Danbox For Humanity Foundation

Danbox For Humanity Foundation এক টাকার দান, লক্ষ টাকার প্রতিদান 🫰 Please, donate for the needy people. It's a charity organization.

Our goal is to help the poor people by providing food,medicine,education,cloths etc. If you want to be a member of us please send text or call

Bikash : 01707116510
Bank A/C:

^অনুগ্রহপূুর্বক সবার দৃষ্টি আকর্ষণ করছি ^ক্যান্সারে আক্রান্ত নুসরাত জাহান ইমু বাঁচতে চায়। তার চিকিৎসার জন্য আর্থিক সাহা...
27/01/2025

^অনুগ্রহপূুর্বক সবার দৃষ্টি আকর্ষণ করছি ^

ক্যান্সারে আক্রান্ত নুসরাত জাহান ইমু বাঁচতে চায়। তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান।আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন। এভাবেই বাঁচার আকুতি জানিয়েছেন মরণব্যাধি সারকোমা ক্যান্সারে আক্রান্ত নুসরাত জাহান ইমু।বর্তমানে তার চিকিৎসার খরচ তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। নুসরাত জাহান ইমু(১২) ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আহমদ আলী হাজী বাড়ির জহির উদ্দিনের মেয়ে। ইমু রামচন্দ্রপুর খোনার তালুক মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী। ইমু দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ইমুর চিকিৎসা চালাতে গিয়ে তার পিতা জহির উদ্দিন ব্যবসা প্রতিষ্ঠান এর মূলধন ও সহায় সম্বল হারিয়ে বর্তমানে নিঃস্ব অবস্থায় আছেন। বর্তমানে তার চিকিৎসার চালানো তার পরিবারের পক্ষে কোন ভাবেই সম্ভব না। তাই দেশ বিদেশে সকল ভাই ও বোনদের অনুরোধ জানাচ্ছি যার যতটুকু সম্ভব ততটুকু সাহায্যের হাত বাড়িয়ে ইমু কে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
যোগাযোগ:জহির উদ্দিন(ইমুর বাবা), 01866925420.

বন্যা পরবর্তী খাদ্য উপহার কার্যক্রম চলমান। বনবাসী মানুষের পাশে থাকতে:বিকাশ ব্যক্তিগত: 01866834818 #ধন্যবাদ_যারা_সাথে_ছিল...
30/08/2024

বন্যা পরবর্তী খাদ্য উপহার কার্যক্রম চলমান। বনবাসী মানুষের পাশে থাকতে:
বিকাশ ব্যক্তিগত: 01866834818
#ধন্যবাদ_যারা_সাথে_ছিলেন।

23/08/2024

অনুরোধ: 🙏
ঢাকায় যারা আছেন দয়া করে মালবাহী কন্টেইনার গুলো ঢাকা থেকে ছাড়বেন না।
রাস্তায় পানি থাকায় কন্টেইনার ফেনী পার হয়ে চিটাগং যেতে পারছেনা, এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং বন্যা কবলিত এলাকায় ত্রাণ বাহী গাড়ী / উদ্ধারকারী বোট পৌছাতে পারছে না।

আমরা ৪ ঘন্টা একজায়গায় জ্যামে আছি এবং রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি। এই ট্রাফিক থাকলে রাতেও পৌছাতে পারবেনা কেউ।
যে যেভাবেই পারেন সাহায্য করেন।

Danbox For Humanity Foundation জরুরী বন্যা তহবিলBkash Personal: 01815658332 /01866834818 Nagad: 01815658332
22/08/2024

Danbox For Humanity Foundation
জরুরী বন্যা তহবিল
Bkash Personal: 01815658332 /01866834818
Nagad: 01815658332

বন্যা কবলিত এলাকায় মোবাইল রিচার্জ প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।
22/08/2024

বন্যা কবলিত এলাকায় মোবাইল রিচার্জ প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।

ও আমার ছোট ভাই!কাল রাতে বাসায় যাচ্ছিলাম তখনি পেছন থেকে এসে হাত ধরে বললো:ভাইয়্যা, আমার ছোট ভাইয়্যের জন্য একজোড়া প্লাস্টিক...
01/04/2024

ও আমার ছোট ভাই!

