Dr.MR ISLAM Salafi

Dr.MR ISLAM Salafi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.MR ISLAM Salafi, Doctor, Dhaka.

This is the platform to share authentic ISLAMIC thoughts with reference.Spreading ISLAM is the most important work of our entire life.Try to establish it
IN SHA ALLAH......Dr. Mr Islam

18/09/2023

★যে ঈমান আপনাকে ফজরের ওয়াক্তে ঘুম ভাঙায় না উল্টো ঘুম পাড়ায়।

★যে ঈমান আপনার মুখে দাড়ি গজায় না উল্টো দাড়ি কাটায়।

★যে ঈমান আপনার টাকনুর নিচের কাপড় কাটতে পারল না।

★যে ঈমান আপনাকে ওয়াক্তমত জামাতে সালাত পড়াতে পারল না কাজের চাপে।

★যে ঈমান নারীকে রাজরানী থেকে চাকরানী হতে বাঁধা দিল না।

★যে ঈমান রাতের আঁধারে গোপন পাপ রুখতে পারল না।

★যে ঈমান আপনাকে পর্দা করাতে ব্যর্থ সমাজের চাপে।

★যে ঈমান আপনার প্রবৃত্তিকে(মন) দমাতে ব্যর্থ প্রতিনিয়ত।

কি করে ভাবলেন এই ঈমান আপনাকে জান্নাতে পৌঁছে দিবে কোনমতে???

সত্যি আমরা কতোই না বোকা
পুরো দুনিয়াটাই ধোকা।

Dr.MR ISLAM Salafi

07/03/2023

হিজামার ইতিহাস

হিজামার ইতিহাস নিয়ে কথা হবে আজকে। হিজামা কাপিং থেরাপি নামেও পরিচিত। এই প্রাচীন চিকিৎসা পদ্ধতিটা ৫,০০০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা হয়েছে এবং এটি ইতিহাস জুড়ে বিভিন্ন সংস্কৃতিতে চিকিৎসার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই লিপিবদ্ধ হয়েছে।

হিজামার উৎপত্তি খুঁজতে গেলে ফিরে যেতে হয় প্রাচীন মিশরে। মিশরীয় সভ্যতায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে এই চিকিৎসা পদ্দতির নাম। এটি বিভিন্ন রোগ নিরাময়ের চিকিৎসা হিসেবে ব্যবহৃত হত।

প্রাচীন গ্রীসেও প্রচলিত ছিল কাপিং থেরাপি। গ্রীসে এটি বিখ্যাত গ্রীক চিকিৎসক হিপোক্রেটিস এর নামানুসারে "হিপোক্রেটিক কাপিং" নামে পরিচিত ছিল। তিনি এটি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহার করেছিলেন।

ইসলামী বিশ্বে, হিজামা মহানবী মুহাম্মদ (সাঃ) এর সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। যিনি নিজেও এর মাধ্যমে চিকিৎসা করেছিলেন এবং অসংখ্য স্বাস্থ্য সমস্যার প্রতিকার হিসাবে তার অনুসারীদের কাছে এটি সুপারিশ করেছিলেন। তাঁর কাজ ও কথা মুসলিমদের কাছে নিজের জীবনের চেয়ে দামী। তাই, হিজামা/কাপিং ইসলামী চিকিৎসার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছিল। এবং এটি বহু শতাব্দী ধরে মুসলিম পন্ডিত এবং চিকিৎসকদের দ্বারা ব্যাপকভাবে প্র্যাকটিস করা হয়েছে।

মধ্যযুগে, কাপিং থেরাপি ইউরোপে প্রবর্তিত হয়েছিল বিখ্যাত চিকিৎসক অ্যাভিসেনা বা, ইবনে সিনা এর মাধ্যমে। তিনি একজন মুসলিম পণ্ডিত ও চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। চিকিৎসাশাস্ত্রে অ্যাভিসেনার কাজ অত্যন্ত প্রভাবশালী ছিল এবং তাকে চিকিৎসার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়।

১৯ শতকে, হিজামা পশ্চিমা বিশ্বে ফরাসি চিকিৎসক ড. চার্লস-এডুয়ার্ড ব্রাউন-সিকার্ড দ্বারা জনপ্রিয় হয়ে ওঠে। ডাঃ চার্লস মাথাব্যথা, বাত এবং এমনকি যক্ষ্মা সহ বিভিন্ন রোগের জন্য তার রোগীদের চিকিৎসা করার জন্য এই পদ্ধতি ব্যবহার করেছিলেন। কাপিং থেরাপি ইউরোপীয় এবং আমেরিকান চিকিৎসকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং ২০ শতক পর্যন্ত এটি ব্যাপকভাবে চিকিৎসা হিসাবে ব্যবহৃত হত।

আধুনিক সময়ে, হিজামা একটি পরিপূরক এবং বিকল্প ঔষধ হিসাবে একটি পুনরুত্থান করেছে। ব্যথা উপশম, প্রদাহ এবং স্ট্রেস ম্যানেজমেন্টের মতো বিভিন্ন স্বাস্থ্য অবস্থার জন্য প্রাকৃতিক প্রতিকার খোঁজার লোকদের মধ্যে এটি জনপ্রিয়তা অর্জন করেছে। কাপিং মূলধারার চিকিৎসা প্রতিষ্ঠান থেকেও স্বীকৃতি লাভ করেছে। কিছু গবেষণায় কিছু স্বাস্থ্য অবস্থার চিকিৎসায় এর কার্যকারিতা প্রমাণ করে।

