27/01/2025
^অনুগ্রহপূুর্বক সবার দৃষ্টি আকর্ষণ করছি ^
ক্যান্সারে আক্রান্ত নুসরাত জাহান ইমু বাঁচতে চায়। তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান।আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন। এভাবেই বাঁচার আকুতি জানিয়েছেন মরণব্যাধি সারকোমা ক্যান্সারে আক্রান্ত নুসরাত জাহান ইমু।বর্তমানে তার চিকিৎসার খরচ তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। নুসরাত জাহান ইমু(১২) ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আহমদ আলী হাজী বাড়ির জহির উদ্দিনের মেয়ে। ইমু রামচন্দ্রপুর খোনার তালুক মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী। ইমু দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ইমুর চিকিৎসা চালাতে গিয়ে তার পিতা জহির উদ্দিন ব্যবসা প্রতিষ্ঠান এর মূলধন ও সহায় সম্বল হারিয়ে বর্তমানে নিঃস্ব অবস্থায় আছেন। বর্তমানে তার চিকিৎসার চালানো তার পরিবারের পক্ষে কোন ভাবেই সম্ভব না। তাই দেশ বিদেশে সকল ভাই ও বোনদের অনুরোধ জানাচ্ছি যার যতটুকু সম্ভব ততটুকু সাহায্যের হাত বাড়িয়ে ইমু কে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
যোগাযোগ:জহির উদ্দিন(ইমুর বাবা), 01866925420.