08/02/2023
#সাপে_কামড়ালে_করণীয়ঃ
হাসপাতালে নেওয়ার আগে যা যা করতে উচিত;
১.আল্লাহর রহমতে কোন ভয় নেই বলে রোগীকে প্রথমে আশ্বস্ত করতে হবে।
২.antiseptic solution দ্বারা ভালো করে ক্ষত স্থান ধৌত করতে হবে।
৩.গামছা বা ওড়না বা অন্য কিছু দিয়ে হালকা শক্ত করে বাঁধতে হবে। খুব বেশি শক্ত করে বাঁধা যাবে না।
৪.দ্রুত হাসপাতালে পাঠাতে হবে ।
#সাপে_কামড়_দেয়ার_সময়_যদি_সাপকে_না_চেনা_যায়_তাহলে কিছু লক্ষণ দেখে ও পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা যায় যে সাপটি বিষাক্ত কি না?
#লক্ষণ_গুলোঃ
১.বিষাক্ত সাপের ২টা বা আগে-পিছে ৪টা দাঁতের ক্ষত চিহ্ন দেখা যায়।
২.কামড়ের স্থানে অনেক জ্বালাপোড়া করে।
৩.ক্ষতস্থান অস্বাভাবিক ফুলে যেতে পারে।
৪.চোখে ঝাপসা দেখতে পারে।
৫.ক্ষত স্থান থেকে অনবরত রক্তপাত।
৬.শ্বাসকষ্ট হওয়া।
তাই *চন্দ্রবোড়া/ রাসেল ভাইপার
*গোখরা/কাল-গোখরা/ খৈ-গোখরা/ চশমা গোখরা
* কাল-কেউটে/ কেউটে
*কালাচ/ কালচিতি এই সকল সমজাতীয় বিষাক্ত সাপ কামড় দিলে আতঙ্কিত/উত্তেজিত না হয়ে হাসপাতালে নিয়ে আসুন।
#বিষাক্ত_সাপ_কামড়_দিলে_এ্যান্টিভেনাম_কিভাবে_ব্যবহার_করতে_হয়_তার_নিয়ম_নিচে_দেওয়া_হলোঃ
Antivenom প্রয়োগ করার আগে toxicity develop হয়েছে কিনা তা নিশ্চিত হতে হবে। এটি নিশ্চিত করতে হলে একটি টেস্ট টিউবে 5/10/20 ml blood সংগ্রহ করে ২০ মিনিট রেখে দিতে হবে। যদি ২০ মিনিটে টেস্টটিউবের রক্ত জমাট না বাঁধে তাহলে বুঝতে হবে Toxicity Develop হয়েছে এবং Toxicity Develop হলেই Antivenom প্রয়োগ করতে হবে। প্রারম্ভিক ভাবে 10 vial এ্যান্টিভেনাম ব্যবহার করা হয়। পরবর্তীতে অবস্থা অনুযায়ী ডোজ বারতে পারে।
#প্রস্তুতিঃ প্রতিটি vial-এ10 ml WFI Water থাকে, সেই wfi water-এ লাইফোলাইজড পাউডার মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে। এই 10 vial-এর মোট তরল হবে 100 ml এবং তারপর উক্ত 100 ml এ্যান্টিভেনাম দ্রবনের সাথে আবার 100 ml তরল স্যালাইন যেমন; DA/DNS/NS এর সাথে মেশাতে হবে। তাহলে মোট তরল অংশ হবে 200 ml.
#প্রয়োগের_নিয়মঃ প্রতি মিনিটে ৫০ ফোটা করে Intravenous route বা IV-তে দিতে হবে ও ১ ঘন্টা সময়ের মধ্যে শেষ করতে হবে বা সরাসরি শিরা পথে প্রতি মিনিটে ২ মিলি করে ইনজেকশন আকারে প্রয়োগ করতে হবে এবং ১ ঘন্টা সময়ের মধ্যে শেষ করতে হবে।
#বিঃদ্রঃ বাকি চিকিৎসা গুলো চিকিৎসক রোগীর অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে এবং এ্যান্টিভেনম কোন ক্রমেই IM /Sc প্রয়োগ করা যাবে না।
কোন #ওঝা_বা_কবিরাজের কাছে ভুলেও নিয়ে যাবেন না।