21/12/2020
শায়েখে চরমোনাইর ঐতিহাসিক বক্তব্যটি
এখনো কর্ণকুহরে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে।
শায়েখে চরমোনাইর বিজয় দিবসের ভাষণটি বেশ প্রশংসা কুড়িয়েছে, পক্ষে বিপক্ষের সকলেই একবাক্যে স্বীকার করেছেন বক্তব্যটি ছিলো একজন দূরদর্শী নেতার মত। বেশ কয়েকটি চ্যানেলে প্রচার করেছে, লক্ষ লক্ষ ভিউ এবং শেয়ার হয়েছে। সময় টিভিতেই 240,473 ভিউ, 2,397 কমেন্ট, 17,610 লাইক হয়েছে।
Abu Bakar Siddique এর ইউটিউব চ্যানেলে 276,397 ভিউ হয়েছে। এরকম কয়েকশ চ্যানেল হতে বক্তব্যটি লক্ষ লক্ষ ভিউ হয়েছে।
সময় টিভির লিংকে সাধারণ মানুষের কমেন্ট দেখে অভিভূত হলাম। আলেম ওলামা বা মাদ্রাসার ছাত্রদের কমেন্টের থেকে সাধারণ মানুষের কমেন্ট ছিলো অনেক বেশী। তারা তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করেছে, সাধুবাদ জানিয়েছে। আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে আশাবাদী মত দিয়েছে।
সফল নেতার বৈশিষ্টই হচ্ছে সাধারণ জনগণের মনের ভিতর জায়গা করে নেওয়া। শায়েখে চরমোনাই সেদিন যে যৌক্তিক ও দালীলিক বক্তব্য দিয়েছিলেন তা ইতিহাস হয়ে থাকবে। বিপ্লবী নেতার মামলার কথা শুনে, অল্প সময়ের ব্যবধানে, বিনা প্রচারে, শায়েখে চরমোনাইর ভালোবাসায় লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মত যেভাবে ছুটে এসেছিলো তা স্মরণীয় হয়ে থাকবে বাংলার ইতিহাসে। সেই ভাষণের মোহ এখনো কাটেনি আমার হৃদয় তন্ত্র হতে।
কিছু কমেন্ট শেয়ার করলাম,
যেগুলো সাধারণ জনগণ করেছে।
Mohammad Abid লিখেছেন-
আলহামদুলিল্লাহ, ইসলামের জয় হবে, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ, সত্যিকারের দেশপ্রেমিক জেগে উঠেছে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, মহান আল্লাহর জন্য ফয়জুল করিম শায়েখকে ভালোবাসি।
Mohi Uddin
পুরোটাই কলিজা। হুজুরকে ধরলে দেশে আগুণ লাগবে, সাবধান!
Aj Style
ফয়জুল করিমের ডাকে রাস্তায় যত মানুষের ঢল নামে, তার তিন ভাগের এক ভাগও শেখ হাসিনার ডাকে মানুষ হয়না।
Game Bangla
মুফতি ফয়জুল করিম সাহেবের বক্তব্য সবসময়ই অনেক গুরুত্বপূর্ণ হয়, ধন্যবাদ সময় টিভিকে।
mahadi hassan kutial
ভালোবাসার আরেক নাম ফয়জুল করীম। আমরা আছি আপনার সাথে।
target Roke
আমাদের কলিজা প্রিয় শায়েখ, অন্তর থেকে ভালোবাসি, ইসলামের জন্য প্রিয় বাংলাদেশ, ইসলামি রাজনীতি করার জন্য সাহসী নেতার সাহসী বক্তব্য বাংলার এক মহান নেতা।
Mst Sumi
ফয়জুল করিম সাহেবের বক্তব্যটা শুনে মনটা ভরে গেল, ধন্যবাদ সময় টিভিকে।
Md Rubel
রাজনীতির জন্য ইসলাম ধর্ম ছেড়ে দেবোনা। জীবন দেবো তবু ইসলাম ধর্ম ছাড়বোনা। আমরা পীর সাহেবের সাথে আছি।
M.A mukit
অনেক অনেক মোবারকবাদ সময় টিভিকে, এধারা অব্যাহত থাকলে আমাদের ভালোবাসা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
Md Mahabub
আমার জীবনে সবচেয়ে ভালো ভিডিও দেখলাম সময় টিভিতে। তাই সময় টিভিকে ধন্যবাদ জানাই।
MD Saiful
কি জ্বালাময়ী, আল্লাহ্ হুজুরের হায়াত বাড়িয়ে দিন।
azizul Hakim
এক ঐতিহাসিক ভাষনের সাক্ষী হলাম। আল্লাহু আকবর, ইসলামের জন্য শরীরের তাজা রক্তে রঞ্জিত করতে একবিন্দু দ্বিধা করবনা ইনশাআল্লাহ।
Abir Khan
সময় টিভিকে সত্যিটা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ, ফয়জুল করিম সত্যিকারের দেশপ্রেমিক।
ireen chowdhury
সময় টিভি আসলেই অনেক সাহসী ও ইসলামের পক্ষে কাজ করছে এর জন্য সময় টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, আল্লাহ সময় টিভি কর্তৃপক্ষকে ইসলামের পক্ষে কাজ করার তাওফিক দান করুন-আমিন।
sultan media
আমার জীবনে প্রথম একটা ভিডিও দেখলাম সময় টিভিতে। তাই সময় টিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Hasan Zobaer
শায়েখের ভিতর প্রকৃত দেশপ্রেমের আদর্শ রয়েছে যেটা ছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে।
Atik hasan
আমার অনেক ভালো লাগে এই হুজুরের সাহস ও কথাবার্তা দেখে, আল্লাহ হেফাজত করেন৷ আমিন।
Mashiur rahman Mamun
হ্যা আমরা হযরত উমরের অনুসারী, আমরা বীরের জাতি, জেলের ভয় দেখিয়ে লাভ নাই, আমরা বাঁচলে গাজী মরলে শহীদ। এদেশে ইসলামের শত্রুদের জায়গা হবেনা ইনশাআল্লাহ।
Forhad's Canvas
হুজুর এর ভাষণ শুনে শরীরের পশম দাঁড়িয়ে গেল। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তত।
kajal Arefin Ome
তোমরা ইসলামের পাখি ভয় নেই ১৬ কোটি মুসলমান তোমাদের সাথে আছে।
Tawhidur Rahman
জনসাধারণের হুংকার আর জনস্রোতের পরিমাণ কি বা কেমন তা আওয়াজ শুনে স্পষ্ট বুঝা যাচ্ছে।
Sumon Sumon
মরতে তো একদিন হবেই, আলেমদের ভালোবাসি, আলেমদের কিছু হলে জীবন দিয়ে প্রতিবাদ করে যাব।
Farid Hossain
যাই হোক ফয়জুল করিমের প্রতি ভালোবাসা বাড়লো!! মামুনুল হক তো দমে গেছে!!
