Surgical Bazzar

Surgical Bazzar surgical items :
slimming belt,
Surgical Items:-
1.Sunna Belt
2. Miss Belt,
3. Abdominal Belt,
4. Lumber Corset
5.Heating Pad,
6.Hot Bag
7.BP Meter

02/04/2023
Lumber corset belt Size: M,L,XL,XXL available. Contact.  01721746969
20/11/2021

Lumber corset belt Size: M,L,XL,XXL available. Contact. 01721746969

06/11/2021

* বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

* চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

* পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

* পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

* মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

* ছয়টি জিনিসের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

* সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

* পাঁচটি জিনিস কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে পানি পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

*সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন*

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

08/09/2021
 #করোনার_এই_সময়টায়_আমাদের_হতে_হবে_অধিক_সচেতন আর থাকা উচিত সবটুকু প্রস্তুতি।NTFS Facial Steamer মুখে গরম পানির ভাপ নেয়ার ...
15/08/2021

#করোনার_এই_সময়টায়_আমাদের_হতে_হবে_অধিক_সচেতন আর থাকা উচিত সবটুকু প্রস্তুতি।
NTFS Facial Steamer মুখে গরম পানির ভাপ নেয়ার জন্য পার্ফেক্ট একটি যন্ত্র। এটি ব্যবহার করে যেমন আপনি ত্বকের যত্ন নিতে পারবেন, তেমনি বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় কয়েকবার ভাপ বা Steam নিয়ে শ্বাসকষ্ট উপশমে ভালো ফলাফলও পাওয়া যায়।
**এটিতে মাত্র ৫০ ML পানি ব্যবহার করে ২০ মিনিট পর্যন্ত steam নেয়া যায়।
**দিনে ২/৩ তিন বার ব্যবহার করলে ভাল ফলাফল পাবেন।
** যাদের ঠাণ্ডার সমস্যা আছে এটা ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায়।
**এটার সাথে মেন্থল / আদা / দারুচিনি / লং মিশিয়ে ভাঁপ নিতে পারবেন।
** বাসায় রূপচর্চার জন্য এটা ফেসিয়াল ষ্টীম মেশিন হিসাবে ব্যবহার করতে পারবেন।
**মাত্র ৫ মিনিটেই গরম ভাপের জন্য প্রস্তুত।
*** Stock Limited তাই দেরি না করে আজই অর্ডার করুন।
ঢাকার সিটির মধ্যে ২৪ ঘন্টায় ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় (ডেলিভারি চার্জ 50 টাকা)। ঢাকার বাইরে সারা দেশে ৭২ ঘন্টার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় (ডেলিভারি চার্জ ১৫০ টাকা)। সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে।
📲 অর্ডার করতে কল করুন :
✆☎️ 0557631534
✆☎️ 01721746969 (নগদ পারসনাল)
অথবা মেসেজ করুনঃ
1. আপনার নাম
2. আপনার ঠিকানা
3. আপনার মোবাইল নম্বর
4. আপনার পছন্দের পণ্যের ছবি

কিছু পালস অক্সিমিটার আছে নিতে চাইলে যোগাযোগ করুন।01721746969
04/08/2021

কিছু পালস অক্সিমিটার আছে নিতে চাইলে যোগাযোগ করুন।
01721746969

10/07/2021
ডিজিটাল ব্লাড প্রেসার মনিটরিং৫ বছরের replacement warrantyজার্মানীর MedNet GmbH কোম্পানীর ব্র্যান্ডনিজের ব্লাড প্রেসার নি...
07/06/2021

ডিজিটাল ব্লাড প্রেসার মনিটরিং
৫ বছরের replacement warranty
জার্মানীর MedNet GmbH কোম্পানীর ব্র্যান্ড

নিজের ব্লাড প্রেসার নিজেই মেপে নিতে পারবেন খুব সহজেই ৷ ডিজিটাল রিডিং সিস্টেম হওয়ায় যে কেউ এটি ব্যবহার করতে পারবেন যখন তখন ৷ রাতবিরাতে ডাক্তারের কাছে ছুটাছুটির ঝামেলা শেষ ৷

এটি জার্মানীর একটি ব্র্যান্ড ৷ ৫ বছরের Replacement গ্যারান্টি থাকায় পণ্যের গুনগত মান সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারেন ৷

সারাদেশে ৪৮৭টি থানায় হোম ডেলিভারি দেয়া হয় ৷ ঢাকাসিটিতে ডেলিভারি চার্জ একদম ফ্রি ৷

মূল্য ও বিস্তারিত জানতে আমাদের পেজটিতে ইনবক্স করুন ৷

সুস্থ থাকতে সচেতনতার কোন বিকল্প নেই
সুস্থ থাকুন, ভালো থাকুন । surgicalbazzar

02/05/2021

রমজানের শেষের ১০ দিনের যেকোনো রাতে (২১,২৩,২৫,২৭,২৯) হতে পারে পবিত্র লাইলাতুল ক্বদর।
মসজিদুল হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ ১০ রাতের এক চমৎকার আমলের ফর্মুলা দিয়েছেন;
১) প্রতিরাতে এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি রাতটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, আপনি ৮৩ বছর ৪ মাস (১০০০ মাস) পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।
২) প্রতিরাতে দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি রাতটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে তবে আপনি ৮৩ বছর ৪ মাস (১০০০ মাস) পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত সালাতের সাওয়াব পাবেন।
৩) প্রতিরাতে তিন বার সূরা ইখলাস পাঠ করুন, যদি রাতটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৩ বছর ৪ মাস পর্যন্ত এক খতম কবুল কোরআন পাঠের সাওয়াব পাবেন।

"তিনি আরও বলেন, উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন,যারা আপনার কথা শুনে এ আমল গুলো করবে,আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন "

রাসুলুল্লাহ ( সা;) বলেছেন,
"ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে,কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।....[মুসলিম ২৬৭৪]

Send a message to learn more

Respirometer doctor recommended একটি device. নিয়মিত respirometer ব্যবহার করলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে...
11/03/2021

Respirometer doctor recommended একটি device. নিয়মিত respirometer ব্যবহার করলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে ধূমপায়ীদের ক্ষেত্রে এটি বিশেষ কার্যকরী।

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে সবচেয়ে বেশি প্রয়োজন সুস্থ ফুসফুস। ফুসফুসের কার্যক্ষমতা অল্প সময়ে বাড়াতে এই respiratory exerciser টি ব্যবহার করতে পারেন surgicalbazzar থেকে সংগ্রহ করে। পণ্যটির মূল্য মাএ: 499 টাকা।
অর্ডার করতে এখনি ফোন করুন : 01721 746969 / 01557 631534
ডেলিভারি ফি 60 টাকা মাএ ।

Address

Fair Plaza, Fst Floor, Mirpur 1
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 21:00
18:00 - 21:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
18:00 - 19:00
Thursday 09:00 - 17:00
18:00 - 19:00
Friday 09:00 - 17:00
18:00 - 19:00
Saturday 09:00 - 17:00
18:00 - 19:00
Sunday 09:00 - 17:00
18:00 - 19:00

Telephone

01557631534

Alerts

Be the first to know and let us send you an email when Surgical Bazzar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Surgical Bazzar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram