Apon Doctor

Apon Doctor নির্ভুল ও সঠিক স্বাস্থ্য বিষয়ক পরাম?

08/02/2023

#সাপে_কামড়ালে_করণীয়ঃ
হাসপাতালে নেওয়ার আগে যা যা করতে উচিত;
১.আল্লাহর রহমতে কোন ভয় নেই বলে রোগীকে প্রথমে আশ্বস্ত করতে হবে।
২.antiseptic solution দ্বারা ভালো করে ক্ষত স্থান ধৌত করতে হবে।
৩.গামছা বা ওড়না বা অন্য কিছু দিয়ে হালকা শক্ত করে বাঁধতে হবে। খুব বেশি শক্ত করে বাঁধা যাবে না।
৪.দ্রুত হাসপাতালে পাঠাতে হবে ।

#সাপে_কামড়_দেয়ার_সময়_যদি_সাপকে_না_চেনা_যায়_তাহলে কিছু লক্ষণ দেখে ও পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা যায় যে সাপটি বিষাক্ত কি না?
#লক্ষণ_গুলোঃ
১.বিষাক্ত সাপের ২টা বা আগে-পিছে ৪টা দাঁতের ক্ষত চিহ্ন দেখা যায়।
২.কামড়ের স্থানে অনেক জ্বালাপোড়া করে।
৩.ক্ষতস্থান অস্বাভাবিক ফুলে যেতে পারে।
৪.চোখে ঝাপসা দেখতে পারে।
৫.ক্ষত স্থান থেকে অনবরত রক্তপাত।
৬.শ্বাসকষ্ট হওয়া।

তাই *চন্দ্রবোড়া/ রাসেল ভাইপার
*গোখরা/কাল-গোখরা/ খৈ-গোখরা/ চশমা গোখরা
* কাল-কেউটে/ কেউটে
*কালাচ/ কালচিতি এই সকল সমজাতীয় বিষাক্ত সাপ কামড় দিলে আতঙ্কিত/উত্তেজিত না হয়ে হাসপাতালে নিয়ে আসুন।

#বিষাক্ত_সাপ_কামড়_দিলে_এ্যান্টিভেনাম_কিভাবে_ব্যবহার_করতে_হয়_তার_নিয়ম_নিচে_দেওয়া_হলোঃ
Antivenom প্রয়োগ করার আগে toxicity develop হয়েছে কিনা তা নিশ্চিত হতে হবে। এটি নিশ্চিত করতে হলে একটি টেস্ট টিউবে 5/10/20 ml blood সংগ্রহ করে ২০ মিনিট রেখে দিতে হবে। যদি ২০ মিনিটে টেস্টটিউবের রক্ত জমাট না বাঁধে তাহলে বুঝতে হবে Toxicity Develop হয়েছে এবং Toxicity Develop হলেই Antivenom প্রয়োগ করতে হবে। প্রারম্ভিক ভাবে 10 vial এ্যান্টিভেনাম ব্যবহার করা হয়। পরবর্তীতে অবস্থা অনুযায়ী ডোজ বারতে পারে।

#প্রস্তুতিঃ প্রতিটি vial-এ10 ml WFI Water থাকে, সেই wfi water-এ লাইফোলাইজড পাউডার মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে। এই 10 vial-এর মোট তরল হবে 100 ml এবং তারপর উক্ত 100 ml এ্যান্টিভেনাম দ্রবনের সাথে আবার 100 ml তরল স্যালাইন যেমন; DA/DNS/NS এর সাথে মেশাতে হবে। তাহলে মোট তরল অংশ হবে 200 ml.

#প্রয়োগের_নিয়মঃ প্রতি মিনিটে ৫০ ফোটা করে Intravenous route বা IV-তে দিতে হবে ও ১ ঘন্টা সময়ের মধ্যে শেষ করতে হবে বা সরাসরি শিরা পথে প্রতি মিনিটে ২ মিলি করে ইনজেকশন আকারে প্রয়োগ করতে হবে এবং ১ ঘন্টা সময়ের মধ্যে শেষ করতে হবে।

#বিঃদ্রঃ বাকি চিকিৎসা গুলো চিকিৎসক রোগীর অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে এবং এ্যান্টিভেনম কোন ক্রমেই IM /Sc প্রয়োগ করা যাবে না।
কোন #ওঝা_বা_কবিরাজের কাছে ভুলেও নিয়ে যাবেন না।

16/09/2022

সজনে পাতায় এতো উপকার!!

01/09/2022
29/05/2021
আজকের বিষয়:- বাহুর নড়াচড়ায় কাঁধে ব্যথা : কারণ ও চিকিৎসা।অতিথি : ডাঃ জি এম জাহাঙ্গীর হোসেনআর্থ্রোস্কোপিক এন্ড অর্থোপেডিক ...
23/05/2021

আজকের বিষয়:- বাহুর নড়াচড়ায় কাঁধে ব্যথা : কারণ ও চিকিৎসা।

অতিথি : ডাঃ জি এম জাহাঙ্গীর হোসেন
আর্থ্রোস্কোপিক এন্ড অর্থোপেডিক সার্জন
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা।

দেখুন আজ রাত ৯.৩০ মিনিটে

আজকের বিষয়:- চোখের অসুখ ও চিকিৎসাঅতিথি : ডা. মো. হাফিজুর রহমান চক্ষু বিশেষজ্ঞ , ফ্যাকো ও রেটিনা সার্জনভিশন আই হসপিটাল, গ...
20/05/2021

আজকের বিষয়:- চোখের অসুখ ও চিকিৎসা

অতিথি : ডা. মো. হাফিজুর রহমান
চক্ষু বিশেষজ্ঞ , ফ্যাকো ও রেটিনা সার্জন
ভিশন আই হসপিটাল, গ্রীনরোড, ঢাকা।

দেখুন রাত ৯টা ৩০ মিনিটে

আজকের বিষয়:- হিপ জয়েন্ট প্রতিস্থাপন  কখন করবেন ?অতিথি : প্রফেসর ডা: আমজাদ হোসেনচীফ কনসালটেন্ট, অর্থোপেডিক, ল্যাব এইড হা...
19/05/2021

আজকের বিষয়:- হিপ জয়েন্ট প্রতিস্থাপন কখন করবেন ?

অতিথি : প্রফেসর ডা: আমজাদ হোসেন
চীফ কনসালটেন্ট, অর্থোপেডিক, ল্যাব এইড হাসপাতাল

দেখুন আজ রাত ৯টায়

আজকের বিষয়:- ফ্রোজেন শোল্ডারঅতিথি : ডাঃ জি এম জাহাঙ্গীর হোসেনআর্থ্রোস্কোপিক এন্ড অর্থোপেডিক সার্জনবাংলাদেশ স্পেশালাইজড হ...
18/05/2021

আজকের বিষয়:- ফ্রোজেন শোল্ডার

অতিথি : ডাঃ জি এম জাহাঙ্গীর হোসেন
আর্থ্রোস্কোপিক এন্ড অর্থোপেডিক সার্জন
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা।

দেখুন আজ রাত ৯.৩০ মিনিটে

আজকের বিষয়:- কাঁধের পেশী ছিড়ে যাওয়া ও চিকিৎসাঅতিথি : ডাঃ জি.এম. জাহাঙ্গীর হোসেনআর্থ্রোস্কোপিক এন্ড অর্থোপেডিক সার্জন,বাং...
09/05/2021

আজকের বিষয়:- কাঁধের পেশী ছিড়ে যাওয়া ও চিকিৎসা

অতিথি : ডাঃ জি.এম. জাহাঙ্গীর হোসেন
আর্থ্রোস্কোপিক এন্ড অর্থোপেডিক সার্জন,
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা।

দেখুন রাত ৯টা ৩০ মিনিটে
০৯/০৫/২০২১

Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Apon Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Apon Doctor:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category