কাল রাতে বাসায় যাচ্ছিলাম তখনি পেছন থেকে এসে হাত ধরে বললো:
ভাইয়্যা, আমার ছোট ভাইয়্যের জন্য একজোড়া প্লাস্টিকের জুতা কিন্না দিবেন, ১০০ টাকা দিয়ে?
বাবা নেই ওর, ভাইটা ছোট, মা কাজ করে মানুষের বাসায়। কতো উদার হলে এতো ছোট অবস্থায় নিজের জন্য কিছু না চেয়ে, চাইলো ছোট ভাইয়ের জন্য।
(এই ছোট বাচ্চাটা আমার ভাই এখন থেকে, ওর ব্যবহার এতো সুন্দর ও নমনীয় ছিলো, যে কারো মনে গেথে থাকবে)।

রাত তখন ১১ টা, অত:পর: ওদের দুই ভাইয়্যের শপিং (পাঞ্জাবি এবং জুতা) শেষ করে মনে প্রশান্তি নিয়ে বাসায় ফিরবো
এমন সময়........
এক চাচি এসে আবদার করলো চাচার জন্য পাঞ্জাবি। যেহেতু সেও নিজের জন্য কিছুই চাই-নি, চাচার পাঞ্জাবির সাথে চাচীর জামাও কেনা হলো।
অতপর কয়েকটি হাসিমাখা মুখ। 😊
#মানবতা মানুষের জন্য!

-আমজাদ নাহিদ

25/03/2024
পবিত্র রমজানে রাস্তায় পড়ে থাকা মানুষদের জন্য সেহরীর নিয়ে বেড়িয়ে পড়ে আমাদের টিম। রাস্তায় ঘুরে ঘুরে বাস্তুহারা মানুষদের কা...
25/03/2024

পবিত্র রমজানে রাস্তায় পড়ে থাকা মানুষদের জন্য সেহরীর নিয়ে বেড়িয়ে পড়ে আমাদের টিম।
রাস্তায় ঘুরে ঘুরে বাস্তুহারা মানুষদের কাছে পৌছে দেয় সাধ্যের মধ্যে খাবার।
#মানুষ_মানবতার_জন্য

25/03/2024

নিজের হাতে রান্না করে রাস্তায় পড়ে থাকা মানুষদের রাতের আধারে খাদ্য বিতরণ।

এই ভালো কাজে যারা কোন না কোন ভাবে আমাদের পাশে সব সময় থাকেন তাদের প্রতি কৃতজ্ঞতা 🙏
ভালো থাকুন, ভালো রাখুন!
#মানুষ_মানবতার_জন্য

মহানবী (স:) এর কিছু গুরুত্বপূর্ণ হাদিস ❤️
23/03/2024

মহানবী (স:) এর কিছু গুরুত্বপূর্ণ হাদিস ❤️

১৫ মিনিট সময়ে হাতের কাছে যা রিজিকে ছিলো তা দিয়ে-ই ইফতার হয়ে গেলো ওদের সাথে। এর পর চায়ের আড্ডা, এটা সেটা কিনে দেয়ার ছোট ছ...
14/03/2024

১৫ মিনিট সময়ে হাতের কাছে যা রিজিকে ছিলো তা দিয়ে-ই ইফতার হয়ে গেলো ওদের সাথে। এর পর চায়ের আড্ডা, এটা সেটা কিনে দেয়ার ছোট ছোট আবদার।
ওদের গল্প গুলো শোনা। 🌻

আমাদের উল্লেখযোগ্য একটা প্রোগ্রামের কিছু অংশ " ত্রান বিতরণ -কুড়িগ্রাম"।
22/11/2023

আমাদের উল্লেখযোগ্য একটা প্রোগ্রামের কিছু অংশ " ত্রান বিতরণ -কুড়িগ্রাম"।

Address

Dhaka

Telephone

+8801707116510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Danbox For Humanity Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram