28/10/2025
কুমিল্লা থেকে এসে IUI করে Twin Baby-র সফলতা পেলেন তাসলিমা!
>> মিসেস তাসলিমা, বয়স ২৩ বছর, বিয়ে হয়েছে ৫ বছর আগে। বিয়ের পর থেকে তিনি বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করছিলেন। অনেক চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না। আমাকে দেখানোর পর পরীক্ষা করে দেখা যায়, তিনি PCOD, ডিম্বানুর পরিমান কম ও অনিয়মিত মাসিক সহ বিভিন্ন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন। আমি মিসেস তাসলিমাকে IUI করানোর পরামর্শ দেই।
IUI পর আল্লাহর রহমতে তিনি Twin Baby (জমজ বাচ্চা) গর্ভধারণে সক্ষম হয়েছেন। পরবর্তীতে ৩৭ সপ্তাহ ৩ দিন পর তিনি দুটি ফুটফুটে সুস্থ-সবল শিশুর মা হয়েছেন। আপনারা সবাই মিসেস তাসলিমা ও তার সন্তানদের জন্য দোয়া করবেন।
#জমজবাচ্চা #বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্ব_চিকিৎসক