উপসংহারে, হিজামার ইতিহাস হাজার হাজার বছর ধরে থেরাপিউটিক প্র্যাকটিস হিসাবে এর জনপ্রিয়তার একইভাবে রয়েছে। যদিও অনুশীলনটি সময়ের সাথে সাথে পরিবর্তন এবং অভিযোজনের মধ্য দিয়ে গেছে, এর মৌলিক নীতিগুলি একই রয়ে গেছে।

হাজার বছরের পুরানো এই চিকিৎসা পদ্ধতি ও সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মিশেলে আপনার অসুস্থটার কার্যকর সমাধান দিতে কাজ করে যাচ্ছে ডক্টর্স কাপিং কর্নারের ডাক্তাররা। যারা ডাক্তার হিসেবে যেমন দক্ষ ও অভিজ্ঞ, তেমনি একই ভাবে কাপিং থেরাপি নিয়েও অগাধ জ্ঞান রাখেন ও চর্চা করেন। আপনার অসুস্থতার সমাধানে এর থেকে ভালো অপশান আর কি হতে পারে?

এপয়েন্টমেন্টের জন্য কল করুনঃ 01775565572

লেখাটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিন এখনই।

, , , ,

01/03/2023
থার্টি ফার্স্ট নাইট উদযাপন সম্পর্কে জেনে নিন▬▬▬▬✪✪✪▬▬▬▬প্রতি বছর ইংরেজি ৩১শে ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিটে বিভিন্ন ...
30/12/2022

থার্টি ফার্স্ট নাইট উদযাপন সম্পর্কে জেনে নিন
▬▬▬▬✪✪✪▬▬▬▬
প্রতি বছর ইংরেজি ৩১শে ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিটে বিভিন্ন আচার-অনুষ্ঠানে বর্তমান বিশ্ব একটি নতুন বর্ষে পদার্পন করে। এ অনুষ্ঠানগুলো কি ইসলাম সমর্থিত? !!!

আল্লাহ তা’য়ালা বলেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাক যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।” (সূরা আলে-ইমরান: ১৩১)

থার্টিফার্স্ট নাইট উদযাপন বর্জন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানাতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

■ উৎপত্তি:

প্রাচীন পারস্যের পরাক্রমশালী সম্রাট জামশিদ খ্রিষ্টপূর্ব ৮০০ সালে নববর্ষ প্রবর্তন করেন। পরবর্তীতে ব্যাবিলনের সম্রাট জুলিয়াস সিজার খ্রিষ্টপূর্ব ৪৬ সালে ইংরেজি নববর্ষ প্রচলন করেন। প্রথমদিকে নববর্ষ বিভিন্ন তারিখে পালন করা হতো।

পরবর্তীতে ১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর পহেলা জানুয়ারিতে নববর্ষের দিন হিসেবে নির্দিষ্ট করা হয়। বাংলাদেশে থাটি ফার্স্ট নাইটের ব্যাপক প্রচলন ঘটে ২০০০ সালের ৩১ শে ডিসেম্বর মধ্যরাতের মিলেনিয়াম বা সহস্রাব্দ পালনের মধ্য দিয়ে। (সূত্র ইন্টারনেট)

■ থাটি ফার্স্ট নাইট কি ইসলাম সমর্থিত?

✪ ১. অশ্লীলতা ও বেহায়াপনা:

এ রাত্রিকে কেন্দ্র করে চলে অশালীন ও বেহায়াপনার মহোৎসব। যুবতীরা আঁটসাঁট, অশালীন ও অর্ধ নগ্ন পোশাক পরিধান করে অবাধে চলাফেরা করে। অথচ এ প্রসঙ্গে নবী (সা:) বলেন,

“ঐসব নারী যারা হবে পেষাক পরিহিতা কিন্তু প্রায় নগ্ন। যারা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে। তাদের মাথা বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের ন্যায়। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না।” (সহীহ মুসলিম: ২১২৮)

✪ ২. শিরক যুক্ত শ্লোগান:

মুসলিমদের অনেকেই বর্ষবরণ করতে দিয়ে শিরকের মধ্যে লিপ্ত হয়ে ইমান হারা হচ্ছে। আর তাদের শ্লোগান হচ্ছে-

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নি স্নানে সূচি হোক ধরা।”

উক্ত শ্লোগানে অগ্নিপূজকদের আগুন দ্বারা পবিত্র হওয়ার ভ্রান্ত বিশ্বাস সু-স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। অথচ অগ্নিকে সম্মান করা, আগুনের কাছে সাহায্য চাওয়া এবং আগুন দ্বারা পবিত্র হওয়ার ধারণা করা শিরক। আর আল্লাহ তা’য়ালা বলেন,

“নিশ্চয় আল্লাহ তা’য়ালা তার সাথে শিরুক কারীকে ক্ষমা করবেন না।” (সূরা নিসাঃ ১১৬)

✪ ৩. বিজাতীয় সাদৃশ্য:

থাটি ফার্স্ট নাইট উদযাপন সম্পূর্ণরূপে

Address

Dhaka
1216

Telephone

+8801971833902

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.MR ISLAM Salafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.MR ISLAM Salafi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category