Abdus Salam Munna
মাশাআল্লাহ্, আলেমদেরকে আল্লাহ জন্য ভালোবাসি, এরা আছে বলেই বাতিলরা ভয়ে থাকে।
Md Mukter
আলহামদুলিল্লাহ্ ৪৬ মিনিট ২৮ সেকেন্ড এর ভাষণ দেখলাম ইউটিউবে, অনেক অজানা তথ্য শুনলাম এই ভাষণের মাধ্যমে, ইতিহাস হয়ে থাকবে এই ভাষণ বাংলার মুসলমানের অন্তরে।
HM SHAKIL
এগিয়ে যান পীর সাহেব, একদিন রাষ্ট্র পরিচালনা করবেন ইনশাআল্লাহ।
ali hasan
ভাইয়ের গর্জন দেখে কলিজাটা ঠান্ডা হলে গেলো। আগামীদিনে এমন সৎ নেককার ঈমানদার এদেশ পরিচালিত করবে ইনশাআল্লাহ।
NU TanVir
আমাদের দেহে প্রাণ থাকা পযর্ন্ত আমাদের শায়েখকে কেউ একটি টোকাও দিতে পারবে না।
MUKTA AHMED MONI
ধন্যবাদ সময় সংবাদ কে, ইদানীং ভালো কাজ করতেছে, মন থেকে দোয়া করছি আল্লাহ যেন আমার প্রানের বাংলাদেশ কে আরও উন্নত করে দেন, জাজাকাল্লাহ খায়ের, প্রিয় শায়েখ এগিয়ে যান।
Muhibur Rahman
চরমোনাই হুজুরের এই কথাগুলি শুনে অনেক উজ্জীবিত হই, এদের কথায় নিজের জীবন বিলিয়ে দিলেও নিজের জীবন সার্থক।
Abu Bakar
খানকায়ে যিনি পীর, ময়দানে তিনি বীর। পীর সাহেব চরমোনাইর মত এমন পীর যদি বাংলাদেশে আরো দু'একটা থাকতো, বাংলাদেশে নাস্তিকরা কথা বলার সাহস পেত না, ধন্যবাদ চরমোনাইয়ের পীরকে।
Safa Marwa
ইসলামের জন্য সাহসী বক্তব্য। আপনারা এতদিন পরে বুঝলেন, কিন্তু একটি গোষ্ঠী অনেক আগে থেকেই আপনার এই কথা বুকে ধারণ করেই জীবন দিয়েছেন। মৃত্যুকে তারাই ভয় পায় যাদের জীবন চলে দুনিয়ার কাজে।
Rezaul Haque
সময় টিভি কে অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এই সত্যকে তুলে ধরার জন্য, চারিদিকে শুধু ঐক্যের আভাস মিলছে, হবেই হবে, হতেই হবে ইসলামের জয় ইনশাআল্লাহ।
Lablo Islam
চরমোনাই পীরের সাথে আছে দেশের জনগণ।
MD Hridoy Khan
অসংখ্য ধন্যবাদ সময় টিভিকে, একজন সাহসী মানুষের সাহসী বক্তব্য তুলে ধরার জন্য।
Jahid Hasan
বাঘের বাচ্চা চরমোনাই।
Be Honest
এ যুগের সালাউদ্দীন আইয়ুবী।
Md abul Bashar
শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানলাম, ফুল বক্তব্য শুনে।
MD Jony Mallick
ইনশাআল্লাহ্ বাংলাদেশ একদিন ইসলামী হুকুমত চালু হবে।
Jaanu Mahmud
কিসের ভয় মরতে একদিন হবে, সেই মরণ যদি হয় ইসলামের জন্য, মরতে পারবো কিন্তু ইসলামের অপমান হতে দেবনা ইনশাআল্লাহ্।
Md. Tanvir Ahmmed
যদি ইসলামকে দেশে কায়েম করতে চাই তাহলে আগে সকল ইসলামিক দলগুলোকে এক হতে হবে! ইনশাআল্লাহ আমাদের বিজয় আসন্ন।
Ebrahim Ahmead
ফয়জুল করিম হুুজুরকে পুরা শেখ মুজিব এর মত লাগে।
Abdullah Al Noman Chowdhury
সিংহের বাচ্চা সিংহ!
শায়েখে চরমোনাই জিন্দাবাদ।