Niramoy24.com

Niramoy24.com A health information Based Webportal

19/07/2025
শরীরে খোস-পাঁচরা নেই, কিন্তু অনেক চুলকায়। বিরক্তিকর শুষ্ক চুলকানির সমাধান জেনে নিন ..
03/07/2025

শরীরে খোস-পাঁচরা নেই, কিন্তু অনেক চুলকায়। বিরক্তিকর শুষ্ক চুলকানির সমাধান জেনে নিন ..

শীত এলেই কমতে থাকে বাতাসের আর্দ্রতার পরিমাণ। শুষ্ক আবহাওয়ার প্রভাব পড়ে আমাদের ত্বকেও। আর এই শুষ্কতার কারণে শরীর....

এবার ই/সরাইলের বিমান হা/মলায় টার্গেট হলেন গা/জার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ মারওয়ান আল-সুলতান। ফি/লিস্তিনি এই ...
03/07/2025

এবার ই/সরাইলের বিমান হা/মলায় টার্গেট হলেন গা/জার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ মারওয়ান আল-সুলতান। ফি/লিস্তিনি এই মেডিসিন বিশেষজ্ঞ গা/জার চিকিৎসা সংকট নিয়ে নিয়মিত মিডিয়ায় কথা বলতেন।

সেদিন বিমান হামলা হলে বাসায় অবস্থান করা একইসাথে স্ত্রী এবং পাঁচ সন্তানসহ সবাই শাহাদাতবরণ করলেন। চিকিৎসা প্রদান করাও যে অপরাধ সেই বিশ্বে আমরা এখন অবস্থান করছি।

প্যালেস্টাইন রিটার্ন সেন্টার (পিআরসি) এর একটি প্রতিবেদন বলছে, জানুয়ারি ২০২৫ পর্যন্ত গা/জায় ১,০০০ জনেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মী নিহত অথবা নিখোঁজ রয়েছেন। সৌজন্যেঃ Dr. Kamruzzaman Nabil

প্রশ্ন:"কালিজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ"এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত??উত্তর:কালোজিরা সম্পর্কে হাদিসটি সহিহ বুখার...
27/08/2022

প্রশ্ন:"কালিজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ"এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত??

উত্তর:
কালোজিরা সম্পর্কে হাদিসটি সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে। সুতরাং তা সন্দেহাতীতভাবে সহিহ।

হাদিসটি নিম্নরূপ:
عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ، قَالَ خَرَجْنَا وَمَعَنَا غَالِبُ بْنُ أَبْجَرَ فَمَرِضَ فِي الطَّرِيقِ، فَقَدِمْنَا الْمَدِينَةَ وَهْوَ مَرِيضٌ، فَعَادَهُ ابْنُ أَبِي عَتِيقٍ فَقَالَ لَنَا عَلَيْكُمْ بِهَذِهِ الْحُبَيْبَةِ السَّوْدَاءِ، فَخُذُوا مِنْهَا خَمْسًا أَوْ سَبْعًا فَاسْحَقُوهَا، ثُمَّ اقْطُرُوهَا فِي أَنْفِهِ بِقَطَرَاتِ زَيْتٍ فِي هَذَا الْجَانِبِ وَفِي هَذَا الْجَانِبِ، فَإِنَّ عَائِشَةَ حَدَّثَتْنِي أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ هَذِهِ الْحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ مِنَ السَّامِ ‏"‏‏.‏ قُلْتُ وَمَا السَّامُ قَالَ الْمَوْتُ
খালিদ ইবনে সাদ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা (যুদ্ধের উদ্দেশ্যে) বের হলাম। আমাদের সংগে ছিলেন গালিব ইবনে আবযার। তিনি পথে অসুস্থ হয়ে পড়লেন। এরপর আমরা মদিনায় আসলাম তখনও তিনি অসুস্থ ছিলেন। তাকে দেখাশোনা করতে আসেন ইবনে আবু আতিক।
তিনি আমাদের বললেন, তোমরা এই কালোজিরা দ্বারা চিকিৎসা করো। পাঁচ-সাতটি কালোজিরার দানা পিষে তাতে যয়তুনের কয়েক ফোটা তৈল ঢেলে দিবে। তারপর তার নাকের এ দিক-ওদিকের ছিদ্র পথে ফোটা ফোটা করে ঢ়ুকিয়ে দেবে। কেননা আয়েশা রা. আমাদের নিকট বর্নণা করেছেন যে,
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, “এই কালোজিরা 'সাম' ব্যতিত সকল রোগের ঔষধ।”
আমি বললাম, সাম কী?
তিনি বললেন, “সাম অর্থ মৃত্যু।”[সহীহ বুখারি (ইফা.), অধ্যায়: ৬৩/ চিকিৎসা, হাদিস নম্বর: ৫২৮৫]
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সউদি আরব
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদি আরব

Address

Khilkhet
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Niramoy24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Niramoy24.com:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram