05/08/2025
https://www.facebook.com/share/p/15v5KtoB9e/
আসসালামু আ লাইকুম
BNWA নিয়ে এসেছে এক অসাধরণ সুযোগ ----
১ মাসে ৫ কেজি ওজন কমানোর চ্যালেঞ্জ!
আপনার ওজন কি আপনার আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে?
চুল পড়া, স্কিন সমস্যা, অথবা দুর্বল ইমিউনিটির সঙ্গে প্রতিদিন যুদ্ধ করছেন?
💥 এখনই সুযোগ —
BNWA (Bangladesh Nutrition & Wellness Academy) নিয়ে এসেছে
১ মাসের বিশেষ Weight Loss Programme,
যেখানে আপনি হারাতে পারবেন ৫ কেজি ওজন — সুস্থভাবে ও আত্মবিশ্বাসের সঙ্গে!
🔹 প্রোগ্রামের হাইলাইটস:
✅ কোর্স ফি মাত্র ১৪৯৯ টাকা
✅ India থেকে ট্রেইনড জিম ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে
✅ WhatsApp-এ প্রতিদিন ফলোআপ
✅ আপনার জন্য পার্সোনালাইজড ডায়েট চার্ট
✅ লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসে পরিপূর্ণ গাইডলাইন
✅ ডায়েট চার্ট অন্যের সঙ্গে শেয়ার সম্পূর্ণ নিষিদ্ধ
✅ নিয়ম না মানলে আপনাকে জবাবদিহি করতে হবে
📝 রেজিস্ট্রেশন পদ্ধতি:
1️⃣ প্রথমে বিকাশ/রকেট/নগদ Send Money করুন:
📲 +880 1911-261142 এই নাম্বারে
2️⃣ তারপর আপনার পেমেন্ট তথ্য সহ একটি Google Form পূরণ করুন
https://forms.gle/T6dVgEvsgMiL5kuZ7
3️⃣ ফর্ম সাবমিট করার পর আপনারে আমরা একটা WhatsApp গ্রুপে যুক্ত করবো।
🎁 বোনাস:
✔ সফলভাবে চ্যালেঞ্জ শেষ করলে থাকবে আকর্ষণীয় পুরস্কার
✔ ওজন ৫ কেজি কমা পর্যন্ত আর কোনো বাড়তি খরচ নেই
✔ লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সুস্থতা, সৌন্দর্য ও আত্মবিশ্বাস—সব একসাথে!
⛔ মনে রাখবেন:
এই চ্যালেঞ্জে যোগ দিলে আপনার খাদ্যাভ্যাস ও রুটিন থাকবে আমাদের নির্দেশনায়।
নিয়ম মানতে অস্বস্তি হলে, এই প্রোগ্রামে অংশ নেওয়ার প্রয়োজন নেই।
💪 এখনই চ্যালেঞ্জ গ্রহণ করুন
ফিট থাকুন, আত্মবিশ্বাসী থাকুন!
📌 বিকাশ/রকেট/নগদ নাম্বার: +880 1911-261142 (Send Money Only)
📲 Google Form
https://forms.gle/T6dVgEvsgMiL5kuZ7
#ডায়েটচ্যালেঞ্জ ্রোগ্রাম
@Fatima Tuz Zohra Apu