06/11/2025
👨⚕️আপনার চেম্বারে রোগীর অভাব থাকুক আর না থাকুক MBBS / BDS Doctor হিসেবে আপনার এখনই আরও স্মার্ট হওয়া উচিত।
একজন রোগী চিকিৎসায় সন্তুষ্ট হয়ে পরিচিত আরেকজনকে আপনার নাম বলেছে। সে হয়তো তখনই গুগলে আপনার নাম সার্চ দিয়ে আপনার সম্পর্কে জানতে চাইছে। কিন্তু সে আপনাকে সার্চ দিয়ে কি পাবে?
হয়তো কিছুই পাবেনা অথবা কয়েকটা অনলাইন পোর্টালে শুধুই আপনার ভিজিটিং কার্ড কিংবা আপনার নাম। তাতে কি আপনার যোগ্যতা প্রকাশ পায় কিংবা আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়?
ভাবুন তো কেউ আপনাকে Google কিংবা ChatGPT তে সার্চ করলো আর সাথে সাথে ভেসে উঠলো আপনার পরিপূর্ণ Website Profile, যেখানে থাকবেঃ
✅ আপনার নাম, ফোন নম্বর
✅ আপনার স্পেশালিটি
✅ সবগুলো চেম্বারের ঠিকানা ও সময়সূচি
✅ অভিজ্ঞতা, ডিগ্রি, পুরস্কার,
✅ রোগীর রিভিউ ও সেবার তালিকা
…তবে সেই মানুষটি নিশ্চিতভাবেই আপনার কাছে আসবেন, কারণ আপনি তখন শুধুমাত্র একজন MBBS ডাক্তার নন—একজন ভরসার মানুষ!
আপনি মনে করতে পারেন, আপনার তো এমনিতেই রোগীর অভাব নেই, তাহলে আপনি অনলাইনে প্রফেশনাল পরিচয় দিয়ে কি করবেন?
শুরুর দিকে এমন ভাবনা আসাটাই স্বাভাবিক। কিন্তু যদি বলেন দেশের বড় বড় এবং খুব ব্যস্ত ডাক্তার যাদেরকে রোগীরা লাইন দিয়ে বসে থাকে এবং তারা অনেক সময় সারারাতেও রোগী দেখে শেষ করতে পারেন না। তাহলে তারা কেন তাদের নিজের নাম, সময়সূচি ও চেম্বারের তথ্য, পরিচিতি ও অভিজ্ঞতার বিবরণ সহ জাঁকজমক অনলাইন প্রেজেন্স তৈরি করে রেখেছেন?
এখানেই তো সাইকোলজিকাল গেইমটা শুরু হয়। ব্যস্ত এবং বড় বড় ডাক্তারেরা এটা আসলে রোগী বাড়ানোর জন্য করেন না, এটা তারা করেনঃ
👉 শুধুমাত্র নিজের brand value তৈরি করার জন্য
👉 প্রতিযোগী ডাক্তারদের চেয়ে অনেকাংশে এগিয়ে থাকার জন্য
👉 নিজেকে রোগীর কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য
কারণ, তারা জানেন—এটা হল ভবিষ্যতের জন্য সবচেয়ে safe ইনভেস্টমেন্ট।
আপনার প্র্যাকটিস যত ভালোই হোক না কেন… অনলাইনে যদি আপনার পরিচিতি না থাকে, তাহলে প্রতিদিন আপনি হারাচ্ছেন সম্ভাব্য রোগী।
তাই ক্যারিয়ার জার্নিতে আরও একধাপ এগিয়ে যেতে চাইলে আর দেরি না করে এখনই সিদ্ধান্ত নিন। আর আমাদের ওয়েব সাইটে আপনার প্রফাইল যুক্ত করে নিন।