30/12/2025
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারের সংগ্রামের এক অদম্য প্রতীক। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা, নারী উন্নয়ন এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে যে যুগান্তকারী ভূমিকা রেখেছেন, জাতি তা চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তাঁর আপসহীন নেতৃত্ব এবং সাধারণ মানুষের প্রতি তাঁর ভালোবাসা তাঁকে এদেশের কোটি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। একইসাথে শোকসন্তপ্ত পরিবার ও বিশ্বজুড়ে তাঁর অগুনতি অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।