Metro Station - Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

❤(১৬) #মতিঝিল_স্টেশনে_নামলে:-( Metro Station - Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।

Toyota Corolla 2025
30/01/2025

Toyota Corolla 2025

জরুরী ভিত্তিতে গাড়িটা বিক্রি হবে"মাজদা এক্সেলা ২০০৪,রেজিষ্ট্রেশন ২০০৭, টয়োটা 1500 cc Vvti ইঞ্জিন (কাগজে উঠানো আছে) ,কাগজ...
30/08/2024

জরুরী ভিত্তিতে গাড়িটা বিক্রি হবে"
মাজদা এক্সেলা ২০০৪,রেজিষ্ট্রেশন ২০০৭, টয়োটা 1500 cc Vvti ইঞ্জিন (কাগজে উঠানো আছে) ,কাগজপত্র, টেক্সটোকেন ২৫/০৩/২৫,ফিটনেস ২৫/০৭/২৫ সাল পর্যন্ত আপডেট। যেকোনো সময়য় নাম ট্রান্সফার করা যাবে, সিকোয়েন্সিয়াল এল,পি,জি করা,এনড্রয়েট মনিটর,ব্যাক ক্যামেরা লাগানো আছে।সামনে পেছনের গ্লাস অরিজিনাল,অল অপশন অটো। চারটা চাকা নতুনের মতো।দাম ৮৫০০০০/ আটলক্ষ পঞ্চাশ হাজার টাকা। দয়া করে অযথা কেউ বিরক্ত করবেন না। প্রকৃত ক্রেতাগণ ইনবক্স করুন / 01712842843

25/05/2024

Iron eater machine.

Address

Dhaka
1346

Alerts

Be the first to know and let us send you an email when Car's Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Car's Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram