DR M R Rahman RAZIB Child Health specialist

DR M R Rahman  RAZIB Child Health specialist It is a child health center, provide a quality service.

29/10/2025

Enteric fever মানে হলো অন্ত্রজনিত জ্বর — এটি মূলত টাইফয়েড (Typhoid) এবং প্যারাটাইফয়েড (Paratyphoid) জ্বরকে বোঝায়।

🔹 কারণ:
Salmonella typhi বা Salmonella paratyphi ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়।

🔹 সংক্রমণের পথ:
দূষিত পানি, খাবার বা হাতের মাধ্যমে (মল-মুখ পথ) ছড়ায়।

🔹 লক্ষণ:

দীর্ঘস্থায়ী জ্বর

মাথাব্যথা, দুর্বলতা

পেট ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য

কখনো ত্বকে ফুসকুড়ি (rose spots)

লিভার ও প্লীহা বড় হয়ে যেতে পারে

👉 সংক্ষেপে —
Enteric fever = Typhoid & Paratyphoid fever = অন্ত্রের সংক্রমণজনিত দীর্ঘস্থায়ী জ্বর।

Paediatric patients with……from pharmacy & …
01/10/2023

Paediatric patients with……from pharmacy & …

30/08/2023
04/09/2022

টমেটো ফিভার / টমেটো ফ্লুঃ

টমেটো ফ্লু নামক নতুন রোগ ভারতে আতঙ্ক ছড়াচ্ছে। কেরালা, উড়িষ্যা সহ কয়েকটি রাজ্যে প্রথম এই রোগের অস্তিত্ব পাওয়া গেছে বলে ধারনা করা হচ্ছে । তবে আশার কথা হলো ল্যব পরীক্ষায় দেখা গেছে এটি Enterovirus group এর Coxsackie virus এর'ই একটা ভেরিয়েন্টস, যেটি Hand Foot Mouth disease (HFMD)নামেই পরিচিত।

HFMD এ সাধারণত ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে হলেও টমেটো ফ্লু ৬ মাসের নিচে এবং ৫ বছরের বেশি বয়সি বাচ্চাদের মধ্যেও দেখা যাচ্ছে। গেল সপ্তাহে চেম্বার এবং হাসপাতাল মিলিয়ে বেশ কয়টি এই রোগে আক্রান্ত বাচ্চা পেয়েছি যাদের বয়স ৫ বছরের বেশি, ৬ মাসের কম বয়সি বাচ্চা এই রোগে আক্রান্ত হতে এখনো দেখিনি।

এই রোগে আক্রান্ত বাচ্চাদের প্রথম ১-২ দিন জ্বর থাকে, তারপর শরীরের কিছু কিছু স্থান যেমন হাতের তালু, পায়ের তালু, মুখের ভেতর, হাঁটু, কনুই, পাছার উপর লাল গোটার মতো উঠে, ক্রমান্বয়ে ১-২ দিনের মধ্যেই সেগুলি লাল ফোসকাতে রুপ নেয় যেগুলি দেখতে টমাটোর রংয়ের মত কিন্তু টমাটোর সমান বড় নয়। মুখের ভেতরে আক্রান্ত হলে অনেক সময় বাচ্চা সম্পুর্ণ খাওয়া বন্ধ করে দিতে পারে। গায়ে ব্যথার জন্য খুব কান্নাকাটি করতে পারে। এধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। খুব খারাপ অবস্থা হলে অনেক সময় হাসপাতালে ভর্তিরও প্রয়োজন হতে পারে।

যেহেতু এটি ছোঁয়াচে রোগ, তাই এটির প্রাদুর্ভাব ঠেকাতে আক্রান্ত বাচ্চাকে অন্য বাচ্চাদের সংস্পর্শে আসতে দেয়া যাবেনা। বড়রা এই রোগে আক্রান্ত না হলেও ছড়াতে পারেন খুব সহজেই। তাই আক্রান্ত বাচ্চার মা অন্য কোন ছোট বাচ্চাকে কোলে নিবেন না। বাইরে থেকে গৃহে ফিরলে অবশ্যই হাত না ধুয়ে বাচ্চাদের স্পর্শ করা যাবেনা।

HFMD বা টমাটো ফ্লু হলে ভয়ের কিছু নেই। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে ৭ - ১০ দিনের মধ্যেই এটি সম্পুর্ণ সেরে যায়।
✍️✍️✍️collected

Clinical Epidemiology certificate course Closing ceremony and presentation...
23/03/2022

Clinical Epidemiology certificate course
Closing ceremony and presentation...

17/05/2021

চুপ থাকা নিয়ে চমৎকার একটি মিশরীয় প্রবাদ আছে- *‘কোলাহল যদি রূপার তৈরি হয়, নীরবতা তবে সোনার তৈরি* !’ আরবী প্রবাদটাও অসাধারণ- ‘তুমি তখনি কথা বলো, যখন তা চুপ থাকার চেয়েও সুন্দর!’
চুপ থাকাকে কেন এতো গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ জিহ্বা দ্বারা সংশ্লিষ্ট গুনাহগুলো আমাদের ভালো আমলগুলোকেও নষ্ট করে দিচ্ছে। আমরা সারাদিনে যত কথা বলি, তার বেশিরভাগই অপ্রয়োজনীয়, মিথ্যাচার ও গিবতে পরিপূর্ণ। অথচ মুখ নিঃসৃত প্রতিটি শব্দই লিপিবদ্ধ হচ্ছে।

মহান আল্লাহ বলেন : ‘মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।’ (সূরা কাফ : ১৮)

হাশরের ময়দানে দেখা গেল- আমাদের পূণ্যের চেয়ে পাপের পাল্লা ভারি। অবাক কান্ড! কখনো কারো ক্ষতি করিনি, কারো প্রতি অন্যায় করিনি, তারপরো এ অবস্থা কেন? তখন উত্তর আসবে, এগুলো তোমার মুখ নিঃসৃত পাপের ফল! এজন্যই আল্লাহর রাসূল (সা.) বলে গেছেন : ‘অধিকাংশ মানুষ জিহ্বা দ্বারা সংঘটিত পাপের কারণে জাহান্নামে যাবে।’ (তিরমিযি : ১৬১৮)

তাহলে করণীয়? এর সমাধানও রাসূলুল্লাহ (সা.) দিয়ে গেছেন- ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে।’ (মিশকাত, ৪২৪৩)

জেনে নেওয়া যাক জিহ্বা দ্বারা সৃষ্ট কবিরা গুনাহসমূহ : ১. মিথ্যা কথা বলা,
২. মিথ্যা সাক্ষ্য দেওয়া,
৩. মিথ্যা শপথ করা,
৪. গিবত করা,
৫. পরনিন্দা করা,
৬. অভিশাপ দেওয়া,
৭. খোঁটা দেওয়া,
৮. চোগলখোরি করা।

যেমন হওয়া উচিত আমাদের কথা বলার নীতি-

১. কথা বলার আগে সালাম দেওয়া। (সূরা নূর : ৬১)
২. সতর্কতার সঙ্গে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) (সূরা ক্বফ : ১৮)
৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। (সূরা বাক্বারাহ : ৮৩; বুখারী, ১৪১৩)
৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। (সূরা নূর : ৩; বুখারী, ৩৫৫৯)
৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। (সূরা লুকমান : ১৯ সূরা হুজুরাত : ২-৩)
৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। (সূরা নামল : ১২৫)
৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দুয়ার উন্মুক্ত করা। (সূরা আহযাব : ৭১-৭২)
৮. গাধার মতো কর্কশ স্বরে কথা না বলা। (সূরা লুকমান : ১৯; তিরমিযী, ৪৮৫৯)
৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা ( সূরা হা-মীম সাজদাহ : ৩৪)
১০. উত্তম কথায় দাওয়াত দেওয়া। (সূরা হা- মীম সাজদাহ : ৩৪)
১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। (সূরা ছফ:২)
১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা । (সূরা আরাফ : ১৯৯)
১৩. মেয়েরা পর-পুরুষের সঙ্গে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা। (সূরা আহযাব : ৩২)
১৪. ছেলেরা পর-নারীর সঙ্গে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা
১৫. মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। (সূরা ফুরকান : ৬৩)
১৬. হাসি মুখে কথা বলা

আমরা আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারছি তো? নাকি জিহ্বাই আমাদের নিয়ন্ত্রণ করছে?
সংগৃহিত ও পরিমার্জিত

Address

Navana Newbury Place, 4/1/A Mirpur Rd, Sobhanbagh Rd
Dhaka
1205

Opening Hours

Monday 04:00 - 20:00
Wednesday 04:00 - 20:00
Saturday 04:00 - 20:00

Telephone

8801989994552

Alerts

Be the first to know and let us send you an email when DR M R Rahman RAZIB Child Health specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DR M R Rahman RAZIB Child Health specialist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category